নাইম সারের সাধারণ জ্ঞানের পরীক্ষার ১৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
০১. ২০১৮ সালে কোনটির বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে ৩ দফা প্রদান করে?
ক. UNSC
খ. UNGA
গ. UNHRC
#ঘ. UNHCR
০২. ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত সংঘটিত যুদ্ধটির তৎকালীন নাম কী ছিল?
ক. Global War
খ. First World War
#গ. Great War
ঘ. European War
০৩. বাংলাদেশে রোহিঙ্গাদের কী নামে নিবন্ধন করা হয়?
#ক. বাস্তুচ্যুত জনগোষ্ঠী
খ. রোসাং
গ. রোহাং
ঘ. রাখাইনের ছিন্নমূল জনগোষ্ঠী
০৪. একেপি নেতা-
ক. মোহাম্মদ বিন সালমান
খ. জামাল খাসোগি
#গ. এরদোয়ান
ঘ. এদুয়ার্দো
০৫. ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করা যাবে না’ এমন প্রশ্নে সাধারণ পরিষদের ভোটাভুটিতে কতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়?
ক. ১২৮ টি দেশ
#খ. ০৯ টি দেশ
গ. ০৩ টি দেশ
ঘ. ১৭ টি দেশ
০৬. নিচের কোন দেশটি তাদের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ বিষয়টি তুলে দিয়েছে?
ক. কিউবা ও উত্তর কোরিয়া
খ. রাশিয়া ও চীন
গ. রাশিয়া ও কিউবা
#ঘ. চীন ও উত্তর কোরিয়া
০৭. New Eurasian Land Bridge এ চীনের অংশের নাম-
ক. Uywi
খ. Wiyu
#গ. Yiwu
ঘ. Kunming
০৮. হাম্বানাতোতা বন্দরটি কোন সাগরের তীরে?
#ক. ভারত মহাসাগর
খ. বঙ্গোপসাগর
গ. আরব সাগর
ঘ. মান্নার উপসাগর
০৯. সম্প্রতি কোন দেশটি বিশ্ব বাণিজ্য সংস্থা ত্যাগের ঘোষণা দিয়েছে?
ক. চীন
খ. সৌদি আরব
গ. যুক্তরাজ্য
#ঘ. যুক্তরাষ্ট্র
১০. ইদলিব ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়-
#ক. সোচি, রাশিয়া
খ. সুইয়ান, তুরস্ক
গ. বন্দর আব্বাস, ইরান
ঘ. হোমস, সিরিয়া
১১. আরব বসন্তের জন্য আত্মহুতি দেয়া বুয়াজ্জিজির বয়স কত ছিল?
ক. ২৩ বছর
#খ. ২৬ বছর
গ. ৩০ বছর
ঘ. ২৭ বছর
১২. ইশ্বরের ভূমি-
ক. জেরুজালেম
খ. মক্কা
গ. ইয়েমেন
#ঘ. ইসরাইল
১৩. জি-২০ সম্মেলনে ইউরপীয় সেনাবাহিনী গঠনের প্রস্তাবকারী দেশ-
ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি
গ. বৃটেন
#ঘ. ফ্রান্স
১৪. ‘নানশা দ্বীপপুঞ্জে’র মালিকানা চীন থেকে কে দাবি করছে?
ক. জাপান
#খ. দক্ষিণ কোরিয়া
গ. তাইওয়ান
ঘ. ভিয়েতনাম
১৫. রবিন স্কয়ার-
ক. ইস্তাম্বুলে
খ.জেরুজালেমে
#গ. তেল আবিবে
ঘ. সানায়
১৬. জাতিসংঘ মহাসচিব এর আগে কোন সংস্থার প্রধান ছিলেন?
#ক. UNHCR
খ. UNHRC
গ. WIPO
ঘ. WTO
১৭. আফ্রিকা পরিকল্পনা-
ক. অ্যাজেন্ডা- ২০৩০
খ. অ্যাজেন্ডা- ২০৩৩
#গ. অ্যাজেন্ডা- ২০৬৩
ঘ. অ্যাজেন্ডা- ২০৪১
১৮. ICAN-
ক. পরিবেশ সংস্থা
খ. স্বেচ্ছাসেবি সংস্থা
গ. মানবাধিকার সংস্থা
#ঘ. পরমাণু অস্ত্র বিরোধী জোট
১৯. রূপপুর পরমাণু বিদ্যুতকেন্দ্রে রাশিয়ার পাশাপাশি কোন দেশকে যুক্ত করা হয়েছে?
ক. চীনকে
খ. যুক্তরাষ্ট্রকে
গ. ইরানকে
#ঘ. ভারতকে
২০. কোন সংস্থা বলেছে দেশে শিক্ষার হার ৭২.৮%?
ক. UNFPA
#খ. UNDP
গ. World Bank
ঘ. UNCDP
#পরীক্ষা: ০২
সিলেবাস: ২৮-৫৬ পৃষ্ঠা
০১. চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশের?
ক. হুন
খ. মরো
গ. জিনজিং
#ঘ. তুর্কি
০২. 'AQAP' আল কায়েদার কোন অঞ্চলের শাখা?
ক. সিরিয়া
#খ. ইয়েমেন
গ. আরব লিগ
ঘ. পাকিস্তান
০৩. ২০১৯ সালে স্বাধীন দেশ হিসেবে যাত্রা করবে কোন মুসলিম ভূখন্ডটি?
ক. বেলুচিস্তান
খ. চেচনিয়া
গ. মিন্দানাও
#ঘ. বাংসামোরো
০৪. বাণিজ্য যুদ্ধের প্রভাবে কোন দেশটি সাময়িক সময়ের জন্য মার্কিন সকল পণ্য বর্জন করে?
ক. কানাডা
খ. চীন
#গ. তুরস্ক
ঘ. ইরান
০৫. দ্বিতীয় ক্রিমিয়া যুদ্ধ হয় কত সালে?
ক. ২০১৩
#খ. ২০১৪
গ. ২০১৫
ঘ. ২০১৬
০৬. নর্ড স্ট্রিম-২ পাইপলাইন কোন দুই দেশের মাঝে অবস্থিত?
ক. ইরান ও রাশিয়া
খ. রাশিয়া ও চীন
#গ. রাশিয়া ও জার্মানি
ঘ. চীন ও উত্তর কোরিয়া
০৭. চীন ও পাকিস্তানের মধ্যে করিডোর-
ক. CPSR
খ. BRI
#গ. CPEC
ঘ. Silk Road
০৮. বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে কত সালে অভিবাসী প্রস্তাবটি উত্থাপন করেন?
#ক. ২০১৬
খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৫
০৯. YJ 18 সাবমেরিন কোন দেশের?
#ক. চীন
খ. রাশিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
১০. ২০১৮ সালের সামরিক সক্ষমতায় দ্বিতীয় শীর্ষ দেশ-
#ক. রাশিয়া
খ. উত্তর কোরিয়া
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
১১. 'নর্দান লিমিট লাইন' দুই কোরিয়ার মাঝে কোন অংশে বিভক্তকারী?
ক. পানমুনজামে
#খ. পীত সাগরে
গ. পিওংচ্যাংয়ে
ঘ. ৩৩ তম অক্ষরেখা অংশে
১২. কোন সংস্থার তত্ত্বাবধানে ২০১২ সালে ৬টি দেশের মধ্যে Climate & Clean Air Coalition চুক্তি হয়?
ক. UNFCCC
খ. IPCC
গ. WMO
#ঘ. UNEP
১৩. জার্মানি কত সালের মধ্যে সকল পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করবে?
ক. ২০২০
খ. ২০৩০
গ. ২০২৫
#ঘ. ২০২২
১৪. ২০১৮ সালে ইন্দোনেশিয়া কত বার সুনামীর শিকার হয়?
ক. ৩ বার
#খ. ২ বার
গ. ৪ বার
ঘ. ১ বার
১৫. তাকসিম স্কয়ার-
#ক. ইস্তাম্বুলে
খ.জেরুজালেমে
গ. তেল আবিবে
ঘ. সানায়
১৬. ২০১৮ সালে One Planet Summit অনুষ্ঠিত হয় কোন দেশে?
#ক. ফ্রান্সে
খ. নেদারল্যান্ডসে
গ. পোল্যান্ডে
ঘ. পর্তুগালে
১৭. ' বৃটেন চাইলে আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরে আসতে পারবে' এমন রায় প্রদান করে কোন সংস্থা/ আদালত?
ক. ইউরোপীয় কমিশন
#খ. ইউরোপীয় কোর্ট অব জাস্টিস
গ. ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস
ঘ. পারমানেন্ট কোর্ট অব জাস্টিস
১৮. ICANN-
#ক. পরিবেশ সংস্থা
খ. স্বেচ্ছাসেবি সংস্থা
গ. মানবাধিকার সংস্থা
ঘ. পরমাণু অস্ত্র বিরোধী জোট
১৯. বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সহায়তায় কতটি প্রকল্প বাস্তবায়ন করছে?
ক. ৩৪
খ. ৪৪
#গ. ৪৫
ঘ. ৪৬
২০. জি-২০ সদস্য নয়-
ক. মেক্সিকো
#খ. নেদারল্যান্ডস
গ. অস্ট্রেলিয়া
ঘ. সৌদি আরব#
#পরীক্ষা: ০৩
সিলেবাস: ২৮-৭৩ পৃষ্ঠা
০১. ২০১৮ সালের Passport Index অনুসারে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
ক. সিঙ্গাপুর
খ. জাপান
#গ. জার্মানি
ঘ. দক্ষিণ কোরিয়া
০২. জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা
ক. OPCW
#খ. UNODA
গ. IAEA
ঘ. UNCWC
০৩. G-77 এর সভাপতি দেশ-
ক. মালদ্বীপ
খ. ভুটান
গ. ভারত
#ঘ. ফিলিস্তিন
০৪. বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক. ৮৪তম
খ. ৮৫তম
গ. ৮০তম
#ঘ. ৮৬তম
০৫. মালয়েশিয়ায় ‘তুন’ খেতাবটি কী ধরনের?
ক. সর্বোচ্চ মানবাধিকার খেতাব
#খ. অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীদের জন্য
গ. সর্বোচ্চ সাহিত্য পুরস্কার
ঘ. সম্মানসূচক খেতাব
০৬. মার্কিন সিনেটরদের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর
খ. ৩ বছর
গ. ৫ বছর
#ঘ. ৬ বছর
০৭. ইয়োলো জ্যাকেট ফ্রান্সের কোন জনগোষ্ঠী ব্যবহার করে?
ক. বিপ্লবীরা
#খ. গাড়ি চালকরা
গ. শ্রমিকরা
ঘ. ছাত্ররা
০৮. জাতিংঘে কত সালে অভিবাসী নীতিটির খসড়া স্বাক্ষরিত হয়?
ক. ২০১৬
#খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৫
০৯. চাঁদে অবতরণ করা চীনা মনুষ্যবীহিন মহাকাশযানের নাম-
#ক. Chang'e 4
খ. Change 2
গ. Changu 4
ঘ. Changu'e 3
১০. জাতিসংঘের কাছে সবচেয়ে বেশি ঋণী কোন দেশ?
ক. লিবিয়া
খ. উত্তর কোরিয়া
গ. ভেনিজুয়েলা
#ঘ. যুক্তরাষ্ট্র
১১. 'জি-২০’ সদস্য নয়-
#ক. কাতার
খ. জাপান
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. ইন্দোনেশিয়া
১২. Climate & Clean Air Coalition চুক্তির অন্তর্ভুক্ত নয়-
ক. বাংলাদেশ
খ. মেক্সিকো
গ. কানাডা
#ঘ. যুক্তরাজ্য
১৩. ‘দুনিয়ার মজদুর এক হও’ উক্তিটির প্রবক্তা-
ক. মাও সে তুং
খ. ভ্লিাদিমির লেনিন
গ. নেলসন ম্যান্ডেলা
#ঘ. কার্ল মার্ক্স
১৪. টিপিপির বর্তমান নাম কী??
ক. CTPP
#খ. CPTPP
গ. TPP- 1
ঘ. TPPCP
১৫. রবিন স্কয়ার-
ক. ইস্তাম্বুলে
খ.জেরুজালেমে
#গ. তেল আবিবে
ঘ. সানায়
১৬. বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে??
#ক. ১ থেকে ১.৫ ডিগ্রি
খ. ১.৫ থেকে ২ ডিগ্রি
গ. ২ থেকে ২.৫ ডিগ্রি
ঘ. ২.৫ থেকে ৩ ডিগ্রি
১৭. ইউরোপীয় ইউনিয়ন সংস্কার চুক্তিটির নাম-
ক. ম্যাসট্রিখট চুক্তি
#খ. লিসবন চুক্তি
গ. আমস্টারডাম চুক্তি
ঘ. রোম চুক্তি
১৮. প্রথম One Planet Summit অনুষ্ঠানস্থাল-
#ক. প্যারিস, ২০১৭
খ. নিউইয়র্ক, ২০১৮
গ. লিসবন, ২০১৬
ঘ. নিউইয়র্ক, ২০১৭
১৯. Environmental Performance Index অনুসারে নির্মল বায়ুর শীর্ষ দেশ-
ক. সুইডেন
খ. সুইজারল্যান্ড
গ. অস্ট্রিয়া
#ঘ. অস্ট্রেলিয়া
২০. Carbon Trade এর ধারণা দেয় কোন প্রটোকল/ চুক্তি?
ক. প্যারিস চুক্তি
#খ. কিয়োটো প্রটোকল
গ. মন্ট্রিল প্রটোকল
ঘ. কপ-১৫
#পরীক্ষা: ০৪
সিলেবাস: Recent View (৭৪-১০৫ পৃষ্ঠা)
০১. খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান কত?
ক. নবম
#খ. দশম
গ. অষ্টম
ঘ. সপ্তম
০২. সর্বশেষ মানব উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশে শিক্ষার হার-
ক. ৭২.১%
#খ. ৭২.৮%
গ. ৭১.৬%
ঘ. ৭০.৬%
০৩. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সর্বাধিক প্রাধান্য পাওয়া খাত-
ক. শিক্ষা
খ. অবকাঠামো
গ. শিল্প
#ঘ. স্বাস্থ্য
০৪. বাংলাদেশের পোশাক খাতে উৎস কর কত?
ক. ০.৬৭%
#খ. ০.২৫%
গ. ০.৮০%
ঘ. ০.৭৫%
০৫. ডাক টাকা সেবা চালু হয়-
#ক. ২০১৭ সালে
খ. ২০১৮ সালে
গ. ২০১৬ সালে
ঘ. ২০১৫ সালে
০৬. সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় মোট টিকা-
#ক. ১৩টি
খ. ১২টি
গ. ১৪টি
ঘ. ১৬টি
০৭. ‘হাসিনা: এ ডটারস টেল’ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বঙ্গবন্ধুর প্রিয় গান-
ক. মা আমি বন্দী কারাগারে
#খ. মা আমার সাধ না মিটিল
গ. ও আমার দেশের মাটি
ঘ. এক সাগর রক্তের বিনিময়ে
০৮. দ্রুতযান রেলকে ঢাকা থেকে কত কিলোমিটার পাড়ি দিতে হয়?
ক. ৬৭০ কিলোমিটার
খ. ৬২৬ কিলোমিটার
গ. ৬৮২ কিলোমিটার
#ঘ. ৬৩৯ কিলোমিটার
০৯. শিল্পে প্রবৃদ্ধি-
ক. ক্রমহ্রাসমান
#খ. ক্রমবর্ধমান
গ. স্থির
ঘ. শূন্য
১০. নিরাপদ খাদ্য আইনটি প্রথম কবে প্রবর্তিত হয়?
ক. ২০১৫
খ. ২০১৪
গ. ২০১৬
#ঘ. ২০১৩
১১. ১৯৭২ সালের ১০ জানুয়ারি কয়টার সময় বঙ্গবন্ধু তেজগাঁও বিমানবন্দরে নামেন?
ক. দুপুর ১২ টায়
#খ. দুপুর ১ টা ৪১ মিনিটে
গ. সকাল ১০ টায়
ঘ. বিকাল ৫ টায়
১২. কর্মক্ষম জনগণের মেয়াদ-
#ক. ১৫ থেকে ৬৪ বছর
খ. ১৮ থেকে ৫৯ বছর
গ. ২১ থেকে ৫৯ বছর
ঘ. ২২ থেকে ৬৫ বছর
১৩. বিগ বি প্রকল্পটির জন্য কত সালে জাপানের সাথে চুক্তি করা হয়?
#ক. ২০১৪
খ. ২০১২
গ. ২০১৭
ঘ. ২০১৬
১৪. বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-
ক. BEZA
খ. BIB
গ. DTIB
#ঘ. BIDA
১৫. বাংলাদেশ কতটি দেশে পণ্য রপ্তানি করে?
#ক. ২০২টি
খ. ২০৭টি
গ. ১৪৭টি
ঘ. ১৪৮টি
১৬. কোন পণ্যে বাংলাদেশ ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে?
ক. চামড়া
খ. পোশাক
গ. চিংড়ি
#ঘ. ওষুধ
১৭. ২০১৭ সালের বর্ষপণ্য-
ক. পোশাক
খ. ওষুধ
গ. কৃষিজাত পণ্য
#ঘ. চামড়া
১৮. জেলা পরিষদ-
ক. ৬৪টি
খ. ৬৫টি
#গ. ৬১টি
ঘ. ৫৬টি
১৯. একাদশ সংসদ; নির্বাচনে কতটি দল অংশ নেয়-
ক. ৩২টি
খ. ৩৭টি
#গ. ৩৯টি
ঘ. ৪০টি
২০. জয় অ্যাপসটি কোনটির সাথে জড়িত?
#ক. নারী সুরক্ষা
খ. শৃঙ্খলা
গ.স্বাধীনতা
ঘ. শিক্ষা
#পরীক্ষা: ০৫
সিলেবাস: ১০৬-১৩২ পৃষ্ঠা
০১. বাল্য বিবাহমুক্ত জেলা নয়-
ক. লালমনিরহাট
#খ. ময়মনসিংহ
গ. মুন্সিগঞ্জ
ঘ. মেহেরপুর
০২. ঢাকা মহানগরে সংসদীয় আসন কতটি?
ক. ২০টি
#খ. ১৫টি
গ. ৭০টি
ঘ. ১১টি
০৩. বর্জ্য বিদ্যুৎকেন্দ্র-
ক. আখাউরায়
#খ. আশুগঞ্জে
গ. মেঘনায়
ঘ. সোনারগাঁওয়ে
০৪. ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের পৈতৃক নিবাস বাংলাদেশের কোথায়?
#ক. চাঁদপুরে
খ. মুন্সিগঞ্জে
গ. চট্টগ্রামে
ঘ. সাতক্ষীরায়
০৫. ঠ্যাঙ্গারচর-
#ক. নোয়াখালীতে
খ. চাঁদপুরে
গ. লক্ষ্মীপুরে
ঘ. ভোলায়
০৬. বাটেক্সপো-
#ক. টেক্সটাইল মেলা
খ. প্রযুক্তি মেলা
গ. বিজ্ঞান মেলা
ঘ. আবাসন মেলা
০৭. জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্রটি কত সালে গৃহীত হয়?
ক. ২০১০ সালে
#খ. ২০১২ সালে
গ. ২০১৫ সালে
ঘ. ২০১৬ সালে
০৮. চ্যাম্পস২১ ডট কম-
ক. স্যোসাল সাইট
খ. স্মার্ট ফোন
গ. তথ্য কোষ
#ঘ. ইংরেজি শেখার ওয়েব সাইট
০৯. ৫.৬ জি চালুকারী দেশ-
ক. জাপান
খ. সুইডেন
গ. চীন
#ঘ. দক্ষিণ কোরিয়া
১০. বাংলাদেশ প্রথম কত সালে সাবমেরিনে যুক্ত হয়?
ক. ২০১৫
খ. ২০১০
গ. ২০০৯
#ঘ. ২০০৬
১১. বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রথম সঙ্কেত পাঠায় কোন টিভিকে?
ক. বিটিভি
খ. জিটিভি
#গ. সময় টিভি
ঘ. ৭১ টিভি
১২. বিশ্বসেরা সুপার কম্পিউটার 'সামিট' নির্মাতা প্রতিষ্ঠাতা-
ক. শেংট্যাং
খ. স্যামসাং
গ. অ্যাপল
#ঘ. আইবিএম
১৩. মঙ্গলে প্রেরিত নাসার সর্বশেষ নভোযান-
ক. পার্কার
খ. চেঞ্জ ৪
গ. ইনভার্টার
#ঘ. ইনসাইট
১৪. ২০১৯ সালের অস্কারে মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র-
ক. দেবী
খ. জীবনঢুলী
গ. খাঁচা
#ঘ. ডুব
১৫. সমাজসেবায় ২০১৮ সালের একুশে পদকজয়ী-
ক. এ কে আজাদ
খ. পলান সরকার
গ. শাঈখ সিরাজ
#ঘ. ইলিয়াস কাঞ্চন
১৬. ৩৩তম অলিম্পিক আয়োজক-
ক. মেক্সিকো
খ. লস এঞ্জেলস
গ. টোকিও
#ঘ. প্যারিস
১৭. ২০১৮ সালের বঙ্গবন্ধু গোল্ডকাপ কত তম?
ক. ৪র্থ
খ. ৬ষ্ঠ
গ. ৩য়
#ঘ. ৫ম
১৮. পায়রা বন্দর কোন নদীর তীরে?
ক. পায়রা
খ. রামনাবাদ
গ. আগুণমুখা
#ঘ. আন্ধারমানিক
১৯. গভীর সমুদ্র বন্দর নির্মিত হবে-
ক. কুতুবদিয়ায়
খ. চকোরিয়ায়
#গ. মহেশখালীতে
ঘ. লক্ষ্মীপুরে
২০. বঙ্গবন্ধু আইল্যান্ডের আয়তন-
#ক. ৭.৮৪ বর্গ কি মি
খ. ৮.৭৪ বর্গ কি মি
গ. ৯.৬৪ বর্গ কি মি
ঘ. ৬.৯৪ বর্গ কি মি
Home »
৬. সাধারণ জ্ঞান
» সাধারণ জ্ঞানের পরীক্ষার ১৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
সাধারণ জ্ঞানের পরীক্ষার ১৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................