Home »
» ভাইভা উপাখ্যান-১ (তীরে এসে তরী ডুবানো)
ভাইভা উপাখ্যান-১ (তীরে এসে তরী ডুবানো)
By Admin নভেম্বর ২৮, ২০২০
✅#ভাইভা উপাখ্যান-১ (তীরে এসে তরী ডুবানো)
👉#জীবনে ৪টি সরকারি চাকুরীর ভাইভা দিয়েছি,তিনটিতে সফলতা পেয়েছি।
সেই অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য কিছু পরামর্শ। কারো ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন।
👉বাংলাদেশের যে কোন চাকুরির সাধারণত তিনটি ধাপ থাকে।
১. প্রিলি
২. লিখিত এবং
৩. ভাইভা (শেষ ধাপ)
👉প্রথম দুটি ধাপে আমরা খুব সিরিয়াস থাকলেও শেষ ধাপে অনেক সময় অবহেলা করি। ভুলে যাই আগের ধাপগুলিতে শত ভালো করলেও, এই ধাপে ব্যার্থতায় সকল পরিশ্রমের ফলাফল শুন্য।
🔴#ভাইভাতে কি দেখা হয়?
👉ভাইভা আসলে আপনার জ্ঞানের পরীক্ষা নয়। লিখিত পরীক্ষায় পাশ করেছেন মানেই ওই চাকুরি করার প্রয়োজনীয় জ্ঞান আপনার আছে। ভাইভাতে একজন পরীক্ষার্থীর আচরন,বিবেচনাবোধ, রুচি, প্রকাশভঙ্গী, মানষিক দক্ষতা সহ অন্যান্য আচরণগত বিষয় দেখা হয়। ৫-১০ মিনিটের একটা ভাইভাতেই, বোর্ড আপনার সম্পর্কে ধারনা নিয়ে ফেলে। সেই ধারনার ভিত্তিতেই মার্কিং করে থাকেন।তাই প্রতিটি খুটিনাটি বিষয়ও খুব গুরুত্বপূর্ণ।
আজ ভাইবা বোর্ডের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় " পোশাক" নিয়ে বলছি।
"আগে দর্শন ধারী পরে গুন বিচারী"।বোর্ডে ঢোকার সাথে সাথে সম্মানিত সদস্যগন আপনার পা থেকে মাথা পর্যন্ত সেকেন্ডের ভেতর দেখে নেন। তাই, আপনি কি পরে ভাইভা দিতে এসেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা থেকেই আপনার রুচিবোধ সম্পর্কে উনারা একটা ধারনা নিয়ে ফেলেন।
🔴#ভাইভাতে কোন বিষয় খেয়াল রাখবেন !!
১. জুতা - কালো ফরমাল(অক্সফোর্ড)। তবে চকলেট কালার নিতে পারেন যদি পোশাক এর সাথে বেমানান না হয়। পাম্পশু না পরাই ভালো।
*ব্রাউন কালার পরিহার করুন। লোফার কোন অবস্থাতেই পরবেন না।
২. টাউজার- কালো,ব্লু বা ডিপ ব্লু এর কাছাকাছি থাকার চেষ্টা করুন। চকচকে কোন কাপড় কোনভাবেই চুজ করবেন না।
*গ্রাবারডাইন বা জিন্স টাইপের কোন কিছু পরবেন না।
৩. শার্ট- আপনার ট্রাউজারের সাথে মিল করে সাদা,ক্রিম, হালকা নীল বা বেবি পিংক রঙের শার্ট পরতে পারেন। আমি সাদা প্রেফার করি কারন সাদা শার্টে সকলকেই কম বেশি সুন্দর লাগে।
** উজ্জ্বল কালারের কোন শার্ট পরবেন না। (লাল, হলুদ কমলা,পেস্ট ইত্যাদি)
৪. শার্টের সাথে মিল রেখে এক কালার বা স্ট্রাইপ দেয়া টাই পরবেন।
⭕##এবার কিছু এক্সট্রা জ্ঞান☺☺##
বাংলাদেশের আবহাওয়ায় নভেম্বর থেকে মার্চের মধ্যে ভাইভা হলে অবশ্যই স্যুট-কোট পরবেন। অন্য সময়ও পরতে পারেন কারন সকল ভাইবা বোর্ডেই এসি থাকে। স্যুট-কোট পরলে, অবশ্যই টাই পরবেন।
শুধু ওয়েস্ট-কোট পরে ভাইবা দিতে যাবেন না। এটা ফরমাল পরিবেশ। আপনাকে যত সুন্দর আর স্মার্ট লাগুক না কেন পার্টি ড্রেস সম্পুর্ণ পরিহার করুন।
//
কৌশিক আহমেদ
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী।
Related Posts:
বিসিএস প্রিপারেশন: প্রিলি টু ভাইভা ।। BCS Preparation: Preliminary to Vivaবিসিএস প্রিপারেশন: প্রিলি টু ভাইভা==========================ফেসবুক গ্রুপ, পেইজ ও ব্যক্তিগত ইনবক্সে বিসিএস রিলেটেড যে কুয়েরিজ টি সবচেয়ে বেশি পেয়ে থাকি-… Read More
Corona Vaccines: অক্সফোর্ড , মডার্না এবং ফাইজার ! কোন ভ্যাকসিন কেমন ?Corona Vaccines: অক্সফোর্ড , মডার্না এবং ফাইজার ! কোন ভ্যাকসিন কেমন ?বর্তমানে বিশ্বজুড়ে ১৭২ টি দেশের ২০০ -এর বেশি প্রতিষ্ঠান করোনা ভাইরাসের ভ্যাক… Read More
প্রায় একই নামের সাহিত্য একাধিক সাহিত্যিকের!!বিসিএস প্রিলি প্রস্তুতি English Literature এর কিছু Important Confusing প্রশ্ন। প্রায় একই নামের সাহিত্য একাধিক সাহিত্যিকের!!1. Hamlet যেখানে… Read More
৪৩তম বিসিএস Cadre Choice৪৩তম বিসিএস Cadre Choice:©গাজী মিজানুর রহমান.গতকাল ৩০ নভেম্বর, ২০২০ তারিখে প্রকাশিত হয় বহুল কাঙ্ক্ষিত ৪৩তম বিসিএস সার্কুলার। ৪৩তম বিসিএসে সর্বমোট ১ হা… Read More
বিভিন্ন দেশের আইনসভা বা সংসদের নাম 👉বিভিন্ন দেশের আইনসভা বা সংসদের নাম ১. বাংলাদেশের আইন সভার নাম- জাতীয় সংসদ।২. ভারতের আইন সভার নাম – লোকসভা বা রাজ্যসভা।৩. পাকিস্তানের আইন সভার ন… Read More
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................