The Tempest
→ Written by William Shakespeare
→ Swan Song(Last deed)
→ Comedy
—
Characters :
↓
Prospero – the rightful Duke of Milan
Miranda – Prospero's daughter
Ariel – a sprite in service to Prospero
Caliban – Sycorax's son, now in service to Prospero
Alonso – the King of Naples
Sebastian – Alonso's brother
Antonio – Prospero's brother, usurper Duke of Milan
Ferdinand – Alonso's son
Gonzalo – a kindly Neapolitan courtier
Adrian – a lord serving under Alonso
Francisco – a lord serving under Alonso
Trinculo – the King's jester and friend of Stephano
Stephano – the King's drunken butler and friend of Trinculo
Juno – the chief Roman goddess
Ceres – Roman goddess of agriculture
Iris – Greek goddess of the sea and sky
Master – master of the boat carrying Alonso and his court
Boatswain – servant of the master
Nymphs, Reapers, Mariners
কাহিনী সংক্ষেপ :
ইতালির মিলানের ডিউক প্রসপ্যারো, তার বিশ্বাসঘাতক ভাই অ্যান্টনিওর দ্বারা সিংহাসনচ্যুত হয়। আর এ কাজে অ্যান্টনিওকে সাহায্য করে নেপল্সের রাজা আলোন্সো। প্রসপ্যারো তার কন্যা মিরান্ডাকে নিয়ে একছি ছোট নৌকায় করে চলে যেতে বাধ্য হয়, এবং মানবসভ্যতা থেকে দূরে এক ছোট দ্বীপে আশ্রয় নেয়। দ্বীপে প্রসপ্যারো যে দুজন অধিবাসীকে খুঁজে পায় তারা হচ্ছে একটি সৎ আত্মা এরিয়েল ও ক্যালিবান। সেই দ্বীপে আগে সাইকোরাক্স নামের এক ডাইনি বাস করতো, যে প্রসপ্যারোর দ্বীপে আসার পূর্বেই মারা যায়। সে এরিয়েলকে একটি গাছের ভেতর বন্দী করে রেখেছিলো। প্রসপ্যারো এসে এরিয়েলকে মুক্ত করে, আর এজন্য এরিয়েল প্রসপ্যারোর অনুগত ভৃত্যে পরিণত হয়। পরবর্তী ১২ বছর ধরে প্রসপ্যারো জাদুবিদ্যা অনুশীলন করে, এবং শেষ পর্যন্ত ঝড়ের মাধ্যমে অ্যান্টোনিও, আলোন্সোকে দ্বীপের উপকূলে এনে জড়ো করে। সম্পূর্ণ নাটকটিই ঐ দ্বীপকে কেন্দ্র করে পরিচালিত হয়, যেখানে এরিয়েল ও ক্যালিবান প্রসপ্যারোর কাজ বাস্তবায়নে সহায়তা করে।
//
কালেক্টেড
Home »
২. ইংরেজি ভাষা ও সাহিত্য
» The Tempest
→ Written by William Shakespeare
→ Swan Song(Last deed)
→ Comedy
The Tempest → Written by William Shakespeare → Swan Song(Last deed) → Comedy
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................