Home »
» আন্তর্জাতিক বিষয়াবলির উপর ৫০টি প্রশ্নোত্তর
আন্তর্জাতিক বিষয়াবলির উপর ৫০টি প্রশ্নোত্তর
By Admin নভেম্বর ১৮, ২০২০
#আন্তর্জাতিক_বিষয়াবলির উপর ৫০টি প্রশ্নোত্তর......
০১) আয়তনে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম রাট্রের নাম কী?
___কাজাখস্তান
০২) সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে?
___১৯৯১ সালে।
০৩) সোভিয়েত ইউনিয়ন ভেঙে কতটি নতুন প্রজাতন্ত্র রাট্র গঠিত হয়?
___১৫টি।
০৪) "The Land of Fire"নামে পরিচিত কোন দেশ?
___আজারবাইজান
০৫) আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিবাদমান ছিটমহলের নাম কী?
___নাগার্নো কারাবাখ
০৬) মাদক চোরাচালানের জন্য(পপি উৎপাদনকারী অঞ্চল)'গোল্ডেন ট্রায়াঙ্গল'
বলা হয় কোন ৩টি দেশকে?
___লাওস,মিয়ানমার ও থ্যাইল্যান্ডকে।
০৭) আফিম উৎপাদনকারী ৩টি মুসলিম দেশকে(আফগানিস্তান,পাকিস্তান,ইরান) একত্রে কী বলে?
___গোল্ডেন ক্রিসেন্ট।
০৮) "ইন্দোচীন"বলতে কী বুঝায়?
___৩টি দেশকে(কম্বোডিয়া,লাওস,
ভিয়েতনাম) একত্রে ইন্দোচীন বলে।
০৯) "গোল্ডেন ভিলেজ"কী?
___বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলে।
১০) 'সুয়েজখাল' সংযোগ করেছে___?
___ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
১১) সুয়েজখাল কত সালে খনন করা হয় ও উদ্বোধন করা হয়?
___খনন ১৮৫৯,উদ্বোধন ১৮৬৯ সালে।
১২) সুয়েজখাল কত সালে জাতীয় করণ করা হয়?
___১৯৫৬ সালে।
১৩) সুয়েজখাল জাতীয় করণ করেন কে?
___তুরস্কের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের।(বিভক্ত--কায়রো ও সিনাইকে)
১৪) ইউফেটিস ও টাইগ্রিস নদীর তীরে
"শাত-ইল-আরবের"দৈর্ঘ্য-প্রস্থ কত?
___২১৯ ও ৪০ কিলোমিটার।
১৫) হিমালয় পর্বতমালা মাউন্ট এভারেস্ট পূর্বে কী নামে পরিচিত ছিল?
___১৫ নং পর্বতশৃঙ্গ।
নোট রমজান,,,,,,,,,
১৬) বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট এর পরিমাপ কে নির্ণয় করেন?
___বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ শিকদার(১৮৫২ সালে)
১৭) ১৫ নং পর্বতমালা কার নামানুসারে কত সালে "মাউন্ট এভারেস্ট"নামকরণ করা হয়?
___স্যার জর্জ এভারেস্ট এর নামে(১৮৬৫)
১৮) "কুড়িল"দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মাঝে বিরোধ রয়েছে?
___রাশিয়া-জাপানের মধ্যে।
১৯) ২য় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণে নিহতদের স্মরণে নির্মিতব্য মনুমেন্টের নাম কী?
___স্ট্যাচু অব পিস।
২০) ২য় বিশ্বযুদ্ধে জাপানের ওকিনাওয়ায় নিহতদের স্মরণে মনুমেন্ট?
___কর্নার স্টোন অব পিস
২১) সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?
___ব্লো হাউস।
২২) পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত "খাইবার গিরিপথের"দৈর্ঘ্য কত মাইল?
___৩৩ মাইল।
২৩) কাকে "এশিয়ার মাইনর" বলা হয়?
___ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী তুরস্কের অন্তর্গত বিশাল মালভূমি
"আনাতোলিয়া"কে এশিয়ার মাইনর বলা হয়।
২৪) সারা বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
___ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে।
২৫) হংকংকে ব্রিটেন চীনের কাছে হস্তান্তর করে কত সালে?
___১৯৯৭ সালের ১জুলাই।
আন্তর্জাতিক বিষয়াবলির উপর প্রশ্নোত্তর
টপিকস-মধ্য এশিয়া ও ইউরোপ-০২....
২৬) হংকং এর রাজধানীর নাম কী ও আয়তন কত?
___ভিক্টোরিয়া। ৪০০ বর্গমাইল।
২৭) পর্তগীজরা কত সালে "ম্যাকাওকে"চীনের কাছে হস্তান্তর করে?
___১৯৯৯ সালে।
২৮) "OIC"প্রতিষ্ঠিত হওয়ার পটভূমি কী?
___১৯৬৭ সালে ইহুদিরা আল-আকসা মসজিদে নামাযরত অবস্থায় ৪০০ মুসলিমকে পুড়িয়ে হত্যা করলে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বরে OIC গঠন করে।
২৯) "মোহনদাস করমচাঁদ গান্ধীকে কে
"মহাত্মা গান্ধী"উপাধি দেয়?
___রবীন্দ্রনাথ ঠাকুর।
৩০) "তাজমহলেরর"স্থপতি কে?
___ওস্তাদ আহমেদ লাহৌরি(১৬৩২-৫৩)
৩১) ভারতের কোন ব্যক্তি কৃত্রিম "জিন"তৈরি করে ১৯৬৮ চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান?
___হরগোবিন্দ খোরানা।
৩২) মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
___"ডটার অব দি ইস্ট" নামে খ্যাত বেনজীর ভূট্টো।
৩৩) মহাকাব্য 'শাহানামা'রচিয়তা ফেরদৌসী কার সভাকবি ছিলেন?
___গজনির সুলতান মাহমুদের।
৩৪) "দালাইলামা"শব্দের অর্থ কী?
___মহাসাগর।
৩৫) "বেনেলাক্স"বলতে কোন ৩টি দেশকে বুঝায়?
___বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
___রমজান_____
৩৬) "হেলসিংকি"কোন দেশের রাজধানী?
___ফিনল্যান্ডের।
৩৭) কোন দেশের মহিলারা সর্ব প্রথম ভোটাধিকার পায়?
___নিউজিল্যান্ডের মেয়েরা।
৩৮) পূর্ব ও পশ্চিম জার্মানি এক রাষ্ট্র গঠন করে কত সালে?
___১৯৯০ সালের ৩ অক্টোবরে।
৩৯) "সামন্তবাদ"কোন ইউরোপীয় দেশে সূত্রপাত হয়?
___ফ্রান্সে।
৪০) অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে?
___ভি আই লেলিন।
★পশ্চিশ-ইউরোপ★
৪১) পশ্চিম ইউরোপের(৯টি দেশ) সর্ববৃহৎ দেশ কোনটি?
___ফ্রান্স।
৪২) পশ্চিম ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
___মোনাকো(১.৯৫ বর্গ কি.মি.)
৪৩) নেপোলিয়ন কত সালে সম্রাট উপাধি লাভ করে?
___১৮০৪ সালে।
৪৪) "ভার্সাই নগরী ও আইফেল টাওয়ার" কোথায় অবস্থিত?
___ফ্রান্সে।
৪৫) ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?
___এলিসি প্রাসাদ।
৪৬) ইতালিতে ফ্যাসিজমের প্রবর্তন করেন কে?
___মুসোলিনী
৪৭) ফ্রান্সের স্বাধীনতার নেতৃত্ব দেন কে?
___চার্লস দ্যা গল।
৪৮) ফরাসি বিপ্লব সংগঠনের মূল নায়ক কে?
___রুশো।
৪৯) ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাবের নাম কী?
___জেকোবিন।
৫০) সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?
___রুশো।
(ভুল লক্ষ্য করলে কমেন্টে বলুন)
নোট Md. Ramjan
Related Posts:
পঞ্চকবি মনে রাখার টেকনিক পঞ্চকবি মনে রাখার টেকনিক… Read More
৩৮তম বিসিএস ভাইভা প্রস্তুতি জেনে নিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম (Warrant of Precedence) ওয়ারেন্ট অব প্রিসিডেন্… Read More
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিখ্যাত কিছু কবিতা , তাঁর কিছু উক্তি , তাঁকে নিয়ে বিশ্ববরণ্যে ব্যক্তিদের কিছু উক্তি বিসিএস রিটেন + প্রিলি + ভাই… Read More
দৈনন্দিন বিজ্ঞান আইসােটোপ, আইসােবার, আইসােটন মনে রাখার সহজ উপায়৪১তম বিসিএস প্রিলি প্রস্… Read More
৩৮তম বিসিএস ভাইভা প্রস্তুতি সৌদি আরব কেন বাংলাদেশকে দেরিতে স্বীকৃতি দেয় ? উত্তর সহায়ক সৌদি আরব যে÷… Read More
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................