BCS Preliminary Preparation
সমাস মনে রাখার সহজ উপায় :
,
ও-এবং-আর মিলে যদি হয় # দ্বন্দ্ব ,
সমাহারে # দ্বিগু হলে নয় সেটা মন্দ।।
.
যে-যিনি-যেটি-যেটা- তিনি #
কর্মধারয়
যে-যার শেষে থাকলে তারে #
বহুব্রীহি কয়।
.
অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে # অব্যয়ী
মেলে,
বিভক্তি লোপ পেলে # তৎপুরুষ তাকে
বলে।
------সৌমিত্র শেখর স্যারেরর বই
থেকে
_____
____________________________
উদাহরণ :
.
# দ্বন্দ্ব :
1. মাতা ও পিতা = মাতাপিতা
2. দিন ও রাত = রাতদিন
.
# দ্বিগু :
1. তিন মাথার সমাহার = তেমাথা
2. শত অব্দের সমাহার = শতাব্দী
.
# কর্মধারয় :
1. ঘি মাখা ভাত = ঘিভাত
2. মহান যে নবী = মহানবী
3. নীল যে অম্বর = নীলাম্বর
.
# বহুব্রীহি :
1. অল্প বয়স যার = অল্পবয়সী
2. সোনার মত মুখ যার = সোনামুখী
3. নতুন ধানে যে অন্ন = নবান্ন
.
# অব্যয়ী :
1. মিলের অভাব = অমিল
2. কূলের সমীপে = উপকূল
.
# তৎপুরুষ :
1. মধু দিয়ে মাখা = মধুমাখা
2. মেঘ হতে মুক্ত = মেঘমুক্ত
___________________________
কর্মধারয় সমাস আবার ৪ প্রকার ।
.
সহজে মনে রাখার উপায় :
.
১। মধ্যপদলোপী কর্মধারয় = মধ্য পদ লোপ
পাবে।
* হাসি ( মাখা ) মুখ = হাসিমুখ
.
২। উপমান কর্মধারয় = পরপদ বিশেষন হবে
* তুষারের ন্যায় ( শুভ্র ) = তুষার শুভ্র
.
৩।উপমিত কর্মধারয় = পরপদ বিশেষ্য হবে
* চন্দ্রের ন্যায় ( মুখ ) = চন্দ্রমুখ
.
৪। রূপক কর্মধারয় = প্রত্যক্ষ করা যায়না
( মন ) রূপ মাঝি = মনমাঝি
( ভব ) রূপ নদী = ভবনদী।
,
যিনি জজ তিনিই সাহেব-জজসাহেব।
মহান যে নবী- মহানবী এগুলো ঐ
চারধরনের বাইরে এগুলো সাধারন
কর্মধারয় সমাস।
,
চার ধরনের shortcut:
১। মধ্য পদলোপী: middle out হবে।
যেমন সিংহ চিহ্নিত আসন - middle out -
সিংহ আসন।
২.উপমান : n +adj
eg. তুষারশুভ্র = তুষার n +শুভ্র adj
৩.উপমিত.: n+n = দুটোই touchable noun
যেমন : পুরুষ n + সিংহ n = পুরুষসিংহ
( দুটোই touchable)
৪. রুপক কর্মধারয় : untouchable n+ touchable n
যেমন : মন (untouchable n) + মাঝি
( touchable) = মন মাঝি।
Home »
১. বাংলা ভাষা ও সাহিত্য
» সমাস মনে রাখার সহজ উপায
সমাস মনে রাখার সহজ উপায
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................