BCS পরীক্ষার্থীদের জন্য -

বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি মডেল টেস্ট

বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি মডেল টেস্ট

1. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

ক.প্রিন্টার

খ.স্ক্যানার

গ.মনিটর

ঘ.ওপরের কোনটিই নয়

2. প্রথম তৈরি পারসনাল কম্পিউটারের নাম কি?

ক.অ্যালটেয়ার ৮৮৮৮

খ.অ্যালটেয়ার ৮৮০০

গ.অ্যালটেয়ার ৮৭৮৭

ঘ.অ্যালটেয়ার ৮০৮০

3. (10101) বাইনারি সংখ্যাটির দশমিক মান কত--

ক.12

খ.21

গ.121

ঘ.212

4. এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়-

ক.সুপার কম্পিউটার

খ.হাইব্রিড কম্পিউটার

গ.মাইক্রো কম্পিউটার

ঘ.মিনি কম্পিউটার

5. বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?
ক.পিডিপি -১
খ. মার্ক -১
গ. অ্যালটেয়ার
ঘ . ইউনিভ্যাক

6. IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?

ক.১৯৭৬

খ.১৯৮৮

গ.১৯৮১

ঘ.১৯৭৮

7. Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত?
ক. Queue

খ. Stack

গ. Union

ঘ. Array

8. Plotter কোন ধরনের ডিভাইস?

ক.ইনপুট

খ.আউটপুট

গ.মেমোরি

ঘ.উপরের কোনটিই নয়

9. কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?

ক.ROM

খ.RAM

গ.PROM

ঘ.EPROM

10. ১০ আগস্ট ২০১৫ থেকে গুগল যে কোম্পানির অধীন--

ক. ইউটিব

খ. ফেসবুক

গ. মাইক্রোসফট

ঘ. অ্যালফাবেট

11. নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক

ক. পুনরাবৃত্তিমুলক কাজ

খ. গাণিতিক কাজ

গ. হিসাবরক্ষণ কাজ

ঘ. প্রতিবেদন প্রণয়ন

12. ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তির নাম কি?
ক. DTA

খ. DTH

গ. DHT,

ঘ. DTHA

13. কম্পিউটার হার্ডওয়ার বলতে বুঝানো হয়-

ক.স্মৃতি অংশ

খ.কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ

গ.শক্ত ধাতব অংশ

ঘ.কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম

14. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-

ক.আইবিএম-৩৬০ সিরিজ

খ.আইবিএম-১৬২০ সিরিজ

গ.আইবিএম-১৬০০ সিরিজ

ঘ.আইবিএম- ৪৩০০ সিরিজ

15. আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?

ক.অ্যাপেল

খ.গুগল

গ.মাইক্রোসফট

ঘ.আইবিএম

১৬. বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হলো--
ক. ডট বিএল (.bl)

খ. ডট বাংলা (.bangla)

গ. ডট বিডি (.bd)

ঘ.ডট কম (.com)

১৭. Wi Max এর পূর্ণরূপ কি?

ক. Worldwide Interoperability for Microwave Access

খ. Worldwide Internet for Microwave Access

গ. Worldwide Interconnection for Microwave Access

ঘ. কোনটিই নয়

18. প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ক. ট্রানজিস্টার

খ. আইসি

গ. মাইক্রোপ্রসেসর

ঘ. বায়ুশূন্য ভাল্ব

১৯. একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের উদাহরণ হলো--

ক. র্যাম
খ. সিডি রোম
গ. প্রিন্টার
ঘ. কোনটিই নয়

২০. নীচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. OMR

খ. COM

গ. Plotter

ঘ. Monitor

২১. কম্পিউটারের প্রধান মেমরি-

ক.মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে

খ.মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে

গ.মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে থাকে

ঘ.সিপিইউ এর ভেতরে থাকে

২২. কম্পিউটারে মৌলিক গেইট কয়টি?

ক.দুইটি

খ.চারটি

গ.তিনটি

ঘ.একটি

২৩. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

ক. ২৫৬টি

খ. ৪০৯৬টি

গ. ৬৫৫৩৬টি

ঘ. ৪২৯৪৯৬৭২৯৬টি

২৪. নেটওয়ার্ক সম্প্রসারণ করা ও দুটি ভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ ঘটাতে কি ব্যবহার করা হয়--

ক.রাউটার

খ.হাব

গ.ব্লুটুথ

ঘ.ইনফ্রারেড

২৫.Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?

ক.A + A¯ = 1

খ.A . A = 1

গ.A + A = 2A

ঘ. 1+1= 1

২৬.VDU এর পূর্ণরূপ কোনটি?

ক. Video Display Unit

খ. Visual Display Unit

গ. Visual Document Unit

ঘ. Visual Display Unity

২৭. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত

ক. যুক্তরাষ্ট্রে

খ. যুক্তরাজ্যে

গ. জাপানে

ঘ. কানাডায়

২৮. কম্পিউটারে কোনটি নেই?
ক. স্মৃতি

খ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা

গ. বুদ্ধি বিবেচনা

ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা

২৯ বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হলো--

ক. ইনটেল 4004
খ. ইনটেল 2020
গ. আইবিএম 4004
ঘ. এমএসআই 4004

৩০. প্রথম আইফোন বাজারে আসে--

ক.২০০৬ সালে

খ.২০০৮ সালে

গ.২০০৫ সালে

ঘ.২০০৭ সালে

৩১। সার্বজনীন গেইট বলা হয় না কোনটিকে?
ক. OR
b. AND
C. NOT
D. NAND
32. Unicode কত বিটের ?
ক. ২
খ. ৮
গ. ৭
ঘ. ১৬

৩৩। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক কোনটি?
ক. রিফ্রেশ রেট
খ. ডিপিআই
গ. বিট
ঘ. বাইট

৩৪। এক কিলোবাইটে বিটের সংখ্যা কত?
ক. ৫১২
খ. ১০০০
গ. ১০২৪
ঘ. ১০৪৮৫৭৬

৩৫। ১ বাইটে বিটের সংখ্যা কত?
ক. ৪
খ. ৮
গ. ১৬
ঘ. ৩২

৩৬। নিচের কোনটি বৃহত্তম ডেটা নির্দেশক একক ?
ক. গিগাবাইট
খ. মেগাবাইট
গ.কিলোবাইট
ঘ.টেরাবা্ইট

৩৭।কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
ক. 1000x1000
খ. 1028x1028
গ.1032x1032
ঘ.1024x1024

৩৮। কম্পিউটারের প্রসেসিং স্পিড কোন কোন উপাদানের উপর নির্ভরশীল ?
ক. র্যা ম
খ. ব্যান্ড উইথ
গ. ক্যাশ মেমরি
ঘ.সবগুলোই

৩৯। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা কোন এককে পরিমাপ করা হয় ?
ক. বিটে
খ. বাইটে
গ. মেগাবাইটে
ঘ. গিগাবাইট ও টেরাবাইটে

৪০। হার্ড ডিস্কের প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা কত?
ক. ৫১২ বাইট
খ. ৬৪ বাইট
গ. ৫১০বাইট
ঘ. ১০০০ বাইট

৪১। নিচের কোন মাধ্যমটির ডেটা ধারণক্ষমতা সবচেয়ে বেশি?
ক. ফ্লপি ডিস্ক

খ.  কমপ্যাক্ট ডিস্ক
গ. ডিজিটাল ভিডিও ডিস্ক

ঘ. মডেম

৪২। পেন ড্রাইভের জনক কে?
ক. বিল গেটস
খ. স্টিভ জবস
গ. ল্যারি পেইজ
ঘ. পুয়া কেইন সেং

৪৩। কম্পিউটার বাসের প্রশস্ততা পরিমাপ করা হয় কোন এককে ?
ক. বাইটে
খ. বিটে
গ. হার্টজ
ঘ. মেগা হার্টজ

৪৪।  কম্পিউটার বাসের গতি পরিমাপ করা হয় কোন এককে ?
ক. বাইটে
খ. বিটে
গ. হার্টজ
ঘ. মেগা হার্টজ

৪৫। কম্পিউটারের বাস কত প্রকার ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৪৬। কম্পিউটারের সবচেয়ে দ্রুত গতির বাস কোনটি?
ক. ফায়ারওয়াল
খ. লোকাশ বাস
গ. ভেসা বাস
ঘ. ফায়ারওয়্যার

৪৭। গ্রাফিক্স ডিজাইনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভেসা বাস কত গতিতে ডেটা পরিবহন করে ?
ক. ২ বিটে
খ. ৮বিটে
গ. ১৬ বিটে
ঘ. ৩২ বিটে

৪৮। ইন্টেল ITANIUM কত বিট মাইক্রো প্রসেসর ?
ক. ৩২
খ. ৬৪
গ ১২৮
ঘ. ২৫৬

৪৯। মাদার বোর্ডে পিসিআই বাস কত বিটে কাজ করে ?
ক. ৮বিট
খ. ১৬বিট
গ. ৩২বিট
ঘ. ৬৪বিট

5০। USB stands for
a. United serial Bus
b. Universal Strategic Bus
c. Universal Serial Bus
d. Uniinterrupred Strategic Bus

51. কোন পোর্টে প্রিন্টার , স্ক্যানার  , ডিভিডি ইত্যাদি সংযোগ দেওয়া হয় ?
ক. প্যারালেল
খ. সিরিয়াল
গ. ভিজিএ
ঘ. ইউএসবি

৫২। সিরিয়াল পোর্টের পিন সংখ্যা কত?
ক. ৯
খ. ১৬
গ. ১৮
ঘ. ২৪

৫৩। গানের ইলেকট্রনিক যন্ত্রপাতি কম্পিউটারের সাথে সংযোগ দেওয়ার সময় কোন ব্যবহৃত হয়?
ক. পিএস২
খ. ইউএসবি ৩
গ. MIDI
d. Hdx

৫৪। কম্পিউটারের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
ক. হার্ডওয়্যার
খ. সি, পি. ইউ
গ. সফটওয়্যার
ঘ. মাইক্রোপ্রসেসর

৫৫। ফাংশন অনুযায়ী কম্পিউটার সফটওয়্যার কত প্রকার ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৫৬। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয় ?
ক. অপারেটিং সিস্টেম
খ. ডিভাইস ড্রাইভার
গ. ইউলিটি প্রোগ্রাম
ঘ. প্যাকেজ প্রোগ্রাম

৫৭। নিচের কোনটি ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না ?
ক. অপারেটিং সিস্টেম
খ. ডিভাইস ড্রাইভার
গ. ইউলিটি প্রোগ্রাম
ঘ. প্যাকেজ প্রোগ্রাম

৫৮ । এ্যান্টি ভাইরাস সফটওয়্যার একধরনের
ক. অপারেটিং সিস্টেম
খ. ডিভাইস ড্রাইভার
গ. ইউলিটি প্রোগ্রাম
ঘ. প্যাকেজ প্রোগ্রাম

৫৯। ১৯৭১ সালে প্রথমবারের মতো পিসিতে ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
ক. লিনাক্স
খ. ইউনিক্স
গ. উইন্ডোজ
ঘ. সিপি/এম
৬০। নিচের কোনটি ওয়ারর্ড প্রসেসিং সফটওয়্যার নয় ?
ক. ল্যাটেক্স
খ. ম্যাক রাইট
গ. ওয়ার্ড স্টার
ঘ. কোরেল কোয়াট্রো প্রো

৬১। নিচের স্প্রেট সিট সফটওয়্যারটি প্রথম ব্যবহৃত হয়?
ক. এমএস এক্সেল
খ. সরসিম
গ. ভিসি ক্যাল
ঘ. সিমফনি

৬২। নিচের কোনটি ইমেইল সফটওয়্যার নয় ?
ক. Netscape
খ. Eudora
গ. Thunderbird
ঘ . quark xpress  

৬৩। নিচের কোনটি Database সফটওয়্যার নয় ?

ক. 4D
খ. FOXPRO
গ. COREL PARADOX
ঘ .    LATEX

64. জীবনবৃত্তান্ত তৈরি কোন সফটওয়্যার সবচেয়ে বেশি উপযুক্ত ?
ক. MS EXEL
খ. MS WORD
গ.CAD
ঘ. 4D

৬৫।নক্সা ও ডিজাইনের জন্য  কোন সফটওয়্যার সবচেয়ে বেশি উপযুক্ত ?
ক. MS EXEL
খ. MS WORD
গ.CAD
ঘ. 4D

৬৬। BING কোন ধরনের সফটওয়্যার ?
ক. Email
খ. dbase
গ. spreadsheet
ঘ. search engin

৬৭। নিচের কোনটি কম্পিউটারের প্রোগ্রামের ভুল নয় ?
ক. syntax Error
খ. logical Error
গ. Execution Error
ঘ. Debuging

৬৮। বিভিন্ন কাটুন , থ্রিডি অবজেক্ট তৈরি করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয় ?
ক. Maya
খ. MS WORD
গ.CAD
ঘ. 4D

৬৯। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় ?
ক. Xenix
খ. Unix
গ. Avast
ঘ. Linux

70. বাংলাদেশে তৈরিকৃত এ্যান্টি ভাইরাসটির নাম কী ?
ক. পান্ডা
খ. কোবরা
গ. টাইগার
ঘ. জেবরা

৭১। র্যা নসমওয়্যার কী?
ক.-একটি কম্পিউটার ভাইরাস।
খ. একটি ডিবাগিং টুল
গ. একটি প্রিফেচ টুল
ঘ. কোনোটিই  নয়
৭২। সম্প্রতি ছড়িয়ে পড়া র্যা নসমওয়্যার টির নাম কী ?
ক . ব্যাড কাবিট
খ. ব্যাড র্যা বিট
গ. ব্যাড ম্যালওয়ার
ঘ. কোনোটিই নয়
৭৩। আপনি খন কম্পিউটার চালু করেন তখন কোন অংশটি প্রথম কাজ করে ?/ কম্পিউটারের যে সফটওয়্যার start এবং boot করতে ব্যবহৃত হয়?
a. BIOS
b. hard disk
c. Magnetic tape
d. RAM

74. POST stands for
a. Power on Self Test
b. Power on Start Test
c. Preliminary Operating System test
d. Proprietary Operating System Test

75. Three Finger salute 'ctr + Alt+ Delete" এর কাজ কোনটি?
ক. কম্পিউটার রিবুট করতে
খ. টাস্ক ম্যানেজারকে তলব করতে
গ. উইন্ডোজ নিরাপত্তা ব্যবস্থাকে তলব করা
ঘ. সবগুলোই

৭৬। কম্পিউটার প্রোগ্রামের ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী কতটি স্তরে বা প্রজন্মে ভাগ করা যায় ?
ক. ৩
খ. ২
গ. ৪
ঘ. ৫

৭৭। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কী বলে ?
ক. উৎস প্রোগ্রাম
খ. অবজেক্ট  প্রোগ্রাম
গ.. স্বাভাবিক ভাষা
ঘ. কোনোটিই নয়

৭৮। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
ক. C++
খ. ADA
গ.FORTRAN
ঘ. PASCAL

79. Which of the following one is note a computer language ?
a. MS DOS
b. LOGO
c. BASIC
D. COBOL
E. PASCAL

80. নিচের কোনটি অনুবাদক সফটওয়্যার?
ক. কম্পাইলার
খ. ইন্টারপ্রেটার
গ. অ্যাসেম্বলার
ঘ. সবগুলোই

৮১।কম্পিউটার প্রোগ্রামের ভিত্তি কী ?
ক. এলগরিদম
খ. অ্যাসেম্বলার
গ. ফ্লোচার্ট
ঘ. কোনোটিই নয়

৮২। কম্পিউটার বাগ কী ?
ক. হার্ডওয়্যার ও হার্ড ওয়্যারের বহিবিভাগের ভুল
খ. সফটওয়্যার অন্তর্নিহিত ভুল
গ. হার্ডওয়্যারের অন্তর্নিহিত ভুল
ঘ. কোনোটিই নয়

৮৩। The OSI Model has
a. 7 layers
b. 5 layers
c. 9 layers
d. 8 layers

84. বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ?
ক. যুক্তরাজ্য
খ. ভারত
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন

৮৫। নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ?
ক.TCP/IP
খ.Linux
গ.Novel Netware
ঘ. NetBUI

৮৬। ইন্টারনেট ব্যাপক ভাবে কার্যক্রম শুরু করে কবে?
ক. ১৯৬৯
খ. ১৯৯৪
গ. ১৯৯০
ঘ. ১৯৭৯

৮৭। ইন্টারনেট সংযুক্তির জন্য কোনো কম্পিউটারে প্রসেসর কত হতে হয় ?
ক. ৮০৩০৬
খ. ৮০৩৬০
গ.৮০৬০৩
ঘ. ৮০০৩৬

৮৮। মডেমের মধ্যে থাকে
ক. একটি মডুলেটর
খ.  একটি এনকোডার
গ. একটি কোডেক
ঘ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
৮৯। ISP stands for
a. Internet Service Provider
b. Information Service Provider
c. International Service Program
d. Industrial Service Program

90. Which one of the following enables the mobile devices to access internet resources?
a. WAP
b. ISP
c. TCP
d.. HTTP

91. How long is an IPV6 address ?
a. 16bits
b. 32bits
c. 48 bit
d. 128 bits

92. HTML stands for
a. Hyper Text Markup Language
b. Hyper Text Markup Link
c. Hyper Text Message Language
d. High Text Markup Language

93. http stands for
a. High Text Transfer Passage
b. Hyper Text Transfer Protcol
c. Hyper Text Transmission protocl
d. none of these

94. WWW ( World Wide Web) কবে উদ্ভাবন হয় ?
ক. ১৯৬৯
খ. ১৯৯০
গ. ১৯৮৯
ঘ. ১৯৯৪

৯৫. URL stands for
a. Uniform Resource Locator
b.. University Resource Library
c. Uniform Research Locator
d. Universal Research Location

96. What is Cookie ?
a. Hacker File
b. Personal File
c. Netscape
d. Internet Information file

97. Which is a VoIP Application?
a. Net 2 Phone
b. Skype
c. Netmeeting
d. all

৯৮। নিচের কোনটি ৪র্থ প্রজন্মের মোবাইলে সুবিধা ?
ক. আল্ট্রাব্রডব্যান্ড সুবিধা
খ. 3D টিভি
গ.Wimax
ঘ. সবগুলোই

৯৯। LAN এর ক্ষেত্রে Wimax এর বিস্তৃতি কত?
ক. ২০ মিটার
খ. ৩০ মিটার
গ. ২৫মিটার
ঘ. ৩৫মিটার

১০০। কম্পিউটার নেটওয়ার্ক প্রধানত কত প্রকার ?
ক. ৩
খ. ২
গ. ৫
ঘ. ৬

১০১। প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ___
ক) ক্রায়োসার্জারি
খ) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
গ) ভার্চুয়াল রিয়েলিটি
ঘ) জেনেটিক ইন্জিনিয়ারিং
 

১০২। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য কি ধরনের লাইন ব্যবহৃত হবে?
ক) টুইস্টেড পেয়ার
খ) ইনফ্রায়েড
গ) ফাইবার অপটিক ক্যাবল
ঘ) স্যাটালাইট

১০৩। ভূয়া এবং অযাচিত মেইল কোথায় জমা হয়?
ক. Inbox
খ. Sent box
গ. Spam
ঘ. Draft box

১০৪। ক্রায়োসার্জারীতে অসুস্থ টিসুকে ধ্বংস করা হয়?
ক. অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ
খ. অতিমাত্রায় গরম প্রয়োগ
গ. ঠান্ডা গরম দুটো প্রয়োগ
ঘ. সাধারন তাপমাত্রায়

১০৫। নিম্নলিখিত অপারেটিং সিস্টেম কোনটি একটি ক্লায়েন্ট সার্ভার নেটওয়্যার্ক বাস্তবায়নে উপযুক্ত?
ক. MS DOS
খ. Windows 2003
গ. Windows 98
ঘ. None of these

১০৬। ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্বংস করে দেওয়াকে ........ বলে।
ক. Hacking
খ. Browsing
গ. Chatting
ঘ. Searching

১০৭। বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী?
ক) অ্যাপল
খ) আইবিএম
গ) ইনটেল
ঘ) মাইক্রোসফট

১০৮। Unsolicited commercial e-mail is commonly known as-
ক. Junk
খ. Hoaxes
গ. Spam
ঘ. Hypertext

১০৯। ফেসবুকের বিশেষায়িত ওয়েব পেজকে কী বলা হয়?
ক) জোম্পা
খ) টুইটার
গ) প্রোফাইল
ঘ) স্ট্যাটাস

১১০।।Which one of the following will help you to improve your LAN security?
ক. Changing Password Frequently
খ. Installing a spyware program
গ. Using a proxy
ঘ. All of these

১১১। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয় ভাবে সনাক্ত করা যায়?
ক) ন্যানো টেকনোলজি
খ) বায়োমেট্রিক্স
গ) জেনেটিক্স ইন্জিনিয়ারিং
ঘ) বায়োইনফরমেটিক্স

১১২। নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে?
ক) সার্ভার
খ) ক্লায়েন্ট
গ) প্রোটোকল
ঘ) টার্মিনাল

১১৩। কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত কোথায় ব্যবহৃত হয়?
ক) ন্যানো টেকনোলজি
খ) বায়োমেট্রিক্স
গ) রোবটিক্স
ঘ) বায়োইনফরমেটিক্স

১১৪। মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন প্রতিষ্ঠান?
ক) অ্যাপল
খ) আইবিএম
গ) ইনটেল
ঘ) জেরোক্স

১১৫। ভার্চুয়াল অফিস বলতে কী বুঝায়?
ক) সশরীরে অফিসে নেই কিন্তু অফিসের কাজ চলছে
খ) যে অফিসে ইন্টারনেট ব্যবহার হয়
গ) যে অফিসে দিন-রাত কাজ চলে
ঘ) যে অফিসে নামমাত্র কাজ চলে

১১৬। সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ---
ক. পিসি
খ. অর্ডার
গ. ওয়ার্ক স্টেশন
ঘ.।হোস্ট

১১৭। বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন ?
ক. ত্রি-মাত্রিক ছবি
খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. টিভির ছবি
ঘ. রিয়েলিটি শো
.
১১৮। ওয়ার্কের একটি কম্পিউটার যদি অন্যদের রির্সোস ব্যবহার করার সুযোগ দেয়, তাকে বলে ---
ক. Server
খ. Client
গ. Mainframe
ঘ. Superscalar processor

১১৯। বিল গেটস এর জন্ম সাল কোনটি?
ক) ১৮৫৮
খ) ১৯৩৭
গ) ১৯৫৫
ঘ) ১৯৮৪

১২০। নিচের কোনটি ডেটা এন্ট্রি ও সংরক্ষণে ব্যবহৃত হয় কিন্তু কখনই প্রসেসিংয়ে ব্যবহৃত হয় না?
ক.।Mouse
খ. Dumb terminal
গ. Dedicated data entry system
ঘ. Micro computer

১২১। ভার্চুয়াল রিয়েলিটিতে কতমাত্রিক জগৎ তৈরি করা হয়?
ক) একমাত্রিক
খ) দ্বিমাত্রিক
গ) ত্রিমাত্রিক
ঘ) সবগুলোই

১২২। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ কী?
ক) এমটিএইচ
খ) ইএমটি
গ) এমটিএস
ঘ) এমটিএস

১২৩। ক্রায়োসার্জারী চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্নয় ব্যবহার করা হয়?
ক. উচ্চ রক্তচাপ
খ. এইডস
গ. চামড়ার ক্যান্সার
ঘ. হার্ট-এটাক

১২৪। জোপ্পা কী?
ক) ওয়েবসাইট
খ) ঝোঁপ
গ) জঙ্গল
ঘ) যোগাযোগের ধারা

১২৫। ই- কমার্স নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে?
ক. বাসস্থান
খ. ব্যবসায় -বাণিজ্য
গ. মহাকাশ অভিজান
ঘ. চিকিৎসা
 
১২৬। আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে?
ক. জেনেটিক টেকনোলজী
খ. ইনফরমেট্রিক্স
গ. বায়োইনফরমেট্রিক্স
ঘ. বায়োমেট্রিক্স
 
১২৭। বাংলাদেশ প্রথম স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করে –
ক) ২০১৮ সালে
খ) ২০১২ সালে
গ) ২০১৭ সালে
ঘ) ২০০৭ সালে
 
১২৮। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?
A. ৪ জুন ২০১৭
B. ৫ জুন ২০১৭
C. ৬ জুন ২০১৭
D. ৭ জুন ২০১৭

১২৯। ই-মেইল আদান-প্রদানে ব্যবহৃত SMTP- এর পূর্ণরূপ কি?
ক) Simple Message Transmission Protocol
খ) Strategic Mail Transfer Protocol
গ) Strategic Mail Transmission Protocol
ঘ) Simple Mail Transfer Protocol

১৩০। ই-কমার্স সাইট অ্যামাজন  কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৯০ সালে
খ) ১৯৮৮ সালে
গ) ১৯৯৪ সালে
ঘ) ১৯৯৮ সালে

১৩১। কম্পিউটার প্রজন্মগুলোর মধ্যে  www, HTML , DVD, IPod ইত্যাদি আবিষ্কারগুলো কোন প্রজন্মের ?
ক. ৩য়
খ. ৪র্থ
গ.. ৫ম
ঘ. ৬ষ্ট

১৩২। নিচের কোনটি এর Wi-Max স্ট্যাণ্ডার্ড?
ক. 802.15
খ. 802.16
গ.802.11
ঘ.802.17
 
133. নিচের কোনটি এর ব্লু টুথ  স্ট্যাণ্ডার্ড?
ক. 802.15
খ. 802.16
গ.802.11
ঘ.802.17

134. নিচের কোনটি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ?
ক. Data Definition Language
খ. Data Manipulation Language
গ. Query Language
ঘ.. all
135. নিচের কোনটি এর WiFi  স্ট্যাণ্ডার্ড?
ক. 802.15
খ. 802.16
গ.802.11
ঘ.802.17

136. Bandwidth means
a. The range of frequencies
b. Bit per second
c. cycle per second
d. bit per minute

137. ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে কতভাগে ভাগ করা যায় ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

১৩৮। অপটিক্যাল ফাইবারে   আলোর  কোন ঘটনাটি ঘটে?
ক. প্রতিসরণ
খ. বিচ্ছুরণ
গ. অপবর্তন
ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন

১৩৯। বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে সংযোগ হওয়ায় অতিরিক্ত কত ডেটা পাবে?
ক. ২৩০ জিবিপিএস
খ. ২০০ জিবিপিএস
গ. .২৫০ জিবিপিএস
ঘ. ৩০০ জিবিপিএস

১৪০। বাংলাদেশে কবে ৪র্থ প্রজন্মের ডাটা চালু হয়েচে?
ক. ১৪ অক্টোবর , ২০১২
খ. ১৯ফেব্রুয়ারি, ২০১৮
গ. ২০ফেব্রুয়ারি, ২০১৮
ঘ. ১২মে, ২০১৮

১৪১।GSM এর পূর্ণরূপ কী?
a) Global System for Multimedia Message
b) Global System for Mobile Communication
c) Global System for Mobile Message
d) Global System for Multimedia Communication

১৪২।SMS বা Short Message Service এ সর্বোচ্চ কয়টি অক্ষর ব্যবহার করা যায়??
a) ১৮০
b) ২৮০
c) ১৬০
d) ২৬০

১৪৩।একই ধরণের নেটওয়ার্ক সংযোগের জন্য কোনটি ব্যবহৃত হয়??
a) Gateway ( ভিন্ন ভিন্ন দুই বা ততোধিক)
b) Bridge
c) Router ( ভিন্ন ভিন্ন দুই বা ততোধিক)
d) None of the above

১৪৪।GPRS এর পূর্ণরূপ কী?
a) Global Protect Radiation Service
b) Global Packet Radio Service
c) General Packet Radiation Service
d) General Packet Radio Service

১৪৫।সুইচ ও হাব এর মধ্যে পার্থক্যের ক্ষেত্রে কোনটি সত্য??
a) হাব প্রেরিত সিগন্যাল টার্গেট কম্পিউটারে পাঠায়, সুইচ একই কম্পিউটারে পাঠায়
b) হাব ভিন্ন কম্পিউটারে ব্যবহৃত হয়, সুইচ একই কম্পিউটারে ব্যবহৃত হয়
c) হাব প্রেরিত সিগন্যাল একই কম্পিউটারে পাঠায়, সুইচ টার্গেট কম্পিউটারে পাঠায়
d) কোনটিই নয়

১৪৬।নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়??
a) Dogpile
b) Altavista
c) Msn
d) Hotmail
e) Bing

১৪৭।ক্যাবল টিভি নেটওয়ার্ক নিচের কোনটির উদাহরণ??
a) PAN
b) LAN
c) MAN
d) WAN

১৪৮)নিচের কোন নেটওয়ার্ক সংগঠনটিতে হোস্ট কম্পিউটার থাকে??�
a) Bus topology
b) Ring topology
c) Tree topology
d) Mesh topology

১৪৯)কিসের সাহায্যে ইন্টারনেট ওয়াকিং করা হয়??
a) Packets
b) Bus
c) DAP
d) Intranet

১৫০)কম্পিউটার বেশি দূরত্বে থাকলে সিগন্যালকে পুনরায় শক্তিশালী করার জন্য কোনটি ব্যবহৃত হয়??
a) Hub
b) Bridge
c) Repeater
d) Gateway

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ