Home »
» কিছু কনফিউশন প্রশ্ন
কিছু কনফিউশন প্রশ্ন
By Admin নভেম্বর ২৮, ২০২০
কিছু কনফিউশন প্রশ্নঃ
১। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি
সেক্টরে বিভক্ত করা হয়?
ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি
:
ব্যাখ্যাঃ ১০ এপ্রিল ১৯৭১
বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা
হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১
বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে
বিভক্ত করা হয়।
---
২। Who is the present President of the National
Assembly of Bangladesh?
a) zillur Rahman b) Abdul Hamid
c) Shirin Sharmin Chowdhury d) Sheikh Hasina
:
ব্যাখ্যাঃ যিনি স্পীকার থাকবেন
তিনিই present President of the National
Assembly of Bangladesh। অর্থাৎ উত্তর শিরীন
শারমিন চৌধুরী।
---
৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত
জেলা ৩০টি এবং মায়ানমার এর সাথে
রয়েছে ৩টি। বাংলাদেশের সাথে উক্ত
২টি দেশের মোট সীমান্ত জেলা -
ক) ৩২টি খ) ৩৩টি গ) ৩৪টি ঘ) ৩৫ট
ভারতের সাথে ৩০ টা জেলার সংযোগ
আছে আর মায়ানমারের সাথে আছে ৩টি।
কিন্তু এখানে একটি জেলা রাঙ্গামাটির
সাথে ভারত ও মায়ানমার উভয়ের সংযোগ
আছে। যার ফলে সীমান্ত জেলা ৩৩টা না
হয়ে হবে ৩২ টা।
---
৪। "চতুর্দশপদী " নামের কবিতা কে
লিখেছেন?
ক) মাইকেল মুধুসুদন দত্ত খ) বলাইচাঁদ
মুখোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মৃত্যুঞ্জয়
বিদ্যালংকার
ব্যাখ্যাঃ"চতুর্দশপদী কবিতা "
বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু
এখানে প্রশ্নে আছে "চতুর্দশপদী " নামের
কবিতা। অর্থাৎ কবিতাটির নাম
"চতুর্দশপদী কবিতা " নয়, শুধু "চতুর্দশপদী ",
এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়। যা অপশন
(খ) তে দেয়া আছে।
Related Posts:
ভাইভা বোর্ডে যা করা যাবে না#ভাইভা_বোর্ডে_যা_করা_যাবে_না৩৭ তম বিসিএসের নাম্বার পত্র দেখে অনেকেই ধারনা করতে পেরেছেন বিসিএসে ভাইভা কত গুরুত্বপূর্ণ। ২০০ মার্ক অনেক যা আপনার ক্যারিয়া… Read More
The smart way of fighting is to subdue the enemy without fighting ----Sun Tzu(The art of war)আন্তর্জাতিক দর্পণঃবন্ধুর মুখ ;শত্রুর ছায়া-----------------------------The smart way of fighting is to subdue the enemy without fighting ----Sun … Read More
আত্মসমর্পণ বনাম অস্ত্রসমর্পণ#আত্মসমর্পণ বনাম #অস্ত্রসমর্পণবোর্ড: পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে কত তারিখে? - ১৬ই ডিসেম্বর। অভ্যন্তরীণ দরকষাকষিতে তখন অস্ত্র সমর্পণ করেন … Read More
মহকুমা কী? SDO কী? SDPO কী?মহকুমা কী? SDO কী?SDPO কী?#মহকুমা_কী? মহকুমা হচ্ছে বর্তমান জেলা। বড় বড় জেলার অধীনে এক একটি প্রশাসনিক অঞ্চলকে মহাকুমা বলা হয়। কারণ এগুলো… Read More
সুইং স্টেট কি? ইলেকটোরাল কলেজ কী?সুইং স্টেট কি?ইলেকটোরাল কলেজ কী?যুক্তরাষ্ট্র দ্বিদলীয় কাঠামোর ভিত্তিতে চললেও জনগণের সার্বিক পছন্দ বলতে এই দুই দলকেই বোঝাবেনা। ফলে শুধু রিপাবলিকান বা ড… Read More
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................