BCS পরীক্ষার্থীদের জন্য -

বাংলা সাহিত্য ও কম্পিউটার

বাংলা সাহিত্য  ও কম্পিউটার

১। আধুনিক ল্যাপটপের জনক কে?
ক. চার্লজ ব্যাবেজ
খ.হাওয়ার্ড আইকেন
গ. বিল মোগারিজ
ঘ. বিল গেটস

২। পাঞ্চ কার্ডের উদ্ভাবক কে?
ক. জোসেফ ম্যারী জ্যাকুয়ার্ড
খ. স্টিভ জবস
গ. স্যামুয়েল টমলিনসন
ঘ. ডগলাস এঙ্গেলবার্ট

৩। কম্পিউটারের মাউসের জনক কে?
ক. জোসেফ ম্যারী জ্যাকুয়ার্ড
খ. স্টিভ জবস
গ. স্যামুয়েল টমলিনসন
ঘ. ডগলাস এঙ্গেলবার্ট

৪। ডিজিটাল ক্যামেরার জনক কে?
ক. স্টিভেন জে সিসোন
খ. স্টিভ জবস
গ. স্যামুয়েল টমলিনসন
ঘ. ডগলাস এঙ্গেলবার্ট

৫। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
ক. John von Neumann
খ. চার্লস ব্যাবেজ
গ. হাওয়ার্ড অ্যইকেন
ঘ. বিল মোগারিজ

৬। কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়
ক. হার্ডওয়্যার
খ. প্রোগ্রাম
গ. সফটওয়্যার
ঘ. সিপিইউ

৭। ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী স্থানে চিকিৎসা পদ্ধতিকে বলা হয়
ক. ই মেডিসিন
খ. টেলিমেডিসিন
গ. ই ট্রিটমেন্ট
ঘ. ই হাসপাতাল

৮। CIH ভাইরাস কম্পিউটারে বিশ্বব্যপী কবে বিপর্যয় সৃষ্টি করে?
ক. ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে।
খ. ১৪ সেপ্ট. ২০১৮
গ. ১৬ জুলাই, ২০১৭
ঘ. ১৫ জুন, ২০১৬

৯। IBM কম্পিউটার প্রথম বাজারে ছাড়ে কবে?
ক. ১৯৬৯
খ.১৯৭১
গ.১৯৮১
ঘ. ১৯৯১

১০। Non-volatile মেমোরি কোনটি?
ক. ROM
খ. RAM
গ. CPU
ঘ. Pen Drive

১১। অপটিকাল ফাইবারের অংশ  কোন গুলো?
ক.ক্লাডিং
খ. জ্যাকেট
গ. কোর
ঘ. সবগুলোই

১২। আধুনিক কম্পিউটারের সূত্রপাত ঘটে কত সালে?
ক.১৯৫০ সালে
খ. ১৯৬৯
গ. ১৯৭১
ঘ. ১৯৮১

১৩। কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে =?
ক. ১০২০ x ১০২০ বাইট
খ. ১০৪২ x ১০৪২ বাইট
গ.১০২৪ x ১০২৪ বাইট
ঘ. ১০০০ x ১০০০ বাইট

১৪ । কমপাইলারের কাজ কী?
ক.প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা।
খ. মেমরি রক্ষণাবেক্ষণ করা
গ. দ্রুত তথ্য প্রেরণ করা যায়
ঘ. প্রোগ্রাম রচনা করা

১৫। এনকোডার কী?
ক. ডিজিটাল সার্কিট
খ. অনুবাদক
গ. প্রোগ্রামিং সফটওয়ার
ঘ. কোনোটিই নয়

১৬। ওরাকল কী?
ক.সিস্টেম সফটওয়্যার
খ. অপারেটিং সিস্টেম
গ.এক ধরনের ডাটাবেস প্রোগ্রাম।
ঘ. অনুবাদক

১৭। উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় রুপান্তর করে
কোনটি?
ক. এনকোডার
খ. সিপিইউ
গ. Interpreter ও Compiler.
ঘ. মাইক্রোপ্রসেসর

১৮। ইনটেল প্যারাগন কী?
ক.একটি পঞ্চম স্তরের কম্পিউটার।
খ.একটি তৃতীয় স্তরের কম্পিউটার।
গ. একটি ষষ্ঠ স্তরের কম্পিউটার।
ঘ. একটি ৪র্থ স্তরের কম্পিউটার।

১৯। ইউনিকোডে অদ্বিতীয় অঙ্ক, অক্ষর এবং প্রকাশ করা কতটি?
ক.৬৫৫৩২৬টি
খ.৬৫৫৩৩৬টি
গ. ৬৫৫৩৬টি
ঘ.৬৫৫৬৩টি

২০। USB এর পূর্ণরূপ কী?
ক. Universal Serial Bugg

খ.Universal Serial Bus
গ. Universal Serial Buskect 
ঘ. Universal Serial Buggish

২১।URL stands for---
a) Universal Research Locator
b) Uniform Resource Locator
c) Universal Resource Locator
d) Uniform Research Locator
২২।একটি URL ঠিকানার সঠিক বিন্যাস কোনটি??
a) Protocol, Domain name, Directory path, HTML file name
b) Protocol, Domain name, HTML file name, Directory path
c) Protocol, HTML file name, Domain name, Directory path
d) None of the above
২৩।বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন কোনটি??
a) Yahoo
b) Bing
c) Google
d) Microsoft
২৪) নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়??
a) Dogpile
b) Altavista
c) Msn
d) Hotmail

২৫) মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন কোনটি??
a) Ping
b) Infoseek
c) Bing
d) Lycos
২৬) ওয়েবসাইট থেকে প্রাপ্ত ক্ষুদ্র তথ্যপূর্ণ টেক্সট যার সাহায্যে ব্যবহারকারী পুনরায় একই সাইটে ভিজিট করলে তার সর্বশেষ অবস্থা জানতে পারে তাকে কি বলে??
a) Application
b) Cookie
c) Session
d) Query string
e) Home page
২৭।নিচের কোনটি সিস্টেম সফটওয়ার নয়??
a) Operating System
b) Device Driver
c) Utility Program
d) Package Software
২৮।পিসিতে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতে থাকে কত সাল থেকে??
a) ১৯৮৬
b) ১৯৭১
c) ১৯৭৬
d) ২০০০
২৯।ব্যবহারকারীর সাথে হার্ডওয়ার ও সফটওয়ারের যোগাযোগ স্থাপন করে কোনটি??
a) Device driver
b) Utility program
c) Operating System
d) All the above
৩০।নিচের কোনটি Application Software নয়??
a) MS Windows
b) MS Word
c) MS Excel
d) Accounting Package
৩১।নিচের কোনটি Word processing Software নয়??
a) LOTUS
b) Latex
c) Mac Write
d) Note Pad
e) DOS

৩২) ডিজিটাল ক্যামেরাতে ছবি খুব সূক্ষ্ম হবে--
a) পিক্সেল যত কম হবে
b) পিক্সেল সমান হলে
c) পিক্সেল যত বেশি হবে
d) কোনটিই নয়
৩৩) সকল ব্যাংকের চেকবইয়ে ব্যবহৃত হওয়া Magnetic Ink Character Reader(MICR) লেখা হয়--
a) ফেরাস অক্সাইডযুক্ত কালি
b) ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালি
c) ফেরিক কার্বাইডযুক্ত কালি
d) ফেরোসোফেরিক কার্বাইডযুক্ত কালি
৩৪) Optical Mark Recognition (OCR) এ কলমের কালির দাগ বুঝা যায় --
a) গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতা বিচার করে
b) দাগের আলোর বিক্ষেপণ বিচার করে
c) দাগের আলোর প্রতিফলন বিচার করে
d) দাগের আলোর তরঙ্গদৈর্ঘ্য বিচার করে
৩৫) Barcode Reader থেকে কি নিঃসৃত হয়??
a) Sound
b) Line
c) Magnetic field
d) Light
৩৬) Optical Character Reader(OCR) কোথায় ব্যবহৃত হয়??
a) চিঠির পিন কোড, ইলেকট্রিক বিল
b) প্রকৌশল ডিজাইন, ডায়াগ্রাম
c) বিক্রিত জিনিসের প্যাকেটে
d) ভূমি জরিপ অধিদপ্তরের মৌজা ম্যাপ সংরক্ষণ
৩৭) মারকারি ব্যবহৃত হয় কোন ধরণের মনিটরে??
a) Cathode Ray Tube ( CRT)
b) Flat Panel Monitor ( Liquid Crystal Display LCD)
c) Light Emitting Diode ( LED)
d) None of the above
৩৮) ডিজিটাল ঘড়ি ও ক্যালকুলেটরে কোনটি ব্যবহৃত হয়??
a) Silicon Chip
b) LED
c) LCD
d) CRT
৩৯) SVGA stands for---
a) Standard Video Graphics Array
b) Super Video Graphics Array
c) Super Video Graphics Adaptor
d) Standard Video Graphics Adaptor
৪০।নিচের কোনটি অফ-লাইন ডিভাইস??
a) Keyboard
b) Monitor
c) Motherboard
d) Printer
৪১। ডিজিটাল ক্যামেরাতে কোনটি ফোটনকে ইলেক্ট্রনে কনভার্ট করে??
a) Tiny Light Sensitive Diode
b) Charge Coupled Device ( CCD)
c) Digitizer
d) None of the above
৪২।ডকুমেন্টের শুরুতে যাওয়ার জন্য কোন কমান্ডটি ব্যবহার করতে হবে??
a) Page up
b) Ctrl + Home
c) Home
d) Ctrl + page up
৪৩) প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় থাকে??
a) RAM
b) Terminal
c) Clipboard
d) Hard Disk
৪৪) MS Word এ কোন কমান্ড ব্যবহার করে Spelling check করা হয়??
a) F9
b) F11
c) Ctrl + F7
d) F7
৪৫) সাধারণত সিভি তৈরিতে কোন ধরণের পেজ ওরিয়েন্টেশন ব্যবহৃত হয়??
a) Landscape
b) Portrait
c) Legal
d) Tabloid
৪৬)প্রথম বাংলা কীবোর্ড বিজয় কত সালে প্রকাশিত হয়??
a) ১৯৯৮
b) ১৯৯২
c) ১৯৮৫
d) ১৯৮৮
৪৭।মাইক্রোসফট এক্সেলে $ চিহ্নটি ব্যবহৃত হয়--
a) Fixing the cell
b) Calculate Dollar
c) Enlarging the cell
d) None of the above
৪৮।কী-বোর্ডের এক লেআউট থেকে অন্য লেআউটে পরিবর্তন করতে কোন কমান্ডটি ব্যবহার করতে হয়??
a) Shift + Ctrl + B
b) Alt + Ctrl + B
c) Ctrl + Alt + B
d) Alt + Shift + B
৪৯।১নিচের কোনটি Open Source Operating System??
a) Redhat Linux
b) OpenSolaris
c) Linux
d) all
৫০। কম্পিউটার তৈরি করার সময় ROM এ স্থায়ীভাবে সংরক্ষিত করা প্রোগ্রামসমূহকে বলা হয়----
a) Hardware
b) Malware
c) Firmware
d) Firewall
৫১।কম্পিউটার Boot হওয়ার সাথে সাথে প্রথমে কোন অংশটি কাজ করে??
a) BIOS ( 'Basic Input Output System' একটি Firmware)
b) POST
c) Hard disk
d) RAM
৫২।POST ' stands for----
a) Preliminary Operating System Test
b) Power-On Start Test
c) Proprietary Operating System Test
d) Power-On Self Test
৫৩।কোনটি BIOS এর কাজ ??
a) Boot পরবর্তী হার্ডওয়্যার চেক করা
b) Boot loader বা Operating system খোজ করা
c) একটা হার্ডওয়্যারের সাথে আরেকটার সমন্বয়সাধন
d) সবগুলো
৫৪।কম্পিউটার Start বা restart বা Operating system load করার প্রক্রিয়াকে বলে--
a) BIOS
b) Boot
c) Booting
d) Cache
৫৫।Ctrl + Alt + Delete' ( Three-finger salute) কী-বোর্ড কমান্ডটি ব্যবহৃত হয়---
a) To reboot the computer
b) To end a program
c) To start a new program
d) All of the above
৫৬।কোনটি Operating system এর কাজ নয়??
a) Memory management
b) disk management
c) Virus Protection
d) Application management
৫৭।বর্তমানে প্রচলিত কীবোর্ড লে-আউট কোনটি??
a) QWERTZ
b) QWERTY
c) AZERTY
d) QYWERT
৫৮।কম্পিউটার সিস্টেমে Word গঠিত হয়--
a) Bytes
b) Characters
c) Bits
d) Symbols
৫৯।কোনটি Data hierarchy এর উপাদান নয়??
a) Character
b) Field ( Character মিলে Field হয়)
c) Record ( Field মিলে Record হয়)
d) Table ( Record মিলে Table হয়)
e) Entity
৬০।নিচের কোনটি Database language??
a) Data definition language (DDL)
b) Data manipulation language (DML)
c) Structured query language ( SQL)
d) সবগুলোই
৬১।নিচের কোনটি Query language নয়??
a) SQL
b) QUEL
c) QCL
d) QBE
৬২।ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য কোনটি ব্যবহৃত হয়??
a) Data Hierarchy
b) Data Encryption
c) Data Attribute
d) None of the above

৬৩। কোন গেটে  একটি মাত্র ইনপুট থাকে?
ক. NANT
খ.NOT
গ.OR
ঘ.  AND

৬৪। কোন গেইটে ইনপুটে দুটো ০ থাকা সত্ত্বেও আউটপুটে ১ হয়?
ক. NOR
খ.NOT
গ.OR
ঘ.  AND

৬৫। দশমিক সংখ্যা ১২ এর বাইনারী মান কত?
ক. ১০১০০
খ. ১১০
গ. ১০১১০
ঘ.১১০০

৬৬। ১০১১০১ কে দশমিকে প্রকাশ করলে কত হয়?
ক. ১১
খ. ১২
গ.১১
ঘ.২১

৬৭। Unicode এর বিট কত?
ক. ২
খ. ৮

    গ.৪
ঘ.১৬

৬৮। নিচের কোনটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নয় ?
ক. 4D
খ.Foxpro
গ. Lotus Approach
ঘ. Latex

৬৯। নিচের কোনটি ওয়ার্ড প্রোসেসিং সফটওয়্যার ?
ক.Latex
খ.Word Star
গ.Mac write
ঘ.all

৭০। নিচের কোন স্প্রেটসিট সফটওয়্যার ?
ক. Number
খ. Symphony
গ.Sorcim
ঘ. সবগুলোই

৭১। নিচের কোনটি উইটিলিটি সফটওয়্যার ?
ক. Disk defregment
খ. file Handler
গ.Library Program
ঘ.       সবগুলোই
  
৭২। নিচের কোন ৩য় প্রজন্মের ভাষা ?
ক.JAVA
খ.BASIC
গ.PASCAL
ঘ. সবগুলোই
  
     ৭৩। কম্পিউটারের সিস্টেম বাস কত প্রকার ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৭৪। নিচের কোনটি ইনপুট-আউটপুট  ডিভাইস?
ক. CD
খ.Modem
গ.Touch screen
ঘ. সবগুলোই

৭৫। সবচেয়ে দ্রুত গতির বাস কোনটি?
ক. VESA
খ.USB
গ.firewarm
ঘ.      fireware

৭৬। ৩২বিটে ডাটা পরিবহন করে কোনটি?
ক. VESA
খ.USB
গ. PCI
ঘ. ক ও গ

৭৭। মনিটর কত প্রকার ?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ২

৭৮। সিরিয়াল পোর্টের পিন সংখ্যা কত ?
ক. ১৫
খ. ৯
গ. ১২
ঘ. ১৬

৭৯। পেন ড্রাইভে কোন রম ব্যবহৃত হয় ?
ক. MROM
খ.EPROM
গ.EEPROM
ঘ. EAPROM

৮০। নিচের কোন সহায়ক মেমরি নয় ?
ক. স্মার্ট কার্ড
খ.সিডি
গ.ফ্লপি ডিস্ক
ঘ.ROM

     
৮১। ১টেরা বাইট = কত গিগাবাইট?
ক. ৬৫০
খ.১০০০
গ.১২০০
ঘ.১০২৪

৮২। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে কোনটির তথ্য মুছে যায?
ক. স্মার্ট কার্ড
খ.RAM
গ.ফ্লপি ডিস্ক
ঘ.ROM

৮৩। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটার কম্পিউটার কোনটি?
ক. IBM-360
খ.IBM-1620
গ.IBM-450
ঘ. IBM-3600

৮৪।স্বয়ংক্রিয় অনুবাদ করার ক্ষমতা কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট?
ক. ৫ম
খ.৪র্থ
গ.৩য়
ঘ.২

৮৫। কম্পিউটারের কাজের ভুল ফলাফল দেওয়াকে কী বলে?
ক. বাগ
খ. ডিবাগ
গ. ম্যালওয়্যার
ঘ. GIGO

৮৬।কম্পিউটারের কাজের গতি পরিমাপ করা কোন এককে?
ক. মেগা হার্টজে
খ. বিটে
গ. গিগাবাইটে
ঘ. ন্যানোসেকেন্ডে

৮৭। মাইক্রো প্রসেসরের সংগঠন কয়টি?
ক.২
খ.৪
গ.৩
ঘ.৫

৮৮। গঠন ও কাজের উপর ভিত্তি করে কম্পিউটারকে কতভাগে ভাগ করা হয়?
ক.২
খ.৪
গ.৩
ঘ.৫

৮৯। ব্যাংকের চেক বই পঠনে কোনটি ব্যবহৃত হয় ?
ক.OCR
খ. MICR
গ. এটিম কার্ড
ঘ. কোনোটিই নয়

৯০। খেলাধুলায় ১ম কম্পিউটার কবে ব্যবহৃত হয়?
ক. ১৯৬৯
খ.১৯৭১
গ. ১৯৮১
ঘ. ১৯৬০

৯১। কম্পিউটার সফটওয়্যার কত প্রকার ?
ক. ২
খ.৩
গ.৪
ঘ. ৫

৯২। নক্সা বা ডিজাইনের জন্য কোনটি ব্যবহৃত হয় ?
ক. 4D
খ. SORCIM
গ.CAD
ঘ. FOXPRO

৯৩। Plotter কোন ধরনের ডিভাইস?
ক.আউটপুট
খ. ইনপুট
গ. ইনপুট- আউটপুট
ঘ. কোনোটিই নয়

৯৪। কম্পিউটার সিস্টেমের কাজ কতটি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৯৫। কম্পিউটার হার্ড ওয়্যারের মধ্যে কতটি অংশ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৯৪। জয়স্টিক কোন ধরনের ডিভাইস?
ক.আউটপুট
খ. ইনপুট
গ. ইনপুট- আউটপুট
ঘ. কোনোটিই নয়

৯৫। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ফোন করার জন্য NET 2 Phone সফটওয়্যারের সাথে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
ক.USB
খ.AGP CARD
গ.VGA/AGP CARD
ঘ. JUCK CARD

৯৬। বর্তমানে প্রচলিত Key board এ কতটি Key থাকে?
ক.১১৭
খ.১০৭
গ.১০৬
ঘ.১০৫
   
৯৭।                              
ক. Video Graphics Array
খ.Visual Graphics Array
গ. Volatile Graphics Array
ঘ. Video Graphics Adapter

৯৮। UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক কোন
প্রতিষ্ঠান?
ক.মাইক্রোসফট
খ. বেল ল্যাব
গ. অ্যাপল
ঘ. গুগল

৯৯। একটি হার্ড ডিস্কের প্রতিটি সেক্টরের ধারণক্ষমতা কত?
ক. ৫১২ বিট
খ. ৫১২বাইটস
গ. ৬৪বাইটস
ঘ. ৫১০বাইটস

১০০। এক্সেল সিটে মোট সেলের সংখ্যা কত?
ক. ৬৫,৫৩৬
খ. ৫১২
গ.২৫৬
ঘ. ১,৬৭, ৭৭, ২১৬

১০১। ‘মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ’ নামে চর্যাপদের ইংরেজি অনুবাদ কে করেন?
ক. সুনীতিকুমার
খ. সুকুমার সেন
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. হাসনা মওদুদ
          

১০২। চর্যাগীতিকা কার সম্পাদিত গ্রন্থ ?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. ড. হরপ্রসাদ শাস্ত্রী
গ.আনোয়ার পাশা ও আব্দুল হাই
ঘ.সুনীতিকুমার

১০৩। ড. দীনেশ চন্দ্র সেন কত সালে মৈমনসিংহ গীতিকা প্রকাশ করেন?
ক.১৯২৫
খ.১৯২৬
গ.১৯২৩
ঘ.    ১৯২২

১০৪। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কে?
ক. রামনিধি গুপ্ত
খ. দাশরথি রায়
গ. আসাদ চৌধুরী
ঘ. রামপ্রসাদ সেন

১০৫। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতার নাম কী?
ক. ভুসুকু পা
খ. কুক্কুরীপা
গ. কাহ্নপা
ঘ. লুইপা

১০৬। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্নপা
খ.. লুইপা
গ. সরহ পা
ঘ. শবর পা

১০৭। চর্যাপদ যে বাংলা ভাষা রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুকুমার সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১০৮। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখা করেন ?
ক. কাহ্ন পা
খ. লুই পা
গ. ডাকার্ণব
ঘ. মুনিদত্ত

১০৯। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদসংখ্যা
ক. ৪৬টি
খ. সাড়ে ৪৬টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি

১১০। চর্যাপদের বয়স আনুমানিক কত?
ক. ৮০০ বছর
খ. ১০০০ বছর
গ. ১১০০ বছর
ঘ. ১২০০ বছর

১১১। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
ক. ১০
খ. ১৬
গ. ১৮
ঘ. ২৩

১১২। চর্যাপদ কত বঙ্গাব্দে প্রকাশ হয়?
ক. ১৯০৭
খ. ১৯১৬
গ. ১৩৩২
ঘ. ১৩২৩

১১৩। অপণা মাংসেঁ হরিণা বৈরী-পদটি কার ?
ক. কাহ্ন পা
খ.লুইপা
গ. ভুসুকু পা
ঘ.ধর্ম পা

১১৪। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষার রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. ইউসুফ -জোলেখা
ঘ. পদ্মাবতী

১১৫। বাংলা ভাষার মধ্যযুগ কোনটি?
ক. ৬৫০-১২০০
খ. ১২০১-১৩৫০
গ. ১২০১-১৮০০
ঘ. ৯০১-১২০০

১১৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কবে আবিষ্কার করা হয়?
ক. ১৯১৬
খ.১৯১৭
গ.১৯০৭
ঘ.১৯০৯

১১৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কত খণ্ডের ?
ক.. সাড়ে ৪৬
খ. ৫১
গ. ৫০
ঘ.১৩

১১৭। ’মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?
ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মানিক দত্ত
ঘ. কানাহরি দত্ত

১১৮। মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি?
ক. শিবায়ন ও ধর্মঠাকুর
খ. মনসা ও শিবমঙ্গল
গ. চণ্ডী ও শিবায়ন
ঘ. মনসা ও চণ্ডী

১১৯। নিচের কোনটি চম্পুকাব্যের উদাহরণ ?
ক. শূন্যপূরাণ
খ. সেক শুভোদয়া
গ. মনসামঙ্গল
ঘ. ধর্মমঙ্গল

১২০। নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য কর্ম ?
ক. শূন্যপূরাণ
খ. সেক শুভোদয়া
গ. নিরঞ্জনের উষ্মা
ঘ. সবগুলোই
১২১। কবিকঙ্গকন কার উপাধি?
ক. কাশীরাম দাস
খ. মালাধর বসু
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র

১২২। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
ক. কানা হরিদত্ত
খ. শাহ মুহম্মদ সগীর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায় গুণাকর

১২৩। বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি কে?
ক. কানা হরিদত্ত
খ. শাহ মুহম্মদ সগীর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায় গুণাকর

১২৪। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে?
ক. কাশী রাম দাশ
খ. কবীন্দ্র পরমেশ্বর
গ. ছুটি খান
ঘ. কৃত্তিবাস ওঝা
১২৫। আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন
ক. কোরেশী মাগন ঠাকুর
খ. শেখ মরদন
গ. দৌলত কাজী
ঘ. আলাওল

১২৬। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ‘চন্দ্রাবতী’ কোন অঞ্চলের মানুষ ছিলেন?
ক. হবিগঞ্জ
খ. নেত্রকোণা
গ. সুনামগঞ্জ
ঘ. কিশোরগঞ্জ

১২৭। ‘গুলে বকাওলা’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মুহম্মদ মুকিম
খ. দৌলত উজির বাহারাম খান
গ. ফকির গরীবুল্লাহ
ঘ. সাবিরিদ খান

১২৮। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে?
ক. দৌলত কাজী
খ. দৌলত উজির বাহারাম খান
গ. মুহম্মদ কবির
ঘ. শাহ মুহম্মদ সগীর

১২৯। ‘লাইলি-মজনু’ কাব্যের অনুবাদক কে?
ক. সাবিরিদ খান
খ. দৌলত উজির বাহারাম খান
গ. সৈয়দ সুলতান
ঘ. আলাওল

১৩০। কোন কবির উপাধি ‘কবি কণ্ঠাহার’?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র

১৩১। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
ক. গোবিন্দদাস
খ. জ্ঞানদাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি

১৩২। আলাওল কোন শতকের কবি?
ক. পনের
খ. ষোল
গ. সতের
ঘ. আঠার

১৩৩। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
ক. শাহ মুহম্মদ সগীর
খ. আব্দুল হাকিম
গ. ফকির গরীবুল্লাহ
ঘ. আলাওল

১৩৪। কোন কাব্যে শুকপাখি বর্ণিত আছে?
ক. ইউসুফ জোলেখা
খ. লাইলি-মজনু
গ. সতী ময়না লোর চন্দ্রানী
ঘ. পদ্মাবতী

১৩৫। ‘আমীর হামযা’ জঙ্গনামা কাব্যটি কার লেখা?
ক. শাহ মুহম্মদ সগীর
খ. আব্দুল হাকিম
গ. ফকির গরীবুল্লাহ
ঘ. আলাওল

১৩৬। পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ সুলতান
খ. ফকির গরীবুল্লাহ
গ. হায়াত মামুদ
ঘ. শেখ ফয়জুল্লাহ

১৩৭। ‘নবীবংশ’ গ্রন্থটি কে রচনা করেছেন?
ক. গোলাম মোস্তফা
খ. হাজী মোজাম্মিল
গ. মীর মশাররফ হোসেন
ঘ.সৈয়দ সুলতান

১৩৮। শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কে রচনা করেন?
ক. বৃন্দাবন দাস
খ. লোচন দাস
গ. জয়ানন্দ
ঘ. পরাগল খাঁ

১৩৯। ‘নদের চাঁদ’ কোন পালার চরিত্র?
ক. মলুয়া
খ. মহুয়া
গ. দেওয়ানা মদিনা
ঘ. কাজল রেখা

১৪০। মৈমনসিংহ গীতিকায় কতটি গীতিকা আছে?
ক. ২৩টি
খ. ১৩টি
গ. ১০টি
ঘ. ১২টি

১৪১। প্রাচীন লোকগীতি ‘হারামণি’ এর সংকলক ?
ক. চন্দ্রকুমার দে
খ. ড. দীনেশ চন্দ্র সেন
গ. দক্ষিণারঞ্জন মিত্র
ঘ. মুহম্মদ মনসুর উদ্দীন

১৪২। বাংলা সাহিত্যের স্বভাবকবি কে?
ক. জ্ঞানদাস
খ. চণ্ডীদাস
গ. বিদ্যাপতি
ঘ. গোবিন্দ দাস

১৪৩। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী ?
ক. কথোপকথন
খ. ইতিহাসমালা
গ. রাজা প্রত্যাপাদিত্য চরিত
ঘ. হিতোপদেশ

১৪৪। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
ক. ষোড়শ শতকে
খ. সপ্তদশ শতকে
গ. অষ্টাদশ শতকে
ঘ. উনবিংশ শতকে

১৪৫। নিচের কে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক ন ?
ক. উইলিয়াম কেরি
খ. বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. রামরাম বসু

১৪৬। ‘ইয়ংবেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে?
ক. উইলিয়াম কেরি
খ. ডিরোজিও
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. মধুসূদন দত্ত

১৪৭। কেরী সাহেবের মুন্সী বলা হয় কাকে?
ক. রামরাম বসু
খ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
গ. চণ্ডীচরণ মুন্সী
ঘ. গোলকনাথ শর্মা

১৪৮। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
ক. ছোটগল্প
খ. কাব্য
গ. নাটক
ঘ. উপন্যাস

১৪৯। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেন?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রামকিশোসর
ঘ. রামনারায়ণ তর্করত্ন

১৫০। ‘যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ পঙক্তিটি কার?
ক. গোলাম মোস্তফা
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. রাম নিধিগুপ্ত
ঘ. আব্দুল হাকিম

১৫১। কালু গাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য?
ক. মর্সিয়া
খ. নাথ
গ. লোক সাহিত্য
ঘ. পুঁথি সাহিত্য

১৫২। মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
ক. সৈয়দ সুলতান
খ. ফকির গরীবুল্লাহ
গ. হায়াত মামুদ
ঘ. শেখ ফয়জুল্লাহ

১৫৩। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে?
ক. ১৮৪০
খ. ১৮৪১
গ. ১৮৪২
ঘ. ১৮৪৩

১৫৪। সওগাত পত্রিকার প্রথম সম্পাদক কে?
ক.মোহাম্মদ নাসির উদ্দীন
খ. আহসান হাবীব
গ. কাজী আব্দুল ওদুদ
ঘ. সিকান্দার আবু জাফর

১৫৫।স্বদেশ পত্রিকার সম্পাদক কে?
ক. আহমদ ছফা
খ. আহমদ শরীফ
গ. হাসান আজিজুল হক
ঘ. আব্দুল মান্নান সৈয়দ

১৫৬। সবুজপত্র সাহিত্য পত্রিকারটির সম্পাদক কে?
ক. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
খ. প্রমথ চৌধুরী
গ. শেখ আব্দুর রহিম
ঘ. প্রেমেন্দ্র মিত্র

১৫৭। কালিকলম সাহিত্য পত্রিকারটির সম্পাদক কে?
ক. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
খ. প্রমথ চৌধুরী
গ. শেখ আব্দুর রহিম
ঘ. প্রেমেন্দ্র মিত্র

১৫৮।১৯২৭সালে প্রকাশিত ‘শিখা’ সাহিত্য পত্রিকাটি সম্পাদক কে?
ক. আবুল হুসেন
খ. আবুল ফজল
গ. সঞ্চয় ভট্টাচার্য
ঘ. বুদ্ধদেব বসু

১৫৯। ১৯২৩সালে প্রকাশিত ‘কল্লোল’ সাহিত্য পত্রিকার সম্পাদক কে?
ক. আবুল হোসেন
খ. কাজী মোতাহের হোসেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. দীনেশরঞ্জন দাশ

১৬০। কিশোর পত্রিকা ‘আঙ্গুর’ এর সম্পাদক কে?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. কাজী নজরুল ইসলাম
গ. নাসিরউদ্দীন
ঘ. রণেশ দাশগুপ্ত

১৬১। লাঙ্গল এর সম্পাদক কে?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. কাজী নজরুল ইসলাম
গ. নাসিরউদ্দীন
ঘ. রণেশ দাশগুপ্ত

১৬২। বাংলা একাডেমির বিভাগ কয়টি?
ক ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

১৬৩। ‘অলাতচক্র’ উপন্যাসটির লেখক কে?
ক. হুমায়ুন আজাদ
খ. হুমায়ুন আহমেদ
গ. আহমদ ছফা
ঘ. নির্মলেন্দু গুণ

১৬৪। বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ৩ নভে.১৯৫৫
খ. ৩ নভে. ১৯৭১
গ. ৩ডিসে. ১৯৭১
ঘ. ৩ ডিসে. ১৯৫৫

১৬৫। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস' ‘দুই সৈনিক’ কার লেখা?
ক. শওকত ওসমান
খ. আলাউদ্দিন আল আজাদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. হুমায়ুন আহমেদ

১৬৬। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস' ‘আগুণের পরশমণি’ কার লেখা?
ক. শওকত ওসমান
খ. আলাউদ্দিন আল আজাদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. হুমায়ুন আহমেদ

১৬৭। ‘সবকটা জানালা খুলে দাও না , ওরা আসবে চুপি চুপি’- গানটির গীতিকার কে?
ক. নজরুল ইসলাম
খ. গাজী মাযহারুল ইসলাম
গ. আহমেদ ইমতিয়াস বুলবুল
ঘ. খান আতাউর রহমান
 
১৬৮। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলনের সম্পাদক কে?
ক. মুনীর চৌধুরী
খ. হাসান হাফিজুর রহমান
গ. গাজী উল হক
ঘ. শামসুর রাহমান

১৬৯। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘ধীরে বহে মেঘনা’ এর পরিচালক কে?
ক. নাসিরউদ্দীন ইউসুফ
খ. আলমগীর কবির
গ. খান আতাউর রহমান
ঘ. চাষী নজরুল ইসলাম

১৭০। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘ওরা এগার জন’ এর পরিচালক কে?
ক. নাসিরউদ্দীন ইউসুফ
খ. আলমগীর কবির
গ. খান আতাউর রহমান
ঘ. চাষী নজরুল ইসলাম

১৭১। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস ‘নিরন্তন ঘণ্টাধ্বনি’ এর লেখক কে?
ক. জহির রায়হান
খ. শওকত ওসমান
গ. আলাউদ্দীন আল আজাদ
ঘ. সেলিনা হোসেন

১৭২। ভাষা আন্দোলন ভিত্তিক ছোটগল্প’ কাঁথা সেলাই নিশ্চিত’ এর লেখক কে?
ক. জহির রায়হান
খ. শওকত ওসমান
গ. আলাউদ্দীন আল আজাদ
ঘ. রণেশ দাশ গুপ্ত

১৭৩। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ এর লেখক কে?
ক. আনোয়ার পাশা
খ. শওকত ওসমান
গ. আলাউদ্দীন আল আজাদ
ঘ. রণেশ দাশ গুপ্ত

১৭৪।মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র A State in Born কার?
ক. আলমগীর কবির
খ. জহির রায়হান
গ. গীতা মেহতা
ঘ. বাবুল চৌধুরী

১৭৫। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘উপমহাদেশ’ কার লেখা?
ক. আলমগীর কবির
খ. জহির রায়হান
গ. গীতা মেহতা
ঘ. আল মাহমুদ
=========

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ