Home »
» পোষ্টাল ভোটিং কি?
পোষ্টাল ভোটিং কি?
By Admin নভেম্বর ২৮, ২০২০
পোষ্টাল ভোটিং কি?
যখন কোন দেশের জনগণ কোন কারণে নিজ এলাকার ভোট কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ব্যালট পেপারে তার পছন্দনীয় প্রার্থীকে ভোট প্রদান করে ডাকযোগে ব্যালট পাঠানো হয় তখন তাকে পোস্টাল ভোটিং বলে।
এ বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পোষ্টাল ভোটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এতে প্রায়,রেকর্ড সংখ্যাক ১০ কোটি ভোটার ভোট দিয়েছে। মূলত পোষ্টাল ভোটিংএর কারণে এ বছরের মার্কিন নির্বাচনের ফলাফল পেতে দেরি হচ্ছে।
কারা এ সুযোগ পায়??
সাধারণত বয়স্ক ব্যক্তিরা ভোট কেন্দ্রে যেতে না পারলে পোষ্টাল ব্যালটের জন্য আবেদন করেন।তবে করোনার কারণে সাধারণ জনগণ ডাকযোগে ভোট দিয়েছে।
বাংলাদেশেও এ পোষ্টাল ভোটিং সুবিধা রয়েছে। তবে খুব একটা প্রচলন দেখা যায় না। একাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ আসন থেকে একজন পোষ্টাল ব্যালটের জন্য আবেদন করেন।
বাংলাদেশের আরপিও ধারা) ২৭ ও ভোটার তালিকা আইনের ৮ম ধারা অনুযায়ী একজন নাগরিক চাইলে পোষ্টাল ভোটিং সুবিধা নিতে পারবেন।
আইনুসারে নির্বাচন কাজে নিয়োজিত, বিদেশে অবস্থানরত,সরকারি কাজে নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত এবং কয়েদিরা এ সুবিধার অন্তর্ভুক্ত।
লেখাঃ হিরাত উদ্দিন( ভুলত্রুটি সংশোধনযোগ্য)
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................