BCS পরীক্ষার্থীদের জন্য -

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

বাংলাদেশ

এক নজরে জাতীয় বিষয়াবলীঃ

জাতীয় ভাষা : বাংলা|
জাতীয় প্রতীক : উভয় পাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা|
তার মাথায় পাট গাছের পরস্পরসংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা|
জাতীয় পতাকা : সবুজের মাঝে লাল বৃত্ত|
জাতীয় সংগীত : আমার সোনার বাংলা (প্রথম ১০ লাইন)|
জাতীয় দিবস : ২৬ শে মার্চ|
জাতীয় ধর্ম : ইসলাম|
জাতীয় মসজিদ : বায়তুল মোকাররম
জাতীয় পাখি : দোয়েল|
জাতীয় বন : সুন্দরবন|
জাতীয় মাছ : ইলিশ|
জাতীয় ফল : কাঁঠাল|
জাতীয় গাছ : আম গাছ|
জাতীয় জাদুঘর : জাতীয় জাদুঘর, শাহবাগ|
জাতীয় গ্রন্থাগার : শেরে বাংলা নগর,আগারগাঁও|
জাতীয় কবি : কাজী নজরুল ইসলাম|
জাতীয় পার্ক : শহীদ জিয়া পার্ক|
জাতীয় স্টেডিয়াম : বঙ্গবদ্ধু স্টেডিয়াম|
জাতীয় খেলা : কাবাডি|

বাংলাদেশের চর, বিল, হাওড় ও হ্রদঃ

চরঃ সাধারণত নদীর গতিপ্রবাহে অথবা মোহনায় পলি সঞ্চয়নের ফলে গড়ে ওঠা ভূ-ভাগকে চর বলা হয়|

বিলঃ বৃহৎ আকৃতির প্রাকৃতিক জলাধার, যেগুলোতে ভূ-পৃষ্ঠ থেকে অভ্যন্তরীণ ও পৃষ্ঠ নিষ্কাশনের মাধ্যমে বয়ে আসা পানি জমা হয়|

হাওড়ঃ পিরিচ আকৃতির বৃহ্ত ভূ-গাঠনিক অবনমন| বষার্কালে হাওড়ের পানিরাশির ব্যপ্তি থাকে অনেক বেশি আর শীতকালে সংকুচিত হয়ে পড়ে|

হ্রদঃ প্রাকৃতিক কোন কারণে যদি বিস্তীর্ণ পানিরাশি ভূ-ভাগে আবদ্ধ হয়ে একটা স্থায়ী জলাশয় সৃষ্টি করে তবে সে জলাশয়কে হ্রদ বা লেক বলে|

১৷ দুবলার চর কোথায় অবস্থিত? উত্তর:সুন্দরবনের দক্ষিণে
২৷ বাংলাদেশের সর্ববৃহৎ বিল কোনটি? উত্তর: চলন বিল
৩৷ হাকালুকি হাওড় কোথায় অবস্থিত? উত্তর: মৌলভীবাজার জেলায়
৪।চর মনপুরা কোথায় অবস্থিত? উত্তর: ভোলা জেলায়| ৫। বাংলাদেশের কোন নদীতে চরের সংখ্যা বেশি? উত্তর: যমুনা নদীতে|
৬।দুবলার চর কেন বিখ্যাত? উত্তর: মৎস্য আহরণ, শুটকি উৎপাদন ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য|
৭।চর কুকড়ি মুকড়ি কি জন্য বিখ্যাত? উত্তর: মৎস্য আহরণ, অতিথি পাখি ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য|
৮। বিল কিভাবে সৃষ্টি হয়? উত্তর: নদী প্রবাহ পরিবর্তনের মাধ্যমে নদীর অংশাবিশেষ থেকে|
৯। চলন বিল কোথায় অবস্থিত? উত্তর: পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায়|
১০। আড়িয়াল বিল কোথায় অবস্থিত? উত্তর: মুন্সিগঞ্জ|
১১। বাংলাদেশের মিঠাপানির মাছের উৎস কোনটি? উত্তর: চলন বিল।
১২। বাংলাদেশের সীমান্তবর্তী বিল কোনটি? উত্তর: তামাবিল|
১৩। বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় কাকে? উত্তর: ডাকাতিয়া বিলকে|
১৪। চলন বিল কোন নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর:আত্রাই|

বাংলাদেশের চর ও তার অবস্থানঃ
নাম: অবস্থান:
মহুরির চর পরশুরাম, ফেনী
দুবলার চর সুন্দরবনের দক্ষিণে
চর কুকড়ি মুকড়ি ভোলা
চর জব্বার ও চর মালিক ভোলা
উড়ির চর ন্দ্বীপ,চট্টগ্রাম
চর গজারিয়া লক্ষ্মীপুরে
চর আলেকজান্ডার লক্ষ্মীপুর
চর শ্রীজনী ও চর শাহাবানি নোয়াখালীর হাতিয়ায়

বাংলাদেশের নদ-নদী

বাংলাদেশের নদ-নদী ও এর উৎপত্তিস্থল

নদীঃ পাহাড়, হ্রদ, প্রস্রবণ প্রভৃতি উচ্চ ভূমিতে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ নির্দিষ্ট প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন অপর কোনো জলাশয়, হ্রদ বা সাগরে মিলিত হয় তখন ঐ প্রবাহকে নদী বলে|

মোহনাঃ নদী যে স্থানে সমুদ্রে বা হ্রদে মিলিত হয় তাকে মোহনা বলে|

১৷ বাংলাদেশের নদী গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর
২৷ বাংলাদেশে খরস্রোতা নদী কোনটি? উত্তর:মেঘনা
৩৷ বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? উত্তর:নাফ
৪৷ বাংলাদেশের দীর্ঘতম নদী? উত্তর:সুরমা
৫৷ শাখা প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কতটি? উত্তর:৩১০টি
৬৷ বাংলাবান্ধা কোন নদী তীরে অবস্থিত? উত্তর:মহানন্দা
৭৷ জোয়ার ভাটা হয় না কোন নদীতে? উত্তর:গোমতী
৮৷ পদ্মা নদী যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে? উত্তর:গোয়ালন্দে
৯৷ বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কোনটি? উত্তর:কুলিখ
১০৷ কুষ্টিয়া কোন নদীর তীরে অবিস্থত? উত্তর:গড়াই

জানা অজানা আরো কিছু তথ্য:

1. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? উত্তর:হাড়িয়াভাঙ্গা
2. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? উত্তর:পদ্মা
3. বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি? উত্তর:যমুনা৷
4. বাংলাদেশের পাশাপাশি দুই রঙের পানির স্রোত পাওয়া যায় কোন নদীতে? উত্তর:যমুনা নদীতে৷
5. মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর:আসামের লুসাই পাহাড়ে৷
6. পদ্মা নদীর উৎপত্তিস্থল স্থল কোথায়? উত্তর: হিমালয় পর্বতেরগাঙ্গো্ত্রি নামক হিমবাহ থেকে৷
7. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় কত সালে? উত্তর: ১৯৬২সালে|
8. বাংলাদেশের জলসীমায় উত্পত্তি এবং সমাপ্তি ঘটেছে- উত্তর:হালদা ও সাঙ্গুর৷
9. পদ্মা নদী বাংলাশে প্রবেশ করেছে- উত্তর:চাঁপাইনবাবগঞ্জ দিয়ে৷
10. মেঘনা নদী প্রবেশ করেছে-উত্তর:সিলেট দিয়ে৷
11. পদ্মার একমাত্র উপনদী কোনটি? উত্তর:মহানন্দা৷
12. চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী হয়েছে কোন নদী? উত্তর:বাঙ্গালী
13. বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোনটি? উত্তর:রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ৷
14. বাংলাদেশের প্রধান নদীবন্দর- উত্তর:নারায়ণগঞ্জ৷
15. যমুনা নদীর পূর্ব নাম কি? উত্তর:জোনাই নদী|
16. বুড়িগঙ্গা নদীর পূর্বনাম কি? উত্তর: কীর্তিনাশা|
17. পদ্মা নদীর পূর্বনাম কি? উত্তর:দোলাই নদী|

প্রধান প্রধান নদ-নদীর উৎপত্তিস্থলঃ

১।পদ্মা-হিমালয় পবর্তের গঙ্গোত্রী হিমবাহ
২।ব্রহ্মপুত্র, যমুনা- তিব্বতের কৈলাসশৃঙ্গের মানস সরোবর
৩।মেঘনা- আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড়
৪।কর্ণফুলী- আসামের লুসাই পাহাড়ের লংলেহ
৫।করতোয়া- সিকিমের পার্বত্য অঞ্চল
৬।তিস্তা- সিকিমের পার্বত্য অঞ্চল
৭।মহানন্দা- হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড়
৮।সুরমা- নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণাংশ
৯।সাঙ্গু- মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পর্বত
১০।মাতামহুরী- লামাই মইভার পর্বত
১১।গোমতী- ত্রিপুরা পাহাড়ের ডুমুর

বাংলাদেশের পাহাড়-পবর্ত

১৷ বাংলাদেশের সবোর্চ্চ পবর্তশৃঙ্গ কোনটি?উত্তর- তাজিং ডং
২৷ বাংলাশের সবচেয়ে উঁচু ও বৃহত্তম পাহাড় কোনটি?উত্তর-গারো পাহাড়
৩৷ কোন ভূমি রূপটি বাংলাদেশে নেই?উত্তর-মালভূমি
৪৷ কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত?উত্তর-মৌলভীবাজার
৫৷ লালমাই পাহাড় কোথায় অবস্থিত?উত্তর-কুমিল্লা

জানা অজানা আরো কিছু তথ্য:

1. বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয় কেন যুগে? উত্তর-টারশিয়ারী যুগে৷
2. বাংলাদেশের পাহাড়সমূহ কোন শ্রেণীর? উত্তর-ভাঁজ পবর্ত শ্রেণীর
3. গারো পাহাড় কোথায় অবস্থিত? উত্তর-ময়মনসিংহ জেলায়৷
4. চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? উত্তর-চট্টগ্রামের সীতাকুন্ডে৷
5. হিন্দুদের তীর্থস্থানের জন্য কোন পাহাড় বিখ্যাত? উত্তর-চন্দ্রনাথের পাহাড়|
6. মারমা উপজাতিরা কোথায় বাস করে? উত্তর-চিম্বুক পাহাড়ের পাদদেশে৷[চিম্বুক পাহাড় বান্দরবনে অবস্থিত ৷]
7. তাজিং ডং কোথায় অবস্থিত? উত্তর-বান্দরবন জেলায়৷[তাজিং ডং মারমা শব্দ৷ এর অর্থ গভীর অরণ্যের পাহাড়|
8. তাজিং ডং এর উচ্চতা কত? উত্তর-৩,১৮৫ ফুট৷
9. বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর-কেওকারাড|[এটি বান্দরবান জেলায় অবস্থিত|কেওকারাডং এর উচ্চতা ২,৯২৮ ফুট
10. বাংলাদেশের পাহাড়সমূহের গড় উচ্চতা কত? উত্তর-৬১০ মি. বা ২০৫০ ফুট৷
11. বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে কোথায়? উত্তর-কুলাউড়া পাহাড়ে৷
12. খাগড়াছড়ি জেলার উচুঁ পাহাড় কোনটি? উত্তর-আলুটিলা|

সংকলন: অজানা তীর্থ

Related Posts:

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ