Home »
» একটি গুরুত্বপূর্ণ নোট
একটি গুরুত্বপূর্ণ নোট
By Admin নভেম্বর ২৮, ২০২০
যেকোনো নিয়োগ পরীক্ষায় এ নোট থেকে ৫ নাম্বার কমন আশা উচিত।আপনার জীবনে কোনো না কোনো নিয়োগ পরীক্ষায় এ নোট থেকে প্রশ্ন কমন পাবেনই!
।
।
জাতিসংঘের মোট অফিসিয়াল ভাষা ও কার্যকর ভাষা,OIC-এর অফিসিয়াল ভাষা,জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র ,G-7 এর সদস্য রাষ্ট্র ,সবচেয়ে বড় বাণিজ্য ও অর্থনৈতিক জোট এবং বিভিন্ন উপজাতিদের আবাসস্থল যেকোনো নিয়োগ পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ।যাদের পরীক্ষার হলে হঠাৎ করে কোনটা না হবে এমন কনফিউশন লেগে যায়,তারা পোস্টটি একটু দেখতে পারেন।আর যাদের হুবহু মনে রাখতে সমস্যা হয় না,তাদের পোস্টটি তেমন দরকার নেই।মূলত সবকিছু কৌশল দিয়ে শেখা উচিতও নয়;এতে পরীক্ষার হলে প্যাঁচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
.
Headed by,
Ekarash Chowdhury Ekram
জাতিসংঘের মোট অফিসিয়াল ভাষা ৬ টি।
##আই_মাসরুফ
.
আ-আরবি
ই-ইংরেজি
মা-মান্দারিন
স-স্প্যানিশ
রু-রুশ
ফ-ফরাসি
অর্থাৎ,উল্লিখিত এ ৬ টি ভাষা হচ্ছে জাতিসংঘের মোট অফিসিয়াল ভাষা।
.
বিশেষভাবে মনে রাখতে হবে "ইংরেজি ও ফরাসি" হচ্ছে জাতিসংঘের কার্যকর ভাষা এবং "আরবি,ইংরেজি,ফরাসি" OIC-এর official language।
.
জাতিসংঘের মোট স্থায়ী সদস্য রাষ্ট্র ৫ টা দেশ।
#U_FRCS_ডাক্তার।
.
U-UK,USA
F-Frince
R-Russia
C-China
অর্থাৎ,উল্লিখিত এ ৫ টা দেশ হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ।
.
G-7 ভুক্ত দেশ ৭ টা
#আইজ_কা_আমি_ফ্রি
আ-আমেরিকা
ই-ইটালি,ইংল্যান্ড
জ-জাপান,জার্মানি
কা-কানাডা
ফ্রি-ফ্রান্স
।
।
যারা পরীক্ষার হলে সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ও বাণিজ্যিক জোটের মধ্যে দ্বন্দ্বে পড়ে যান।
.
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
.
উত্তর: EU
.
সহজে মুখস্থ রাখবেন এভাবে—Economic Union
অর্থাৎ,বাংলায় এর অর্থ হবে, "অর্থনৈতিক জোট";আর এর সংক্ষিপ্ত রূপ "EU" মানে বড় অর্থনৈতিক জোট European union যা সহজে মনে থাকবে।
.
বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট কোনটি?
.
উত্তর: WTO
.
সহজে মনে রাখবেন এভাবে—WTO থেকে T নিয়ে, T=Trade অর্থাৎ Trade এর অর্থ হচ্ছে বাণিজ্য,তাহলে সবচেয়ে বড় বাণিজ্যিক জোট WTO
.
আশা রাখছি,প্রশ্ন দুটোতে আর কনফিউশন থাকবে না।
।
#টপিক_উপজাতিদের_আবাসস্থল
#মারমাদের_বাকপটু_মনে_হয়_বেশি।
মারমা= বা-বান্দরবান,ক-কক্সবাজার,পটু-পটুয়াখালি।
অর্থাৎ, মারমারা, বান্দরবান,কক্সবাজার ও পটুয়াখালি বাস করে।
ম-ময়মনসিংহ,নে-নেত্রকোনা;হয়=হাজং
আর হাজংরা, ময়মনসিংহ ও নেত্রকোনা বাস করে।
#ওরা_বর_পক্ষ
ওরা=ওঁরাও
ব-বান্দরবান, র-রংপুর
অর্থাৎ, ওঁরাওরা বান্দরবান ও রংপুরে বাস করে।
#বান্দর_পোলারা_মারা_খায়
বান্দর-বান্দরবান
পোলারা(রা)-ত্রিপুরা
মা-চাকমা
রা-রাঙ্গামাটি
খা-খাগড়াছড়ি
অর্থাৎ, ত্রিপুরা ও চাকমারা,বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি বাস করে।
.
#মনি_লেট_করে_বাজার_ও_গঞ্জে_যায়।
মনি=মনিপুর
লেট-সিলেট
বাজার-মৌলভীবাজার
গঞ্জ-হবিগঞ্জ
অর্থাৎ, মনিপুরীরা সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জে বাস করে।
Related Posts:
সৌরজগৎ ১. সূর্য একটি নক্ষত্র । প… Read More
গ্রন্থ সমালোচনা ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত যে কোন একটি গ্রন্থেরর সমালোচনা লিখুন গ্রন্থ : চিলেকোঠার সেপাই : লেখক : আখতারুজ্জামান ইলিয়াসগ্রন্থ সমালোচনা ঊনসত্তর… Read More
Charles Dickens - থেকে মাঝে মাঝেই প্রশ্ন আসে Charles Dickens - থেকে মাঝে মাঝেই প্রশ্… Read More
পি বি শেলির কয়েকটি গুরুত্বপূর্ণ কবিতা মনে রাখার টেকনিকপি বি শেলির কয়েকটি গুরুত… Read More
২০০০ থেকে ২০১৭ সালের ইন্টারমিডিয়েড বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসী গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান 1) ইতিপূর্বে = ইতঃপূর্বে 2)সহ&… Read More
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................