BCS পরীক্ষার্থীদের জন্য -

সাধারণ বিজ্ঞান

সাধারণ বিজ্ঞানের ৬ষ্ঠ দিনের পরীক্ষার উত্তর 
৭দিনে এক বিষয় রিভিশন 
দৈনন্দিন বিজ্ঞানের ৬ষ্ঠ দিন 
পূর্ণমান : ৫০ , সময় ৩০ মিনিট 
গুগল ফর্মে পরীক্ষা দিন , সাথে সাথে উত্তর নিন 
লিংক : https://forms.gle/7acw8qh6AqGbuHx27
1. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
ক.হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)
খ.রাতকানা
গ.এনিমিয়া
ঘ.কোয়াশিয়রকর (KWASHIORKOR)
উত্তরঃ ক
2)আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন-
ক.১৬০০ ক্যালরি
খ.২০০০ ক্যালরি
গ.২৫০০ ক্যালরি
ঘ.২৮০০ ক্যালরি
উত্তরঃ গ
3)মানবদেহে অত্যাবশ্যকীয় এমাইনো এসিড কোনটি?
ক.এনানিন
খ.টাইরোসিস
গ.সিসটিন
ঘ.ফিনাইল এলানিন
উত্তরঃ ঘ
4)একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে লোহার পরিমাণ
ক.০.৫-১ গ্রাম
খ.২-৬ গ্রাম
গ.১০-১৫ গ্রাম
ঘ.২৫-৩৬ গ্রাম
উত্তরঃ খ
5)Natural protein-এর কোড নাম-
ক.Protein-P53
খ.Protein-P51
গ.Protein-P49
ঘ.Protein-P54
উত্তরঃ গ
6)ধান গাছের ক্রোমোজম সংখ্যা কত?
ক.১২টি
খ.১৬টি
গ.২০টি
ঘ.২৪টি
উত্তরঃ ঘ
7)মানবদেহে জীনের সংখ্যা কত?
ক.৪৬
খ.৪৬০
গ.৪৬০
ঘ.৪০,০০০
উত্তরঃ ঘ
৮)নিচের কোনটির অভাবে একটি পাতা ফ্যাকাশে রঙের হতে পারে-
ক.ফসফেট এবং লৌহ
খ.ম্যাগনেসিয়াম এবং লৌহ
গ.ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম
ঘ.ফসফেট এবং পটাসিয়াম
উত্তরঃ খ
9)গাছের খাদ্য তালিকায় আছে-
ক.N, P, K, S & Zn
খ.Na, P, K , S & Zn
গ.N, B, K, S & Al
ঘ.N, P, K, S & Al
উত্তরঃ ক
10)কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে-
ক.ম্যাগনেসিয়াম
খ.ফসফরাস
গ.লৌহ
ঘ.পটাসিযাম
উত্তরঃ খ
11)পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে?
ক.নাইট্রোজেনের
খ.ফসফরাসের
গ.ইউরিয়ার
ঘ.পটাসিয়াম
উত্তরঃ ক
12) উদ্ভিদের প্রয়োজনীয় মোট  পুষ্টি উপাদান সংখ্যা-
ক.১৩টি
খ.১৫টি
গ.১৭টি
ঘ. ১৬টি
উত্তরঃ ঘ
13)ফলের রং হলুদ হয় কি বেশি হলে?/পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে
ক.ক্লোরোফিল বেশি হলে
খ.জ্যান্থোফিল বেশি হলে
গ.লাইকোপিন বেশি হলে
ঘ.ক্যারোটিন বেশি হলে
উত্তরঃ খ
14)কী কারণে সবুজ টমেটো পাকলে লাল হয়?
ক.ক্লোরোপ্লাস্টটি নতুন প্রজন্ম দ্বারা প্রতিস্থাপিত হয়
খ.ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়
গ.ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়
ঘ. লাইকোপিন এর জন্য 
উত্তরঃ ঘ
15) ক্লোনিং কত প্রকার ?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
উত্তরঃখ
16) কোনটি দেহকোষ নয়?
ক.স্নায়ুকোষ
খ.লোহিত রক্তকণিকা
গ.ত্বককোষ
ঘ.শুক্রাণূ
উত্তরঃ ঘ
17)মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?
ক.হাইপোথ্যালামাস
খ.মস্তিষ্ক
গ.পিটুইটারী
ঘ.ত্বক
উত্তরঃ ক
18)মানবদেহের ৭৯তম অঙ্গ কোনটি?
ক.লসিকা নোড
খ.টনসিল
গ.স্পিলিন
ঘ.মেসেনটরি
উত্তরঃ ঘ
19)হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ-
ক.ভাইরাস
খ.ছত্রাক
গ.ব্যাকটেরিয়া
ঘ.কোনটিই নয়
উত্তরঃ ক
20)মানবদেহের কোনটি রক্ত আমাশয়ের জীবাণু
ক.সিগেলা
খ.জিয়ারডিয়া
গ.ক্যামপাইলোব্যাকটার
ঘ.সালমোনেলা
উত্তরঃ ক
২১। DNA অনুর দি-হেলিক্স কাঠামোর জনক কে?
ক. ওয়াটসন ও ক্রিক
খ. লুই পাস্তুর ও ওয়াটসন
গ. মেন্ডেল ও ক্রিক
ঘ. ক্যারোলাস লিনিয়াস
ans ক
২২। বাড়ন্ত শিশুদের প্রত্যহ কত মি. গ্রা. ক্যালসিয়ামের প্রয়োজন হয় ?
ক)৪০০-৫০০ 
খ) ৪০০-৬০০
গ) ৫০০-৬০০
ঘ) ৩০০-৪০০ 
উত্তর: গ
২৩। কিসের অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় ও মৃত অঞ্চল সৃষ্টি হয় ?
ক) নাইট্রোজেন
খ) ফসফরাস
গ) পটাসিয়াম 
ঘ) লৌহ
উত্তর: গ
২৪। পেটের আলসার নির্ণয়ের অন্যতম উপায় কোনটি ?
ক. এমআরআই
খ. ইসিজি
গ.এন্ডোস্কোপি
ঘ. সিটি স্ক্যান
ans: গ
২৫। একটি আদর্শ পাতার অংশ কয়টি?
ক) ৩
খ) ৪
গ)৫
ঘ) ৬
উত্তর: ক
২৬। পাখির সাহায্যে পরাগ সংযোগ ঘটে কোন ফুলের ?
ক. গম
খ. শিমুল
গ. বট
ঘ. সূর্যমুখী 
উত্তরঃ গ
২৭। নিচের কোনটি দ্বিবর্ষজীবী ?
ক) মূলা
খ) ফুলকপি
গ) বাঁধাকপি
ঘ) সবগুলো 
উত্তর: ঘ
২৮।উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র কোনটি ?
ক) বটোমিটার 
খ) বটানিগ্রাফ
গ) ক্রেসকোগ্রাফ
ঘ) সাইটোগ্রাফ 
উত্তর: গ
২৯। শ্রেণিবিন্যাসের প্রতিটি একককে কী বলে ?
ক) কিংডম 
খ) ডিভিশন
গ) জেনেসিস
ঘ) ট্যাক্সন 
উত্তর: ঘ
৩০। বেরিবেরি হয় কিসের অভাবে?
ক. B1
খ. B2
গ. B3
ঘ. B5
উত্তরঃ ক
৩১। কোন খাদ্যে প্রোটিন বেশী?
ক. ভাত
খ. মসুর ডাল
গ. ময়দা
ঘ. গরুর মাংস 
ans: ঘ
৩২। পানিতে দ্রবণীয় ভিটামিন কোন গুলো? 
ক. A, C
খ. B, D
গ. B, C
ঘ. A, D
উত্তর: গ
৩৩। কোয়াশিয়রকর" রোগ কিসের অভাবে হয়?
ক. আমিষ
খ. খনিজ লবন
গ. ভিটামিন-ই
ঘ. ভিটামিন-কে
ans: ক
৩৪। ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
ক. জন্ডিস
খ. এইডস
গ. নিউমোনিয়া 
ঘ. চোখ উঠা
ans: গ.
৩৫। কোনটি সংক্রামক রোগ?
ক. এইডস
খ. কলেরা
গ. নিউমোনিয়া
ঘ. কুষ্ট
ans: ঘ
৩৬। হাঁটুর হাড়ের অংশ কোনটি?
ক. প্যাটেলা
খ. ফিমার
গ. স্ক্যাপুলা
ঘ. টিবিয়া
ans: ক
৩৭। কোনটির মাধ্যমে পেশীগুলো অস্তির সাথে যুক্ত থাকে?
ক. ফিমার
খ. লিগামেন্ট 
গ. স্নায়ু
ঘ. টেনডন
ans: খ
৩৮। অতিরিক্ত শর্করা দেহে কী রুপে জমা থাকে?
ক. গ্লুকোজ
খ. ফ্রুক্টোজ
গ. গ্লাইকোজেন
ঘ. চর্বি
ans: গ
৩৯। সাকারের সাকারের সাহায্যে কোন উদ্ভিদের প্রজনন হয় ?
ক)  ডালিয়া
খ) আদা
গ) ওলকচু
ঘ)  আনারস 
উত্তর : ঘ
৪০)নিচের কোনটি অপ্রকৃত ফল ?
ক) আনারস
খ)কাঁঠাল
গ)ডুমুর
ঘ) আপেল 
উত্তর; ঘ
৪১। একটি সম্পূর্ণ ফুলের মোট অংশ কতটি ?
ক) ৩
খ)৪
গ)৫
ঘ) ৬
উত্তর :গ 
৪২)১৭ প্রকার অ্যামাইনোএসিড থাকায় প্রোটিন খাদ্যের আদর্শ উৎস বলা হয় কোনটিকে?
ক) ঈষ্ট
খ) শৈবাল 
গ)এগারিকাস 
ঘ) ক্লোরেলা 
উত্তর;ঘ
৪৩) নিচের কোনটি রোগ নয় ?
ক) অটিজম 
খ) গ্লুকোমা
গ)হিমোফিলিয়া
ঘ) পাইয়োরিয়া 
উত্তর : ক
৪৪) তথ্য ধরে রাখার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বেশি ক্ষমতাসম্পন্ন কে?
ক)নারী 
খ)পুরুষ
গ)উভয় সমান
ঘ) কোনোটিই নয় 
উত্তর; ক
৪৫) কোষের মাইটোটিক ডিভিশন হয় কোন সেলে ?
ক) সোমাটিক সেলে 
খ) জনন সেলে 
গ) উভয়টিতে 
ঘ) কোনোটিতেই নয় 
উত্তর : ক
৪৬) মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পেতে থাকে স্নায়ু কোষের 
ক) এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে 
খ)দুই-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
গ) এক-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেলে
ঘ) দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেলে
উত্তর; ক 
৪৭) সর্বপ্রথম ডিএনএ কে আবিষ্কার করে ?
ক)  ওয়াটসন ও ক্রিক 
খ) হরগোবিন্দ খোরানা 
গ) মিসার 
ঘ) উইলিয়াম বেটসন 
উত্তর : গ
৪৮) অতিবেগুনি রশ্মি , এক্সরে বা ক্ষতিকর রাসায়নিক পদার্থের প্রভাবে জীবের  ক্রোমোজোম বা জিনের চিরস্থায়ী  পরিবর্তন করাকে কী বলে ?
ক) মিউটেশন 
খ) ট্রান্সক্রিপসন
গ) জিন থেরাপি
ঘ)  জিন রেস্ট্রিকশন 
উত্তর; ক
৪৯)  নিচের কোনটি মস্তিষ্কের রোগ ?
ক)  এপিলেপসি 
খ) পারকিনসন 
গ)স্ট্রোক
ঘ) সবগুলোই 
উত্তর : ঘ
৫০)মানবদেহে কশেরুকার সংখ্যা কতটি ?
ক)২০৬
খ) ২৯
গ)১২
ঘ) ৩৩
উত্তর; ঘ
https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ