Home »
» প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ সম্পর্কিত পরামর্শ (নতুনদের জন্য):
প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ সম্পর্কিত পরামর্শ (নতুনদের জন্য):
By Admin নভেম্বর ২৮, ২০২০
প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ সম্পর্কিত পরামর্শ (নতুনদের জন্য):
----------
প্রাইমারি সহকারি শিক্ষক পদে আবেদন চলছে।ইতোমধ্যে ৯ লাখ আবেদন জমা পড়েছে, আরো পড়বে।। প্রাইমারি সহকারি শিক্ষক জব পাওয়া অত্যন্ত কঠিন, কারন বিভিন্ন কোটার ছড়াছড়ি সাথে উপজেলা ভিত্তিক মেধাতালিকার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া।।সুতরাং, আপনাকে প্রথমে বেস্ট এক্সাম দিতেত হবেই এরপর আপনার উপজেলায় সবাই কেমন এক্সাম দেয় বা আপনার উপজেলায় কত জন নিবে তারউপর নির্ভর করতে হবে সাথে ৬০% নারী কোটা, পোষ্য কোটার যন্ত্রনা তো আছেই।।কিন্তু সবার আগে দরকার, ভাল প্রিপারেশন।
আপনি যদি মনে করেন একটি প্রাইমারি নিয়োগ গাইড পড়ে এই জব অর্জন করবেন বা ২/৩টা প্রাইমারি নিয়োগ গাইড পড়ে এই জব পাবেন ব্যাপারটি সম্পূর্ন ভুল।।আপনাকে বিস্তারিত প্রিপারেশন নিতে হবে, সে জন্য বিসিএস সিলেবাসের সাথে প্রাইমারির যে যে টপিক মিলে সে সে বই যদি শেষ করেন তাহলেই ভাল এক্সাম আশা করতে পারেন।।যেমন: বাংলার জন্য বাজারে প্রচলিত যেকোন বিসিএস প্রিলি গাইড, তেমন বাকি বিষয়গুলো তারপর বিসিএস প্রশ্ন+ প্রাইমারির বিগত প্রশ্ন সলভ করলেই আপনি আত্মবিশ্বাসের সহিত এক্সাম হলে যেতে পারবেন।।
সুতরাং, বিস্তারিত প্রিপারেশন নিন।আর ফেসবুকে অনেক বইয়ের বিজ্ঞাপন পাবেন, এটা ভাববেন না যে সব সাব্জেক্ট নিয়ে বিভিন্ন কোম্পানির একটি গাইড কিনলেই চাকরি পাবেন, বিস্তারিত প্রিপারেশনের কোন বিকল্প নেই।।।দীর্ঘদিন সার্কুলার নেই, সুতরাং পড়াশোনা টেকনিক সহিত করতে হবে।।
বাস্তব কথা হচ্ছে, প্রথম শ্রেনি বা ২য় শ্রেনি জব বলতে যা বুঝি সব সার্কুলার কিন্তু অফ কারন পিএসসি বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ দেয় আর যাও অল্প কিছু সার্কুলার হয় টেকনিক্যাল পোস্ট বেশি।।তাই, প্রাইমারির সহকারি শিক্ষক নিয়োগ পরিক্ষা দুর্দান্ত প্রিপারেশন সহিত দিবেন সবাই।।
আশিক রহমান
সহকারি শিক্ষক(মাধ্যমিক)
৩৬ তম বিসিএস নন ক্যাডার
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................


