ঐতিহাসিক ৭ মার্চ। তাই ৭টি প্রশ্নের উত্তর জেনে নিন।
১. ৭ মার্চ, ১৯৭১ তারিখের সমাবেশটির আয়োজক কোনটি?
©ক. আওয়ামী লীগ
খ. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ
গ. ছাত্রলীগ
ঘ. স্বাধীনতা সংগ্রাম
২. ৭ মার্চের ভাষণটি কয়টায় শুরু হয়?
©ক. বিকাল ৩ঃ২০ টা
খ. দুপুর ২ঃ৩০ টা
গ. বিকাল ৫ঃ০০ টা
ঘ. বিকাল ৪ঃ৩১ টা
৩. ৭ মার্চের ভাষণের কারণে বঙ্গবন্ধু কোন খেতাব পান?
ক. জাতির জনক
খ. স্বাধীনতার মহানায়ক
গ. হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
©ঘ. রাজনীতির কবি
৪. ৭ মার্চ ভাষণের ৪ দফার প্রথম দফা কোনটি?
©ক. সামরিক আইন প্রত্যাহার
খ. স্বাধীনতা দান
গ. অধিবেশন আহ্বান
ঘ. ক্ষমতা হস্তান্তর
৫. 'আমরা ভাতে মারবো, পানিতে মারবো' কাকে উদ্দেশ্য করে বলা হয়?
ক. পাক সেনাদের
খ. সরকারি কর্মকর্তাদের
©গ. বাঙালি সেনাদের
ঘ. পুলিশদের
৬. ইউনেস্কো থেকে ২০১৭ সালে কোন ক্ষেত্রে ঐতিহাসিক মর্যাদা পায় ৭ মার্চের ভাষণটি?
©ক. প্রামাণ্য দলিল
খ. মুক্তির মেমোরি
গ. টেস্টিমনি অব ইন্ডেপেন্ডেন্ট
ঘ. চার্টার অব ফ্রিডম
৭. 'তিনি আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা' এই উক্তিতে বঙ্গবন্ধু ভুট্টোর কো কথাকে বুঝিয়েছেন?
ক. স্বায়ত্বশাসন
খ. পুনরায় নির্বাচন
গ. ক্ষমতা হস্তান্তর
©ঘ. অধিবেশন
//
সৌজন্য নাইম স্যার
ঐতিহাসিক ৭ মার্চ
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................