BCS পরীক্ষার্থীদের জন্য -

বিসিএস প্রিলি প্রস্তুতি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টেস্ট

বিসিএস প্রিলি প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টেস্ট

১। উচ্চ লেভেল প্রোগ্রামিং ভাষা কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় ?
ক. ৩য়  খ. ৪র্থ গ. ৫ম ঘ. কোনোটিই নয়
২। কম্পিউটারে মাইক্রোপ্রসেসর ও সিপিইউ এর মাঝখানে কী থাকে?
ক. প্রধান মেমরি
খ. সেকেন্ডারি মেমরি
গ. ডিস্ক স্টোরেজ
ঘ. কোনোটিই নয়
৩। বৈদুৎ সংযোগ চলে কিসের সংরক্ষিত ডেটা ও প্রোগ্রাম মুছে যায়?
a. ROM
b.RAM
C. ALU
D. CD
৪।   নিচের কোনটি মডিফায়ার বাটন নয়?
ক.শিফট
খ. কন্ট্রোল
গ. অল্টার
ঘ. মাউস
৫।পাঞ্চকার্ড রিডার কোন ধরনের ডিভাইস ?
ক. ইনপুট খ. আউটপুট গ. ইনপুট- আউটপুট ঘ. কোনোটিই নয় ।
৬। নিচের কোনটি ইনপুট- আউটপুট ডিভাইস নয়?
ক. মডেম খ. টাচ স্ক্রিন গ. ডিজিটাল ক্যামেরা ঘ. বার কোড রিডার
৭। নিচের কোনটি সবচেযে দ্রুত গতির বাস ?
ক. ফায়ারওয়াল খ. ইউএসবি ৩ গ. ভেসা বাস ঘ. ফায়ারওয়ার
৮। নিচের কোনটি স্প্রেড শিট সফটওয়ার নয়?
ক. ভিসি ক্যাল খ. এক্সেল গ. সরসিম ঘ. ল্যাটেক্স
৯। নিচের কোনটি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়ার নয় ?
ক. ফক্সপ্রো খ. ৪ডি গ.ওরাকল ঘ. সিমফনি
১০। Netscape কোন ধরনের সফটওয়্যার ?
ক. সার্চ ইঞ্জিন খ. ডেটাবেস ম্যানেজমেন্ট গ. স্প্রেড সিট ঘ. গ্রাফিক্স
১১। Xenix কোন ধরনের সফটওয়্যার ?
ক. সার্চ ইঞ্জিন খ. ডেটাবেস ম্যানেজমেন্ট গ. স্প্রেড সিট ঘ.ওপারেটিং সিস্টেম
১২। ASCII কোড দ্বারা কতটি বর্ণ , শব্দ অঙ্কর , চিহ্ন প্রকাশ করা হয়?
ক. ৭টি
খ. ৮টি
গ. ১৬টি
ঘ. ১২৮টি
১৩। কোন গেইটে একটিমাত্র ইনপুট থাকে?
ক. লজিক গেইট
খ. অর গেইট
গ. নর গেইট
ঘ. নট গেইট
১৪। ডেটাবেসের ভিত্তি কী ?
ক. ফিল্ড খ. রেকর্ড গ. টেবিল গ. ওয়ার্ড
১৫ ।  ৩জি মোবাইলের ব্যান্ড উইথ কত?
ক. ৩ মেগা হার্জ
খ. ২ মেগা হার্জ
গ. ৫ মেগাহার্জ
ঘ. ৬ মেগাহার্জ
১৬। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগ কোনটি?
ক. ব্লু টুথ খ. ওয়াইফাই গ. ওয়াইলাই ঘ. ওয়াইম্যাক্স
১৭। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে  কোন প্রটোকলটি সর্বাধিক ব্যবহৃত?
ক. আইপি
খ. এইচটিএমএল
গ. এইচটিএম
ঘ. টিপি
১৮। এটিএম কার্ডের ধারণা প্রদান করেন কে?
ক. হাওয়ার্ড এইকিন খ. ব্যাবেজ গ. মার্ক জুকারবার্গ ঘ. শেফার্ড ব্যারণ
১৯। ইন্সটাগ্রামের শেয়ারকৃত ভিডিওর সর্বোচ্চ ব্যাপ্তি কত?
ক. ১৪০ সেকেন্ড খ. ৪০ সেকেন্ড গ. ১৫ সেকেন্ড ঘ. কোনোটিই নয়

২০। স্কাইপি সফটওয়ার বাজারে আসে কবে?

ক. ২০০৪ খ. ২০০৩ গ. ২০০৫ ঘ. ২০০৬
///////////////////////////
উত্তর 
১। উচ্চ লেভেল প্রোগ্রামিং ভাষা কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় ?
ক. ৩য়  খ. ৪র্থ গ. ৫ম ঘ. কোনোটিই নয়
উত্তর : খ
২। কম্পিউটারে মাইক্রোপ্রসেসর ও সিপিইউ এর মাঝখানে কী থাকে?
ক. প্রধান মেমরি
খ. সেকেন্ডারি মেমরি
গ. ডিস্ক স্টোরেজ
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৩। বৈদুৎ সংযোগ চলে কিসের সংরক্ষিত ডেটা ও প্রোগ্রাম মুছে যায়?
a. ROM
b.RAM
C. ALU
D. CD
ANS:B
৪।   নিচের কোনটি মডিফায়ার বাটন নয়?
ক.শিফট
খ. কন্ট্রোল
গ. অল্টার
ঘ. মাউস
উত্তর:ঘ
৫।পাঞ্চকার্ড রিডার কোন ধরনের ডিভাইস ?
ক. ইনপুট খ. আউটপুট গ. ইনপুট- আউটপুট ঘ. কোনোটিই নয় ।
উত্তর : ক
৬। নিচের কোনটি ইনপুট- আউটপুট ডিভাইস নয়?
ক. মডেম খ. টাচ স্ক্রিন গ. ডিজিটাল ক্যামেরা ঘ. বার কোড রিডার
উত্তর  ঘ
৭। নিচের কোনটি সবচেযে দ্রুত গতির বাস ?
ক. ফায়ারওয়াল খ. ইউএসবি ৩ গ. ভেসা বাস ঘ. ফায়ারওয়ার
উত্তর : ঘ
৮। নিচের কোনটি স্প্রেড শিট সফটওয়ার নয়?
ক. ভিসি ক্যাল খ. এক্সেল গ. সরসিম ঘ. ল্যাটেক্স
উত্তর :ঘ
৯। নিচের কোনটি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়ার নয় ?
ক. ফক্সপ্রো খ. ৪ডি গ.ওরাকল ঘ. সিমফনি
উত্তর  ঘ
১০। Netscape কোন ধরনের সফটওয়্যার ?
ক. সার্চ ইঞ্জিন খ. ডেটাবেস ম্যানেজমেন্ট গ. স্প্রেড সিট ঘ. গ্রাফিক্স
উত্তর  : ক
১১। Xenix কোন ধরনের সফটওয়্যার ?
ক. সার্চ ইঞ্জিন খ. ডেটাবেস ম্যানেজমেন্ট গ. স্প্রেড সিট ঘ.ওপারেটিং সিস্টেম
উত্তর ঘ
১২। ASCII কোড দ্বারা কতটি বর্ণ , শব্দ অঙ্কর , চিহ্ন প্রকাশ করা হয়?
ক. ৭টি
খ. ৮টি
গ. ১৬টি
ঘ. ১২৮টি
উত্তর : ঘ
১৩। কোন গেইটে একটিমাত্র ইনপুট থাকে?
ক. লজিক গেইট
খ. অর গেইট
গ. নর গেইট
ঘ. নট গেইট
উত্তর : ঘ
১৪। ডেটাবেসের ভিত্তি কী ?
ক. ফিল্ড খ. রেকর্ড গ. টেবিল গ. ওয়ার্ড
উত্তর : ক
১৫ ।  ৩জি মোবাইলের ব্যান্ড উইথ কত?
ক. ৩ মেগা হার্জ
খ. ২ মেগা হার্জ
গ. ৫ মেগাহার্জ
ঘ. ৬ মেগাহার্জ
উত্তর : খ
১৬। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগ কোনটি?
ক. ব্লু টুথ খ. ওয়াইফাই গ. ওয়াইলাই ঘ. ওয়াইম্যাক্স
উত্তর : ঘ
১৭। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে  কোন প্রটোকলটি সর্বাধিক ব্যবহৃত?
ক. আইপি
খ. এইচটিএমএল
গ. এইচটিএম
ঘ. টিপি
উত্তর : ক
১৮। এটিএম কার্ডের ধারণা প্রদান করেন কে?
ক. হাওয়ার্ড এইকিন খ. ব্যাবেজ গ. মার্ক জুকারবার্গ ঘ. শেফার্ড ব্যারণ
উত্তর : ঘ
১৯। ইন্সটাগ্রামের শেয়ারকৃত ভিডিওর সর্বোচ্চ ব্যাপ্তি কত?
ক. ১৪০ সেকেন্ড খ. ৪০ সেকেন্ড গ. ১৫ সেকেন্ড ঘ. কোনোটিই নয়
উত্তর : গ
২০। স্কাইপি সফটওয়ার বাজারে আসে কবে?
ক. ২০০৪ খ. ২০০৩ গ. ২০০৫ ঘ. ২০০৬
উত্তর  খ

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ