Home »
» যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ US Presidential Election 2020
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ US Presidential Election 2020
By Admin নভেম্বর ০৯, ২০২০
✡ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ গুরুত্বপূর্ণ তথ্য:
বিজয়ী- রাষ্ট্রপতি: জো বাইডেন
প্রতিদ্বন্দ্বী: ডোনাল্ড ট্রাম্প
● মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম- কংগ্রেস
● মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ ও নিম্ন কক্ষের নাম যথাক্রমে- সিনেট, হাউজ অব রিপ্রেজেন্টেটিভস্
● সিনেট সদস্য - ১০০
● নিম্নকক্ষের সদস্য - ৪৩৫
● মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় রেখা আছে- ১৩ টি
● ইলেক্ট্রোরাল কলেজের ভোট- ৫৩৮ টি
● প্রেসিডেন্ট হতে ন্যূনতম ভোট দরকার- ২৭০ টি
● মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর মেয়াদ- ৪ বছর
✡ মার্কিন কংগ্রেসের ২৫ বছর বয়সী সর্বকনিষ্ঠ সদস্য "ম্যাডিসন ক্যাথর্ন " ( রিপাবলিক পার্টির)
● প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রতি চার বছর পর পর- নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার
● যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর সহধর্মিনীকে বলা হয়- ফার্স্ট লেডি
● পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়- সেক্রেটারি অব স্টেট
● সেক্রেটারি অব ট্রেজারি বলা হয়- অর্থমন্ত্রী
● যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর দাপ্তরিক বাসভবন - হোয়াইট হাউস
✡ বাংলাদেশী বংশোদ্ভূত নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে বিজয়ী হয়েছেন আবুল বি খান।
●যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বাস করেন নি- জর্জ ওয়াশিংটন
●হোয়াইট হাউসে বসবাসকারী ১ম প্রেসিডেন্ট - জন এডামস
●মার্কিন প্রেসিডেন্ট এর দাপ্তরিক কার্যালয় - ওভাল অফিস
● যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার - প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম
●'Bradley Effect ' কথাটি যে দেশের নির্বাচনের সাথে জড়িত - যুক্তরাষ্ট্র
●মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন
● বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন- পেন্টাগন
● পেন্টাগন অবস্থিত - ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন
● Democratic party'র দলীয় প্রতীক - গাধা
● Republican party'র দলীয় প্রতীক - হাতি
✡ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের সিনেটর: সারা ম্যাকব্রাইড।
নির্বাচিত হয়েছেন: যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে থেকে।
✡এক নজরে জো বাইডেন👨💼
পুরো নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, জো বাইডেন হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের ৪৭তম ভাইস প্রেসিডেন্ট। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দুই মেয়াদে কাজ করেন। ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেলাওয়ার থেকে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জন্ম: বাইডেনের জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভানিয়ার স্ক্রানটনে। স্ক্রানটন, নিউ ক্যাসল কাউন্টি ও ডেলাওয়ারে তাঁর বেড়ে ওঠা। চার ভাইবোনের মধ্যে সবার বড় তিনি।
বাবা-মা: বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র, মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান। তাঁর মা আইরিশ বংশোদ্ভূত।
শিক্ষা: বাইডেন ডেলাওয়ার ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। পরে তিনি সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে আইনে ডিগ্রি নেন।
পরিবার: সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় বাইডেন ১৯৬৬ সালের নিলিয়া হান্টারকে বিয়ে করেন। তাঁদের ঘরে তিন সন্তান রয়েছেন—জোসেফ আর ‘বিউ’ বাইডেন, রবার্ট হান্টার ও নাওমি ক্রিস্টিনা। নিলিয়াকে তিনি বলেছিলেন, ৩০ বছর বয়সের মধ্যে সিনেটর হওয়ার স্বপ্ন তাঁর। সিনেটর হওয়ার পর তাঁর লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া। ১৯৭২ সালে বড় দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিলিয়া নিহত হন। পরে ১৯৭৩ সালে বাইডেন জিল ট্রেসি জ্যাকবকে বিয়ে করেন। তাঁদের ঘরে অ্যাশলে ব্লেজার নামে এক কন্যা সন্তান রয়েছে।
রাজনৈতিক জীবন: ১৯৭০ সালে ডেলাওয়ারের নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলম্যান নির্বাচিত হন জো বাইডেন। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৩০ বছর বয়সের মধ্যেই যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার স্বপ্ন পূরণ হয় তাঁর। ১৯৭২ সালের নভেম্বরে তৎকালীন জনপ্রিয় রিপাবলিকান সিনেটর স্যালেব বগসের বিপক্ষে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হন তিনি। তারপর নাম লেখান ইতিহাসে। মাত্র ৩০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পঞ্চম সিনেটর নির্বাচিত হন।’ ৭৩ থেকে টানা ২০০৯ সাল পর্যন্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৮৭ সালে একবার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেনশিয়াল প্রাইমারিতে লড়ার ঘোষণা দেন বাইডেন। তবে অসুস্থতার কারণে ১৯৮৮ সালে প্রাইমারির শুরুতে ক্ষান্ত দেন তিনি। ২০০৭ সালে আবার প্রেসিডেন্ট পদে দলীয় প্রাইমারিতে নামেন। সেই যাত্রায় তিনি বারাক ওবামা আর হিলারি ক্লিনটনের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি। পরে ২০০৮ সালে ওবামা তাঁকে রানিংমেট হিসেবে বেছে নেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচন ২০২০: ২০১৯ সালের ২৫ এপ্রিল এক ভিডিওবার্তায় বাইডেন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রাইমারিতে লড়াইয়ের আভাস দেন। দলীয় প্রাইমারিতে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস (যিনি তাঁর বর্তমান রানিংমেট), ভারমন্টের সিনেটর উদারপন্থী বার্নি স্যান্ডার্স, ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেন, পেটি বুটেগিগ, অ্যামি ক্লুবেচারকে পেছনে ফেলে তিনি ডেমোক্রেটিক দলের মনোনয়ন নিশ্চিত করেন।
✡ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
গণনা শেষ হওয়ার আগেই যেকোন মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট পেয়ে রেকর্ড গড়লেন তিনি। এর আগে ২০০৮ সালে বারাক ওবামার গড়া রেকর্ড ভেঙেছেন তিনি।২০০৮ সালে বারাক ওবামা পেয়েছিলেন ছয় কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট। অন্যদিকে, ভোট গণনা শেষ হওয়ার আগেই এরই মধ্যে সাত কোটির বেশি ভোট পেয়েছেন বাইডেন।
●প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখন পর্যন্ত ৩৫ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।
সূত্রঃ প্রথম আলো
● যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট - আব্রাহাম লিঙ্কন
● যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয়- ১৮৬৩ সালে
● আমেরিকায় গৃহযুদ্ধ হয়- আব্রাহাম লিঙ্কনের আমলে
● বিখ্যাত মুদ্রা 'গ্রীণব্যাক' যে দেশের- যুক্তরাষ্ট্র
● গেটিসবার্গ শহরের সাথে জড়িত প্রেসিডেন্ট- আব্রাহাম লিঙ্কন
● 'গেটিসবার্গ' ভাষণ দিয়েছেন- আব্রাহাম লিঙ্কন
● প্রেসিডেন্ট লিঙ্কনের 'গেটিসবার্গ' ভাষণ এর স্থায়িত্ব - ২ মিনিট
● আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ দিন পর আততায়ীর গুলিতে মারা যান- আব্রাহাম লিঙ্কন
● আব্রাহাম লিঙ্কন মারা যান- ১৮৬৫ সালে
● মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২বছর ক্ষমতায় ছিলেন- ফ্রাঙ্কলিন রুজভেল্ট
● মহামন্দা মোকাবিলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট 'নিউ ডিল' ব্যবস্থা করেন- ফ্রাঙ্কলিন রুজভেল্ট
● মহামন্দা (The Great Depression) যে দেশের নামের সাথে জড়িত - মার্কিন যুক্তরাষ্ট্র
৩৬। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত - রিচার্ড নিক্সন
৩৭। ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস হয়- ১৯৭২ সালে
● ওয়েটারগেট কেলেঙ্কারির খবর প্রথম প্রকাশ করে- ওয়াশিংটন পোস্ট
● White House Years- হেনরি কিসিঞ্জার
● সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হননি- জেরাল্ড ফোর্ড
● যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট একজন অভিনেতা ছিলেন- রোনাল্ড রিগ্যান
● যে দেশ SDI ( Strategic Defense Initiative) প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে- মার্কিন যুক্তরাষ্ট্র
● সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কর্তৃক ঘোষিত এস.ডি.আই এর জনপ্রিয় নাম ছিলো- তারকা যুদ্ধ
● My Life গ্রন্থের লেখক- বিল ক্লিনটন
● 'লিভিং হিস্টোরি' গ্রন্থের লেখক- হিলারী ক্লিনটন
● নিউইয়র্ক এর টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ এখন যে নামে পরিচিত - গ্রাউন্ড জিরো
● যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম- গুয়ানতানামো বে
● 'গুয়ানতানামো বে' বন্দিশালা অবস্থিত - কিউবা
Related Posts:
বিশ্ববিখ্যাত কিছু বইয়ের (বাংলা অনুবাদের) PDF ।। Famous Books PDFবইপ্রেমীদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস ###(আপনার পছন্দের বইটিতে ক্লিক করে ডাউনলোড করুন) বিখ্যাত মনীষীদের জীবনী বিশ্বের শ্রেষ্ঠ ১০০ … Read More
ডাউনলোড করুন এডভান্সড ইংরেজি গ্র্যামার ।। Advanced English Grammar Advanced Learner's Functional English(পুরাতন সিলেবাসের Applied Grammar) এটিকে বলা হয় বাংলা ভাষায় সবচেয়ে ভালো ইংরেজি গ্র্যামার, সংক্ষেপে যেটাকে আমরা&n… Read More
সাতরঙা অর্থনীতিসাতরঙা অর্থনীতি#কালো অর্থনীতিএই যেমন কালো রঙের অর্থনীতি। ‘কালো অর্থনীতি’ সম্পর্কে কমবেশি সবারই ধারণা আছে। এটি অপ্রকাশ্য অর্থনীতি বা ছায়া অর্থনীতি। এই … Read More
PDF => অসমাপ্ত আত্মজীবনী ।। Ausamapta Atmajiboni ।। Unfinished Memoir by Bangabondhu Sheikh Mujibur Rahman অসমাপ্ত আত্মজীবনী ।। Ausamapta Atmajiboni ।। Unfinished Memoir by Bangabondhu Sheikh Mujibur Rahman -বইটির PDF ডাউনলোড করুন, নিচে লিংক দিল… Read More
Karagarer Rojnamcha কারাগারের রোজনামচা Sheikh Mujibur Rahman PDF DownloadKaragarer Rojnamcha (কারাগারের রোজনামচা) Sheikh Mujibur Rahman PDF Download Book: কারাগারের রোজনামচা Writer: শেখ মুজিবুর রহমান P… Read More
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................