BCS পরীক্ষার্থীদের জন্য -

গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তর

গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তর
# জিসান
কোন দেশটি পূর্ব এশিয়াতে অবস্থিত?
ক) ইরান
খ) তুরস্ক
গ) কাজাখস্তান
ঘ) জাপান√
২। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে?
ক) মূল মধ্যরেখা
খ) মকর ক্রান্তি
গ) বিষুব রেখা √
ঘ) কর্কট ক্রান্তি
৩। মালদ্বীপ কোথায় অবস্থিত?
ক) বঙ্গোপসাগরের দক্ষিণ -পূর্বাংশ
খ) আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশ √
গ) ভূ-মধ্যসাগরের উপকূলে
ঘ) পারস্য উপসাগরে
৪। পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কী?
ক) ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য √
খ) একটি স্বাধীন দেশ
গ) অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
ঘ) কোনোটিই ঠিক নয়
৫। বার্মার নাম কত সালে মিয়ানমার করা হয়?
ক) ১৯৮৯√
খ) ১৯৯০
গ) ১৯৯১
ঘ) ১৯৮৮
৬। কোনটি স্থলবেষ্টিত দেশ নয়?
ক) আফগানিস্তান
খ) ভিয়েতনাম√
গ) নেপাল
ঘ) লাওস
৭। কর্নারস্টোন অব পিস স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত?
ক) নাগাসাকি
খ) হিরোসিমা
গ) ওকিনাওয়া√
ঘ) যুক্তরাষ্ট্র
৮। উত্তর & দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?
ক) ১৯৪৭
খ) ১৯৪৬
গ) ১৯৪৪
ঘ) ১৯৪৫ √
৯। ব্লু হাউজ কোন দেশের প্রেসিডন্টের সরকারি বাসভবনের নাম?
ক) চীন
খ) ইংল্যান্ড
গ) যুক্তরাষ্ট্র
ঘ) দক্ষিণ কোরিয়া√
১০। ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ?
ক) সৌদিআরব
খ) লেবানন
গ) তুরস্ক
ঘ) মিশর√
১১। ন্যাটোভুক্ত মোট দেশের সংখ্যা কয়টি?
ক) ২৬
খ) ২৭
গ) ২৮
ঘ) ২৯ √
১২। তুরস্কের মুদ্রার নাম কি?
ক) দিনার
খ) দিরহাম
গ) রিয়াল
ঘ) লিরা√
১৩। তাজিকিস্তানের রাজধানীর নাম কি?
ক) আস্তানা
খ) তাসখন্দ
গ) দুশানবে√
ঘ) আসখাবাদ
১৪। আলীগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) মধ্যপ্রদেশ
খ) পশ্চিমবঙ্গ
গ) উত্তর প্রদেশ√
ঘ) রাজস্থান
১৫। ভারত & বাংলাদেশের ক্ষেত্রে কবে আনুষ্ঠানিক ভাবে ছিটমহল শব্দটি মুছে যায়?
ক) ১ জুলাই ( মধ্যরাতে)
খ) ১ আগস্ট ( মধ্যরাতে)
গ) ৩১ জুলাই ( মধ্যরাতে)√
ঘ) খ+গ
১৬। নিচের কোন শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়?
ক) কোয়াটা√
খ) হেরাত
গ) কান্দাহার
ঘ) মাজার ই শরীফ
১৭। চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত মাইল?
ক) ২৪০০
খ) ৫৫০০√
গ) ৩৪২৪
ঘ) ৪৫০০
১৮। ফ্রিডম ফ্লোটিলা কোথায় প্রেরিত হয়?
ক) তুরস্ক
খ) প্যালেস্টাইন√
গ) সুইডেন
ঘ) ইয়েমেন
১৯। দক্ষিণ ওসেটিয়া কোথায় অবস্থিত?
ক) রাশিয়াতে
খ) সাইবেরিয়াতে
গ)ককেশাসে√
ঘ) তুরস্কে
২০। নিচের কোনটি বলকান রাষ্ট্র নয়?
ক) রুমানিয়া
খ) বুলগেরিয়া
গ) আলবেনিয়া
ঘ) বলিভিয়া√
২১. অাপনার কলিগ পরনিন্দা পছন্দ করেন। অাপনি তার অপস্থিতিতে কি করবেন?
ক) তার সম্পর্কে গীবত করবেন।
খ) তার প্রশংসা করবেন।
গ) তার সম্পর্কে বসকে অারও বাড়িয়ে বলবেন।
ঘ) কিছুই করবেন না। √
২২.SCRIBBLE:WRITE:
ক. limp:walk
খ. draw: print
গ. mumble:talk √
ঘ. float:swim
২৩.’পেট্রোল ইঞ্জিন’ মোটরগাড়ির সাথে সম্পর্কিত হলে সার্চ ইঞ্জিন (search engine) কিসের সাথে সম্পর্কযুক্ত?
ক. উড়োজাহাজ
খ. কম্পিউটার √
গ. GPS
ঘ. প্যানাটোরিয়াম
২৪.২৬ মার্চ বাংলাদেশ হলে ১৭এপ্রিল কি?
ক. জাতীয় শিশু দিবস
খ. সংবিধান
গ. মন্ত্রিসভা √
ঘ.সংসদ
২৫.স্বাধীন:নির্ভয়:সংশয়:?
ক. প্রত্যয়
খ. দ্বিধা √
গ. বিরক্তি
ঘ. বিস্ময়
২৬. বৃদ্ধ মানুষটি চায়ে কিছুই পছন্দ করেন না ।তিনি শুধু-চা পছন্দ করেন।
ক.ঠাণ্ডা
খ. মিষ্টি
গ.হালকা
ঘ. রং √
২৭.It is impossible for a family, without-
ক.house
খ. Food
গ. Education
ঘ. Members √
২৮.___ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব ।
ক. টিকা
খ. সচেতনতা√
গ. টিকাদান কর্মসূচি
ঘ. অর্থ সাহায্য
২৯.____ব্যতীত গণতন্ত্র অচল।
ক. অস্ত্র
খ. সহনশীলতা √
গ.ভোটাধিকার
ঘ. সংঘাত
৩০.একজন শিক্ষক আপনি যে গ্রেডের জন্য নিজেকে যোগ্য মনে করেন তার চেয়ে অনেক নিচের গ্রেড দিয়েছেন ।আপনি তখন কি করবেন?
ক. নিজের যোগ্যতা মাফিক গ্রেড পাওয়ার জন্য পীড়াপীড়ি করবেন ।
খ.শিক্ষকের নিকট ব্যাখ্যা চাইবেন ।√
গ.কিছুই করবেন না এবং স্বাভাবিক আচরণ করবেন ।
ঘ. অন্য শিক্ষকের কাছে বদলি হবেন ।
৩১.আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে প্রকাশ্যে সবার সামনে আপনার একটি ভুলের জন্য খুব তিরস্কার করলেন যদি ও আপনি সে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন ।আপনি তখন কি করবেন?
ক.শোনার ভান করবেন কিন্তু শুনবেন না
খ.অসুখের কথা বল কেটে পড়বেন
গ. তাকে বলবেন অনেকেই একই ভুল করেছে।
ঘ.তাকে নিভৃতে তিরস্কার করার জন্য বলবেন√
৩২.Word: Speech ::Pages:?
ক.picture
খ.Book
গ.Chapter √
ঘ.Topic
৩৩.শিশুরা স্বভাবত______।
ক. দুর্বল
খ. বোকা
গ. লোভী
ঘ.চঞ্চল√
৩৪.আমার মা তোমার ভাইয়ের বোন।তোমার সাথে আমার সম্পর্ক কি?
ক. কাকা
খ.মামা√
গ.আত্মীয় ভাই
ঘ. মায়ের দেবর
৩৫.ছবি:তোলা ::চিঠি:
ক. ছাপা
খ.লেখা√
গ. পোষ্ট করা
ঘ. বিলি
৩৬.কাঁচ:পালিশ::পোশাক:
ক. কাচ
খ.ড্রাই ক্লিন
গ. ইস্ত্রি করা√
ঘ.অলটার
৩৭.IF FRIEND is coded ad HUMJTK, HOW IS CANDLE written in that code?
ক.EDRIRL√
খ.DCQHQK
গ. ESJFME
ঘ.FYOBOC
৩৮.The house needs a new ______ of paint.
ক.strok
খ.color
গ.look√
ঘ.coat
৩৯.Who is the darkest person?
ক. D is darker than A
খ. A is darker than B
গ. C is darker than D√
ঘ. E is darker than A
৪০. It is impossible a family , without-
ক.house
খ.education
গ.food
ঘ.members √
41. Dead Heart of Africa বলা হয় কোন দেশকে?
ক) নাইজার
খ) সোমালিয়া
গ) কেনিয়া
ঘ) শাদ √
42. "অস্ট্রেলিয়া" শব্দের অর্থ কি?
ক) এশিয়ার দক্ষিণাঞ্চল √
খ) এশিয়ার পূর্বাঞ্চল
গ) অামেরিকার দক্ষিণাঞ্চল
ঘ) নিউজিল্যান্ডের পূর্বাঞ্চল
43. হোক্কাইডো দ্বীপটি কোথায়?
ক) দক্ষিণ কোরিয়া
খ) চীন
গ) জাপান √
ঘ) উত্তর কোরিয়া
44. বাংলাদেশের যে অঞ্চলের ভূমি উচু -
ক) পূর্বাঞ্চল
খ) দক্ষিণাঞ্চল
গ) উত্তরাঞ্চল √
ঘ) পশ্চিমাঞ্চল
45. বাংলাদেশ - ভারতের মধ্যে বিরোধপূর্ণ সীমার মধ্যে বাংলাদেশ পেয়েছে -
ক) ১৯২৩০ বর্গকিমি
খ) ১৮৬৪১ বর্গকিমি
গ) ১৯৪৬৭ বর্গ কিমি √
ঘ) ১১১৬৩১ বর্গকিমি
46. মধ্য এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত ছিল -
ক) সোভিয়েত ইউনিয়নের √
খ) ব্রিটেন
গ) ফ্রান্স
ঘ) পর্তুগাল
47. এন্টার্কটিকা মহাদেশকে বলা হয় -
ক) রহস্যাবৃত মহাদেশ √
খ) সাদা মহাদেশ
গ) জনমানবশূন্য মহাদেশ
ঘ) কোনটিই না।
48. বলকান দেশ নয় কোনটি?
ক) মলদভিয়া
খ) রোমানিয়া
গ) ক্রয়োশিয়া
ঘ) মোনাকো √
49. East London কোথায় অবস্থিত?
ক) লন্ডন
খ) ভারত
গ) দক্ষিণ অাফ্রিকা√
ঘ) যুক্তরাষ্ট্র
50. নাফাকুম জলপ্রপাত কোন জেলায়?
ক) সাতক্ষীরা
খ) বরিশাল
গ) চট্টগ্রাম
ঘ) বান্দরবান √
51. বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ?
ক) সামাজিক √
খ) ধর্মীয়
গ) পারিবারিক
ঘ) ব্যক্তিগত
52. Morality শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
ক) Morolat
খ) Moralite
গ) Moralitas√
ঘ) Moralita
53. সুশাসনের অন্যতম প্রতিবন্ধক কোনটি?
ক) দুর্নীতি √
খ) কালো টাকা
গ) রাজনৈতিক সহিংসতা
ঘ) সংসদে বিতর্ক
54. প্রতিটি শিশুই যে মূল্যবোধ নিয়ে জন্মায় --
ক) সামাজিক মূল্যবোধ
খ) পারিবারিক মূল্যবোধ
গ) ব্যক্তিগত মূল্যবোধ √
ঘ) ধর্মীয় মূল্যবোধ
55. "Modern Moral Philosophy"- বইটার লেখক কে?
ক) Tom More
খ) W D Hudson√
গ) Samuels
ঘ) Adam Smith
56. পৃথিবীর যে দেশগুলোতে সুশাসন খুব প্রয়োজনীয় --
ক) উন্নত
খ) উন্নয়নশীল √
গ) LDC
ঘ) কোনটিই না।
57. অাধুনিক বিশ্ব খুব বেশী করে গুরত্ব দিচ্ছে --
ক) সামাজিক মূল্যবোধকে
খ) রাজনৈতিক মূল্যবোধকে
গ) ব্যক্তিগত মূল্যবোধকে √
ঘ) পারিবারিক মূল্যবোধকে
58. সাধারণ দৃষ্টুতে মূল্যবোধ কত প্রকার?
ক) 5 প্রকার √
খ) 6 প্রকার
গ) 7 প্রকার
ঘ) 8 প্রকার
59. বিশ্বব্যাংক সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করে কত সালে?
ক) 1988 সালে
খ) 1989 সালে √
গ) 1990 সালে
ঘ) 1991 সালে
60. দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে প্রতিষ্ঠিত হবে --
ক) সুশাসন √
খ) সোনার বাংলা
গ) নৈতিকতা
ঘ) দুর্নীতিমুক্ত সমাজ
61. CPU means ----
A. Computer Processing Unit
B. Central Processing Unit√
C. Computer Power Unit
D. Central Power Unit
62. CPU এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষণস্তায়ীভাবে কোথায় জমা রাখা হয়?
A. মনিটরে
B. ROM
C. Register√
D. Disk - এ
63. Hard Disk হলো -----
A. প্রাথমিক মেমোরি
B. চার্জ কাপল মেমোরি
C. প্রধান মেমোরি
D. সহায়ক মেমোরি√
64. Brain of Computer ----
A. Memory
B. CPU√
C Hard Disk
D. RAM
65. কম্পিউটারের ফিক্সড ডিস্ক হচ্ছে -----
A. Zip Disk
B. Hard Disk√
C. Floppy Disk
D. Disk Drive
66. Another word for CPU is ----
A. Execute
B. Micro Chip
C. Microprocessor√
D. Decode
67. In CISC processor CISC means -----
A. Computer Instruction Set Computing
B. Central Instruction Set Computing
C. Compound Instruction Set Computing
D. Complex Instruction Set Computing√
68. Hard Disc মাপার একক হলো -----
A. KB
B. MB
C. GB √
D. TB
69. Which one is the following companies is a leading manufacturer of Hard Disk Drives?
A. Seagate√
B. Samsung
C. Fujitsu
D. Lenovo
E. None
70. Hard Disk এর প্রতিটি সেক্টরের ধারণক্ষমতা ------
A. 512 bytes√
B. 64 bytes
C. 510 bytes
D. 1000 bytes
71. দেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি ?
ক) ৩টি √
খ) ৪ টি
গ) ৫ টি
ঘ) ৬ টি
72. ৬ এপ্রিল ২০১৭ দেশের ৬৯তম পাসপোর্ট অফিস উদ্ভোধন করা হয় কোথায়?
ক) বাংলাদেশ সচিবালয়, ঢাকা √
খ) বেনাপোল, যশোর
গ) হালুয়াঘাট, ময়মনসিংহ
ঘ) হিলি, দিনাজপুর
73. ১১ এপ্রিল ২০১৭ আন্তর্জাতিক সংবাদমাধ্যম Business Insider-এর সহযোগিতায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)-এর ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে বাংলাদেশকে কি নামে অভিহিত করা হয়?
ক) এশিয়ার ‘নতুন বাঘ’ √
খ) এশিয়ার প্রাণ
গ) বাঘের দেশ
ঘ) বীরের দেশ
74. NATO’র ২৯তম সদস্য পদ লাভ করবে কোন দেশ?
ক) সার্বিয়া
খ) মন্টনিিগ্রো√
গ) ক্রয়েশিয়া
ঘ) সুইডেন
75. কৃত্রিম ডিম উৎপাদন ও বাজারজাতকারী দেশ কোনটি?
ক) চীন; ২০০৪ সাল থেকে√
খ) ভারত; ২০১২ থেকে
গ) জাপান; ২০১১ থেকে
ঘ) ব্রাজিল; ২০১৭ থেকে
76. যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে সর্বাধিক আমদানি করে?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) জার্মানি
ঘ) চীন√
77. চীনের নিজস্ব তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি এবং কবে থেকে যাত্রা শুরু করে?
ক) বিং - 001A; ২৬ এপ্রিল ২০১৭ যাত্রা শুরু করে
খ) টাইপ 001A; ২৬ এপ্রিল ২০১৭ যাত্রা শুরু করে √
গ) টাইপ -002B; ২৬ এপ্রিল ২০১৭ যাত্রা শুরু করে।
ঘ) কোনটিই না।
78. শেরন কোন দেশভিত্তিক তেল-গ্যাস কোম্পানি ?
ক) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভ
িত্তিক√
খ) ঈসরাইলের তেলঅাবিব কেন্দ্রিক
গ) কাতারের দোহাভিত্তিক
ঘ) ভেনেজুয়েলার কারাকাশ ভিত্তিক
79. ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TPP) চুক্তির প্রস্তাবিত নাম কি?
ক) Ultra TPP
খ) Super TPP
গ) TPP 12 Minus One √
ঘ) TPP plus.
80. মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় কবে?
ক) ২০১৬ সালে
খ) ২০১৫ সালে
গ) ২০১৭ সালে √
ঘ) ২০১৪ সালে
৮১। সূর্যই যে সৌর জগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারিদিকে ঘুরে চলেছে, একথা বলেছেন-
ক) প্লেটো
খ) অ্যা্রিস্টার্কাস √
গ) অ্যা্রিস্টটল
ঘ) গ্যালিলিও
৮২। পাখি উড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরী করেন কে?
ক) রজার বেকন
খ) লিওনার্দো দা ভিঞ্চি √
গ) ওমর খৈয়াম
ঘ) রাইট ভ্রাতৃদ্বয়
৮৩। আলোক ফ্লাক্স এর একক-
ক) লুমেন √
খ) লাক্স
গ) ক্যান্ডেলা
ঘ) ডাই অপ্টার
৮৪। পরিবাহিতার একক-
ক) ওহম
খ) প্রতি ওহম প্রতি মিটার
গ) সিমেন্স √
ঘ) ভোল্ট
৮৫। কোনটি সত্য?
ক) ১ অ্যাংস্ট্রম= ১০^১০ মিটার
খ) ১ কুইন্টাল= ১০০০ কেজি
গ) ১ নট= ১.৪ মাইল √
ঘ) আলোর দ্রুতি= ৩ x ১০^১০ মি/সে
৮৬। নিচের কোনটি সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য নয়?
ক) পর্যাবৃত্ত গতি
খ) ঘূর্ণন গতি √
গ) স্পন্দন গতি
ঘ) সরল রৈখিক গতি
৮৭। নিচের কোনটি সত্য নয়?
ক) শ্রাব্যতার পাল্লা ২০Hz থেকে ২০,০০০Hz
খ) শ্রাব্যতার পাল্লা সকল ব্যাক্তির জন্য সমান √
গ) কুকুরের শ্রাব্যতার ঊর্ধ্ব সীমা প্রায় ৩৫,০০০ Hz
ঘ) বাদুরের শ্রাব্যতার ঊর্ধ্ব সীমা প্রায় ১০,০০০ Hz
৮৮। শব্দের প্রতিফলনের উদাহরণ-
ক) অনুনাদ
খ) বীট
গ) প্রতিধ্বনি √
ঘ) ব্যাতিচার
৮৯। কোনটি সত্য নয়?
ক) ১০ ডেসিবল একটি শব্দ অপেক্ষা ৩০ ডেসিবল শব্দ ১০০ গুণ বেশি তীব্র
খ) মাইক্রোফোনে শব্দ তরঙ্গকে বিদ্যুত তরঙ্গে রূপান্তরিত করা হয়
গ) শব্দোত্তর তরঙ্গ উতপত্তি হয় কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর এর মাধ্যমে
ঘ) অডিওফোনের মাধ্যমে শব্দের তীব্রতা নির্ণয় করা হয় √
৯০। কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে শব্দের দ্রুতি কোনটির ওপর নির্ভর করে? ক. তাপমাত্রা √
খ. চাপ গ. কম্পাঙ্ক
ঘ. প্রতিধ্বনি
৯১। কোনটি সত্য নয়?
ক) এক্সরে অপেক্ষা গামা রশ্মি বড় তরঙ্গ দৈর্ঘ্যের √
খ) বর্ণালীতে 10^-11m – 10^-8m পর্যন্ত দৈর্ঘ্যের তরঙ্গ এক্সরে
গ) এ রশ্মি দেহের নরম অংশ ভেদ করতে পারে
ঘ) এ রশ্মির সাহায্যে ফটো তুলে দেখা যায় দেহের হাড় ভেঙেছে কিনা
৯২। সূর্য থেকে যে বিকীর্ণ তাপ আসে তাকে বলা হয়-
ক) এক্স রশ্মি
খ) গামা রশ্মি
গ) অবলোহিত রশ্মি √
ঘ) অতিবেগুনী রশ্মি
৯৩। পেরিস্কোপ কোন নীতির উপর প্রতিষ্ঠিত?
ক) শুধু প্রতিসরণ
খ) প্রতিসরণ ও প্রতিফলন
গ) প্রতিফলন ও ব্যতিচার √
ঘ) অপবর্তন
৯৪। কোনটি চৌম্বক পদার্থ নয়?
ক) কাঁচা লোহা
খ) ইস্পাত
গ) কোবাল্ট
ঘ) টিন √
৯৫। কলিং বেল এ ব্যবহার করা হয়-
ক) স্থায়ী চুম্বক
খ) অস্থায়ী চুম্বক √
গ) এলনিকো
ঘ) সিরামিক চুম্বক
৯৬। সেন্টিগ্রেড মাপে তাপমাত্রা পরিবর্তন হয় ৪৫ ডিগ্রী হয়, তাহলে কেল্ভিন মাপে পরিবর্তন হয়?
ক) ২৫ ডিগ্রী
খ) ৪৫ ডিগ্রী √
গ) ৮১ ডিগ্রী
ঘ) ১১৩ ডিগ্রী
৯৭। NTP- এর পূর্ণ নাম-
ক) Normal Temperature & Pressure √
খ) Natural Temperature & Pressure
গ) Norminal Temperature & pressure
ঘ) Normal Thermodynamic Pressure
৯৮। প্রেশার কুকার তৈরির মূলনীতি কী?
ক. চাপে পানির স্ফুটনাঙ্ক হ্রাস পায়
খ. চাপে পানি কম তাপমাত্রায় ফোটে
গ. চাপে পানি বেশি তাপমাত্রায় ফোটে √
ঘ. চাপে রান্নার বস্তুর গলনাঙ্ক হ্রাস পায়
৯৯। কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
ক) পেট্রোল ইঞ্জিন √
খ) ডিজেল ইঞ্জিন
গ) বৈদ্যুতিক ইঞ্জিন
ঘ) গ্যাস ইঞ্জিন
১০০। একই পদার্থের তৈরি একটি ক্ষুদ্র বস্তু ও একটি বৃহত বস্তুতে সমান পরিমাণ তাপ সরবরাহ করা হল, এক্ষেত্রে কোন উক্তিটি প্রযোজ্য?
ক) ক্ষুদ্র বস্তু অপেক্ষা বৃহত বস্তুতে তাপমাত্রা বেশি হবে
খ) ক্ষুদ্র বস্তুর তাপমাত্রা বৃহত বস্তু অপেক্ষা বেশি হবে √
গ) উভয়ের তাপমাত্রা সমান হবে
ঘ) ক্ষুদ্র বস্তু অপেক্ষা বৃহত বস্তুতে তাপের পরিমাণ বেশি হবে
#জিসান

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ