অতীতকালে সংঘটিত হওয়া দুটি কাজের মধ্যে-
অাগেরটি = Past Perfect
পরেরটি = Past Indefinite
যেমনঃ
রোগী অাসিবার পরে ডাক্তার মারা গেল।
এখানে, অাগের কাজ = রোগী অাসা = Past Perfect
পরের কাজ = ডাক্তার মারা যাওয়া = Past Indefinite
সে বিয়ে করার পূর্বেই বাবা হয়ে গেল। :D
এখানে, অাগের কাজ = বাবা হওয়া ( Past Perfect)
পরের কাজ = বিয়ে করা (Past Indefinite)
এসব কথা সবাই জানি। কথা হচ্ছে, অতীতের দুটি কাজ when দ্বারা যুক্ত থাকলে বাক্যে কিভাবে ব্যবহৃত হবে...?
এক্ষেত্রে when এর অাগে Past Perfect এবং পরে Past Indefinite হয়।
অর্থাৎ,
Past Perfect + when + Past Indefinite
♦ He had worked for three years when he joined the company. ( had worked = অাগের কাজ, joined = পরের কাজ)
তেমনিভাবে,
♦ She had been a nurse when she decided to qualify as a doctor.
♦ Tafriha had finished her work when we arrived.
Tense
By ─────────────── āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ ā§Ļā§Ē, ⧍ā§Ļ⧧⧝
❒❒ Transformation of Sentences-āĻāϰ āĻāĻĒāϰ āĻāĻĒāύাāϰ āĻĒāĻāύ্āĻĻেāϰ āĻĒোāϏ্āĻ/āĻāϰ্āĻিāĻেāϞ āĻĒāĻĄ়āϤে āύিāĻেāϰ āϞিংāĻে āĻ্āϞিāĻ āĻāϰুāύ/āĻĒ্āϰāĻŦেāĻļ āĻāϰুāύ:
.....................................................................