বিসিএস প্রিলি প্রস্তুতি
★★বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কিছু ব্যতিক্রমধর্মী শব্দার্থঃ-
★ কুষ্মাণ্ড - কুমড়া
★ পনস - কাঁঠাল
★ কুম্ভিলক - নকলবাজ
★ সালতি - ছোট ডিঙ্গি নৌকা
★ শুখো - অনাবৃষ্টি
★ হাজা - অতিবৃষ্টি
★ লেফাফা - মোড়ক, পোশাক
★ রম্ভা - কলা
★ শীকর - বৃষ্টির জল
★ নির্নিমেষ - অপলক
★ ধুপ - রোদ
★ বুধ - জ্ঞানী
★ তুহিন - ঠাণ্ডা
★ তাঞ্জাম- পালকি
★ তানাজা- ঝগড়া,বিবাদ
★ তাবুত-শবাধার,কফিন
★ তাবেঈন- অনুসারীগণ
★ তামদারি- আপ্যায়ন;অভ্যর্থনা
★ তামস-ঘন অন্ধকারাচ্ছন্ন
★ তামান্না- আশা,অভিলাষ
★ দীপিকা- প্রদীপ,জোছনা
★ নুলোম-এর শাব্দিক অর্থ হলো- অনুক্রম, যথাক্রম
★ প্রদোষ - সন্ধ্যা
★ মাতৃষ্বসা - খালা
★ মণ্ডূক - কুনোব্যাঙ
★ আহব - যুদ্ধ
★ সওগাত - উপহার
★ অসিতবরণ - কালো রং
★ গন্ধবহ - বায়ু
★ হোমাগ্নি - আগুন
★ ওদন - অন্ন, খাবার
★ মুঢ়োতা - কুসংস্কার
★ আভাষ - পূর্ব ধারণা
★ আকিঞ্চন - ইচ্ছা
★ অরণি - আগুন/ অগ্নি উৎপাদনের কাঠ
★ কুবের - ধনের দেবতা
★ পর্ণশালা - পাতা দিয়ে ছাওয়া ঘর
★ কাচের তৈরি ঘর→ শিশমহল
★ কুবেরের ধন রক্ষক→ যক্ষ
★ গমন করতে পারে যে→ জঙ্গম
★ তিন ভাগের এক→ তেহাই
★ ধুলার মতো রং যার→ পাংশুল
★ ফুলের মধু→ মকরন্দ
★ মেঘের ডাক→ মন্দ্র
★ যা স্হানান্তর করা যায়না→ স্থাবর
★ যিনি অনেক দেখেছেন→ভূয়োদর্শী
★ যিনি বাক্যে অতি দক্ষ→ বাচস্পতি
★ আকাশ ও পৃথিবী→ ক্রন্দসী
★ উরন্ত পাখির ঝাঁক→ বলাকা
★ জন্ম নেই যার→ অজ
★ অর্থহীন উক্তি→ প্রলাপ
★ কথায় পটু→ বাগীশ
★ নাটকের পাত্র-পাত্রী→ কুশীলব
★ পাখির ডাক→ কাকলি
★ বস্ত্র কিংবা পত্রের শব্দ→ মর্মর
★ বিড়ালের ডাক→ জিবন
★ বর্ষের শেষে আয় ব্যয়েরপ্রতিবেদন→সালতামামি
★ বৃক্ষাদির নতুন কচি শাখা বাপাতা→ কিশলয়
★ বৃষ্টির জল→ শীকর
★ ভ্রমণ করার ইচ্ছা→ বিভ্রমিষা
★ ভেতরে প্রবেশ→ সন্নিবেশ
★ ফিটফাট গোছের তরুণ যুবক→ ফটিকচাঁদ
★ যুদ্ধ হতে পালায়না যে সৈন্য→সংশপ্তক
★ যে নারী অন্যের নিন্দা করেনা→অনসূয়া
★ যে পাখি বৃষ্টির পানি ছাড়া অন্জল পান করেনা→ চাতক
★ রাতের শিশির→ শবনম
★ হাতির শাবক→ করভ
★ হাতির বাসস্থান→ পিলখানা
★ সিংহের ধ্বনি→ নাদ
★ হস্তী, অশ্ব, রথ ও পদাতিকের ব্যবহার→চতুরঙ্গ
//////
Collected