শেক্সপিয়ার রচিত সর্ববৃহৎ ট্রাজেডি নাটক হলো হ্যামলেট। এটিকে দি ট্রাজেডি অফ হ্যামলেট বলা হয় ।এটি প্রিন্স অফ ডেনমার্ক বা ডেনমার্ক সম্রাজ্যের পটভূমিতে রচিত
কাহিনী সংক্ষেপ★★★
হ্যামলেট " শেক্সপিয়ারের সবচেয়ে দীর্ঘ ট্র্যাজেডি নাটক। রচনাকাল ১৬০২ খ্রীস্টাব্দ।
ডেনমার্কের যুবরাজ হ্যামলেট তার পিতার হত্যার প্রতিশোধ নিতে সচেষ্ট হয়। সে তার মৃত পিতার আত্মার কাছে জানতে পারে, তার চাচা ক্লডিয়াসই হত্যাকারী। ক্লডিয়াস ভাইকে হত্যা করে ডেনমার্কের সিংহাসনে আরোহণ করে এবং ভ্রাতাপত্নী (হ্যামলেটের মা) রানি গারট্রুডকে বিয়ে করে। যুবরাজ হ্যামলেট খুবই অসন্তুষ্ট হয়, ক্ষুব্ধ হয়; কিন্তু ক্লডিয়াসের অপরাধ সম্পর্কে নিশ্চিত না হয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। অবশেষে কৌশলে একটি নাটকের মঞ্চায়ন করে হ্যামলেট, যাতে দেখানো হয়-কোনো এক রাজার ভাই রাজাকে হত্যা করে সিংহাসন দখল করে এবং রানিকে বিয়ে করে। নাটক দেখে ক্লডিয়াসের মনে বিরূপ প্রতিক্রিয়া হয়। নাটকে দেখানো অপরাধ ও কৃতকর্ম একই ধরনের হওয়ায় রাগান্বিত হয়ে সে নাটকের স্থান ত্যাগ করে। হ্যামলেট নিশ্চিত হয়, ক্লডিয়াসই প্রকৃত অপরাধী। আর ক্লডিয়াস হ্যামলেটের মতিগতি ভালো নয় দেখে তাকে ইংল্যান্ড পাঠিয়ে দিতে চায়। এভাবেই নাটকের কাহিনী এগিয়ে যায়। নানা প্রতিকূলতা সত্ত্বেও হ্যামলেট পিতৃহত্যার প্রতিশোধ নিতে সমর্থ হয়; কিন্তু নিজেও মৃত্যুমুখে পতিত হয়।
।।।
চরিত্রসমূহ
যুবরাজ হ্যামলেট - ডেনমার্কের সাবেক রাজার পুত্র এবং বর্তমান রাজার ভাতিজা।
রাজা ক্লদিয়াস - ডেনমার্কের রাজা এবং হ্যামলেটের কাকা।
গারট্রুড - ডেনমার্কের রাণী এবং হ্যামলেটের মা।
পলোনিয়াস - রাজার প্রধান উপদেষ্টা।
ওফেলিয়া - পলোনিয়াসের কন্যা।
হোরাশিও - হ্যামলেটের বন্ধু।
লেয়ার্তেস - পলোনিয়াসের পুত্র।
ভল্টিমান্ড ও কর্নেলিয়াস - রাজসভাসদ
রোসেনক্রানৎজ ও গিল্ডেনস্টার্ন - রাজসভাসদ ও হ্যামলেটের বন্ধু।
অসরিক - রাজসভাসদ
মার্সেলাস - রাজ কর্মকর্তা
বার্নার্দো - রাজ কর্মকর্তা
ফ্রান্সিস্কো - সৈনিক
রেনাল্ডো - পলোনিয়াসের ভৃত্য
হ্যামলেটের বাবার ভূত
ফোর্টিনব্রাস - নরওয়ের যুবরাজ
গ্রেভডিগার্স - গির্জার ঘন্টাবাদক
প্লেয়ার কিং, প্লেয়ার কুইন, লুসিয়ানাস - বাদকদলের সদস্য।
/////
এই নাটকের বিখ্যাত কিছু উক্তি :-
1. " There is nothing about good or bad, but thinking makes it so,"
2. "To be or not to be : that is the question."
3. "There are many things in Haven and Earth,
Horatio, than are dreamt of in your philosophy "
4. "Brevity is the soul of wit "
5. "Listen to many, speak to a few"
6." Frailty, thy name is woman"
।।।।।।
ট্র্যাজেডি নাটক :- "ম্যাকবেথ "
রচনা :- উইলিয়াম শেক্সপিয়ার (১৫৬৪-১৬১৬)
"ম্যাকবেথ " শেক্সপিয়ারের সর্বাপেক্ষা ক্ষুদ্র ট্র্যাজেডি নাটক। নাটকটির মূল উপজীব্য একটি রাজহত্যা ও তার ফলশ্রুতিতে সংঘটিত ঘটনাবলী। রচনাকাল ১৬০৩-১৬০৭ সাল।
উল্লেখযোগ্য চরিত্র :-
১. ডানকান :- স্কটল্যান্ডের রাজা।
২. ম্যাকবেথ :- স্কটল্যান্ডের রাজা ডানকানের সেনাবাহিনীর এক সেনানায়ক এবং শেষে স্কটল্যান্ডের রাজা।
৩. লেডি ম্যাকবেথ :- ম্যাকবেথের স্ত্রী।
৪. বাঙ্কো :- ম্যাকবেথের বন্ধু, রাজা ডানকানের সৈন্যবাহিনীর অন্যতম সেনানায়ক ছিলেন।
৫. ডোনালবেইন :- ডানকানের কনিষ্ট পুত্র।
৬. ম্যালকম :- ডোনালবেইনের অগ্রজ।
কাহিনী সংক্ষেপ :-
স্কটিশ সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরে আসার পথে একদল রহস্যময় শক্তি তাদের পথরোধ করে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে বলেছিল, ম্যাকবেথ হবে কডোর প্রধান ও পরে রাজা এবং ব্যাংকো হবে রাজার আদি পিতা। ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ জানতে পারে বিস্তারিত, উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয়। ম্যাকবেথকে প্ররোচিত করে রাজা ডানকানকে হত্যা করায়। নিজ বাড়িতে রাজাকে হত্যা করে সিংহাসনে বসে ম্যাকবেথ। রাজা হত্যার দায় কৌশলে এড়াতে একে একে হত্যা করে ডানকানের দেহরক্ষীদ্বয়, ব্যাংকো, ম্যাকডাফের স্ত্রী-সন্তানদের। রহস্যময় শক্তিদের ভ্রান্তিতে ম্যাকবেথ ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়। লেডি ম্যাকবেথ অনুতাপে দগ্ধ ও অসুস্থ হয়ে আত্মহননের পথ বেছে নেয়। ইংল্যান্ডের রাজার সহায়তায় নিজ রাজ্য পুনরুদ্ধারে ডানকানের পুত্র ম্যালকম ও ডোনালবেইন ম্যাকবেথ বাহিনীকে পরাজিত করে এবং ম্যাকবেথের শিরশ্ছেদ করে। পতন ঘটে ম্যাকবেথের দাম্ভিকতার। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
উল্লেখযোগ্য উক্তি :-
1. "Fair is foul, and foul is fair "
2. "All the perfumes of Arabia will not sweeten this little hand"
3. "There's daggers in men's smile"
4. " Tomorrow, tomorrow and tomorrow "
// পবন চৌধুরী