ইংরেজি গ্রামারের ২য় ১/২
মুখস্ত বিদ্যা
1) Appropriate Preposition
2) Spelling
3) One Word Substitution
4) Phrases & Idioms
5) Group Verbs
6) Latin Words /Foreign Words
এগুলো পড়লেই কমন পাবেন । যাদের আগে ভালো করে পড়া আছে তারা রিভিশন দিন । আর যাদের পড়া নেই তারা বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুলো দেখুন ।
7) Synonym & Antonym
8) Analogy
৭ নং গুলো একটু অনিশ্চিত কমন পাওয়ার ক্ষেত্রে । Analogy এর সম্পর্ক নির্ণয় শিখুন তাহলে উত্তর করতে পারবেন । এই দুই অংশ মূলত নিজের ভোকাবুলারির উপর নির্ভর করে ।
/////
তথ্য প্রযুক্তি অংশ
১। বিভিন্ন প্রকার মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য এবং সেলুলার ডাটা নেটওয়ার্ক (3G, 4G, 5G) প্রজন্মের বৈশিষ্ট্য , চালু , ও উদাহরণ এবং ব্যবহার
২। স্মার্ট ফোন, অ্যান্ড্রয়েড ফোন, রোবটিক্স , ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, , বায়ো ইনফরমেটিক্স , সাইবার অপরাধ সম্পর্কে ইত্যাদি সম্পর্কে সাধারণ ধারণা
৩। ইন্টারনেট ও এর প্রটোকল সমূহ, সার্চ ইঞ্জিন , ইমেইল, www, http, html
৪। কম্পিউটার নেটওয়ার্ক বিস্তারিত ( সংযোগ যন্ত্রাংশ NIC, Modem, Optical Fibre, Router, Reapter, Gateway,Bridge) : , প্রকারভেদ: LAN, MAN , WAN,
৫। তার বিহীন যোগাযোগ প্রযুক্তি (Wimax, Blue tooth, Wifi , WiLi)
৬। তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা ( প্রতিষ্ঠা সাল , প্রবর্তক , সদর দপ্তর
৭। সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ (( প্রতিষ্ঠা সাল , প্রবর্তক , সদর দপ্তর
৮। ক্লাউট কম্পিউটিং ও বুলেটিন বোর্ড এর সাধারণ ধারণা ।
//