Home »
» মুক্তিযুদ্ধ অংশ থেকে ১০ম থেকে ৪০তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে
মুক্তিযুদ্ধ অংশ থেকে ১০ম থেকে ৪০তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে
By Admin নভেম্বর ১৮, ২০২০
মুক্তিযুদ্ধ অংশ থেকে ১০ম থেকে ৪০তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে -
✅1. প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
✅2. প্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ২০০১ সালের ২৩ অক্টোবর|
✅3. প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ এর পরিচালক কে?
উত্তর: জহির রায়হান
✅4. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর: যশোর।
✅ 5. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
✅6. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
✅ 7. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন ?
উত্তর: বীরউত্তম।
✅8. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর: ১৮ এপ্রিল কলকতায়।
✅9. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উত্তর: ১১ টি।
✅ 10. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদুল ইসলামের বয়স কত ছিল?
উত্তর: ১২ বছর।
✅ 11. প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কি খেতাব দেয়া হয়?
উত্তর: বীর প্রতীক।
✅ 12. প্রশ্ন: বাংলাদেশে সর্ব কনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ: শহীদুল ইসলাম চৌধুরী।
✅13. প্রশ্ন: শহীদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর: ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।
✅১৪. প্রশ্ন: মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা
উত্তর: অ্যালেন গিনসবার্গ
✅ ১৫. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ অবস্থিত কোথায়?
উত্তর: নাটোরে
✅১৬. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।
✅ ১৭. প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
✅১৮. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
✅১৯. প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তর: এম, মনসুর আলী।
✅২০. প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
✅২১. প্রশ্ন: মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: শেখ মুজিবর রহমান।
✅২২. প্রশ্ন: মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।
✅ ২৩. প্রশ্ন: মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
উত্তর: অধ্যাপক ইউসুফ আলী।
✅২৪. প্রশ্ন: মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
উত্তর: মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
✅ ২৫. প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে,কোথায় স্থাপন করা হয়?
উত্তর: চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
✅ ২৬. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উত্তর: ৭ জন।
✅২৭ . প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
উত্তর: ৬৯জন।
✅ ২৮. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
উত্তর: ১৭৫জন।
✅ ২৯. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
উত্তর: ৪২৬ জন।
✅৩০. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
উত্তর: ৬৭৬ জন।
Related Posts:
মনে রাখার ৪৭ টি বিশেষ টেকনিক (47 techniques to memorize) #মনে_রাখার_৪৭_টি_বিশেষ_টেকনিকযে সকল দেশের মূদ্রার নাম "ডলার" সেগুলা মনে রাখার উপায়ঃ#টেকনিক ১ঃ-(গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল… Read More
সকল দেশের রাজধানীর নাম সকল দেশের রাজধানীর নাম … Read More
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন-ব্যাংক বিসিএস প্রিলিমিনারি ৪০বিসিএস প্রিলিমিনারি ৩৯বিসিএস প্রিলিমিনারি ৩৮বিসিএস প্রিলিমিনারি ৩৭বিসিএস প্রিলিমিনারি ৩৬বিসিএস প্রিলিমিনারি ৩৫বিসিএস প্রিলিমিনার… Read More
#পার্বত্য_চট্টগ্রামের_তিন_জেলা#প্রতি_বিসিএস প্রিলি পরীক্ষায় প্রশ্ন হয় । তাই জেনে রাখি কাজে লাগবে ইনশাআল্লাহ#পার্বত্য_চট্টগ্রামের_তিন_জেলা#প্রতি_বিসিএস প্রিলি পরীক্ষায় প্রশ্ন হয় । তাই জেনে রাখি কাজে লাগবে ইনশাআল্লাহ১। প্রান্তিক লেক কোথায় কোন জেলায় অবস্থিত ? … Read More
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ US Presidential Election 2020✡ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ গুরুত্বপূর্ণ তথ্য:বিজয়ী- রাষ্ট্রপতি: জো বাইডেন প্রতিদ্বন্দ্বী: ডোনাল্ড ট্রাম্প● মার্কিন যুক্তরাষ্ট্রের… Read More
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................