BCS পরীক্ষার্থীদের জন্য -

সুইং স্টেট কি? ইলেকটোরাল কলেজ কী?

সুইং স্টেট কি?
ইলেকটোরাল কলেজ কী?

যুক্তরাষ্ট্র দ্বিদলীয় কাঠামোর ভিত্তিতে চললেও জনগণের সার্বিক পছন্দ বলতে এই দুই দলকেই বোঝাবেনা। ফলে শুধু রিপাবলিকান বা ডেমোক্র্যাট দিয়ে সবাইকে চিহ্নিত করা যায় না। উল্লেখযোগ্যসংখ্যক স্বতন্ত্র ভোটার রয়েছে যুক্তরাষ্ট্রে। এই স্বতন্ত্র ভোটারের সংখ্যা, দুই দলের সমর্থকদের সংখ্যা ইত্যাদি  বিবেচনায় অঙ্গরাজ্যগুলো সুইং স্টেট এর মর্যাদা পায়। মূলত, কোনো নির্বাচনের আগে পরিচালিত বিভিন্ন জরিপে যদি দেখা যায় কোনো অঙ্গরাজ্যে দুই দলের কেউই সুস্পষ্ট ফেবারিট নয়, তখন সেই অঙ্গরাজ্যকে সুইং স্টেট হিসেবে চিহ্নিত করা হয়।

এবার যেসব রাজ্যকে সুইং স্টেট ধরা হয়েছে,,,,

এবারের নির্বাচনের আগেও বিভিন্ন সংবাদমাধ্যম ও জরিপকারী প্রতিষ্ঠানের করা জনমত জরিপ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতের ভিত্তিতে আটটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এর মধ্যে গত নির্বাচনে ডেমোক্র্যাট থেকে রিপাবলিকান অঙ্গরাজ্যে পরিণত হওয়া ছয়টি অঙ্গরাজ্য রয়েছে, এগুলো হলো:-

ফ্লোরিডা, 
পেনসিলভানিয়া, 
ওহাইও, 
মিশিগান, 
উইসকনসিন , 
আইওয়া, 

এছাড়াও গত নির্বাচনের আরো দুটি:-

অ্যারিজোনা ও 
নর্থ ক্যারোলাইন। 

সরকার গঠন করতে ৫৩৮ টি ইলেকটোরাল এর মধ্যে ২৭০ টির প্রয়োজন পরে। বাইডেন এ পর্যন্ত ২৮৪ টি পেয়েছে। ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি ৫৫টি ইলেকটোরাল ভোট রয়েছে। ওয়াশিংটন ডিসি সহ আরো তিনটি রাজ্যে সর্বনিম্ন তিনটি করে ইলেকটোরাল কলেজ রয়েছে। রাজ্যের জনসমষ্টির উপর এই কলেজের সংখ্যা নির্ভর করে।

এই ইলেকটোরাল কলেজ কী?

জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন না। ইলেকটোরাল কলেজ নামে পরিচিত এক দল কর্মকর্তার পরোক্ষ ভোটে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট।

কলেজ শব্দটি বলতে একদল লোককে বোঝায় যারা নির্বাচকের ভূমিকা পালন করেন। তাদের সবার কাজ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা।

প্রত্যেক চার বছর অন্তর অন্তর, নির্বাচনের কয়েক সপ্তাহ পরে ইলেকটোরাল কলেজের নির্বাচকরা একত্রিত হন তাদের দায়িত্ব পালন করার জন্য।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এই পদ্ধতিতেই একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন যা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আইনের জটিল এক সমন্বয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে।

তাত্ত্বিকভাবে বলা যায়: প্রার্থীদের মধ্যে সারা দেশে যিনি সবচেয়ে বেশি ভোট পান ইলেকটোরাল কলেজ তাকেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে থাকে।

আমেরিকায় নতুন কেউ মানে বিসিএস এ বেশি পড়া,,,😀😀😀

হিজি বিজি হিজি বিজি হিজি বিজি🙃🙃🙃🙃

*৫৯তম নির্বাচনে জয়লাভ করে
*৪৬তম প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে বেশি বয়সী (৭৮ বছর) প্রেসিডেন্ট হলেন মি. বাইডেন,
 মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। এর আগে ২০০৮ সালে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন বারাক ওবামা, ১৯৯০ সালের পর এই প্রথম কোনও প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) এক মেয়াদ ক্ষমতায় থেকে হোয়াইট হাউজ ছাড়লেন, প্রথম মহিলা ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আরও কত কী! 😂😈🙈🙈🙈🙈🙈

আরো কিছু?☺️☺️☺️☺️

১৫০৭ সালে আমেরিগো ভেচপুচির নাম অনুসারে দেশটির নামকরণ করা হয়। 

আমেরিকার পতাকায় ৫০ টি তাঁরা দ্বারা ৫০ টি স্টেটকে বোঝায়, এছাড়াও পতাকায় ১৩ টি রেখা(যার ৭টি লাল বর্ণের এবং ৬টি সাদা বর্ণের) দ্বারা প্রাচীনকালের ১৩ টি বৃহত্তর স্টেটকে বোঝায়।

 ১৭৭৬ সালে কন্টিনেন্টাল কংগ্রেসের প্রধান জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতার ঘোষণা দেন। ১৭৮৩ সালে দেশটি স্বাধীন হয়। ১৭৮৭ গৃহীত ও ১৭৮৮ সালে সংবিধান রচিত হয়। 

আমেরিকা ব্রিটিশদের উপনিবেশ ছিলো এবং স্বাধীনতার সময় ফ্রান্স তাদের সহায়তা করেছিল। ১৮৮৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় এবং ১৯২৪ সালে এই স্ট্যাচুকে যুক্তরাষ্ট্র জাতীয় স্মারক হিসেবে স্বীকৃতি দেয়। 

ওয়াশিংটন ডিসি এর ডিসি অর্থ 'ডিসট্রিক্ট অব কলাম্বিয়া '। ১৪৮৭ সালে বার্থোলোমিও দিয়াজ এর করা নকশা দেখে ১৪৯২ সালে আটলান্টিক পার হয়ে ক্রিস্টোফার কলাম্বাস প্রথম পদার্পন করেছিলো পুয়ের্তোরিকোতে। তার নামানুসারে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া করা হয়েছে।

১৮৬৭ সালে রাশিয়ার আলাস্কা আমেরিকা কিনে নেয়  এবং ১৯৫৯ সালের ৩ জানুয়ারি এটি দেশটির ৪৯তম অঙ্গরাজ্য বলে স্বীকৃতি পায়।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য হাওয়াই, যেটি ১৯৫৯ সালের আগস্টে দেশটির ৫০ তম রাজ্যের মর্যাদা পায়। হাওয়াই এর রাজধানী হনলুলু।

.........মো. আসলাম উদ্দিন।

 ভুলভ্রান্তি কমেন্ট এ সংশোধনযোগ্য।

Related Posts:

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ