BCS পরীক্ষার্থীদের জন্য -

সাধারণ জ্ঞানের  পরীক্ষার ১৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

নাইম সারের সাধারণ জ্ঞানের  পরীক্ষার ১৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
০১. ২০১৮ সালে কোনটির বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে ৩ দফা প্রদান করে?
ক. UNSC
খ. UNGA
গ. UNHRC
#ঘ. UNHCR
০২. ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত সংঘটিত যুদ্ধটির তৎকালীন নাম কী ছিল?
ক. Global War
খ. First World War
#গ. Great War
ঘ. European War
০৩. বাংলাদেশে রোহিঙ্গাদের কী নামে নিবন্ধন করা হয়?
#ক. বাস্তুচ্যুত জনগোষ্ঠী
খ. রোসাং
গ. রোহাং
ঘ. রাখাইনের ছিন্নমূল জনগোষ্ঠী
০৪. একেপি নেতা-
ক. মোহাম্মদ বিন সালমান
খ. জামাল খাসোগি
#গ. এরদোয়ান
ঘ. এদুয়ার্দো
০৫. ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করা যাবে না’ এমন প্রশ্নে সাধারণ পরিষদের ভোটাভুটিতে কতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়?
ক. ১২৮ টি দেশ
#খ. ০৯ টি দেশ
গ. ০৩ টি দেশ
ঘ. ১৭ টি দেশ
০৬. নিচের কোন দেশটি তাদের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ বিষয়টি তুলে দিয়েছে?
ক. কিউবা ও উত্তর কোরিয়া
খ. রাশিয়া ও চীন
গ. রাশিয়া ও কিউবা
#ঘ. চীন ও উত্তর কোরিয়া
০৭. New Eurasian Land Bridge এ চীনের অংশের নাম-
ক. Uywi
খ. Wiyu
#গ. Yiwu
ঘ. Kunming
০৮. হাম্বানাতোতা বন্দরটি কোন সাগরের তীরে?
#ক. ভারত মহাসাগর
খ. বঙ্গোপসাগর
গ. আরব সাগর
ঘ. মান্নার উপসাগর
০৯. সম্প্রতি কোন দেশটি বিশ্ব বাণিজ্য সংস্থা ত্যাগের ঘোষণা দিয়েছে?
ক. চীন
খ. সৌদি আরব
গ. যুক্তরাজ্য
#ঘ. যুক্তরাষ্ট্র
১০. ইদলিব ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়-
#ক. সোচি, রাশিয়া
খ. সুইয়ান, তুরস্ক
গ. বন্দর আব্বাস, ইরান
ঘ. হোমস, সিরিয়া
১১. আরব বসন্তের জন্য আত্মহুতি দেয়া বুয়াজ্জিজির বয়স কত ছিল?
ক. ২৩ বছর
#খ. ২৬ বছর
গ. ৩০ বছর
ঘ. ২৭ বছর
১২. ইশ্বরের ভূমি-
ক. জেরুজালেম
খ. মক্কা
গ. ইয়েমেন
#ঘ. ইসরাইল
১৩. জি-২০ সম্মেলনে ইউরপীয় সেনাবাহিনী গঠনের প্রস্তাবকারী দেশ-
ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি
গ. বৃটেন
#ঘ. ফ্রান্স
১৪. ‘নানশা দ্বীপপুঞ্জে’র মালিকানা চীন থেকে কে দাবি করছে?
ক. জাপান
#খ. দক্ষিণ কোরিয়া
গ. তাইওয়ান
ঘ. ভিয়েতনাম
১৫. রবিন স্কয়ার-
ক. ইস্তাম্বুলে
খ.জেরুজালেমে
#গ. তেল আবিবে
ঘ. সানায়
১৬. জাতিসংঘ মহাসচিব এর আগে কোন সংস্থার প্রধান ছিলেন?
#ক. UNHCR
খ. UNHRC
গ. WIPO
ঘ. WTO
১৭. আফ্রিকা পরিকল্পনা-
ক. অ্যাজেন্ডা- ২০৩০
খ. অ্যাজেন্ডা- ২০৩৩
#গ. অ্যাজেন্ডা- ২০৬৩
ঘ. অ্যাজেন্ডা- ২০৪১
১৮. ICAN-
ক. পরিবেশ সংস্থা
খ. স্বেচ্ছাসেবি সংস্থা
গ. মানবাধিকার সংস্থা
#ঘ. পরমাণু অস্ত্র বিরোধী জোট
১৯. রূপপুর পরমাণু বিদ্যুতকেন্দ্রে রাশিয়ার পাশাপাশি কোন দেশকে যুক্ত করা হয়েছে?
ক. চীনকে
খ. যুক্তরাষ্ট্রকে
গ. ইরানকে
#ঘ. ভারতকে
২০. কোন সংস্থা বলেছে দেশে শিক্ষার হার ৭২.৮%?
ক. UNFPA
#খ. UNDP
গ. World Bank
ঘ. UNCDP
#পরীক্ষা: ০২
সিলেবাস: ২৮-৫৬ পৃষ্ঠা
০১. চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশের?
ক. হুন
খ. মরো
গ. জিনজিং
#ঘ. তুর্কি
০২. 'AQAP' আল কায়েদার কোন অঞ্চলের শাখা?
ক. সিরিয়া
#খ. ইয়েমেন
গ. আরব লিগ
ঘ. পাকিস্তান
০৩. ২০১৯ সালে স্বাধীন দেশ হিসেবে যাত্রা করবে কোন মুসলিম ভূখন্ডটি?
ক. বেলুচিস্তান
খ. চেচনিয়া
গ. মিন্দানাও
#ঘ. বাংসামোরো
০৪. বাণিজ্য যুদ্ধের প্রভাবে কোন দেশটি সাময়িক সময়ের জন্য মার্কিন সকল পণ্য বর্জন করে?
ক. কানাডা
খ. চীন
#গ. তুরস্ক
ঘ. ইরান
০৫. দ্বিতীয় ক্রিমিয়া যুদ্ধ হয় কত সালে?
ক. ২০১৩
#খ. ২০১৪
গ. ২০১৫
ঘ. ২০১৬
০৬. নর্ড স্ট্রিম-২ পাইপলাইন কোন দুই দেশের মাঝে অবস্থিত?
ক. ইরান ও রাশিয়া
খ. রাশিয়া ও চীন
#গ. রাশিয়া ও জার্মানি
ঘ. চীন ও উত্তর কোরিয়া
০৭. চীন ও পাকিস্তানের মধ্যে করিডোর-
ক. CPSR
খ. BRI
#গ. CPEC
ঘ. Silk Road
০৮. বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে কত সালে অভিবাসী প্রস্তাবটি উত্থাপন করেন?
#ক. ২০১৬
খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৫
০৯. YJ 18 সাবমেরিন কোন দেশের?
#ক. চীন
খ. রাশিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
১০. ২০১৮ সালের সামরিক সক্ষমতায় দ্বিতীয় শীর্ষ দেশ-
#ক. রাশিয়া
খ. উত্তর কোরিয়া
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
১১. 'নর্দান লিমিট লাইন' দুই কোরিয়ার মাঝে কোন অংশে বিভক্তকারী?
ক. পানমুনজামে
#খ. পীত সাগরে
গ. পিওংচ্যাংয়ে
ঘ. ৩৩ তম অক্ষরেখা অংশে
১২. কোন সংস্থার তত্ত্বাবধানে ২০১২ সালে ৬টি দেশের মধ্যে Climate & Clean Air Coalition চুক্তি হয়?
ক. UNFCCC
খ. IPCC
গ. WMO
#ঘ. UNEP
১৩. জার্মানি কত সালের মধ্যে সকল পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করবে?
ক. ২০২০
খ. ২০৩০
গ. ২০২৫
#ঘ. ২০২২
১৪. ২০১৮ সালে ইন্দোনেশিয়া কত বার সুনামীর শিকার হয়?
ক. ৩ বার
#খ. ২ বার
গ. ৪ বার
ঘ. ১ বার
১৫. তাকসিম স্কয়ার-
#ক. ইস্তাম্বুলে
খ.জেরুজালেমে
গ. তেল আবিবে
ঘ. সানায়
১৬. ২০১৮ সালে One Planet Summit অনুষ্ঠিত হয় কোন দেশে?
#ক. ফ্রান্সে
খ. নেদারল্যান্ডসে
গ. পোল্যান্ডে
ঘ. পর্তুগালে
১৭. ' বৃটেন চাইলে আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরে আসতে পারবে' এমন রায় প্রদান করে কোন সংস্থা/ আদালত?
ক. ইউরোপীয় কমিশন
#খ. ইউরোপীয় কোর্ট অব জাস্টিস
গ. ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস
ঘ. পারমানেন্ট কোর্ট অব জাস্টিস
১৮. ICANN-
#ক. পরিবেশ সংস্থা
খ. স্বেচ্ছাসেবি সংস্থা
গ. মানবাধিকার সংস্থা
ঘ. পরমাণু অস্ত্র বিরোধী জোট
১৯. বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সহায়তায় কতটি প্রকল্প বাস্তবায়ন করছে?
ক. ৩৪
খ. ৪৪
#গ. ৪৫
ঘ. ৪৬
২০. জি-২০ সদস্য নয়-
ক. মেক্সিকো
#খ. নেদারল্যান্ডস
গ. অস্ট্রেলিয়া
ঘ. সৌদি আরব#
#পরীক্ষা: ০৩
সিলেবাস: ২৮-৭৩ পৃষ্ঠা
০১. ২০১৮ সালের Passport Index অনুসারে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
ক. সিঙ্গাপুর
খ. জাপান
‌‌#গ. জার্মানি
ঘ. দক্ষিণ কোরিয়া
০২. জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা
ক. OPCW
#খ. UNODA
গ. IAEA
ঘ. UNCWC
০৩. G-77 এর সভাপতি দেশ-
ক. মালদ্বীপ
খ. ভুটান
গ. ভারত
#ঘ. ফিলিস্তিন
০৪. বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক. ৮৪তম
খ. ৮৫তম
গ. ৮০তম
#ঘ. ৮৬তম
০৫. মালয়েশিয়ায় ‘তুন’ খেতাবটি কী ধরনের?
ক. সর্বোচ্চ মানবাধিকার খেতাব
#খ. অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীদের জন্য
গ. সর্বোচ্চ সাহিত্য পুরস্কার
ঘ. সম্মানসূচক খেতাব
০৬. মার্কিন সিনেটরদের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর
খ. ৩ বছর
গ. ৫ বছর
#ঘ. ৬ বছর
০৭. ইয়োলো জ্যাকেট ফ্রান্সের কোন জনগোষ্ঠী ব্যবহার করে?
ক. বিপ্লবীরা
#খ. গাড়ি চালকরা
গ. শ্রমিকরা
ঘ. ছাত্ররা
০৮. জাতিংঘে কত সালে অভিবাসী নীতিটির খসড়া স্বাক্ষরিত হয়?
ক. ২০১৬
#খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৫
০৯. চাঁদে অবতরণ করা চীনা মনুষ্যবীহিন মহাকাশযানের নাম-
#ক. Chang'e 4
খ. Change 2
গ. Changu 4
ঘ. Changu'e 3
১০. জাতিসংঘের কাছে সবচেয়ে বেশি ঋণী কোন দেশ?
ক. লিবিয়া
খ. উত্তর কোরিয়া
গ. ভেনিজুয়েলা
#ঘ. যুক্তরাষ্ট্র
১১. 'জি-২০’ সদস্য নয়-
#ক. কাতার
খ. জাপান
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. ইন্দোনেশিয়া
১২. Climate & Clean Air Coalition চুক্তির অন্তর্ভুক্ত নয়-
ক. বাংলাদেশ
খ. মেক্সিকো
গ. কানাডা
#ঘ. যুক্তরাজ্য
১৩. ‘দুনিয়ার মজদুর এক হও’ উক্তিটির প্রবক্তা-
ক. মাও সে তুং
খ. ভ্লিাদিমির লেনিন
গ. নেলসন ম্যান্ডেলা
#ঘ. কার্ল মার্ক্স
১৪. টিপিপির বর্তমান নাম কী??
ক. CTPP
#খ. CPTPP
গ. TPP- 1
ঘ. TPPCP
১৫. রবিন স্কয়ার-
ক. ইস্তাম্বুলে
খ.জেরুজালেমে
#গ. তেল আবিবে
ঘ. সানায়
১৬. বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে??
#ক. ১ থেকে ১.৫ ডিগ্রি
খ. ১.৫ থেকে ২ ডিগ্রি
গ. ২ থেকে ২.৫ ডিগ্রি
ঘ. ২.৫ থেকে ৩ ডিগ্রি
১৭. ইউরোপীয় ইউনিয়ন সংস্কার চুক্তিটির নাম-
ক. ম্যাসট্রিখট চুক্তি
#খ. লিসবন চুক্তি
গ. আমস্টারডাম চুক্তি
ঘ. রোম চুক্তি
১৮. প্রথম One Planet Summit অনুষ্ঠানস্থাল-
#ক. প্যারিস, ২০১৭
খ. নিউইয়র্ক, ২০১৮
গ. লিসবন, ২০১৬
ঘ. নিউইয়র্ক, ২০১৭
১৯. Environmental Performance Index অনুসারে নির্মল বায়ুর শীর্ষ দেশ-
ক. সুইডেন
খ. সুইজারল্যান্ড
গ. অস্ট্রিয়া
#ঘ. অস্ট্রেলিয়া
২০. Carbon Trade এর ধারণা দেয় কোন প্রটোকল/ চুক্তি?
ক. প্যারিস চুক্তি
#খ. কিয়োটো প্রটোকল
গ. মন্ট্রিল প্রটোকল
ঘ. কপ-১৫
#পরীক্ষা: ০৪
সিলেবাস: Recent View (৭৪-১০৫ পৃষ্ঠা)
০১. খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান কত?
ক. নবম
#খ. দশম
গ. অষ্টম
ঘ. সপ্তম
০২. সর্বশেষ মানব উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশে শিক্ষার হার-
ক. ৭২.১%
#খ. ৭২.৮%
গ. ৭১.৬%
ঘ. ৭০.৬%
০৩. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সর্বাধিক প্রাধান্য পাওয়া খাত-
ক. শিক্ষা
খ. অবকাঠামো
গ. শিল্প
#ঘ. স্বাস্থ্য
০৪. বাংলাদেশের পোশাক খাতে উৎস কর কত?
ক. ০.৬৭%
#খ. ০.২৫%
গ. ০.৮০%
ঘ. ০.৭৫%
০৫. ডাক টাকা সেবা চালু হয়-
#ক. ২০১৭ সালে
খ. ২০১৮ সালে
গ. ২০১৬ সালে
ঘ. ২০১৫ সালে
০৬. সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় মোট টিকা-
#ক. ১৩টি
খ. ১২টি
গ. ১৪টি
ঘ. ১৬টি
০৭. ‘হাসিনা: এ ডটারস টেল’ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বঙ্গবন্ধুর প্রিয় গান-
ক. মা আমি বন্দী কারাগারে
#খ. মা আমার সাধ না মিটিল
গ. ও আমার দেশের মাটি
ঘ. এক সাগর রক্তের বিনিময়ে
০৮. দ্রুতযান রেলকে ঢাকা থেকে কত কিলোমিটার পাড়ি দিতে হয়?
ক. ৬৭০ কিলোমিটার
খ. ৬২৬ কিলোমিটার
গ. ৬৮২ কিলোমিটার
#ঘ. ৬৩৯ কিলোমিটার
০৯. শিল্পে প্রবৃদ্ধি-
ক. ক্রমহ্রাসমান
#খ. ক্রমবর্ধমান
গ. স্থির
ঘ. শূন্য
১০. নিরাপদ খাদ্য আইনটি প্রথম কবে প্রবর্তিত হয়?
ক. ২০১৫
খ. ২০১৪
গ. ২০১৬
#ঘ. ২০১৩
১১. ১৯৭২ সালের ১০ জানুয়ারি কয়টার সময় বঙ্গবন্ধু তেজগাঁও বিমানবন্দরে নামেন?
ক. দুপুর ১২ টায়
#খ. দুপুর ১ টা ৪১ মিনিটে
গ. সকাল ১০ টায়
ঘ. বিকাল ৫ টায়
১২. কর্মক্ষম জনগণের মেয়াদ-
#ক. ১৫ থেকে ৬৪ বছর
খ. ১৮ থেকে ৫৯ বছর
গ. ২১ থেকে ৫৯ বছর
ঘ. ২২ থেকে ৬৫ বছর
১৩. বিগ বি প্রকল্পটির জন্য কত সালে জাপানের সাথে চুক্তি করা হয়?
#ক. ২০১৪
খ. ২০১২
গ. ২০১৭
ঘ. ২০১৬
১৪. বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-
ক. BEZA
খ. BIB
গ. DTIB
#ঘ. BIDA
১৫. বাংলাদেশ কতটি দেশে পণ্য রপ্তানি করে?
#ক. ২০২টি
খ. ২০৭টি
গ. ১৪৭টি
ঘ. ১৪৮টি
১৬. কোন পণ্যে বাংলাদেশ ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে?
ক. চামড়া
খ. পোশাক
গ. চিংড়ি
#ঘ. ওষুধ
১৭. ২০১৭ সালের বর্ষপণ্য-
ক. পোশাক
খ. ওষুধ
গ. কৃষিজাত পণ্য
#ঘ. চামড়া
১৮. জেলা পরিষদ-
ক. ৬৪টি
খ. ৬৫টি
#গ. ৬১টি
ঘ. ৫৬টি
১৯. একাদশ সংসদ; নির্বাচনে কতটি দল অংশ নেয়-
ক. ৩২টি
খ. ৩৭টি
#গ. ৩৯টি
ঘ. ৪০টি
২০. জয় অ্যাপসটি কোনটির সাথে জড়িত?
#ক. নারী সুরক্ষা
খ. শৃঙ্খলা
গ.স্বাধীনতা
ঘ. শিক্ষা
#পরীক্ষা: ০৫
সিলেবাস: ১০৬-১৩২ পৃষ্ঠা
০১. বাল্য বিবাহমুক্ত জেলা নয়-
ক. লালমনিরহাট
#খ. ময়মনসিংহ
গ. মুন্সিগঞ্জ
ঘ. মেহেরপুর
০২. ঢাকা মহানগরে সংসদীয় আসন কতটি?
ক. ২০টি
#খ. ১৫টি
গ. ৭০টি
ঘ. ১১টি
০৩. বর্জ্য বিদ্যুৎকেন্দ্র-
ক. আখাউরায়
#খ. আশুগঞ্জে
গ. মেঘনায়
ঘ. সোনারগাঁওয়ে
০৪. ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের পৈতৃক নিবাস বাংলাদেশের কোথায়?
#ক. চাঁদপুরে
খ. মুন্সিগঞ্জে
গ. চট্টগ্রামে
ঘ. সাতক্ষীরায়
০৫. ঠ্যাঙ্গারচর-
#ক. নোয়াখালীতে
খ. চাঁদপুরে
গ. লক্ষ্মীপুরে
ঘ. ভোলায়
০৬. বাটেক্সপো-
#ক. টেক্সটাইল মেলা
খ. প্রযুক্তি মেলা
গ. বিজ্ঞান মেলা
ঘ. আবাসন মেলা
০৭. জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্রটি কত সালে গৃহীত হয়?
ক. ২০১০ সালে
#খ. ২০১২ সালে
গ. ২০১৫ সালে
ঘ. ২০১৬ সালে
০৮. চ্যাম্পস২১ ডট কম-
ক. স্যোসাল সাইট
খ. স্মার্ট ফোন
গ. তথ্য কোষ
#ঘ. ইংরেজি শেখার ওয়েব সাইট
০৯. ৫.৬ জি চালুকারী দেশ-
ক. জাপান
খ. সুইডেন
গ. চীন
#ঘ. দক্ষিণ কোরিয়া
১০. বাংলাদেশ প্রথম কত সালে সাবমেরিনে যুক্ত হয়?
ক. ২০১৫
খ. ২০১০
গ. ২০০৯
#ঘ. ২০০৬
১১. বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রথম সঙ্কেত পাঠায় কোন টিভিকে?
ক. বিটিভি
খ. জিটিভি
#গ. সময় টিভি
ঘ. ৭১ টিভি
১২. বিশ্বসেরা সুপার কম্পিউটার 'সামিট' নির্মাতা প্রতিষ্ঠাতা-
ক. শেংট্যাং
খ. স্যামসাং
গ. অ্যাপল
#ঘ. আইবিএম
১৩. মঙ্গলে প্রেরিত নাসার সর্বশেষ নভোযান-
ক. পার্কার
খ. চেঞ্জ ৪
গ. ইনভার্টার
#ঘ. ইনসাইট
১৪. ২০১৯ সালের অস্কারে মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র-
ক. দেবী
খ. জীবনঢুলী
গ. খাঁচা
#ঘ. ডুব
১৫. সমাজসেবায় ২০১৮ সালের একুশে পদকজয়ী-
ক. এ কে আজাদ
খ. পলান সরকার
গ. শাঈখ সিরাজ
#ঘ. ইলিয়াস কাঞ্চন
১৬. ৩৩তম অলিম্পিক আয়োজক-
ক. মেক্সিকো
খ. লস এঞ্জেলস
গ. টোকিও
#ঘ. প্যারিস
১৭. ২০১৮ সালের বঙ্গবন্ধু গোল্ডকাপ কত তম?
ক. ৪র্থ
খ. ৬ষ্ঠ
গ. ৩য়
#ঘ. ৫ম
১৮. পায়রা বন্দর কোন নদীর তীরে?
ক. পায়রা
খ. রামনাবাদ
গ. আগুণমুখা
#ঘ. আন্ধারমানিক
১৯. গভীর সমুদ্র বন্দর নির্মিত হবে-
ক. কুতুবদিয়ায়
খ. চকোরিয়ায়
#গ. মহেশখালীতে
ঘ. লক্ষ্মীপুরে
২০. বঙ্গবন্ধু আইল্যান্ডের আয়তন-
#ক. ৭.৮৪ বর্গ কি মি
খ. ৮.৭৪ বর্গ কি মি
গ. ৯.৬৪ বর্গ কি মি
ঘ. ৬.৯৪ বর্গ কি মি

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ