#সাম্প্রতিক_দর্পণ
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা যেভাবে প্রচারিত হয়েছে-
১. ২৬ মাচে রাত ১২ টা ২০ মিনিটে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু টেলিফোনে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা জহুর আহম্মেদ চৌধুরীর স্ত্রী ডঃ নুরুন্নাহারের নিকট জানিয়ে দেন। ডঃ নুরুন্নাহার বার্তাটি লিপিবদ্ধ করে চট্টগ্রাম সংগ্রাম পরিষদ অফিসে এবং সলিমপুর ওয়ারলেস স্টেশনে প্রেরণ করেন।
২. সলিমপুর ওয়ারলেস অফিসের সহকারি প্রকৌশলী এম হাকিম তার কর্মচারীদের দ্বারা ঘোষণা বার্তা দেশে বিদেশে প্রেরণ করেন। তারা চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করা জাহাজের মাধ্যমে বার্তাটি দিল্লিসহ বিদেশে প্রেরণ করেন।
৩. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বার্তাটি প্রচারের জন্য চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রাম বেতারের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ২৬ মার্চ সকালে কালুরঘাট ট্রান্সমিশনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা বার্তা কালুরঘাট থেকে ২৬ মার্চ দুপুর ২টা ৩০ মিনিট এবং সন্ধ্যার পর প্রচার করেন। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নান।
৪. পরদিন ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন যা বেতারে বার বার প্রচার করা হয়। ২৬ মার্চ জিয়াউর রহমান চট্টগ্রাম জেটিতে অস্ত্র খালাসের দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের সিদ্ধান্তে তাকে বেতার কেন্দ্রে নিয়ে আসা হয়।
৫. ঢাকার মগবাজার ডিএ এস ওয়ারলেসের সুপারভাইজার মেজবাহউদ্দীন ২৬ মার্চ সকাল ৬ টায় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে সলিমপুর অফিসে প্রেরণ করেন।
৬. চট্টগ্রাম ফৌজদারহাট ক্যাডেট ওয়ারলেস অফিস ঢাকার মগবাজার ওয়ারলেস অফিস থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বার্তা পেয়ে তা প্রচার করেন।
৭. বুয়েটের অধ্যাপক ডঃ নুরুল উল্লাহ বেতার যন্ত্র স্থাপন করেন এবং তা থেকে ঘোষণা প্রচারিত হয়েছে।
৮. ঐতিহাসিক বলধা গার্ডেন থেকে বঙ্গবন্ধুর ঘোষণা প্রচারিত হয়েছিল।
৯. পিলখানার ইপিআর সিগন্যাল উইংয়ের সুবেদার শহীদ শওকত তাঁর ট্রান্সমিটার থেকে বঙ্গবন্ধুর ঘোষণা বার্তা বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রেরণ করেন।
এছাড়াও সারাদেশে ও বিদেশে যে যেভাবে পেরেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার বার্তাটি প্রচারের ব্যবস্থা করেছেন।
- M A Amin Khan
Home »
৩. বাংলাদেশ বিষয়াবলি
» #সাম্প্রতিক_দর্পণ
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা যেভাবে প্রচারিত হয়েছে
#সাম্প্রতিক_দর্পণ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা যেভাবে প্রচারিত হয়েছে
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................