Home »
» শুদ্ধ বানান চর্চা : বিসিএস প্রিলি + লিখিত
শুদ্ধ বানান চর্চা : বিসিএস প্রিলি + লিখিত
By ─────────────── আগস্ট ১১, ২০২১
৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি
শুদ্ধ বানান চর্চা : প্রিলি + লিখিত
ই- কার না ঈ – কার কোনটা আসল ি/ী ?
।
১। সকল ‘অঞ্জলি’ ই-কার হয়।
যেমন—কনকাঞ্জলি, কৃতাঞ্জলি; গীতাঞ্জলি; জলাঞ্জলি; তিলাঞ্জলি; পুষ্পাঞ্জলি, প্রাঞ্জলি; বদ্ধাঞ্জলি; লাজাঞ্জলি; শ্রদ্ধাঞ্জলি।
।
২। সকল ‘আবলি’ ই-কার হবে।
যেমন—কবিতাবলি; গুণাবলি, গ্রন্থাবলি; ঘটনাবলি; চরিতাবলি, চিত্রাবলি, চুনাবলি; দীপাবলি; নক্ষত্রাবলি, নামাবলি, নিয়মাবলি, নির্দেশাবলি; পত্রাবলি, পদাবলি, প্রশ্নাবলি; বংশাবলি, বিষয়াবলি; রচনাবলি; লোমাবলি, শ্লোকাবলি।
ব্যতিক্রম—চন্দ্রাবলী (সংস্কৃত অপরিবর্তনীয় শব্দ; রাধা/জ্যোৎস্না); মহাবলী (মহা+বল+ইন)।
।
৩। সকল ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে ই কার
যেমন – বর্ণালি, সোনালি , রুপালি , পূবালি, স্বর্ণালি
।
৩।কিছু তৎসম শব্দে ই , ঈ; উ,ঊ উভয়ই শুদ্ধ সেগুলোতে কেবল ই ও উ এবং ি , ু কার হবে ।
যেমন – কিংবন্তি , চিৎকার , ধমনি , ধূলি , পদবি , ভঙ্গি , লহরি , সরণি , সূচিপত্র ।
।
৪। কোনো শব্দের শেষে যদি ঈ- কার থাকে তাহলে সেই শব্দের সাথে যদি জগত , বাচক , বিদ্যা , সভা , তা , ত্ব , নী , ণী , পরিষদ , তত্ত্ব ইত্যাদি যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠিত হয় তাহলে পূর্ববর্তী ঈ – কার নবগঠিত শব্দে ই – কার হয় ।
যেমন –
প্রাণী + জগত = প্রাণিজগত
প্রাণী + বিদ্যা = প্রাণিবিদ্যা
প্রাণী + বাচক =প্রাণিবাচক
মন্ত্রী + সভা = মন্ত্রিসভা
কৃতী + ত্ব = কৃতিত্ব
প্রতিদ্বন্দ্বী + তা = প্রতিদ্বন্দ্বিতা
সঙ্গী + নী = সঙ্গিনী
।
৫। স্ত্রী বাচক শব্দের শেষে সর্বদা ঈ – কার হয়
যেমন – যুবতী , তরুণী , মানবী , জননী , স্ত্রী , নারী ইত্যাদি।
।
৬। বস্তুবাচক ও প্রাণিবাচক শব্দে সর্বদায় ই – কার হয় ।
যেমন
বস্তুবাচক: বাড়ি , গাড়ি , চাবি ইত্যাদি
প্রাণিবাচক : হাতি , মুরগি , পাখি , ইত্যাদি
।
৭। দেশ , জাতি , ভাষার নাম লিখতে সর্বদা ই – কার হয় ।
দেশ : জার্মানি , ইতালি , চিলি , গ্রিস , গিনি
জাতি : বাঙালি , জাপানি , তুর্কি , পর্তুগিজ
ভাষা : ইংরেজি , হিন্দি , ফারসি , নেপালি ।
।
বোনাস :
১।ঊ-কার
অদ্ভুত এর ভুত ব্যতীত সব ভূত লিখতে ঊ- কার হবে ।
যেমন – অভিভূত, একীভূত , আবির্ভূত , দ্রবীভূত , অভূতপূর্ব , অঙ্গীভূত , উদ্ভূত , প্রভূত , পরাভূত , সম্ভূত , বশীভূত ।
Related Posts:
পোষ্টাল ভোটিং কি?পোষ্টাল ভোটিং কি?যখন কোন দেশের জনগণ কোন কারণে নিজ এলাকার ভোট কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ব্যালট পেপারে তার পছন্দনীয় প্রার্থীকে ভোট প্রদান … Read More
সুইং স্টেট কি? ইলেকটোরাল কলেজ কী?সুইং স্টেট কি?ইলেকটোরাল কলেজ কী?যুক্তরাষ্ট্র দ্বিদলীয় কাঠামোর ভিত্তিতে চললেও জনগণের সার্বিক পছন্দ বলতে এই দুই দলকেই বোঝাবেনা। ফলে শুধু রিপাবলিকান বা ড… Read More
মুজিবনগর সরকারের আইনগত ভিত্তি কী?মুজিবনগর সরকারের আইনগত ভিত্তি কী?- ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী "স্বাধীনতার ঘোষণাপত্র" জারি করেন। এটি ছিল বা… Read More
The smart way of fighting is to subdue the enemy without fighting ----Sun Tzu(The art of war)আন্তর্জাতিক দর্পণঃবন্ধুর মুখ ;শত্রুর ছায়া-----------------------------The smart way of fighting is to subdue the enemy without fighting ----Sun … Read More
মহকুমা কী? SDO কী? SDPO কী?মহকুমা কী? SDO কী?SDPO কী?#মহকুমা_কী? মহকুমা হচ্ছে বর্তমান জেলা। বড় বড় জেলার অধীনে এক একটি প্রশাসনিক অঞ্চলকে মহাকুমা বলা হয়। কারণ এগুলো… Read More
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................