Home »
» জো বাইডেনের পরিচয়
জো বাইডেনের পরিচয়
By Admin নভেম্বর ০৯, ২০২০
বয়স এখন ৭৭!
দীর্ঘ প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবন তাঁর। হোয়াইট হাউসে যাবার যে স্বপ্ন বহুদিন থেকে লালন করে আসছেন, সেই স্বপ্নের পথ এখন লড়াইয়ে লিপ্ত ! অবশেষে জয় !
১৯৮৭ সালে একবার আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মাঠে নামেন। ডেমোক্র্যাট দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে যে, তিনি অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়েছেন!
এই অভিযোগের সূত্র ধরে আরেকটা অভিযোগ সামনে আনা হয়।
ছাত্র জীবনের একটি ঘটনা, যখন তিনি আইনের ছাত্র হিসাবে তার সাইটেশন পেপারে আরেকজনের লেখা হুবহু ব্যবহার করেছিলেন। তিনি তখন বলেছিলেন, সেটা যে নিয়ম বহির্ভূত তা তিনি জানতেন না।
বিসিএস প্রস্তুতির জন্য ভিজিট করুন:
এমন অসততার অভিযোগ আনা হলে তিনি প্রচারণা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন!
পরে তাঁর এক জীবনীকারকে মি. বাইডেন বলেছিলেন, ওই ঘটনা তাকে "কুরে কুরে খেয়েছে। নিজেকে আমি চিরকাল একজন সৎ মানুষ হিসাবে মনে করেছি। সেই জায়গাটা বিরাট ধাক্কা খেয়েছে।”
বিসিএস প্রস্তুতির জন্য ভিজিট করুন:
আরেক জায়গায় তিনি লিখেছেন, “এর জন্য দায়ী আমি নিজে। নিজের ওপর রাগ আর হতাশায় ভুগছি। আমেরিকার মানুষকে আমি কীভাবে বোঝাবো এটাই জো বাইডেনের আসল পরিচয় নয়। এটা শুধু আমার মস্ত একটা ভুল”!
এরপর স্বজন হারানো, স্ত্রী-পুত্রবিয়োগ, নিজের মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নানা সংকটে আর ২০ বছর নিজের সঙ্গে সংগ্রাম করেন বাইডেন। এর মাঝে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছেন তার থেকে বয়সে কনিষ্ঠ অনেকে, যেমন- বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ট্রাম্প!
২০০৮ সালে দলীয় মনোনয়ন দৌঁড়ে নামেন। তবে বারাক ওবামার সঙ্গে পেরে উঠেননি। যদিও ওবামা তাকে ভাইস প্রেসিডেন্ট করে নেন। ফের ২০১৬ সালের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাননি, হিলারির কাছে হেরে যান। কিন্তু প্রেসিডেন্ট হন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।
বিসিএস প্রস্তুতির জন্য ভিজিট করুন:
কিন্তু হাল ছাড়েননি জো বাইডেন! তার স্বপ্ন ছিলো আমেরিকার প্রেসিডেন্ট হবেন। অবশেষে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লাভ করেন। সেখানেও অনিশ্চয়তা ছিলো। পেতে পেতেই যেন হেরে যাচ্ছিলেন। তবে একেবারে শেষ মুহুর্তে এসে মনোনয়ন পান।
এমনই হাল না ছাড়া মানুষ জো বাইডেন। তার জীবনী পড়ে অভিভূত হয়ে গিয়েছি! একজন মানুষ তার স্বপ্ন কীভাবে লালন করতে পারে দীর্ঘ সময় ধরে তা তিনি দেখিয়ে দিয়েছেন।
জো বাইডেন প্রায়ই একটা কথা বলেন,
"বাবার একটা কথা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা - কে তোমাকে কতবার ধাক্কা দিয়ে ফেলে দিল, সেটা বড় কথা নয়, কত দ্রুত তুমি উঠে দাঁড়াতে পারলে, মানুষ হিসাবে সেটাই হবে তোমার সাফল্যের পরিচয়।"
#সূত্র: সিএনএন, ফোর্বস, বিবিসি!
Related Posts:
English Grammar Exercise With Answer - 19SYLLABUS/TOPIC:Infinitive, Gerund, Going to, Will and PrepositionsQUESTIONS AND ANSWERS After every 10 questions, answers are provided.1. “_____ … Read More
English Grammar Exercise With Answer - 17SYLLABUS/TOPIC: - Past Simple - Past Continuous - Irregular verbs - Linking words - Prepositions QUESTIONS AND ANSWERS After every 10 questions, answ… Read More
English Grammar Exercise With Answer - 18SYLLABUS/TOPIC:- Much, many - Some, any- How much, how many- Something, anyone, nobody, everywhere- A few, a little, a lot of - ArticlesQUESTIONS AND … Read More
English Grammar Exercise With Answer - 21SYLLABUS/TOPIC: Present Perfect & Past Simple,For & since,Adverbs (slowly, carefully, just, still, too), Relative Clause (who, which, that) QU… Read More
English Grammar Exercise With Answer - 20SYLLABUS/TOPIC:Comparative and superlative adjectives, Relative pronouns (who, which, what, where), VocabularyQUESTIONS AND ANSWERS After every 1… Read More
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................