সাধারণ বিজ্ঞানঃ
......
১।আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয়?
উত্তরঃ সিলভারের
২।বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন । নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন ?
= বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
৩।সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কী গ্যাস ব্যবহার করা হয় ?
= নাইট্রোজেন
৪।উঁচু পর্বতের চূঁডায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ পর্বত চূঁডায়
= বায়ুর চাপ কম থাকে
৫।তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয়?
উত্তরঃ পিতল
৬।তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয়?
উত্তরঃ ব্রোঞ্জ
৭।সাধারণত বেটারিতে কোন ধরনের তরল বেবহৃত হয়?
উত্তরঃ সালফিউরিক অ্যাসিড
৮।ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয়?
উত্তরঃ উঃ কার্বন
৯।ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
উত্তরঃ ০.১৫ – ১.৫ %
১০।প্রশ্ন: উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয়?
উত্তরঃ গ্রাফাইট
১১।লেখার চক কী দিয়ে তৈরী?
উত্তরঃ ক্যালসিয়াম সালফেট
১২।লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কী?
উত্তরঃ উঃ নাইট্রাস অক্সাইড
১৩।মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায়?
উত্তরঃ ভূপৃষ্ঠে
১৪।প্রশ্ন: প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী?
উত্তরঃ উঃ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি
প্রশ্ন: আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন?
উত্তরঃ মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে
প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন?
উত্তরঃ শূন্য
প্রশ্ন: পাহাড়ে ওঠা কষ্টকর কেন?
উত্তরঃ অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য
প্রশ্ন: কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয়?
কালো
তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তরঃ পরিচলন পদ্ধতিতে
প্রশ্ন: গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো?
উত্তরঃ উঃ সাদা
প্রশ্ন: শীত কালে কেন কালো কাপড় পরিধান করা ভালো?
উত্তরঃ উঃ কালো কাপড় তাপ শোষণ করে বলে
প্রশ্ন: রেল লাইনে দুটি পাতের মধ্যে কেন ফাঁকা রাখা হয়?
উত্তরঃ তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়
প্রশ্ন: শীত কালে ভেজা কাপড় তারাতারি শুখে যায় কেন?
উত্তরঃ বাতাসে জলীয় বাস্প কম থাকে বলে
প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তরঃ কঠিন মাধ্যমে
প্রশ্ন: চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন?
উত্তরঃ উঃ বাতাস নেই বলে
প্রশ্ন: শূন্য ঘরে শব্দ জোরে হয় কেন?
উত্তরঃ শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে
সাধারণ বিজ্ঞান
By ─────────────── সেপ্টেম্বর ০৪, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................