BCS পরীক্ষার্থীদের জন্য -

সাধারণ বিজ্ঞান

সাধারণ বিজ্ঞানের ৫ম দিনের পরীক্ষার উত্তর 

আজকের পরীক্ষার উত্তরপত্র 
১সপ্তাহে  ১ বিষয় রিভিশন 
দৈনন্দিন বিজ্ঞানের ৫ম দিন 
পূর্ণমান : ৫০, সময়: ৩০মিনিট 
গুগল ফর্মে পরীক্ষা দিন, সাথে সাথে উত্তর নিন । লিংক 
https://forms.gle/j8FxAYr8Z3wJRHjz9
১. রক্তের কোন অংশ হতে বিলিরুবিন তৈরি হয়?
ক. হিম
খ. গ্লোবিন
গ. হিমোগ্লোবিন 
ঘ. রক্তরস
উত্তরঃ ক
২. রক্ত জমাটে কোন ধাতুর ভূমিকা আছে?
ক. পটাসিয়াম 
খ. ক্যালসিয়াম
গ. সোডিয়াম
ঘ. আয়রন
উত্তরঃ খ
৩. ফ্যাগোসাইটোসিস কোন কণিকার কাজ-
ক. লোহিতকণিকা
খ. অণুচক্রিকা 
গ. শ্বেতকণিকা
ঘ. কোনটা নয়।
উত্তরঃ গ
৪. রক্ত জমাট বাধার মূল ক্যাক্টর কতটি?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তরঃ ক
৫. AB রক্তের গ্রুপে কোন এন্টিবডি থাকবে?
ক. a
খ. b
গ. ab
ঘ. নেই
উত্তরঃ ঘ
৬. কপাটিকা থাকে কোনটিতে?
ক. ধমনি
খ. শিরা
গ. অলিন্দ
ঘ. নিলয়
উত্তরঃ খ
৭. মস্তিষ্কে নিউরনের সংখ্যা প্রায় কত?
ক. ১০ বিলিয়ন 
খ. ১০০ বিলিয়ন।
গ. ১০ কোটি।
ঘ. ১০০ কোটি।
উত্তরঃ ক
৮. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটা? 
ক. থ্যালামাস।
খ. হাইপোথ্যালামাস। 
গ. সেরিবেলাম
ঘ. সেরেব্রাম
উত্তরঃ খ
৯. ফেসিয়াল স্নায়ুর শাখা কয়টি? 
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ গ
১০. বাগান সংক্রান্ত বিদ্যাকে কী বলে?
ক. হর্টিকালচার
খ. এভিকালচার
গ. সিলভিকালচার
ঘ. আরবরিকালচার
উত্তরঃ ঘ
১১. পেশিকলার উৎপত্তি কোথায়?
ক. এক্টোডার্ম
খ. মেসোডার্ম
গ. এন্ডোডার্ম
ঘ. কোনটা নয়
উত্তরঃ খ
১২. কোষের প্যাকেজিং কেন্দ্র কোথায়?
ক. রাইবোজোম 
খ. লাইসোজোম। 
গ. গলগি বডি
ঘ. প্রোটোপ্লাজম
উত্তরঃ গ
১৩. ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
ক. প্রোটিন
খ. লিপিড 
গ. পলিমার।
ঘ. কাইটিন
উত্তরঃ ঘ
১৪. জিন এর রাসায়নিক গঠন উপাদান কী?
ক. RNA
খ. DNA
গ. ATP
ঘ. TNA
উত্তরঃ খ
১৫. প্রিয়ন কী দিয়ে তৈরি?
ক. প্রোটিন 
খ. নিউক্লিক এসিড
গ. DNA
ঘ. RNA
উত্তরঃ ক
১৬. সার্স হয় কোন ভাইরাস দিয়ে?
ক. ফ্ল্যাভি
খ. ভেরিওলা
গ. রুবিওলা
ঘ. করোনা
উত্তরঃ ঘ
১৭. কলেরা রোগ হয় কিসের দ্বারা?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. প্রোটোজোয়া 
ঘ. ইস্ট
উত্তরঃ খ
১৮. নিচের কোনটি দ্বারা মহামারি হয়েছিল?
ক. জন্ডিস
খ. ক্যান্সার 
গ. ডায়াবেটিস 
ঘ. প্লেগ
উত্তরঃ ঘ
১৯. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণ বেশি হয় ?
ক. ৩৬-৩৭ 
খ. ২০-৩৫
গ. ২২-৩৫
ঘ. ২৫-৩৭
উত্তরঃ গ
২০. ডেংগু ভাইরাসের জেনেটিক কোড কী?
ক. H1N1
খ. H2N2
গ. NS1
ঘ. NS2
উত্তরঃ গ
২১.সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশী পরিমাণে হয় কোন আলোতে?
ক).সবুজ
খ.নীল
গ.বেগুনী
ঘ).লাল
উত্তর: ঘ
২২।শ্বসন বিক্রিয়ায় কী তৈরি হয়?
ক. শক্তি ও অক্সিজেন 
খ. শক্তি ও কার্বনডাইঅক্সাইড 
গ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড 
ঘ. শক্তি, কার্বন ডাই অক্সাইড ও পানি
উত্তর: ঘ
২৩। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ?
ক. প্লেগ
খ. স্প্যানিশ ফ্লু
গ. কলেরা
ঘ. টাইফয়েড 
উত্তর: খ
২৪। কফি উদ্ভিদের কোন অংশ পানীয় হিসেবে ব্যবহার হয়?
ক. পাতা
খ. বীজ
গ. মূল
ঘ. কান্ড
উত্তর: খ
২৫) নিচের কোনটি একবীজপত্রী? 
ক. ভুট্টা
খ. মটর
গ. ছোলা
ঘ. শিম
উত্তর: ক
২৬)রক্ত লাল কিসের উপস্থিতির জন্য?
ক. বিলিরুবিন 
খ. বিলিভার্ডিন
গ. ইউরোক্রোম
ঘ. হিমোগ্লোবিন 
উত্তর: ঘ
২৭) রক্ত জমাট বাধার জন্য সহায়ক কোন ধাতু?
ক. পটাশিয়াম
খ. ম্যাগনেসিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. সোডিয়াম 
উত্তর: গ
২৮) মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
ক. ৯৮.৪ ফারেনহাইট 
খ. ৯৮.৪ সেলসিয়াস 
গ. ৯৮.৪ কেলভিন
ঘ. সবগুলো 
উত্তর: ক
২৯) মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর: খ
৩০) কোনটা হৃদরোগের কারণ?
ক. ঘুম
খ. ধুমপান 
গ. খাদ্য গ্রহণ 
ঘ. রক্তপাত 
উত্তর: খ
৩১) অগ্ন্যাশয় কী ধরনের গ্রন্থি?
ক. অন্তঃক্ষরা 
খ. বহিঃক্ষরা
গ. মিশ্র
ঘ. কোনটা নয়
উত্তর: গ
৩২) নালীবিহীন গ্রন্থি হতে আসে-
ক. এনজাইম 
খ. হরমোন 
গ. পিত্তরস 
ঘ. হাইড্রোক্লোরিক এসিড
উত্তর: খ
৩৩) কোনটা বেশি থাকা ভালো?
ক. LDL
খ. Triglyceride 
গ. HDL
ঘ. Cholesterol 
উত্তর: গ
৩৪)) বৃক্কের কার্যকরী একক-
ক. নেফ্রন 
খ. নিউরন
গ. এলভিওলাস
ঘ. ডায়াফ্রাম 
উত্তর: ক
৩৫)) মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কী?
ক. অগ্ন্যাশয় 
খ. যকৃত 
গ. পিটুইটারি 
ঘ. থাইরয়েড 
উত্তর: খ
৩৬) অস্থি পরস্পর যুক্ত থাকে কিসের দ্বারা?
ক. লিগামেন্ট 
খ. টেন্ডন
গ. অস্টিওসাইট
ঘ. সবগুলো 
উত্তর: ক
৩৭) ফুসফুসের পর্দাকে কী বলে?
ক. মেনিনজেস
খ. পেরিওস্টিয়াম
গ. প্ল্যুরা
ঘ. পেরিকার্ডিয়াম
উত্তর: গ
৩৮) Language of Life বলা হয় 
ক) ক্রোমোজোমকে 
খ) ২০টি অ্যামিনো এসিড দিয়ে গঠিত প্রোটিনকে 
গ) রাইবোজোমকে 
ঘ) সাইটোপ্লাজমকে 
উত্তর: খ
৩৯) অতিরিক্ত শর্করা প্রাণীদেহে কী হিসেবে জমা থাকে?
ক. গ্লাইকোজেন
খ. গ্লুকোজ 
গ. গ্লুকাগন
ঘ. ফ্রুক্টোজ
উত্তর: ক
৪০) যেসব প্রাণী এক মানবদেহে থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে তাদেরকে বলে 
ক) ভেক্টর 
খ) প্রিয়ন
গ) প্লাজমা 
ঘ) ইন্টারফেরন 
উত্তর: ক
৪১)উদ্ভিদ টিস্যু প্রধানত কত প্রকার ?
ক)২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তর: ক
৪২) কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটা? 
ক. গলগি বডি
খ. নিউক্লিয়াস 
গ. সাইটোপ্লাজম 
ঘ. রাইবোজোম 
উত্তরঃ ঘ
৪৩) প্রাণী দেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম কি?
ক)এন্টিবডি
খ) এন্টিজেন
গ) ভেক্টর 
ঘ) প্যাথেজেনিক 
উত্তর: ক
৪৪) মানব দেহে জিনের সংখ্যা কতটি ?
ক. ২০,০০০
খ.২২,০০০
গ. ২৩,০০০
ঘ. ৪০,০০০
উত্তরঃ ঘ
৪৫) করোনা ভাইরাসের কয়টি স্ট্রেইন আবিষ্কৃত হয়েছে?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
উত্তরঃ ঘ
৪৬)  যেসব অণুজীব রোগজীবাণু সৃষ্টি করে তাদের বলা হয়-
ক)এন্টিবডি
খ) এন্টিজেন
গ) ভেক্টর 
ঘ) প্যাথেজেনিক 
উত্তর: ঘ
৪৭) সবুজ ফল পাকলে হলুদ হয় কোনটি কারণে ?
ক) ক্রোমোপাস্ট 
খ) লাইকোপিন 
গ) জ্যান্থোফিল 
ঘ) ক্লোরোপাস্ট
উত্তর: গ
৪৮) ফলগাছ চাষাবাদ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ?
ক) হর্টিকালচার 
খ) আরবিকালচার
গ) পমোলজি
ঘ) এন্টমোলজি 
উত্তর: গ
৪৯) কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে ?
ক) নিউক্লিয়াস 
খ) সাইটোপ্লাজম 
গ) মাইটোকন্ড্রিয়া 
ঘ) ডিএনএ
উত্তর: গ 
৫০)  উদ্ভিদ মাটি হতে পানি ও খনিজ লবণ পরিবহন করে কোন কলার মাধ্যমে ?
ক) জাইলেম 
খ)ফ্লোয়েম 
গ) ফাইবার ব্লাস্ট 
ঘ) স্কেলেরেন
উত্তর: ক
https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ