Home »
» শুদ্ধ বানান চর্চা : বিসিএস প্রিলি + লিখিত
শুদ্ধ বানান চর্চা : বিসিএস প্রিলি + লিখিত
By ─────────────── আগস্ট ১১, ২০২১
৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি
শুদ্ধ বানান চর্চা : প্রিলি + লিখিত
ই- কার না ঈ – কার কোনটা আসল ি/ী ?
।
১। সকল ‘অঞ্জলি’ ই-কার হয়।
যেমন—কনকাঞ্জলি, কৃতাঞ্জলি; গীতাঞ্জলি; জলাঞ্জলি; তিলাঞ্জলি; পুষ্পাঞ্জলি, প্রাঞ্জলি; বদ্ধাঞ্জলি; লাজাঞ্জলি; শ্রদ্ধাঞ্জলি।
।
২। সকল ‘আবলি’ ই-কার হবে।
যেমন—কবিতাবলি; গুণাবলি, গ্রন্থাবলি; ঘটনাবলি; চরিতাবলি, চিত্রাবলি, চুনাবলি; দীপাবলি; নক্ষত্রাবলি, নামাবলি, নিয়মাবলি, নির্দেশাবলি; পত্রাবলি, পদাবলি, প্রশ্নাবলি; বংশাবলি, বিষয়াবলি; রচনাবলি; লোমাবলি, শ্লোকাবলি।
ব্যতিক্রম—চন্দ্রাবলী (সংস্কৃত অপরিবর্তনীয় শব্দ; রাধা/জ্যোৎস্না); মহাবলী (মহা+বল+ইন)।
।
৩। সকল ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে ই কার
যেমন – বর্ণালি, সোনালি , রুপালি , পূবালি, স্বর্ণালি
।
৩।কিছু তৎসম শব্দে ই , ঈ; উ,ঊ উভয়ই শুদ্ধ সেগুলোতে কেবল ই ও উ এবং ি , ু কার হবে ।
যেমন – কিংবন্তি , চিৎকার , ধমনি , ধূলি , পদবি , ভঙ্গি , লহরি , সরণি , সূচিপত্র ।
।
৪। কোনো শব্দের শেষে যদি ঈ- কার থাকে তাহলে সেই শব্দের সাথে যদি জগত , বাচক , বিদ্যা , সভা , তা , ত্ব , নী , ণী , পরিষদ , তত্ত্ব ইত্যাদি যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠিত হয় তাহলে পূর্ববর্তী ঈ – কার নবগঠিত শব্দে ই – কার হয় ।
যেমন –
প্রাণী + জগত = প্রাণিজগত
প্রাণী + বিদ্যা = প্রাণিবিদ্যা
প্রাণী + বাচক =প্রাণিবাচক
মন্ত্রী + সভা = মন্ত্রিসভা
কৃতী + ত্ব = কৃতিত্ব
প্রতিদ্বন্দ্বী + তা = প্রতিদ্বন্দ্বিতা
সঙ্গী + নী = সঙ্গিনী
।
৫। স্ত্রী বাচক শব্দের শেষে সর্বদা ঈ – কার হয়
যেমন – যুবতী , তরুণী , মানবী , জননী , স্ত্রী , নারী ইত্যাদি।
।
৬। বস্তুবাচক ও প্রাণিবাচক শব্দে সর্বদায় ই – কার হয় ।
যেমন
বস্তুবাচক: বাড়ি , গাড়ি , চাবি ইত্যাদি
প্রাণিবাচক : হাতি , মুরগি , পাখি , ইত্যাদি
।
৭। দেশ , জাতি , ভাষার নাম লিখতে সর্বদা ই – কার হয় ।
দেশ : জার্মানি , ইতালি , চিলি , গ্রিস , গিনি
জাতি : বাঙালি , জাপানি , তুর্কি , পর্তুগিজ
ভাষা : ইংরেজি , হিন্দি , ফারসি , নেপালি ।
।
বোনাস :
১।ঊ-কার
অদ্ভুত এর ভুত ব্যতীত সব ভূত লিখতে ঊ- কার হবে ।
যেমন – অভিভূত, একীভূত , আবির্ভূত , দ্রবীভূত , অভূতপূর্ব , অঙ্গীভূত , উদ্ভূত , প্রভূত , পরাভূত , সম্ভূত , বশীভূত ।
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................