Home »
» মহকুমা কী? SDO কী? SDPO কী?
মহকুমা কী? SDO কী? SDPO কী?
By Admin নভেম্বর ২৮, ২০২০
মহকুমা কী?
SDO কী?
SDPO কী?
#মহকুমা_কী?
মহকুমা হচ্ছে বর্তমান জেলা। বড় বড় জেলার অধীনে এক একটি প্রশাসনিক অঞ্চলকে মহাকুমা বলা হয়।
কারণ এগুলো জেলা নয় কিন্তু জেলার মতো কার্যক্রম পরিচালিত হতো। ১৯৮৪ সালের আগে জেলার অধীনে এইরকম অঞ্চলকে বলা হতো মহকুমা যা পরবর্তীতে জেলায় পরিণত হয়। আগে বড় বড় জেলাগুলোর অধীনে মহকুমা ছিল। যেমন- গ্রেটার ফরিদপুরে ৪টি মহকুমা ছিল যা পরবর্তীতে মাদারীপুর, শরীয়তপুর,রাজবাড়ী, গোপালগঞ্জ জেলায় পরিনত হয়। বর্তমান ডিসিকে সেই সময় বলা হতো SDO - sub Divisional Officer আর SP কে বলা হতো SDPO- Sub divisional Police Officer.
১৯৭১ সালে বর্তমান জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী ছিলেন মেহেরপুরের SDO এবং SDPO ছিলেন তার বন্ধু মাহবুব ; মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেয়ার জন্য যাকে 'ক্যাপ্টেন' হিসেবে ঘোষণা করা হয়।
© Hasan Zahid
#Viva_Bible
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................