Home »
» ৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা
৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা
By ─────────────── আগস্ট ১১, ২০২১
৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা
আমার এই লেখা নতুনদের জন্য!!!
বিষয়ভিত্তিক আলোচনার আজকের বিষয়
" বাংলাদেশ বিষয়াবলি "।
হিউজ সিলেবাস, মোটা মোটা বই, পড়তে বসলেই মাথা ঘোড়ায় কোনটা রেখে কোনটা পড়ব মোটামুটি এই হচ্ছে" বাংলাদেশ বিষয়াবলি " নিয়ে প্রথমবার যারা রিটেন দিবেন তাদের চিন্তা-ভাবনা।
এইটা আমারও হয়েছিল!এত বড় সিলেবাস, মোটা মোটা বই দেখে ভয় পাওয়ার কিছু নাই।
কিন্তু প্রত্যেক সমস্যারই একটা সমাধান থাকে!
৩৫--৪০ তম বিসিএসের রিটেন এর প্রশ্ন পর্যালোচনা করে দেখা যায় ভালোভাবে সংবিধান শেষ করতে পারলে ৬০--১০০ নাম্বার কমন পাওয়া যায়! তার মানে শুধু সংবিধান দিয়েই আপনি বাংলাদেশ বিষয়াবলির (৩০--৫০)% শেষ করতে পারতাছেন। কি সিলেবাস সহজ হয়ে আসতাছে না??
আরো সহজ করে দিচ্ছি, বাংলাদেশ বিষয়াবলির প্রথম চাপ্টার বাংলাদেশের ভৌগোলিক পরিচয় শেষ করা খুব সহজ! এই চাপ্টার শেষ করতে পারলে মোটামুটি ২০ নাম্বার কমন।
কি নাম্বার কিন্তু (৪০-৬০)% শেষ!!।
বাংলাদেশের অর্থনীতি,চলমান উন্নয়ন প্রকল্প এই ২ টা জিনিস ভালোভাবে শেষ করতে পারলে আরো ২০ নাম্বার নিশ্চিত কমন!
নাম্বার কিন্তু(৫০--৭০)% শেষ।
বিগত বছরের প্রশ্ন গুলা জানা থাকলে আরো কমপক্ষে ২০ নাম্বার কমন পাবেন ইনশাআল্লাহ!
ত নাম্বার (৬০--৮০)% শেষ!
নাউ রিডিং ম্যাটারিয়াল ফর মাইটি বাংলাদেশ বিষয়াবলি ঃ
১ঃ বিগত বছরের প্রশ্ন
২ঃ বাংলাদেশের সংবিধান( মোস্ট ইম্পরট্যান্ট)
৩ঃ বাংলাদেশের ম্যাপ।
৪ঃ অর্থনৈতিক সমীক্ষা ও বাজেট।
৫ঃ বাজারে প্রচলিত যে কোন একটা গাইড বই।
যারা এত মোটা বই দেখে ভয় পাচ্ছেন তাদেরকে বলব আপনারা শুধু বিগত বছরের প্রশ্ন, সংবিধান, উন্নয়ন প্রকল্প, বাংলাদেশের ভৌগলিক পরিচয়, বাংলাদেশের অর্থনীতি শুধু এইগুলা ভালোভাবে শেষ করতে পারলে (১৩০--১৫০) কমন পাবেন ইনশাআল্লাহ।
আজ এই পর্যন্তই। হেপি রিডিং।
//
Ahmmed Safa
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................