BCS পরীক্ষার্থীদের জন্য -

সাধারণ জ্ঞান

আজকে অনুষ্ঠিত  সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের সমাধান। সহযোগিতায়- মুজিবুর রহমান জয়। 

১) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি--- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২) বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা--- ৫০ টি। 

৩)  বাংলাদেশের শহীদ দিবস-- ২১ ফেব্রুয়ারি । 

৪)  বাংলাদেশের বৃহত্তম বিভাগ- -- চট্টগ্রাম বিভাগ।

৫) মুজিবনগর সরকার কবে গঠিত হয়--- ১০ এপ্রিল, ১৯৭১।

৬)  জাতিসংঘের Champion of the Earth খেতাবপ্রাপ্ত ---  শেখ হাসিনা। 

৭) মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ---  জো বাইডেন। 

৮)  বাংলাদেশের জাতীয় কবির নাম --- কাজী নজরুল ইসলাম। 

৯) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি---  সৈয়দ মাইনুল হোসেন

১০) সব কটা জানালা খুলে দাও না” গানটির গীতিকার ---  নজরুল ইসলাম বাবু। 

.....................

১১)
" যতকাল রবে পদ্মা যমুনা 
গৌরি মেঘনা বহমান 
ততকাল রবে কীর্তি তোমার 
শেখ মুজিবুর রহমান। "  উক্তিটি -  -- কবি অন্নদাশঙ্কর রায় এর।  

১২) ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে- -- ১৭ নভেম্বর, ১৯৯৯। 

১৩) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত - --- ৩৩৯ জন( বাংলাদেশ প্রতিদিন, ২০ নভেম্বর,২০২০ )।  

১৪) ' জীবন থেকে নেয়া' চলচ্চিত্রের পরিচালক - --- জহির রায়হান।  

১৫) বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ---   যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা।  

............

১৬) মুজিবনগর সরকার গঠন ও শপথ এর তারিখ ----- ১০ এপ্রিল, ১৯৭১ এবং ১৭ এপ্রিল, ১৯৭১। 

১৭) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্ত কিছু  পুরষ্কার--- 
- ভ্যাক্সিন হিরো,  চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ, স্টেট ম্যান, ইস্টার অব ইস্ট,  মাদার অব হিউম্যানিটি,  হুপে বোয়ানি, সেরেস মেডেল, গ্লোবাল উইমেন্স লিডারশীপ,   সাউথ সাউথ,  প্লানেট ৫০-৫০ ইত্যাদি।  

১৮) বাংলাদেশে বিভাগের সংখ্যা ----   ৮ টি। 

১৯) মুক্তিযুদ্ধে খেতাব - ৪ ধরণের।  ( বীরশ্রেষ্ঠ,  বীর উত্তম,  বীর বিক্রম,  বীর প্রতীক) 

২০) জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে এবং সদর দপ্তর - নিউ ইয়র্কে । 

সহযোগিতায়- মুজিবুর রহমান জয়।

Related Posts:

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ