ক্রিপ্টোকারেন্সি :
ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) এক ধরনের সাংকেতিক বা ডিজিটাল মুদ্রা। এ মুদ্রার নামকরণ হয়েছে ক্রিপ্টোগ্রাফি (সংকেত রীতিবিদ্যা) থেকে। প্রচলিত বাজারে ক্রিপ্টোকারেন্সির চল নেই। শুধু অনলাইন দুনিয়ার নির্ধারিত কিছু প্ল্যাটফর্মে এ মুদ্রা চলে। এ মুদ্রা মানে কিন্তু কোনো কাগুজে নোট না। সহজ উদাহরণ দিয়ে বোঝাতে গেলে, ধরুন—আপনি মোবাইল ব্যবহার করেন। মোবাইল অপারেটর ঘোষণা দিল প্রতি ১০০০ টাকা খরচ করলে এর জন্য ১০০ পয়েন্ট করে আপনার মোবাইল সংযোগে যোগ হবে। এভাবে ৫০০ পয়েন্ট জমা হলে সেটাকে ভাঙানো যাবে। প্রতি ৫০০ পয়েন্টের মূল্যমান প্রচলিত মুদ্রায় ৫০ টাকা। অর্থাত্ পয়েন্ট ভাঙালে সেটা মোবাইল ব্যালান্স হিসাবে ৫০ টাকা যোগ হবে। এখানে এই পয়েন্টটাও কিন্তু এক ধরনের ডিজিটাল মুদ্রা। কারণ এই পয়েন্টকে প্রচলিত মুদ্রায় রূপান্তরের সুযোগ আছে। তবে ক্রিপ্টোকারেন্সির সঙ্গে এর পার্থক্য হচ্ছে—পয়েন্ট থেকে টাকায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি প্রকাশ্য, সেবাদাতা প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি প্রক্রিয়াটি গোপন এবং কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই। প্রচলিত মুদ্রা রাষ্ট্রীয় সিদ্ধান্তে তৈরি করা হয়, কিন্তু ক্রিপ্টোকারেন্সির বেলায় কোনো সুসংগঠিত নীতিমালার বালাই নেই। এ কারণে অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ। ক্রিপ্টোকারেন্সির তালিকায় আছে—বিটকয়েন, ওয়ানকয়েন, লাইটকয়েন ইত্যাদি। সম্প্রতি ফেসবুকও ‘লিব্রা’ নামে ক্রিপ্টোকারেন্সি চালুর ঘোষণা দিয়েছে।
/
হাবিব তারেক
Home »
৬. সাধারণ বিজ্ঞান
» ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency)
ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency)
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................