৪৩তম বিসিএস সার্কুলারঃ
পদ সংখ্যাঃ
ক) সাধারণ ক্যাডারঃ- ৫৫০ টা।
খ) প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডারঃ- ৩১০ টা।
গ) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারঃ- ৮৪৩ টা।
আবেদন ফিঃ ৭০০ টাকা।
মোট পদসংখ্যাঃ ১,৮১৪ টা
আবেদন শুরুঃ ৩০/১২/২০২০।
আবেদন শেষঃ ৩১/০১/২০২১।
আবেদন লিংকঃ http://bpsc.teletalk.com.bd
প্রাসঙ্গিক কথা //
৪৩ তম বিসিএস সার্কুলার প্রকাশিত। করোনা, ৪০-৪১-৪২ এর জ্যামে ৪৩ পরীক্ষা কবে হবে সেটি ভাবনার বিষয় হলেও, করোনাকালীন সার্কুলার খরার মধ্যে একটা নতুন বিসিএস সার্কুলার এসেছে, এটিও কম প্রাপ্তি নয়।
বেকার জীবনে ৫ টা বিসিএস সার্কুলার পেয়েছি। সার্কুলার পেলেই জব গ্রুপে ঈদের আনন্দ বয়ে যেত।
সার্কুলার হাতে নিয়ে জেনারেল এবং প্রফেশনাল ক্যাডারে কোটা বাদ দিয়ে ৪৫% হিসেবে আমার জন্য কতগুলো পদ আছে, হিসাব করতে বসে যেতাম। এখন কোটামুক্ত সার্কুলারের আবেদনযোগ্য সবগুলো পদই আপনার।
এছাড়া বর্তমানে পিএসসি থেকে নন-ক্যাডারের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ রিক্যুইজিশন আনার চেষ্টা করা হয়। ফলে ফাইনাল রেজাল্টে নন ক্যাডার প্রাপ্তদের বেশির ভাগই একটা ১ম বা ২য় শ্রেণির চাকরিতে সুপারিশ পায়। বিসিএস হেটার্সরা যতই বলুক বিসিএসই জীবন নয়, এর বাইরেও অনেক জব আছে, যতই পড়ো ৪ লাখ আবেদনকারী থেকে ২ হাজার ক্যাডার পাবা মাত্র।
কিন্তু কঠিন বাস্তবতা হলো, সিভিল সার্ভিস তথা সরকারি চাকরির মতো গ্লামারাস অল্টারনেটিভ ফিল্ড এখনো আমরা তৈরি করতে পারিনি এবং অধিক জনসংখ্যা সমস্যার কারণে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানই আবেদনকৃত সবাইকে চাকরী দিতে পারবে না।
তাই বয়স থাকলে সেরাটার জন্য চেষ্টা করবেন না ই বা কেনো! তবে বয়স শেষের দিকে চলে গেলে স্বপ্ন পূরণের চেয়ে জীবন বাচানোটাই ফরজ হয়ে উঠে।
যোগ্য সকলের স্বপ্ন পূরণ হোক।
সিভিল সার্ভিসে নবীনদের জন্য প্রতীক্ষায় আছি..
রবিউল আলম লুইপা
৩৫ তম বিসিএস (সাধারণ শিক্ষা)