মিশ্র শব্দ, যুক্তবর্ণ, শব্দের দ্বিরুক্তি, লিঙ্গান্তর ইত্যাদি ~ BCS Specials

BCS পরীক্ষার্থীদের জন্য -

মিশ্র শব্দ, যুক্তবর্ণ, শব্দের দ্বিরুক্তি, লিঙ্গান্তর ইত্যাদি

মিশ্র শব্দ
১)রাজা+ বাদশা(তৎসম+ফারসি)
২)হাট+ বাজার(বাংলা+ফারসি)
৩)হেড+মৌলভি(ইংরেজি+ফারসি)
৪)হেড+পণ্ডিত (ইংরেজি+তৎসম)
৫)খ্রিষ্টাব্দ(ইংরেজি+তৎসম)
৬)ডাক্তার+ খানা(ইংরেজি+ফারসি)
৭)পকেট +মার(ইংরেজি+ বাংলা)
৮)চৌ+ হদ্দি(ফারসি+আরবি)
১) phonology - ধ্বনিতত্ব
২)morphology - শব্দতত্ব/রুপতত্ব
৩)syntax - বাক্যতত্ব/পদক্রম
৪)semantics - অর্থতত্ব
৫)phoneme - ধ্বনিমূল
.
যুক্তবর্ণ
.
১) জ + ঞ = জ্ঞ
২) ঞ + চ= ঞ্চ
৩)ঞ+ছ= ঞ্ছ
৪) ঞ+জ= ঞ্জ
৫)ঞ+ঝ = ঞ্ঝ
৬) হ +ম = হ্ম
/
*অর্থগত ভাবে শব্দসমূহকে ৩ ভাগে ভাগ করা যায়
*যৌগিক শব্দ
*রূঢ়/রূঢ়ি শব্দ
*যৌগরূঢ় শব্দ
পর্ব-২৯
১) যৌগিক শব্দ
*গায়ক
*কর্তব্য
*বাবুয়ানা
*মধুর
*দৌহিত্র
*চিকামারা
২)রুঢ়ি শব্দ
*বাঁশি
*তৈল
*প্রবীণ
*সন্দেশ
৩)যৌগরূঢ় শব্দ
*পঙ্কজ
*রাজপুত
*মহাযাত্রা
*জলধি
//
গুরুত্বপূর্ণ সন্ধি
১) প্রতি + ঊষ = প্রত্যূষ( উ দিতে পারে তখন কসফিউসনে পড়ে যাবেন)
২)মসী + অাধার= মস্যাধার(মসীতে কনফিউশন ফেলে দিতে পারে)
৩)মরু+উদ্যান= মরূদ্যান
৪)বহু+ঊর্দ্ধ= বহূর্দ্ধ
৫)তনু + ঈ= তন্বী
৬)কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসার হয়না
এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে
কুলটা,গবাক্ষ, প্রৌঢ়, অন্যান্য, মার্তণ্ড, শুদ্ধোদন।
৭)যাচ + না= যাচঞা
৮)রাজ + নী=রাজ্ঞী
৯)যজ+ ন=যজ্ঞ
১০)ষষ+থ= ষষ্ঠ
১১)পরি + কার= পরিষ্কার(খুবই গুরুত্বপূর্ণ)
১২)মনস+ ঈষা= মনীষা(গুরুত্বপূর্ণ)
১৩) অাশীঃ + র্বাদ= অাশীর্বাদ
১৪)নিঃ+রব= নীরব
১৫)নিঃ + রস= নীরস
১৬)অহঃ + নিশা= অহর্নিশ
১৭ নিপাতনে সিদ্ধ সন্ধি
ক)অা + চর্য= অাশ্চর্য
খ) বৃহৎ+ পতি= বৃহস্পতি
গ)মনস+ঈষা= মনীষা
ঘ)পতৎ+ অঞ্জলি=পতঞ্জলি
ঙ)গো +পদ= গোষ্পদ
চ) তৎ+ কর= তস্কর
ছ)ষট+দশ=ষোড়শ
জ)বন+পতি=বনস্পতি
ঝ)পর+পর= পরস্পর
ঞ) এক+দশ= একাদশ
.
////
গুরুত্বপূর্ণ লিঙ্গান্তর
,
১)নিত্য স্ত্রী বাচক শব্দ
সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা(খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ করে ফেলতে হবে)
২)শুক - সারী(খুবই গুরুত্বপূর্ণ বানানটা ভালো করে পড়ে যাবেন)
৩)ক্ষুদ্রার্থে ইকা যোগে
নাটক-নাটিকা, মালা-মালিকা, গীত-গীতিকা, পুস্তক-পুস্তিকা
৪)নিত্য স্ত্রী বাচক তৎসম শব্দ
সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যস্পশ্য, অরক্ষণীয়, সপত্নী (টানা মুখস্থ রাখতে হবে)
৫) কতগুলো শব্দ পুরুষ ও স্ত্রী উভয়ই বুঝায়
জন,পাখি,শিশু,সন্তান,শিক্ষিত,গুরু
৬)শুধুমাএ পুরুষবাচক বোঝায়
কবিরাজ, ঢাকী,কৃতদার,অকৃতদার
৭) স্ত্রী বাচকতা বোঝায়
সতীন,সৎমা সধবা
////
দ্বিরুক্তি শব্দ
-----------
১)অাধিক্য বোঝাতে= রাশি রাশি ধন, ধামা ধামা ধান
২)সামান্য বোঝাতে = অামি জ্বর জ্বর বোধ করছি
৩)পরস্পরতা বা ধারাবাহিকতা= তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছো, তুমি বাড়ি বাড়ি হেটে চাঁদা তুলেছ।
৪)ক্রিয়া বিশেষন=ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।
৫)অনুরূপ বোঝাতে= তার সঙ্গী সাথী কেউ নেই।
৬)অাগ্রহ বোঝাতে= ও দাাদা দাদা বলে কাঁদছে।
৭)অাধিক্য বোঝাতে= ভালো ভালো আম নিয়ে এসো, ছোট ছোট ডাল কেটে ফেলো।
৮)তীব্রতা বা সঠিকতা বোঝাতে= গরম গরম জিলাপি, নরম নরম হাত।
৯)সমান্য বোঝাতে= উড়ু উড়ু ভাব, কালো কালো চেহারা।
পর্ব-০৯
১)বহুবচন/অাধিক্য বোঝাতে=কে কে এলো?কেউ কেউ বলে।
২)বিশেষণরুপে=এদিকে রোগীরতো যায় যায় অবস্থা, তোমার নেই নেই ভাব গেলনা।
৩)স্বল্পকালস্থায়ী =দেখতে দেখতে আকাশ কাল হয়ে এল।
৪)ক্রিয়াবিশেষন=ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?দেখে দেখে যেও।
৫)পৌনঃপুনিকতা:ডেকে ডেকে হয়রান হয়েছি।
৬)ভাবের গভীরতা বোঝাতে=তার দুঃখ দেখে সবায় হায় হায় করতে লাগল,ছি ছি তুমি কী করেছ?
৭)পৌনঃপুনিকতা=বার বার সে কামান গর্জে ওঠল।
৮)অনুভূতি/ভাব বোঝাতে=ভয়ে গা ছম ছম করছে, ফোঁড়াট টন টন করছে।
৯)বিশেষণ বোঝাতে=পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।
১০)ধ্বনিব্যঞ্জনা=ঝির ঝির করে বাতাস বইছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
১১)ফুলগুলো তুই অানরে বাছা বাছা=(ভাবের প্রগাঢ়তা বোঝায়)
১২)থেকো থেকে শিশুটি কাঁদছে=(কালের বিস্তার)
১৩)লোকটা হাড়ে হাড়ে শয়তান=(অাধিক্য)
১৪.ঝিকিমিকি বলতে বোঝায়= ঔজ্জ্বল্য
১৫.ঠা ঠা বলতে বোঝায়= রোদের তীব্রতা
১৬.কুট কুট বলতে বোঝায়=শরীরে কামড় লাগার মত অনুভতি
১৭)বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে= বিশেষ্য
১৮)নামিল নভে বাদল ছলছল বেদনায়= বিশেষণ(
১৯)কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ=ক্রিয়া(
২০)চিক চিক করে বালি কোথা নাহি কাদা=ক্রিয়াবিশেষণ(মোস্ট important)
২১)*পঞ্চায়েত,বহর,ঝাক,মাহফিল সমষ্টিবাচক বিশেষ্য
*গমন,দর্শন,ভোজন,শয়ন ভাববাচক বিশেষ্য
*তারুণ্য,সৌরভ,যৌবন, স্বাস্থ,সুখ,দুখ গুণবাচক বিশেষ্য
*চলন্ত গাড়ি=বিশেেষ্যর বিশেষণ
*করুণাময় তুমি=সর্বনামের বিশেষণ
*দ্রুত চল=ক্রিয়াবিশেষণ
----------------------------------------------

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ