A:8>গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান:
---------------------------------------
১.MNP(Mobile Number Portability) সেবা চালু হয়: ১ অক্টোবর, ২০১৮
২.আমাজনের প্রধান নির্বাহী = জেফ বেজোস
গুগলের প্রধান নির্বাহী = সুন্দর পিচাই
৩.স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশ= ৫৭ তম
৪. সাবমেরিন থাকা দেশের মধ্যে বাংলাদেশ=৪১তম
৫. সাবমেরিন নিয়ন্ত্রন করে= প্রতিরক্ষা মন্ত্রণালয়
কিন্তু,
৬. সাবমেরিন ক্যাবল নিয়ন্ত্রন করে= ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
৭. স্যাটেলাইটের আওতায় থাকবে = সার্কভুক্ত দেশ সহ মোট ১৬টি দেশ
এবং,
৮. দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের আওতায় থাকবে= ১৩ টি দেশের ১৯টি ল্যান্ডিং স্টেশন
৯.বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন= পিপীলিকা
এবং,
২য় সার্চ ইঞ্জিন= চরকি
১০.দেশের ১ম সামাজিক যোগাযোগ মাধ্যম= বেশতো
এছাড়া আছে, "আওয়াজ"
#আশিক