BCS āĻĒāϰীāĻ•্āώাāϰ্āĻĨীāĻĻেāϰ āϜāύ্āϝ -

BCS Preliminary Model Test

১.১৯৭১সালের ২৫ শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় অপারেশনের মাধ্যমে?
ক. অপারেশন সার্চ লাইট
খ. অপারেশন জ্যাক পট
গ. অপারেশন ক্লোজ ডোর
ঘ. অপারেশন বিগ বার্ড
উত্তর: ঘ
২.১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন পায়?
ক. ২৩৭টি
খ. ৩০৯টি
গ. ২২৩টি
ঘ. ২২৭টি
উত্তর:গ
৩. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

ক.মুনীর চৌধুরী

খ.হাসান হাফিজুর রহমান

গ.শামসুর রাহমান

ঘ.গাজীউল হক

উত্তরঃ খ

৪. নিম্নের কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল ?

ক.ঢাকা

খ.চট্টগ্রাম

গ.রাজশাহী

ঘ.সিলেট

উত্তরঃ খ

৫. ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন--

ক.বেতার/রেডিওর মাধ্যমে

খ.ওয়ারলেসের মাধ্যমে

গ.টেলিগ্রামের মাধ্যমে

ঘ.টেলিভিশনের মাধ্যমে

উত্তরঃ খ

৬. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় -

ক. নাটোর

খ. চাঁপাই নবাবগঞ্জ

গ. জয়পুরহাট

ঘ. নওগাঁ

উত্তরঃ খ
৭। মুজিব নগর সরকারকে গার্ড অব অনার প্রদান করে কোন বাহিনী?
ক. আনসার
খ. পুলিশ
গ. বিডিআর
ঘ. সেনাবাহিনী
উত্তর: ক
৮. জেনারেল নিয়াজী কোথায় আত্নসমর্পণ করেন ?

ক. লালবাগে

খ. পল্টন ময়দানে

গ. ওসমানী উদ্যানে

ঘ. সোহরাওয়ার্দী উদ্যানে

উত্তরঃ ঘ

৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক' প্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহন করেন?

ক.জার্মানি

খ.হল্যান্ড

গ.অস্ট্রেলিয়া

ঘ.নিউজিল্যান্ড

উত্তরঃ খ

৯. 'বাংলার বিজয়' ভাস্কর্য কোথায় অবস্থিত?

ক.কালুরঘাট, চট্টগ্রাম

খ.ষোলশহর, চট্টগ্রাম

গ.হালিশহর, চট্টগ্রাম

ঘ.পাহাড়তলি, চট্টগ্রাম

উত্তরঃ খ

১০. ১লা আগস্ট,১৯৭১ সালে বাংলাদেশের জন্য কনসার্ট-খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য ?

ক. বিটলস

খ. স্করপিয়ন্স

গ. পিঙ্ক ফ্লয়েড

ঘ. ডিপ পারপল

উত্তরঃ ক

১১.প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?

ক.১৭ জানুয়ারী ১৯৭২

খ.২৬ মার্চ ১৯৭১

গ.১৬ ডিসেম্বর ১৯৭১

ঘ.২৬ মার্চ ১৯৭২

উত্তরঃ ক
১২. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ

ক.পাকিস্তানের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন

খ.পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন

গ.প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন

ঘ.মার্শাল 'ল' পদত্যাগের আন্দোলন

উত্তরঃ খ

১৩. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে কত জন 'বীর বিক্রম' উপাধি লাভ করেছিল?

ক.১০০ জন

খ.১২৫ জন

গ.১৭৬ জন

ঘ.১৭৫ জন

উত্তরঃ ঘ

১৪. মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন?
ক. আবু সাঈদ চৌধুরী
খ. মোয়াজ্জেম হোসেন চৌধুরী
গ. এফ আর রহমান
ঘ. পি জে হার্টজ
  উত্তর: ক

১৫.১৯৭১সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন কে?
ক. অটল বিহারী বাজপেয়ী
খ. নেতাজি সুবাস চন্দ্র বসু
গ. ইন্দিরা গান্ধী
ঘ. অজয় মুখোপাধ্যায়
উত্তর: ঘ
১৬. ১৯৬৯সালের গণঅভ্যুত্থানে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ কত দফা ঘোষণা করে?
ক. ২১দফা
খ. ৬দফা
গ.৪৫দফা
ঘ.১১দফা
উত্তর: ঘ
১৭.নিচের কোনটিকে গেটিসবার্গ অ্যাড্রেসের সাথে তুলনা করা হয়?
ক. ১৯৫৭সালে কাগমারী সম্মেলেনে মাওলানা ভাষাণীর বক্তব্য
খ. ১৯৫৪সালের নির্বাচনের ২১দফা
গ. ৭মার্চের ভাষণ
ঘ. ১৯৬৬সালের ৬দফা
উত্তর: গ
১৮.প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়--১৯৫২ সালের ২২ ফ্রেব্রুয়ারি, ২৩ ফ্রেব্রুয়ারি এটি উদ্বোধন করেন

ক.শহীদ শফিউরের পিতা

খ.শহীদ বরকতের পিতা

গ.শহীদ রফিকের পিতা

ঘ.শহীদ সালামের পিতা

উত্তর: ক

১৯. তমদ্দুন মজলিশ গড়ে উঠে কবে?

ক.২ সেপ্টেম্বর ১৯৪৮

খ.২ সেপ্টেম্বর ১৯৪৭

গ.৩ অক্টোবর ১৯৪৭

ঘ.৩ জানুয়ারি ১৯৪৮

উত্তর: খ

২০. বঙ্গবন্ধু কোনটিকে ‘বাঙালির বাঁচার মুক্তির সনদ’ হিসেবে আখ্যায়িত করেছেন?
ক. ছাত্রদের ১১দফা 
খ. ১৯৫৪সালের নির্বাচনের ২১দফা
গ. ৭মার্চের ভাষণ
ঘ. ১৯৬৬সালের ৬দফা
উত্তর: ঘ
২১. সাঁওতালরা কোথায় বাস করে না?
ক. চট্টগ্রাম***
খ. রংপুর
গ. রাজশাহী
ঘ. বগুড়া
২২. জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ২০১৮ অনুযায়ী জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কত?
ক. ৭ম
খ. ৮ম***
গ. ৯ম
ঘ. ১০ম
২৩. ওয়ানগালা উৎসব কাদের?
ক. চাকমাদের
খ. মারমাদের
গ. গারোদের***
ঘ. রাখাইনদের
২৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র***
খ. চীন
গ. মালয়েশিয়া
ঘ. জার্মানি
২৫. GDP এর চুড়ান্ত হিসাব ২০১৭-১৮ অনুযায়ী প্রবৃদ্ধির হার কত?
ক. ৬.৬৫%
খ. ৭.৮৬%***
গ. ৭.০৫%
ঘ. ৫.৯২%
২৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন***
গ. মালয়েশিয়া
ঘ. জার্মানি
২৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে কোন খাত থেকে?
ক. তৈরি পোশাক***
খ. নীটওয়্যার
গ. কৃষি
ঘ. সেবা
২৮. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে জিডিপিতে সেবা খাতের অবদান কত?
ক. ৩৩.৭১%
খ. ৫২.১৮%***
গ. ১১.৩%
ঘ. ১৪.১০%
২৯. বাংলাদেশের অর্থনীতিতে GDP এর চুড়ান্ত হিসাব ২০১৭-১৮ অনুযায়ী কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
ক. শিল্প
খ. কৃষি
গ. সেবা***
ঘ. শিল্প ও কৃষি
৩০. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ----
ক. ৭.০০%
খ. ৭.১২%
খ. ৭.৩০%
ঘ. ৭.৪০%***
৩১. স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয়-
ক. ১৯৭৭ সালে***
খ. ১৯৮৪ সালে
গ. ১৯৯৬ সালে
ঘ. ২০০৮ সালে
৩২. বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের অবস্থান-
ক. চাঁদপুর
খ. ময়মনসিংহ***
গ. ফরিদপুর
ঘ. ঈশ্বরদী
৩৩. বর্ণালী ও শুভ্রা হলো-
ক. উন্নত জাতের ধান
খ. উন্নত জাতের গম
গ. উন্নত জাতের ভুট্টা***
ঘ. উন্নত জাতের তামাক
৩৪. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৪টি
ঘ. ৮টি***
৩৫. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোন জেলায়?
ক. খাগড়াছড়ি
খ. রাঙামাটি***
গ. বান্দরবান
ঘ. সিলেট

৩৬।উপজাতি, ক্ষুদ্রজাতি সত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কখা বলা হয়েছে সংবিধানের
ক. ২৩(ক) অনুচ্ছেদে।
খ.২২(ক) অনুচ্ছেদে।
গ.২৪(ক) অনুচ্ছেদে।
ঘ.২১(ক) অনুচ্ছেদে।
উত্তর: ক

৩৭।চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ প্রাচীন বাংলার কোন জনপদ ভ্রমণ করেন?
ক. বঙ্গ
খ. গৌড়
গ. সমতট
ঘ. হরিকেল
উত্তর: গ
৩৮। বাংলা ভ্রমণকারী প্রথম চৈনিক পর্যটক ছিলেন কে?
ক. ইবনে বতুতা
খ. হিউয়েন সাং
গ. মেগান্থিনিস
ঘ. ফা হিয়েন
উত্তর: ঘ
৩৯।আফগান দুর্গ বা ঢাকার বর্তমান কেন্দ্রীয় কারাগার কোন আমলে নির্মিত?
ক. সুলতানি
খ. মুঘল
গ. ইংরেজ
ঘ. নবাবী
উত্তর: খ
৪০। ঢাকার মুহম্মদ পুরে অবস্থিত ৩গম্বুজ বিশিষ্ট ‘সাত গম্বুজ’ মসজিটির নির্মাতা কে?
ক. ইসলাম খান
খ. আ্লাউদ্দিন হোসেন শাহ
গ. মীর জুমুলা
ঘ. শায়েস্তা খান
উত্তর: ঘ
৪১।সমগ্র বঙ্গ প্রদেশকে ‘সুবহ-ই-বাঙলাহ’ নামে নামকরণ করেন কে?
ক. আলাউদ্দিন হুসেন শাহ
খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ
গ. নবাব সিরাজ দৌল্লা
ঘ. সম্রাট আকবর
উত্তর: ঘ
৪২। নিচের কোন বিহারটি কুমিল্লাই অবস্থিত নয়?
ক. ভাসু বিহার
খ. ভোজ বিহার
গ. আনন্দ বিহার
ঘ.শালবন বিহার
উত্তর: ক
৪৩। লর্ড ক্লাইভ কত সালে বাংলায় দ্বৈত শাসন চালু করেন?
ক. ১৭৫৭
খ. ১৭৯৩
গ. ১৭৬৫
ঘ. ১৮৫৬
উত্তর: গ
৪৪। কোন মুঘল সুবেদান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিবাদে স্থানান্তর করেন?
ক. শায়েস্তা খান
খ. ইসলাম খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. আওরঙ্গজেব
উত্তর: গ
৪৫। বঙ্গ প্রদেশকে বেঙ্গল ও আসাম প্রদেশে বিভক্ত করেন কে?
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড ডালহৌসি
গ. লর্ড কণওয়ালিস
ঘ. লর্ড কার্জন
উত্তর: ঘ
৪৬। বৃটিশদের বিরুদ্ধে কে প্রথম অস্ত্র ধরে শহীদ হোন ?
ক.সৈয়দ  নিসার আলী ওরফে তিতুমীর
খ. ক্ষুদিরাম
গ. প্রীতিলতা ওয়াদ্দেদার
ঘ. ফকির মজনু শাহ
উত্তর: ক
৪৭। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব ‘মসলিন’ কাপড় ঢাকায় তৈরি হত?
ক. সুলতানি আমলে
খ. মুঘল আমলে
গ. নবাবী আমলে
ঘ. ইংরেজ আমলে
উত্তর: ক
৪৮। ঢাকা মোট কয়বার বাংলা ও বাংলাদেশের রাজধানী হয়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: ঘ
৪৯।কোন জাতি গোষ্ঠী থেকে বাঙালী জাতির উৎপত্তি হয়েছে?
ক. নেগ্রিটো
খ.ভোটচীন
গ. নিষাদ
ঘ. অস্ট্রিক
উত্তর: ঘ
৫০।কত সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?
ক)১২৭৬ সালে
খ)১৩৭০ সালে
গ)১৭৭০ সালে★
ঘ)১৪৭৬ সালে

/
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশ

৫১।  গোলান মালভূমি কোথায় অবস্থিত?
ক. সিরিয়া
খ. লেবানন
গ.জর্ডান
ঘ. ফিলিস্তিন
উত্তর: ক
৫২। বিশ্বের দীর্ঘতম রেল সুরঙ্গ কোনটি?
ক.অ্যাপেনাইন,ইতালি
খ.বেনভিস, ইংল্যান্ড
গ.সিম্পলন, লুইস ইতালি
ঘ.গোথার্ড বেস টানেল, সুইজারল্যান্ড
উত্তরঃঘ
৫৩। বিখ্যাত ইউরোপের বৃহত্তম নদী  ভলগা’র উৎপত্তিস্হল কোথায়?
ক.আল্পস পাহাড়
খ.ইয়াব্লোনয় পাহাড়
গ.ভলদাই পাহাড়
ঘ.হিমালয় পর্বত
উত্তরঃগ
৫৪। হরমুজ প্রণালী কোথায় অবস্হিত?
ক.ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মধ্যে
খ.জাপান সাগড় ও ভূমধ্যসাগরের মধ্যে
গ.লোহিত সাগড় ও ভূমধ্যসাগরের মধ্যে
ঘ.বঙ্গোপসাগড় ও পারস্য উপসাগরের মধ্যে
উত্তরঃক
৫৫। পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি?
ক.বৈকাল হৃদ
খ.কাস্পিয়ান হৃদ
গ.ডেড সি
ঘ.টিটিকাকা
উত্তরঃখ
৫৬। দৈর্ঘোর ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি?
ক.হিমালয়
খ.আন্দিজ
গ.রকি
ঘ.কিলোমাঞ্জারো
উত্তরঃখ
৫৭। পৃথিবীর দীর্ঘতম নদী আববাহিকা হলো-
ক.আমাজান আববাহিকা
খ.মিসিসিপি আববাহিকা
গ.নীল নদ আববাহিকা
ঘ.নাইজার আববাহিকা
উত্তরঃক
৫৮। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন মহাসাগরে অবস্হিত?
ক.প্রশান্ত মহাসাগরে
খ.মেক্সিকো মহাসাগরে
গ.আটলান্টিক মহাসাগরে
ঘ.উত্তর মহাসাগরে
উত্তরঃগ
৫৯। বিশ্বের দীর্ঘতম গিরিখাত কোনটি?
ক.রিকেন
খ.মন্ট সেনিজ
গ.মালাক্কা
ঘ.আলবার্গ
উত্তরঃগ
৬০। পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি?
ক.কাঠমান্ডু
খ.রোম
গ.লাপাজ
ঘ.প্যারিস
উত্তরঃগ
৬১)পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিবর্তিত নাম কী?
ক)পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়★
খ)পরিবেশ মন্ত্রণালয়
গ)পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়
ঘ)পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়

৬২)বাংলাদেশে প্রথম পরিবেশ নীতি ঘোষিত হয়?
ক)১৯৯২ সালে★
খ)১৯৯৫ সালে
গ)২০০১ সালে
ঘ)২০১২ সালে

৬৩)বাংলাদেশে বছরে মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার কত?
ক)৩টন
খ)৮ টন
গ)০.৩টন
ঘ)০.৮টন★

৬৪)ঢাকা নগরীর শব্দদূষণের মাত্রা-
ক)১১৫-১৭০ ডিবি★
খ)১২০-১৫০ডুবি
গ)১১৫-১৫০ডিবি
ঘ)৯৫-১২৫ডিবি

৬৫)বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয়?
ক)উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে★
খ)সমুদ্র বায়ুর প্রভাবে
গ)দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
ঘ)নিরক্ষীয় বায়ুর প্রভাবে

৬৬)নদী ভাঙ্গনের ফলে বাংলাদেশের কী পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়?
ক. ১.৫ মিলিয়ন
খ. ২.৫বিলিয়ন
গ. ২.৫ মিলিয়ন
ঘ. ৩.৫ মিলিয়ন
উত্তর: ক
৬৭)কোন নদী থেকে রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়?
ক)পদ্মা
খ)মেঘনা★
গ)যমুনা
ঘ)হালদা

৬৮) জলবায়ু ঝুঁকি সূচক প্রকাশ করেন কোন সংস্থা?
ক. ওয়াচডগ ফাউন্ডেশন
খ. প্যারিস কনভেনশন
গ. জার্মান ওয়াচ
ঘ. আর্থ ওয়াচ
উত্তর: গ
৬৯)বাংলাদেশে অাঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কী?
ক)রোয়ানো
খ)অাইলা
গ)মোরা★
ঘ)নার্গিস

৭০)১৯৯১ সালে ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ তৎপরতা চালানো 'অপারেশন সি -এঞ্জেল' কোন দেশের?
ক)যুক্তরাষ্ট্র★
খ)যুক্তরাজ্য
গ)রাশিয়া
ঘ)জাপান
৭১। কোন গ্রহের আকাছে বছরে দুইবার সূর্য উদিত হয় ?
ক. শুক্র
খ. বৃহস্পতি
গ. শনি
ঘ. বুধ
উত্তর: ক
৭২। কোন গ্রহের আকাশে পৃথিবীর  একদিনে দুইবার সূর্য ওঠে ও দুইবার অস্ত যায় ?
ক.শুক্র
খ. বৃহস্পতি
গ. শনি
ঘ. বুধ
উত্তর: খ
৭৩। বাংলাদেশের মোট ভূমির কত % টারসিয়ারী যুগের পাহাড়?
ক. ১২%
খ. ৭৫%
গ. ৮০%
ঘ. ৫০%
উত্তর: ক
৭৪। দিবা রাত্রির হ্রাস -বৃদ্ধি ও ঋতুর পরিবর্তন ঘটে কিসের কারণে?
ক. আহ্নিক গতির কারণে
খ. বার্ষিক গতির কারণে
গ. নিরক্ষ রেখার কারণে
ঘ. জোয়ার ভাটার কারণে
উত্তর: খ

৭৫.দূর্যোগ ব্যবস্থাপনা চক্রের উপাদান কতটি?
ক. ৩
খ.৬টি
গ. ৪
ঘ. ৫
উত্তর: খ
৭৬. দূর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কতটি?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর: ক

৭৭.বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি নির্মাণ , নদী খনন প্রভৃতি দূর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরের ?
ক. দুর্যোগ প্রতিরোধ
খ. দুর্যোগ প্রশমন
গ. পূর্ব প্রস্তুতি
ঘ. সাড়াদান
উত্তর: ক
৭৮। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম দূর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরে নেয়া হয় ?
দুর্যোগ প্রতিরোধ
খ. দুর্যোগ প্রশমন
গ. পূর্ব প্রস্তুতি
ঘ. সাড়াদান
উত্তর: ঘ

৭৯.বাংলাদেশের মোট সীমারেখার পরিমাপ কত?
ক)৫২৮২কিমি
খ)৫১৩৮কিমি**
গ)৫৩২০কিমি
ঘ)৫০৪২কিমি.
৮০.মিয়ারমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য --
ক)২০১কিমি
খ)২৩৮কিমি
গ)২৮৩কিমি
ঘ)২৮০কিমি***
৮১.আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক)৯০তম
খ)৯৪তম***
গ)৫৯৯
ঘ)৯৫তম
৮২.বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল
ক)৫৪৫০১বর্গমাইল
খ)৫৬৯৭৭বর্গমাইল ***
গ)৫৬৫০১বর্গমাইল
ঘ)কোনটায় নয়
৮৩.বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
ক)৪৫০মাইল
খ)৪৬০মাইল
গ)৪৭০মাইল
ঘ)৪৪৩.৯২মাইল***
৮৪.ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
ক)৩০টি***
খ)৩১টি
গ)৩২টি
ঘ)৩৩টি
৮৫. নিচের কোন জেলা ভারতের সীমান্তে নয়?
ক)পঞ্চগড়
খ)সিলেট
গ)কুমিল্লা
ঘ)কক্সবাজার ***
৮৬. সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৈাগোলিক সীমার মধ্যে পড়ে?
ক. ৫০%
খ. ৬০%
গ. ৭৫%
ঘ. ৬২%
উত্তর: ঘ
৮৭.ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশ কে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?
ক)৩টি***
খ)২টি
গ)৪টি
ঘ)৫টি
৮৮.বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ স্থান--
ক)রাজশাহী
খ)সিরাজগঞ্জ
গ)বগুড়া***
ঘ)চাঁদপুর
৮৯.বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
ক)ব্রহ্মপুত্র***
খ)পদ্মা
গ)মেঘনা
ঘ)কর্ণফুলী
৯০.মধুমতি কোন নদীর শাখা নদী?
ক)পদ্মা***
খ)মেঘনা
গ)যুনা
ঘ)মহানন্দা
৯১.গঙ্গা- ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?
ক)১০
খ)১৪
গ)৭
ঘ)৩৩***
৯২.ভারত-বাংলাদেশের অভিন্ন নদী--
ক)৫৩টি
খ)৫৪টি***
গ)৫৫টি
ঘ)৬৪টি
৯৩.বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি এর অবস্থান --
ক)সুনামগঞ্জ
খ)ব্রাক্ষণবাড়িয়া
গ)সিলেট ও মৌলভীবাজার ***
ঘ)হবিগঞ্জ
৯৪.আড়িয়াল বিল "কোথায় অবস্থিত?
ক)মানিকগঞ্জ
খ)মুন্সীগঞ্জ***
গ)রুপগঞ্জ
ঘ)হবিগঞ্জ
৯৫.বাংলাদেশের কোন স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়?
ক)হিমছড়ি সমুদ্র সৈকত
খ)ইনানী সমুদ্র সৈকত
গ)পতেঙ্গা সমুদ্র সৈকত
ঘ)কুয়াকাটা সমুদ্র সৈকত ***
৯৬.সেন্টমার্টিন দ্বীপের আয়তম কত?
ক)৭বর্গকিলোমিটার
খ)৮বর্গকিলোমিটার ***
গ)৯বর্গকিলোমিটার
ঘ)১০বর্গকিলোমিটার
৯৭.বাংলাদেশের একমাত্র ডিজিটাল  পাহাড়ি দ্বীপ?
ক)সেন্টমার্টিন
খ)ভোলা
গ)মহেশখালী**
ঘ)নিঝুম দ্বীপ
৯৮. প্রান্তিক লেক কোথায় অবস্থিত?
ক. রাঙামাটি
খ. বান্দরবান
গ. খাগড়াছড়ি
ঘ. সিলেট
উত্তর: খ

৯৯.বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম?
ক)বিজয়
খ)কেওক্রাডং
গ)আলুটিলা
ঘ)গারো***
১০০. নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে?
ক. চাঁদপুর
খ. পিরোজপুর
গ. মাদারীপুর
ঘ. গাজীপুর
উত্তর: ঘ

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

đŸ…ģ🅰🅱🅴đŸ…ģ🆂


āĻŦাংāϞাāĻĻেāĻļ āĻŦিāώāϝ়াāĻŦāϞি

āĻŦাংāϞা āĻ­াāώা āĻ“ āϏাāĻšিāϤ্āϝ

āĻ—াāĻŖিāϤিāĻ• āϝুāĻ•্āϤি

āχংāϰেāϜি āĻ­াāώা āĻ“ āϏাāĻšিāϤ্āϝ

āĻ­াāχāĻ­া āĻŦোāϰ্āĻĄ

āĻŦিāĻ­িāύ্āύ āĻĒāϰীāĻ•্āώাāϰ āĻĒ্āϰāĻļ্āύ āĻ“ āϏāĻŽাāϧাāύ

āĻĒāϰাāĻŽāϰ্āĻļ V. V. V. I.

āĻ­ূāĻ—োāϞ (āĻŦাংāϞাāĻĻেāĻļ āĻ“ āĻŦিāĻļ্āĻŦ) āĻĒāϰিāĻŦেāĻļ āĻ“ āĻĻুāϰ্āϝোāĻ— āĻŦ্āϝāĻŦāϏ্āĻĨাāĻĒāύা

āϏাāϧাāϰāĻŖ āĻŦিāϜ্āĻžাāύ

āĻš্āϝাāύ্āĻĄāύোāϟ āĻāĻŦং āϤāĻĨ্āϝāĻŦāĻšুāϞ āϚিāϤ্āϰ

āφāύ্āϤāϰ্āϜাāϤিāĻ•

āϜাāϤীāϝ়

āĻĒāϰাāĻŽāϰ্āĻļ

āĻĒাঁāϚāĻŽিāĻļাāϞী āϤāĻĨ্āϝ + āϏাāϧাāϰāĻŖ āϜ্āĻžাāύ

āĻŦাংāϞা āĻŦ্āϝাāĻ•āϰāĻŖ

āϏাāϧাāϰāĻŖ āϜ্āĻžাāύ

āĻŦাংāϞা āϏাāĻšিāϤ্āϝ

āĻŦিāϏিāĻāϏ āĻĒāϰাāĻŽāϰ্āĻļ

āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰ āĻ“ āϤāĻĨ্āϝāĻĒ্āϰāϝুāĻ•্āϤি

āύৈāϤিāĻ•āϤা āĻŽূāϞ্āϝāĻŦোāϧ āĻ“ āϏুāĻļাāϏāύ

English Grammar

āĻ—ুāϰুāϤ্āĻŦāĻĒূāϰ্āĻŖ āĻļāĻŦ্āĻĻ āĻĒāϰিāϚিāϤি

āĻŦিāĻ—āϤ āĻĒāϰীāĻ•্āώাāϏāĻŽূāĻš

āĻŽāĻĄেāϞāϟেāϏ্āϟ

āĻŽাāύāϏিāĻ• āĻĻāĻ•্āώāϤা

Vocabulary

āĻ…āύুāĻĒ্āϰেāϰāĻŖা

āĻĢাঁāĻĻ āĻĒ্āϰāĻļ্āύ

āĻŦাāύাāύ āĻļুāĻĻ্āϧিāĻ•āϰāĻŖ

āĻŽুāĻ•্āϤিāϝুāĻĻ্āϧ

āϏংāĻŦিāϧাāύ

āϏাāϧাāϰāĻŖ āĻŦিāϜ্āĻžাāύ

ICT

One Word Substitution

Redundancy āĻŦাāĻšুāϞ্āϝ (āĻĻোāώ)

Spoken English

āφāχāύāĻ•াāύুāύ

āφāύ্āϤāϰ্āϜাāϤিāĻ• āĻŦিāώ⧟: āϏীāĻŽাāϰেāĻ–া

āφāĻĒāĻĄেāϟ

āφāĻĒāĻĄেāϟ āϤāĻĨ্āϝ

āφāĻŦিāώ্āĻ•াāϰ āĻ“ āφāĻŦিāώ্āĻ•াāϰāĻ•

āφāϞোāϚিāϤ ā§§ā§§ āϜāύ āĻ•āĻŦি-āϏাāĻšিāϤ্āϝিāĻ• āĻ“ āϤাঁāĻĻেāϰ āϰāϚāύাāĻŦāϞী

āχংāϰেāϜি

āχংāϰেāϜি āϏাāĻšিāϤ্āϝ

āωāĻĒাāϧি āĻ“ āĻ›āĻĻ্āĻŽāύাāĻŽ

āĻāϟāϰ্āύি āϜেāύাāϰেāϞ

āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰ āĻ“ āϤāĻĨ্āϝ āĻĒ্āϰāϝুāĻ•্āϤি

āĻ—āĻŖিāϤ

āĻ—ুāϰুāϤ্āĻŦāĻĒূāϰ্āĻŖ āĻĒ্āϰāĻļ্āύ

āϚāϰ্āϝাāĻĒāĻĻেāϰ āĻ•āĻŦিāĻ—āĻŖ

āϜ্āĻžাāύ-āĻŦিāϜ্āĻžাāύেāϰ āĻļাāĻ–া āĻāĻŦং āϜāύāĻ•

āϜ্āϝাāĻŽিāϤিāĻ• āϏূāϤ্āϰ

āĻĻেāĻļী āĻŦিāϜ্āĻžাāύীāϰা

āύāĻĻ-āύāĻĻী

āĻĒāϤ্āϰিāĻ•া āĻāĻŦং āĻ›āĻĻ্āĻŽāύাāĻŽ

āĻĒāϰিāĻŦেāĻļ āĻ“ āĻĻুāϰ্āϝোāĻ— āĻŦ্āϝāĻŦāϏ্āĻĨাāĻĒāύা

āĻĒāϰিāĻŽিāϤিāϰ (Mensuration) āϏূāϤ্āϰাāĻŦāϞিāϏāĻŽূāĻš

āĻĒাāϰিāĻ­াāώিāĻ• āĻļāĻŦ্āĻĻ

āĻĒুāϰাāϤāύ āĻ“ āύāϤুāύ āύাāĻŽ

āĻĢāϞা āĻāĻŦং āϝুāĻ•্āϤাāĻ•্āώāϰ

āĻĢ্āϰাāύ্āϏেāϰ āχāϏāϞাāĻŽ-āĻŦিāĻĻ্āĻŦেāώ

āĻŦাংāϞা

āĻŦাংāϞা āĻ“ āχংāϰেāϜি āϏাāĻšিāϤ্āϝেāϰ āĻŽিāϞāĻŦāύ্āϧāύ

āĻŦাংāϞা āĻ­াāώা āĻ“ āϏাāĻšিāϤ্āϝ

āĻŦাংāϞাāĻĻেāĻļ āĻ“ āĻŦিāĻļ্āĻŦāĻĒāϰিāϚāϝ়

āĻŦাāĻ—āϧাāϰা

āĻ­াāώা āφāύ্āĻĻোāϞāύ

āĻ­ূāĻ—োāϞ

āĻ­ৌāĻ—োāϞিāĻ• āωāĻĒāύাāĻŽ

āĻŽāĻĄেāϞ āϟেāϏ্āϟ

āĻŽুāĻ•্āϤিāϝুāĻĻ্āϧ āĻ­িāϤ্āϤিāĻ• āϏাāĻšিāϤ্āϝāĻ•āϰ্āĻŽ

āϞিāĻ–িāϤ āĻĒāϰীāĻ•্āώা

āϞেāĻ–া āĻ“ āϞেāĻ–āĻ•

āĻļ্āϰেāώ্āĻ  āĻŦাāĻ™াāϞি

āϏংāĻŦিāϧাāύ āϏংāĻļোāϧāύী

āϏāĻĻāϰ-āĻĻāĻĒ্āϤāϰ

āϏāĻ­্āϝāϤা

āϏāĻŽাāϏ

āϏাāϜেāĻļāύ

āϏাāĻŽ্āĻĒ্āϰāϤিāĻ•

āϏাāĻšিāϤ্āϝ-āĻ‰ā§ŽāϏāϰ্āĻ—

āϏাāĻšিāϤ্āϝে āĻ•āύāĻĢিāωāĻļāύ

āϏ্āĻĨাāĻĒāϤ্āϝ āĻ“ āϏ্āĻĨāĻĒāϤি

āϏ্āĻĒোāĻ•েāύ āχংāϞিāĻļ

ā§Ē. āφāύ্āϤāϰ্āϜাāϤিāĻ• āĻŦিāώāϝ়াāĻŦāϞি

ā§Ēā§Ļā§Ļāϟি āĻĒ্āϰāĻļ্āύোāϤ্āϤāϰ: āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰ āĻāĻŦং āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰ-āĻĒ্āϰāϝুāĻ•্āϤি

ā§Ģ⧍ āĻĨেāĻ•ে ā§­ā§§

ā§­ āĻŽাāϰ্āϚ