Home »
» দৈনন্দিন বিজ্ঞান
দৈনন্দিন বিজ্ঞান
By ─────────────── আগস্ট ১১, ২০২১
আজকের পরীক্ষার উত্তরপত্র
১সপ্তাহে ১ বিষয় রিভিশন । ৫ম সপ্তাহ । দৈনন্দিন বিজ্ঞানের ৪র্থ দিন।
পূর্ণমান: ৮০, সময় : ৪০মিনিট
গুগল ফর্ম লিংক : https://forms.gle/AfY3vFooM171atMA9
আগের বারের পরীক্ষাটির গুগল ফর্ম https://forms.gle/P6C5Nieyp98THG7F7
১. পীট কয়লার বৈশিষ্ট্য হলো-
ক. মাটির অনেক গভীরে থাকে
খ. পাহাড়ী এলাকায় পাওয়া যায়
গ. ভিজা ও নরম
ঘ. দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
উত্তরঃ গ
২. নিউক্লিয়ার রিয়্যাক্টরে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার হয় যাতে-
ক. অতি দ্রুত শক্তি উৎপাদন করা হয়
খ. বেশি সংখ্যক পরমাণু ভাঙ্গে
গ. বিক্রিয়ার তাপমাত্রা শোষিত হয়.
ঘ. অধিকাংশ নিউট্রন শোষিত হয়
উত্তরঃ ঘ
৩. বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থকে তা-
ক. সার হিসেবে ব্যবহার করা যায়
খ. হাঁস-মুরগীর খাবার হিসেবে ব্যবহার করা যায়
গ. জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়
ঘ. কোন কাজে লাগে না
উত্তরঃ ক
৪. প্রাকৃতিক গ্যাসে মিথেন কী পরিমাণ থাকে?
ক. ৪০ - ৫০ ভাগ
খ. ৬০ - ৭০ ভাগ
গ. ৮০ - ৯০ ভাগ
ঘ. ৩০ - ২৫ ভাগ
উত্তরঃ গ
৫. PCR-এর পরিপূর্ণ অর্থ কী?
ক. পলিমার কার্বন রিঅ্যাকশন
খ. পলিমার কার্বহাইড্রেট রিঅ্যাকশন
গ. পলিমার ক্যাটালাইসিস রিঅ্যাকশন
ঘ. পলিমার চেইন রিঅ্যাকশন
উত্তরঃ ঘ
৬.নবায়নযোগ্য জ্বালানি-
ক. পেট্রোল
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. পরমাণু শক্তি
উত্তরঃ ঘ
৭.নিচের কোনটি Fossil fuel নয়?
ক. পেট্রোলিয়াম
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. 273 U
উত্তরঃ ঘ
৮.বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে ব্যবহৃত হয়?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. কার্বন মনোক্সাইড
গ. মিথেন
ঘ. নাইট্রোজেন
উত্তরঃগ
৯. নিম্নোক্তগুলোর কোনটি পারমাণবিক চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়?
ক. গ্রাফাইট
খ. স্টীল
গ. কয়লা
ঘ. সীসা
উত্তরঃ ক
১১। রেডিয়াম, পোলেনিয়াম,থোরিয়াম এগুলো কিসের উদাহরণ?
ক)তেজস্ক্রিয় মৌল
খ) ভারী মৌল
গ)হালকা মৌল
ঘ) ক+খ
উত্তরঃঘ
১০. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী?
ক. কয়লা
খ. তৈল
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. উপরের সবগুলি
উত্তরঃ ঘ
১২. কোন বাঙ্গালী বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের সাথে যুক্তভাবে একটি তত্ত্ব দিয়েছিলেন?
ক. মেঘনাধ সাহা
খ. সত্যেন্দ্রনাথ বসু
গ. জগদীশ চন্দ্র বসু
ঘ. আর মহলানবীশ
উত্তরঃ খ.
১৩. আপেক্ষিক তত্ত্ব অনুসারে স্থান, কাল ও দৈর্ঘ্য--
ক. অপরিবর্তনশীল বা অনাপেক্ষিক
খ. পরিব্ররতনশীল বা আপেক্ষিক
গ. স্থির
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
১৪. স্টিফেন হকিন্স একজন অতিশয় বিখ্যাত-
ক. দার্শনিক
খ. পদার্থবিদ
গ. কবি
ঘ. রসায়নবিদ
উত্তরঃ খ
১৫. আলফা কণা বলতে কি বুঝায়?
ক) কপার নিউক্লিয়াস
খ) হিলিয়াম নিউক্লিয়াস
গ)বেকরেল রশ্মি
ঘ) সবগুলো
উত্তরঃ খ
১৬.বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব-ব্যাখ্যা উপস্থাপন করেছেন-
ক. স্টিফেন হকিং
খ. জি লেমেটার
গ. আব্দুস সালাম
ঘ. এডুইন হাবল
উত্তরঃ ক
১৭. ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারে জ্বলজ্বল করে কিসের উপস্থিতিতে?
ক)থোরিয়াম ও জিংক সালফাইড
খ)রেডিয়াম ও জিংক সালফাইড
গ)পোলেনিয়াম ও জিংক সালফাইড
ঘ) কোনটা নয়
উত্তরঃক
১৮. Which is gaseous at NTP?
ক. Haptane
খ. Hexane
গ. Pentane
ঘ. Butane
উত্তরঃ ঘ
১৯. রাস্তা বা ছাদের আবরণ হিসাবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি হয়?
ক. বালি
খ. চুনাপাথর
গ. পেট্রোলিয়ামের অবশেষ
ঘ. অ্যামোনিয়ার কালো লিকার
উত্তরঃ গ
২০. সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো-
ক. নিরবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া
খ. ভারী পরমাণুর ফিশন পদ্ধতি
গ. অতি উচ্চ তাপমাত্রায় সূর্যের পদার্থ উত্তপ্ত হওয়া
ঘ. হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি
উত্তরঃ ঘ
২১. সি.এন.জি চালিত ইঞ্জিনে জ্বালানী ব্যবহার করা হয়-
ক. ডিজেল
খ. মিথেন
গ. পেট্রোল
ঘ. ইথেন
উত্তরঃ খ
২২. হাইড্রোইলেকট্রিসিটি (Hydroelectricity) তৈরি করতে দরকার হয়-
ক. পানি
খ. জ্বালানী
গ. তাপ
ঘ. বাতাস
উত্তরঃ ক
২৩। আইসি কিসের তৈরি?
ক)কপার
খ) সিলিকন
গ)লোহা
ঘ)সেলেনিয়াম
উত্তরঃ খ
২৪.কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়?
ক. ক্লোরিন
খ. প্যারাফিন
গ. রেনিয়াম
ঘ. আয়োডিন
উত্তরঃ খ.
২৫. প্রখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের নামের সঙ্গে যে বাংলাদেশী বৈজ্ঞানিকের নাম জড়িত-
ক. ড. মতিন চৌধুরী
খ. ড. কাজী মোতাহার হোসেন
গ. কুদরত-ই-খোদা
ঘ. প্রফেসর এম.এন.বোস
উত্তরঃ ঘ
২৬. সূর্যে শক্তি উৎপন্ন হয়-
ক. রাসায়নিক বিক্রিয়ার ফলে
খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ. তেজস্ক্রিয়তার ফলে
ঘ. পরমাণুর ফিশন পদ্ধতিতে
উত্তরঃ খ
২৭. নবায়নযোগ্য জ্বালানীর উৎস-
ক. তেল
খ. গ্যাস
গ. কয়লা
ঘ. বায়োগ্যাস
উত্তরঃ ঘ
২৮. পারমাণবিক বোমা (Atom bomb)এর আবিষ্কারক কে?
ক. আইনস্টাইন
খ. ওপেনহেইমার
গ. অটোহ্যান
ঘ. রোজেনবার্গ
উত্তরঃ খ
২৯. ফিশন (Fission) প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি উৎপাদিত হয়-
ক. হাইড্রোজেন বোমা
খ. এটম বোমা
গ. সূর্য
ঘ. নভোরশ্মি
উত্তরঃ খ
৩০. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফারমেন্টেশন প্রক্রিয়ার উৎপন্ন হয়-
ক. ইথেন
খ. মিথেন
গ. এমোনিয়া
ঘ. বিউটেন
উত্তরঃ খ
৩১. ফিউশন প্রক্রিয়ায়--
ক. একটি পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
খ. একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে
গ. ভারী পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়
ঘ. একটি পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়
উত্তরঃ খ
৩২. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
ক. পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ. পেট্রোল পানির সাথে মিশে না
গ. পেট্রোল পানির চেয়ে হাল্কা
ঘ. খ ও গ উভয়ই ঠিক
উত্তরঃ ঘ.
৩৩. নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-
ক. পারমাণবিক জ্বালানী
খ. পীট কয়লা
গ. ফুয়েল সেল
ঘ. সূর্য
উত্তরঃ ঘ
৩৪. ফিউশন গেলন পদ্ধতিতে তৈরিকৃত বোমার নাম
ক. হাইড্রোজেন বোমা
খ. এটম বোমা
গ. নিউক্লিয়ার বোম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৩৫.বিগ ব্যাং সৃষ্টির আগের মুহূর্তের সীমাকে বলে--
ক. প্লাঙ্ক ওয়াল
খ. প্লাঙ্ক ওয়েবার
গ. প্লাঙ্ক মাস্ক
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৩৬. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
ক. কয়লা
খ. সূর্যরশ্মি
গ. পেট্রোলিয়াম
ঘ. ইউরেনিয়াম
উত্তরঃ খ
৩৭.নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক. পেট্রোলিয়াম
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. বায়োগ্যাস
উত্তরঃ ঘ
৩৮. ফিউজ তার কী দিয়ে তৈরি?
ক . নাইক্রোম
খ. টিন(২৫%) ও সীসা(৭৫%) এর মিশ্রণে তৈরি একটি সংকর ধাতু।
গ. তামা
ঘ. রুপী
উত্তর : খ
৩৯.পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
ক. সোডিয়াম
খ. পটাশিয়াম
গ. ম্যাগনেশিয়াম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৪০. বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
ক. তাপ শক্তিতে
খ. রাসায়নিক শক্তিতে
গ. শব্দ শক্তিতে
ঘ. আলোক শক্তিতে
উত্তরঃ গ
৪১. আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে?
ক. প্রায় ৬৫-৬৯%
খ. প্রায় ৭৫-৭৯%
গ. প্রায় ৮৫-৮৯%
ঘ. প্রায় ৯৫-৯৯%
উত্তরঃ ঘ
৪২. ‘থিওরি অব রিলেটিভিটি’ এর প্রণেতা-
ক. আইজ্যাক নিউটন
খ. আলবার্ট আইনস্টাইন
গ. চার্লস ডারউইন
ঘ. আঁদ্রে শাখারভ
উত্তরঃ খ
৪৩.পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ-
ক. পানি কেরোসিনের চেয়ে হাল্কা
খ. পানির অক্সিজেন কেরোসিনকে জ্বলতে সাহায্য করে
গ. কেরোসিন পানির চেয়ে হাল্কা
ঘ. জ্বলন্ত কেরোসিনের সংস্পর্শে আসা মাত্রই পানি জলীয় বাষ্পে পরিণত হয়
উত্তরঃ গ
৪৪. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে-
ক. ট্রান্সফরমার
খ. জেনারেটর
গ. স্টোরেজ ব্যাটারী
ঘ. ক্যাপাসিটার
উত্তরঃ গ
৪৫. কোনটি বায়োগ্যাসের প্রধান কাঁচামাল?
ক. গোবর ও পানি
খ. খড়কুটা ও পানি
গ. কয়লা ও পানি
ঘ. মাটি ও পানি
উত্তরঃ ক
৪৬. In Nuclear reactor fuel used is
ক. Diesel fuel
খ. Coal
গ. Natural gas
ঘ. Uranium
উত্তরঃ ঘ
৪৭.১৮৯৮ সালে মাদাম কুরি ও পিয়ারে কুরি আবিষ্কার করেন-
ক. ইউরেনিয়াম
খ. রেডিয়াম
গ. থোরিয়াম
ঘ. লেজার রশ্মি
উত্তরঃ গ
৪৮. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
ক. তেল
খ. সমুদ্রের ঢেঊ
গ. গ্যাস
ঘ. কয়লা
উত্তরঃ খ
৪৯. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
ক. নাইট্রোজেন গ্যাস
খ. মিথেন
গ. হাইড্রোজেন গ্যাস
ঘ. কার্বন মনোক্সাইড
উত্তরঃ খ
৫০.পারমাণবিক বিভাজন প্রক্রিয়া কে আবিস্কার করেন
ক. রাদারফোর্ড
খ. আইনস্টাইন
গ. এডিসন
ঘ. অটোহ্যান
উত্তরঃ ঘ
৫১. প্রশ্নঃ বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?
ক. ১ : ২
খ. ১ : ৩
গ. ১ : ৪
ঘ. ২ : ৩
উত্তরঃ ক
৫২.সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?
ক.রাসায়নিক প্রক্রিয়ায়
খ. আণবিক শক্তি প্রক্রিয়ায়
গ.পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
ঘ.বিদ্যুৎ শক্তি প্রক্রিয়ায়
উত্তরঃ গ
৫৩.Rank of the coal changes with
ক. Voletile%
খ. Carbon%
গ. Sulphur%
ঘ. Ash%
উত্তরঃ খ
৫৪. Most undesirable element in natural gas is
ক. Carbon
খ. Sulphur
গ. Hydrogen
ঘ. Oxygen
উত্তরঃ খ
৫৫.সৌর কোষে ব্যবহৃত হয়-
ক. ক্যাডমিয়াম
খ. অ্যালুমিনিয়াম ফয়েল
গ. সিলিকন
ঘ. ফসফরাস
উত্তরঃ ক
৫৬. CNG এর পূর্ণরূপ কী?
ক. Compressed nitrogen gas
খ. Compressed neon gas
গ. Compressed natural gas
ঘ. Compressed nitrogen monoxide gas
উত্তরঃ গ
৫৭.অনবায়নযোগ্য জ্বালানীর উৎস-
ক. সমুদ্রস্রোত
খ. সূর্যরশ্মি
গ. কয়লা
ঘ. বায়োগ্যাস
উত্তরঃ গ
৫৮.যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে?
ক. তড়িৎ শক্তি
খ. আলোক শক্তি
গ. যান্ত্রিক শক্তি
ঘ. শব্দ শক্তি
উত্তরঃ গ
৫৯.তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
ক. এ্যামপ্লিফায়ার
খ. জেনারেটর
গ. লাউড স্পীকার
ঘ. মাইক্রোফোন
উত্তরঃ গ
৬০.নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়?
ক. ঘর্ষণ শক্তি
খ. গতি শক্তি
গ. স্থিতি শক্তি
ঘ. যান্ত্রিক শক্তি
উত্তরঃ গ
৬১.সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি?
ক. পেট্রোল ইঞ্জিন
খ. ডিজেল ইঞ্জিন
গ. বৈদ্যুতিক ইঞ্জিন
ঘ. গ্যাস ইঞ্জিন
উত্তরঃ গ
৬২.ফটো-ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয়?
ক. বিদ্যুৎ
খ. তাপ
গ. শব্দ
ঘ. চুম্বক
উত্তরঃ ক
৬৩.ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
ক. আইসোটোন
খ. আইসোটোপ
গ. আইসোবার
ঘ. রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল
উত্তরঃ খ
৬৪.চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত অংশ?
ক. ১/৩
খ. ১/৪
গ. ১/৬
ঘ. ১/১০
উত্তরঃ গ
৬৫.জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন?
ক. টারবাইন
খ. রোটারী
গ. মোটর
ঘ. রি-অ্যাকশন
উত্তরঃ ঘ
৬৬.নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
ক. ট্রানজিস্টার
খ. ডায়োড
গ. অ্যামপ্লিফায়ার
ঘ. ট্রান্সফর্মার
উত্তরঃ ঘ
৬৭.AC কে DC করার যন্ত্র-
ক. রেকটিফায়ার
খ. অ্যামপ্লিফায়ার
গ. ট্রানজিস্টর
ঘ. ডায়োড
উত্তরঃ ক
৬৮.বিদ্যুৎবাহী তারে পাখী বসলে সাধারণতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ-
ক. বিদ্যুৎস্পৃষ্ঠ হলেও পাখী মরে না
খ. পাখীর গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
গ. মাটির সংগে সংযোগ হয় না
ঘ. পাখীর দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
উত্তরঃ গ
৬৯.যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে বলে-
ক. ট্রান্সফর্মার
খ. বৈদ্যুতিক মোটর
গ. ডায়ানামো
ঘ. যে কোনটি
উত্তরঃ গ
৭০.A transformer transforms
ক. Voltage
খ. Frequency
গ. Voltage & Current
ঘ. Power
উত্তরঃ ঘ.
৭১.কোন বাড়িতে ১০০ ওয়াটের ৪টি বাল্ব ৫ ঘন্টা জ্বললে বাড়ির ইলেকট্রনিক মিটারে উঠবে?
ক. ৫ ইউনিট
খ. ৪ ইউনিট
গ. ১ ইউনিট
ঘ. ২ ইউনিট
উত্তরঃ ঘ
৭২.বজ্রপাতের সময় থাকা উচিত--
ক. খোলা মাঠে দাঁড়িয়ে
খ. উঁচু দেয়ালের কাছে
গ. উঁচু গাছের নিচে
ঘ. গুহার ভিতর বা মাটিতে শুয়ে
উত্তরঃ ঘ
৭৩.হঠাৎ বিদ্যুৎ শক্তি যাওয়াকে বলা হয়-
ক. ব্লাক আউট
খ. ব্রাউন আউট
গ. নয়েজ
ঘ. করোশন
উত্তরঃ ক
৭৪.কমুটেটর থাকে-
ক. ডিসি জেনারেটরে
খ. এসি জেনারেটরে
গ. ট্রান্সফর্মারে
ঘ. সিনক্রোনাস মোটরে
উত্তরঃ ক
৭৫.বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
ক. ট্রান্সমিটারের সাহায্যে
খ. স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
গ. এডাপটারের সাহায্যে
ঘ. স্টেপ-আপ ট্রান্সফরমারের সাহায্যে
উত্তরঃ খ
৭৬.A multimeter is used to measure
ক. Resistance
খ. Current
গ. Voltage
ঘ. All of the above
উত্তরঃ ঘ
৭৭.দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?
ক. টেলিপ্রিন্টিং
খ. টেলিগ্রাফি
গ. টেলেক্স
ঘ. ফ্যাক্স
উত্তরঃ ঘ
৭৮.LASER মানে হলো-
ক. Light Analysis by Single Enargy Radiation
খ. Light Amplification for Stimulated Emission of Radiation
গ. Light Amplification by Stimulated Emission of Radiation
ঘ. Light Analysis by Stimulated Emission of Radiation
উত্তরঃ গ
৭৯.আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-
ক. পাঞ্চ কার্ড
খ. ইন্টিগ্রেটেড সার্কিট
গ. বায়ুশূন্য টিউব
ঘ. ট্রানজিস্টার
উত্তরঃ খ
৮০.নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই?
ক. আলফা
খ. বিটা
গ. গামা
ঘ. পজিট্রন
উত্তরঃ গ
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................