প্রশাসন
#সরকার:
জাতীয় নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ট আসনের মাধ্যমে গঠিত হয় সরকার । মূলত দেশ পরিচলনার নির্বাহী ক্ষমতা ও দেশ পরিচালনা দায়িত্ব ও জাতীয় সংসদ কর্তৃক প্রণীত বিভিন্ন নীতিসহ বিভিন্ন প্রজেক্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় সরকার সকল কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকে।
২। স্থানীয় সরকার: দুই প্রকার। যথা-
ক. শহরভিত্তিক: সিটি কর্পোরেশন, পৌরসভা।
খ. গ্রামভিত্তিক: জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ।
যখন বলবে বাংলাদেশের স্থানীয় সরকারের মোট স্তর কতটি তখন উত্তর হবে ৫টি।
#প্রশাসন:
২। স্থানীয় প্রশাসন: বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন
সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ স্থানীয় স্বায়ত্তশাসন উপভোগ করে যেখানে নির্বাচিত স্থানীয় সরকার রাষ্ট্রীয় বিধিবিধানের সাথে সংগতি রেখে স্বাধীনভাবে ও অসার্বভৌমভাবে তাদের স্ব নির্বাচনী এলাকা পরিচালনা করে।
///
বিসিএস প্রশাসন ক্যাডারের সচিবালয়ের পদসোপান ( নিচ থেকে উপরে )
০১. সহকারী সচিব
০২. সিনিয়র সহকারী সচিব
০৩. উপ সচিব
০৪. যুগ্ন সচিব
০৫. অতিরিক্ত সচিব
০৬. সচিব
বিসিএস প্রশাসন ক্যাডারের মাঠ পর্যায়ের পদসোপান ( নিচ থেকে উপরে )
০১. সহকারী কমিশনার
০২. উপজেলা/থানা নির্বাহী অফিসার
০৩. অতিরিক্ত জেলা প্রশাসক
০৪. জেলা প্রশাসক
০৫. অতিরিক্ত বিভাগীয় কমিশনার
০৬. বিভাগীয় কমিশনার