Home »
 » ৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি: বই নির্বাচন 
৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি: বই নির্বাচন
By ─────────────── আগস্ট ১১, ২০২১
  
৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি 
বই নির্বাচন 
★★★★★
বাংলা
--------
★ওরাকল/অ্যাসিউরেন্স। 
আর কেউ যদি একটু ভিন্নতা বা প্রচলিত  না পড়তে চান শীকর /অগ্রদূত পড়তে পারেন। তবে সাহিত্য অংশের জন্য  আপনার প্রিলি অংশ রিভিশন  থাকতে হবে এবং কিছু  গল্পের কাহিনি  ও চরিত্র  জানতে হবে।তাহলে আপনি  কিভাবে  এতো কম সময়ে কাভার করবেন? গ্রন্হসমালোচনা গুলো ভালো করে পড়ুন।প্রশ্ন  অ্যানালাইসিস  করে দেখুন কার থেকে প্রায় আসে।এগুলো একটু ডিপ পড়লেই চলবে।আর  বিগত বছরের প্রশ্ন  শেষ করলে লেখার মতো আইডিয়া  পাবেন।
ইংরেজি 
---------
আসলে এটার প্রকৃত  কোনো বই নেই।মানে যা আছে মডেল এর মতো।আপনি চর্চা করলে দক্ষতা বাড়বে।
রিডিং  পার্ট এর জন্য  অ্যাসিউরেন্স  /ইংলিশ  রিডিং  স্কীলস/IELTSএর রিডিং  পার্ট চর্চা করতে পারেন।
ভোকাবুলারি এর জন্য  আপনার যেকোনো  একটা পছন্দের বই পড়তে পারেন।
অনুবাদ যেকোনো  বই ধরে চর্চা করলেই হবে।
রচনা নোট করতে চাইলে নেট ছাড়া উপায় নেই।পয়েন্ট, গুছানোর জন্য  বাজারের প্রচলিত গাইড/ইউনিক বই/কনফিডেন্সের শীটের সাহায্য  নিতে পারেন।
ম্যাথ
-------
নবম দশম শ্রেণীর মেইন বই ও হায়ার ম্যাথ আর কিছু  অধ্যায়ের জন্য  উচ্চ মাধ্যমিকের সংশ্লিষ্ট  অধ্যায় করতে পারেন।আর আলাদা পড়তে না চাইলে বাজারে এসব বইয়ের সংকলন BETA বা কনফিডেন্সের গণিত বই বা Math Hour কিনতে পারেন
বিজ্ঞান 
--------
নন সাইন্সের যারা তারা ALPHA বা A to B বা Science Hour  কিনতে পারেন।এই বইগুলোর ভাষা সহজ। 
নবমদশম শ্রেণির  সাধারণ  বিজ্ঞান  যে অধ্যায়গুলো সিলেবাসের  সাথে মিল আছে তা অবশ্যই  পড়বেন।
ইলেকট্রনিকস অংশ আমি কনফিডেন্সের শীট/ক্লাস নোট পড়েছি,তূলনামূলক  সহজ লেগেছে।কেউ চাইলে মেইন বই ও পড়তে পারেন কিংবা ওরাকল/অ্যাসিউরেন্স।
কম্পিউটার  অংশ easy computer + অ্যাসিউরেন্স  মিলিয়ে পড়তে পারেন।কিংবা আপনার যে গাইড কিনবেন সেখান থেকেও কম্পিউটার  আর ইলেকট্রনিকস  বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়া উচিত। 
 আন্তর্জাতিক 
---------------
সম্পাদকীয় কিংবা বিশেষ  সংখ্যা  পড়লে পেপারের আন্তর্জাতিকে ঘটে যাওয়া টপিক সম্পর্কে  আইডিয়া  পাবেন।অ্যাসিউরেন্স পড়তে পারেন।আর বিস্তারিত  পড়তে চাইলে বাজারের অন্যান্য রাইটারের বই দেখতে পারেন।তবে আন্তর্জাতিক  ভালো করতে চাইলে কতগুলো টপিক সিলেক্ট  করে নেট থেকে সার্চ দিলে অনেক তথ্য  পাবেন।গাইডের ভাষা কঠিন,মনে থাকে না।আমি পেপার নেট দেখেছি আর গাইডগুলোর গুরুত্বপূর্ণ  প্রশ্ন রিভিশন দিছি।এগুলো মুখস্থ করার বিষয় না।মনে রাখার বিষয়। 
বাংলাদেশ বিষয়াবলি 
---------------------------
মুক্তিযুদ্ধের  জন্য  স্বাধীন বাংলাদেশের  অভ্যুদয় /মোজাম্মেল  হকের সুশাসন  পড়তে পারেন কিংবা গাইড থেকে ৪৭ থেকে চূড়ান্ত  বিজয় পর্যন্ত  টপিক ধরে পড়তে পারেন।
সংবিধান গুরুত্বপূর্ণ  ধারাগুলো মুখস্থ  করবেন।সংবিধান  ভালো করে পড়লে অনেক কিছু  কাভার হয়।যেমন শাসন, বিচার,আইন বিভাগ,নির্বাচন সহ অনেক কিছু। 
পৌরনীতি  ও সুশাসন বইয়ে অনেক উত্তর  সহজ পাবেন।
গাইড বই অ্যাসিউরেন্স /প্রফেসর ভালো লিখছে।কিন্তু  অনেক লেখা।সব পড়বেন না, সিলেবাস দেখে প্রশ্ন  অ্যানালাইসিস  করে পড়ুন।
অর্থনৈতিক সমীক্ষা  নির্বাহী সার সংক্ষেপ  অবশ্যই  পড়বেন।বাকীগুলো রিটেন সিলেবাসের চার পাঁচ  অধ্যায় ছাড়া ও যেগুলো মিল আছে সেগুলো ছোটো করে পড়বেন।
বাংলাদেশ ও আন্তর্জাতিক এর জন্য গাইডের পাশাপাশি যেকোনো  বিশেষ  সংখ্যা  সাথে রাখতে পারেন।তাহলে একদম সাম্প্রতিক আপটুডেট তথ্য পাবেন।
 আর যারা পুরাতন/পড়া ফাঁকিবাজ তারা অ্যাসিউরেন্স  ডাইজেস্ট  পড়তে পারেন।
সবার জন্য শুভকামনা। সবাই নিরাপদ  থাকুন,ভালো থাকুন।হ্যাপি রিডিং🙂
হালিমা আক্তার ইমা
৩৮তম বিসিএস 
সাধারণ শিক্ষা (ইংরেজি)
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................


