১. ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
ক) ব্রাহ্মী ও খরোষ্ঠী
খ) ব্রাহ্মী ও দেবনাগরী
গ) ব্রাহ্ম ও কুটীল
ঘ) ব্রাহ্মী ও তিব্বতী
২. সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক) ঐতরেয় আরণ্যক
খ) রঘুবংশ কাব্য
গ) উপনিষদ
ঘ) ত্রিপিটক
৩. চর্যাপদে মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায়?
ক) ২২ জন
খ) ২৪ জন
গ) ২৬ জন
ঘ) ২৭ জন
৪. ‘আপনা মাংসে হরিণা বৈরী’- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
ক) লোকসাহিত্য
খ) ব্রজবুলি
গ) চর্যাপদ
ঘ) বৈষ্ণব গীতিকা
৫. ‘পঞ্জটিকা’ কী?
ক) একটি পাখির নাম
খ) গানের একটি তাল
গ) চর্যার একজন পদকর্তা
ঘ) সংস্কৃত ছন্দ
৬. ‘জঙ্গনামা’ কাব্যটির রচয়িতা কে?
ক) দৌলত উজির বাহরাম খান
খ) শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
গ) মুহাম্মদ খান
ঘ) উপরের তিনজনই
৭. বাঙালি না হয়েও এবং বাংলায় কোন পদ রচনা না করেও কোন কবি বাঙালির মন জয় করেছিলেন?
ক) জয়দেব
খ) বিদ্যাপতি
গ) চণ্ডীদাস
ঘ) জ্ঞানদাস
৮. কোন মঙ্গলকাব্য আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত?
ক) চণ্ডীমঙ্গল
খ) ধর্মমঙ্গল
গ) মনসামঙ্গল
ঘ) কালিকামঙ্গল
৯. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল-
ক) বিশেষ ভাবে সাধু ও চলিত রীতির বিশ্লেষণ
খ) শব্দতত্ত্ব ও বাক্যতত্ত্বের বিশ্লেষণ
গ) কয়েকটি সূত্রের বিশ্লেষণ
ঘ) বিশেষভাবে বিশ্লেষণ
১০. ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’- কার রচনা?
ক) সিকান্ধার আবু জাফর
খ) হাসান হাফিজুর রহমান
গ) সুকুমার রায়
ঘ) সুকান্ত ভট্টাচার্য
১১. ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় না-
ক) কথার বিস্তারে
খ) নাটকের সংলাপের আগে
গ) সম্বোধন বোঝাতে
ঘ) অসম্পূর্ণ বাক্যের শেষে
১২. বাংলা লিপির স্থায়ী গঠন রূপ কোন আমলে শুরু হয?
ক) গুপ্ত আমলে
খ) পাল আমলে
গ) সেন আমলে
ঘ) পাঠান আমলে
১৩. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
ক) ইন্দো-জার্মানীয়
খ) বাল্টো-শ্লাভিয়ান
গ) ইন্দো-ইরানীয়
ঘ) ইন্দো-ইউরোপীয়
১৪. সুনামী শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) পর্তুগিজ
খ) ইন্দোনেশীয়
গ) জাপানি
ঘ) কোরীয়
১৫. যে সব শব্দ ব্যুৎপত্তি দ্বারা অথবা সমাস দ্বারা গঠিত হয় তাকে বলে-
ক) রূঢ়ি শব্দ
খ) সাধিত শব্দ
গ) যৌগিক শব্দ
ঘ) মৌলিক শব্দ
১৬. নিচের কোনটি প্রত্যয়সাধিত?
ক) প্রলয়
খ) খণ্ডিত
গ) নিশ্বাস
ঘ) অনুপম
১৭. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) ৭ টি
খ) ৮টি
গ) ৯টি
ঘ) ১০টি
১৮. ‘চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?
ক) ১৮০০
খ) ১৮৫৬
গ) ১৯০৭
ঘ) ১৯০৯
১৯. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
ক) তিলোত্তমা কাব্য
খ) মেঘনাদবধ কাব্য
গ) বেতাল পঞ্চবিংশতি
ঘ) বীরাঙ্গনা
২০. ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা?
ক) তারাশঙ্কর
খ) কাজী নজরূল ইসলাম
গ) সৈয়দ মুজতবা আলী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২১. কোন কাব্যটি পল্লকবি জসীম উদদীন রচিত?
ক) চৈতালি
খ) রাখালী
গ) ফণিমনসা
ঘ) আলো পৃথিবী
২২. বাংলা ভাষায় ছন্দ প্রধাণত কত প্রকার?
ক) ২
খ) ৪
গ) ৩
ঘ) ৫
২৩. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
ক) ভ
খ) ঠ
গ) ফ
ঘ) চ
২৪. ‘অপ’ কি ধরণের উপসর্গ?
ক) সংস্কৃত
খ) বিদেশি
গ) বাংলা
ঘ) মিশ্র
২৫. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
ক) নবদ্বীপের
খ) মিথিলার
গ) বৃন্দাবনের
ঘ) বর্ধমানের
২৬. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপনাস্যিকের নাম কি?
ক) ইসমাইল হোসেন সিরাজী
খ) মোতাহের হোসেন
গ) মীর মশাররফ হোসেন
ঘ) ফররুখ আহমদ
২৭. ‘উপরোধ’ শব্দের অর্থ কী?
ক) প্রতিরোধ
খ) উপস্থাপন
গ) অনুরোধ
ঘ) উপযোগী
২৮. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক) আলাওল
খ) কোরেশী মগন
গ) দৌলত কাজী
ঘ) সৈয়দ সুলতান
২৯. বাংলা ভাষায় কয়টি খাটি বাংলা উপসর্গ রয়েছে?
ক) একুশ
খ) উনিশ
গ) বিশ
ঘ) বাইশ
৩০. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
ক) কালিকলম
খ) প্রগতি
গ) কল্লোল
ঘ) সবুজপত্র
৩১. বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-
ক.১৯০০
খ.১৮০০
গ.১৯৫২
ঘ.১৯৫৪
৩২. কোন ভাষাকে উত্তরাপথের 'Lingua Franca' বলা হতো?
ক.মহারাষ্ট্র ভাষাকে
খ.শৌরসেনী ভাষাকে
গ.মাগধী ভাষাকে
ঘ.মৈথিলী ভাষাকে
৩৩.উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
ক.১২৯৮ সালে
খ.১৩৯৮ সালে
গ.১৪৯৮ সালে
ঘ.১৫৯৮ সালে
৩৪. ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?
ক. প্যারিচাঁদ মিত্র
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. দামোদর বন্দ্যোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩৫.কোনটি আধুনিক যুগের কাব্য? ক. অন্নদা মঙ্গল
খ. কালিকা মঙ্গল
গ. সারদা মঙ্গল
ঘ. কোনটিই নয়
36. Adjective form of Village is -
a. Rural
b. Villagers
c. Villaging
d. Savage
37. Are you doing anything special __ the Weekend
a. in
b. for
c. on
d. at
38. There is no such thing as chemically pure water _ nature.
a. in
b. of
c. From
d. None
39. Passive form of " She found it at last"
a. It was found by her at last.
b. It has been found by her at last.
c. It will be found by her at las.
d. It is found by her at last.
40. The news (that he was ill) is true. Here bracketed clause is
a. Adjective clause
b. Adverbial clause
c. Noun Clause
d. Principle Clause
41. Mr. Akash (deals in) dimonds. Bracketed phrase means-
a. doing business
b. rich
c. costly
d. Smuggling
42. "Black and blue" means-
a. Brutally
b. Smoothly
c. Fairly
d. Written form
43. Choose the singular word-
a.Data
b. Datum
c. Corrigenda
d. Agenda
44. "Pros and cons" means
a. Uses & Abuses
b. Merit & Demerits
c. Good & Bad
d. All the above
45. (That he is honest) is known to all. Bracketed part is
a. Phrase
b. Infinitive
c. Adjective
d. Clause
46. Each of the sons followed __ father's trade.
a. Their
b. Them
c. Whose
d. his
47. I is a letter. Here 'I' is
a. Noun
b. Pronoun
c. Adjective
d. None
48. "Sanguine" means
a. Hopeful
b. Optimistic
c. Upbeat
d. All of the above.
49. He told me his name after he__
a. left
b. had left
c. has left
d. has been left
50. (Last month) he came here. Bracketd part is--
a. Adjective Phrase
b. Adverbial Phrase
c. Relative Phrase
d. Subordinating phrase
51. All furniture __ sold yesterday.
a. was
b. been
c. were
d. are
52. The (up) train was late. Bracketed word is
a. Noun
b. Pronoun
c. Adjective
d. Preposition
53. I don't like his (doing) this. Bracketed word is
a. Gerund
b. Infinitive
c. Participle
d. Verb
54. Place where bird sits is called__
a. Perch
b. Aviary
c. Apiary
d. Harvey
55. Antonym of "Colossal"
a. Gigantic
b. Prodigious
c. Stupendous
d. teensy-weensy
56. Find out correct answer.
a. Slow and steady win the race.
b. Cattle is grazing in field.
c. I am the man who help you.
d. Two and two makes four
56. How many poem was written by wordsworth in lyrical ballads?
a. 14
b. 16
c. 19
d. 21
57. Who lies half sunk in the sand in shelley's ozymandias?
a. Broken statue
b. Two trunkless legs
c. An auceent place
d. Broken head of a statue
58. Tennyson's " in memoriam " is-
a. An elegy
b. An ode
c. A sonnet
d. A poem
59. Lyrical ballad was published in the year of
a. 1732
b. 1798
c. 1800
d. 1832
60. Charles dickens is a great
a. Poet
b. Critic
c. Playwright
d. Novelist
61. A strom man struggling with the storm of the fate is an example of a. Hyperbole
b. Alliteration
c. Paradox
d. Wonder
62. Who is known as the rebel poet of english literature?
a. William wordsworth
b. John donne
c. Lord byron
d. Tennyson
63. The author of road to freedom is
a. James baker
b. Bertrand Russell
c. Lord byron
d. Johnson
64. Renaissance is ...... word.
a. An Italian
b. A Russian
c. A European
d. A French
65. Oenone is a poem by
a. Tennyson
b. Wordsworth
c. Coleridge
d. None
66. "The picture of the dorian gray" is written by
a. Jonathon swift
b. Daniel defoe
c. Oscar wilde
d. Alexander Pope
67. Who is victorian poet?
a. Bernard show
b. John keats
c. Matthew arnold
d. Thomas gray
68. Jude the ovscure is written by
a. John milton
b. Thomas hardy
c. S. T. Coleridge
d. William wordsworth
69. Romanticism expressed a restlessness of
a. Mind
b. Soul
c. Senses
d. Body
70. Poets are the unacknowledged legislators of the world is said by a. Daniel defoe
b. P. B. Shelley
c. Samuel richardson
d. Walter scott
৭১৷ সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা কে?
ক) আইন মন্ত্রণালয়
খ) আইনসভা
গ) সুপ্রিমকোর্ট
ঘ) এ্যাটর্নি জেনারেল
৭২৷ বাংলাদেশে নির্মিতব্য প্রথম হাইটেক পাক কোথায় অবস্থিত?
ক) মহাখালী,ঢাকা
খ ) টঙ্গী,গাজীপুর
গ) কালিয়াকৈর,গাজীপুর
ঘ) আদমজী,নারায়ণগঞ্জ
৭৩৷ প্রকাশিতব্য ভ্রমণকাহিনী 'নয়াচীন' কার রচনা?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিব
খ) শেখ হাসিনা
গ) ড অমর্ত্য সেন
ঘ) প্রণব মুখার্জী
৭৪৷ বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
ক) নবাব সিরাজউদৌল্লা
খ) ইলিয়াস শাহ
গ) মুর্শিদকুলী খান
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
৭৫৷ বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের তত্ত্বাবধানে থাকবে কোন প্রতিষ্ঠান?
ক) SPARRSO
খ) BTCL
গ) BTRC
ঘ) BSCCL
৭৬৷ সিটি কর্পোরেশনের মেয়রদের শপথবাক্য পাঠ করান কে?
ক) স্পিকার
খ) প্রধানমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
ঘ) প্রধান বিচারপতি
৭৭৷ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) নূরুল আমীন
খ) মোহাম্মদ আলী
গ) লিয়াকত আলী খান
ঘ) খাজা নাজিমউদ্দিন
৭৮৷ কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসেবে কি ব়্যবহার করা হয়?
ক) বাঁশ
খ) পাটকাঠি
গ) আখের ছোবড়া
ঘ) ধানের খড়
৭৯৷ শুভলং ঝরনা কোন জেলায় অবস্থিত?
ক) বান্দরবান
খ) মৌলভীবাজার
গ) রাঙামাটি
ঘ) সিলেট
৮০৷ জাতীয় সংসদে সপ্তদশ সংশোধন বিল পাস হয় কবে?
ক) ৮ জুলাই ২০১৮
খ) ১০ জুলাই ২০১৮
গ) ১৫ জুলাই ২০১৮
ঘ) ২০ জুলাই ২০১৮
৮১৷ মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যতিক্রম সেক্টর ছিল কোনটি?
ক) ৫ নম্বর
খ) ৭ নম্বর
গ) ১০ নম্বর
ঘ) ১১ নম্বর
৮২৷ বাংলাদেশ ক্রিকেট দল শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে?
ক) ভারত
খ) ইংল্যান্ড
গ) অস্ট্রেলিয়া
ঘ) শ্রীলংকা
৮৩৷ বর্তমানে দেশের সিটি কর্পোরেশন কতটি?
ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি
৮৪৷ বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট কোনটি?
ক) রাতারগুল
খ) সুন্দরবন
গ) শালবন
ঘ) লাউয়াছড়া
৮৫৷ কোন অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রথমবারের মতো ৭% স্পর্শ করে?
ক) ২০১২-১৩
খ) ২০১৪-১৫
গ) ২০১৫-১৬
ঘ) ২০১৭-১৮
৮৬৷ বাংলা একাডেমীর বর্তমান মহাপরিচালক কে?
ক) কবি হাবীবুল্লাহ সিরাজী
খ) অধ্যাপক শামসুজ্জামান
গ) ড আনিসুজ্জামান
ঘ) ড বিশ্বজিৎ ঘোষ
৮৭৷ বাংলাদেশ পারমানবিক কৃষি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) ঢাকায়
খ) ময়মনসিংহে
গ) গাজীপুরে
ঘ) খুলনায়
৮৮৷ জাতীয় ভোটার দিবস কবে?
ক) ১ মার্চ
খ) ৭ মার্চ
গ) ১৫ মার্চ
ঘ) ২৬ মার্চ
৮৯৷ বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
ক) ৩০টি
খ) ৩১টি
গ) ৩২টি
ঘ) ৩৩টি
৯০৷ সপ্তবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে-
ক) পরিকল্পনা মন্ত্রণালয়
খ) অর্থ মন্ত্রণালয়
গ) পরিকল্পনা কমিশন
ঘ) প্রধানমন্ত্রীর দপ্তর
৯১৷ কত তারিখে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়?
ক) ২ মার্চ ১৯৭১
খ) ৭ মার্চ ১৯৭১
গ) ২৩ মার্চ ১৯৭১
ঘ) ২৬ মার্চ ১৯৭১
৯২৷ ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর জন্য বরাদ্দ কত?
ক) ১৭২০০০ কোটি টাকা
খ) ১৭৩০০০ কোটি টাকা
গ) ১৭৫০০০ কোটি টাকা
ঘ) ১৮৫০০০ কোটি টাকা
৯৩৷ বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?
ক) বিশ্বব্যাংক
খ) এশীয় উন্নয়ন ব্যাংক
গ) আইএফসি
ঘ) আইআরডি
৯৪৷ সুধারাম কোন জেলার পূর্বনাম?
ক) যশোর
খ) নোয়াখালী
গ) বরিশাল
ঘ) দিনাজপুর
৯৫৷ রাসযাত্রা ও দোলযাত্রা কাদের অনুষ্ঠান?
ক) চাকমা
খ) খাসিয়া
গ) মনিপুরী
ঘ) মারমা
৯৬৷ সবজি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক) যশোর
খ) বরিশাল
গ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) রাজশাহী
৯৭৷ পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন?
ক) কার্জন
খ) ফুলার
গ) মিন্টো
ঘ) হেস্টিং
৯৮৷ ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি?
ক) ঝমুর
খ) বল
গ) ধূপ
ঘ) জারি
৯৯৷ বখতিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলায় আসেন?
ক) একাদশ
খ) দশম
গ) ত্রয়োদশ
ঘ) পঞ্চদশ
১০০৷ রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার নাম কী?
ক) বিকাশ খ) শিওর ক্যাশ গ) মোবইল ক্যাশ ঘ) ইজি ক্যাশ
১০১. UNESCO এর বর্তমান সদস্য কত?
ক. ১৯৫ খ. ১৯২ গ. ১৯৪ ঘ. ১৯৩
১০২. পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?
ক. ১৯৯৭ খ. ১৯৯৮ গ. ১৯৯৯ ঘ. ২০০০
১০৩. পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?
ক. ইন্দোনেশিয়া খ. মালয়েশিয়া গ. তাইওয়ান ঘ. ফিলিপাইন
১০৪. বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৭ অনুযায়ী সর্বাধিক জন্মহারের দেশ কোন টা?
ক. কাতার খ. লিবিয়া গ. ওমান ঘ. নাইজার
১০৫. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. ভারত খ. আলজেরিয়া গ. আলবেনিয়া ঘ. ফ্রান্স
১০৬. OPEC থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয়?
ক. নাইজেরিয়া খ. লিবিয়া গ. ভেনিজুয়েলা ঘ. ইকুয়েডর
১০৭. স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে কবে গণভোট অনুষ্ঠিত হয়?
ক. ১ সেপ্টেম্বর, ২০১৭ খ. ১ অক্টোবর, ২০১৭ গ. ১ নভেম্বর, ২০১৭ ঘ. ১ ডিসেম্বর, ২০১৭
১০৮. পারপল লাইন যে দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা?
ক. ইসরাইল-সিরিয়া খ. তুরস্ক-সিরিয়া গ. ইসরািল-লেবানন ঘ. মিসর-ইসরাইল
১০৯. কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়?
ক. আলবেনিয়া খ. সার্বিয়া গ. হাঙ্গেরি ঘ. লাটভিয়া
১১০. ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রোটকল কতবার সংশোধন করা হয়?
ক. ৪ খ. ৫ গ. ৭ ঘ. ৮
১১১. ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
ক. আর্থার বেলফোর খ. মোনাটেম বেগন গ. থিওডোর হার্জেন ঘ. ব্যারন এডমন্ড
১১২. ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হবে?
ক. সুফিয়া গাডেন খ. ওভাল গ. ট্রেন্ট ব্রিজ ঘ. ব্রিজব্রেন
১১৩. WTO এর বাণিজ্য সহজীকরণ চুক্তি (TFA) কবে কার্যকর হয়?
ক. ১ ডিসেম্বর, ২০১৭ খ. ৬ ডিসেম্বর, ২০১৭ গ. ১৫ ডিসেম্বর, ২০১৭ ঘ. ২৫ ডিসেম্বর, ২০১৭
১১৪. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে?
ক. ৪ অক্টোবর খ. ২৩ অক্টোবর গ. ২৯ জুন ঘ. ১১ ফেব্রুয়ারি
১১৫. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
ক. ইতালি খ. ফ্রান্স গ. ইংল্যান্ড ঘ. রাশিয়া
১১৬. প্যারিস চুক্তি কার্যকর হয় কবে?
ক. ১ নভেম্বর, ২০১৬ খ. ৪ নভেম্বর, ২০১৬ গ. ১৫ নভেম্বর, ২০১৬ ঘ. ১ ডিসেম্বর, ২০১৬
১১৭. ভেটো কোন সম্মেলনের সাথে জড়িত?
ক. লন্ডন খ. সান্সফ্রান্সিকো গ. ইয়ল্টা গ. প্যারিস
১১৮. 10th BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. জিয়ামেন, চীন খ. মস্কো, রাশিয়া গ. জোহানসবার্গ দক্ষিণ আফ্রিকা ঘ. সাওপাওলো, দক্ষিণ আফ্রিকা
১১৯. কমনওয়েলথ ত্যাগকারী সর্বশেষ দেশ কোনটি?
ক. পাকিস্তান খ. নাইজেরিয়া গ.মালদ্বীপ ঘ. ভুটান
১২০. PESCO কোন ধরনের সংগঠন?
ক. অর্থনৈতিক জোট
খ. রাজনৈতিক জোট
গ. প্রতিরক্ষা জোট
ঘ. সামরিক জোট
১২১। বাংলাদেশে কবে E-commerce চালু হয়?
ক. ২০০৯ খ. ২০১০ গ. ২০১১ ঘ. ২০১২
১২২। প্রকাশের কাজে কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়?
ক. Photoshop খ. Light room গ. Excel ঘ. Ilustrator
১২৩। আইসি সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন প্রজন্মের কম্পিউটারে?
ক. ১ম খ. ২য় গ.৩য় ঘ. ৪র্থ
১২৪। আমাজন. কম কোন ধরনের ই-কর্মাস সাইট?
ক. B2B খ.B2C গ.C2C ঘ.C2B
১২৫। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় ?
ক. UNIX খ.XENIX গ.iOS ঘ.AVIRA
১২৬। কম্পিউটার Start ও Boot করতে ব্যবহৃত হয় কোনটি?
ক.Push খ.POP গ.Stack ঘ.BIOS
১২৭। নিচের কোনটি ইমেইল সফটওয়্যার নয়?
ক. Maya খ.Edura গ.Netscape ঘ.Thunderbird
১২৮। ডিজিটার ক্যামেরাতে ফিল্ম এর পরিবর্তে কী থাকে?
ক.CCD খ.PCI গ.VESA ঘ.MPGE
১২৯। Intel ITANIUM কত বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর ?
ক. ১৬ খ. ৩২ গ. ৬৪ ঘ. ১২৮
১৩০। কোন প্রিন্টার উন্নতমানের এবং দ্রুত গতিসম্পন্ন ?
ক. ডট মেট্রিক্স খ. ইঙ্কজেট গ. লেজার ঘ. প্লটার
১৩১। MS Word -এ কোনো ফাইল Safe করতে কোন সটকার্ট KEY ব্যবহার করতে হয়?
ক.F1 খ.F5 গ.F4 ঘ.F9
১৩২। পেন ড্রাইভ কোন ধরনের ROM?
ক.MROM খ.PROM গ.EPROM ঘ.EE PROM
১৩৩। ১৯১১ সালে প্রতিষ্ঠিত IBM এর প্রতিষ্ঠাতা কে?
ক. ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন খ. বিলগেটস গ. থমাস ওয়াটসন ঘ. গর্ডন ই. মুর ও রবার্ট নয়েচ
১৩৪। IPV4 সনাক্ত করার জন্য কত বিট প্রয়োজন ?
ক. ১৬ খ. ৩২ গ. ৬৪ ঘ. ১২৮
১৩৫। LTE হলো কোন প্রজন্মের প্রযুক্তি ?
ক.2G খ.3G গ.4G ঘ.5G
১৩৬. লেন্সের ক্ষমতার একক কী?
ক।ডায়াপ্টার
খ।ওয়াট
গ।অশ্ব ক্ষমতা
ঘ।কিলোওয়াট ঘন্টা
১৩৭.পারমানবিক চুল্লিতে মডারেটর হিসাবে কী ব্যবহৃত হয়?
ক।ক্যাডমিয়াম
খ।স্টীল
গ।কয়লা
ঘ।সীসা
১৩৮. নিচের কোনটি মূল কনিকা?
ক।নিউট্রন
খ।নিউট্রিনো
গ।পজিট্রন
ঘ।ডিউট্রেরন
১৩৯.চোখের জলে কোন এনজাইম থাকে?
ক।প্রোটিয়েজ
খ।আ্যামাইলেজ
গ।ট্রিপসিন
ঘ।লাইসোজাইম
১৪০. ইউরিয়া কোথায় তৈরী হয়?
ক।বৃক্কে
খ।যকৃতে
গ।দেহকোষ
ঘ।রেনাল ধমনি
১৪১. সুক্ষ্ম রক্তনালীকার ব্লকেজ পরীক্ষা করার প্রযুক্তিরর নাম কী?
ক।এনজিওগ্রাম
খ।এনজিওপ্লাস্টি
গ।ইটিটি
ঘ।ইসিজি
১৪২. বোসন কার নাম থেকে এসেছে?
ক।জগদীশচন্দ্র বসু
খ।সুভাষচন্দ্র বসু
গ।সত্যেন্দ্রনাথ বসু
ঘ।শরৎচন্দ্র বসু
১৪৩. বিভাজন ক্ষমতা নেই কোন কোষের?
ক।পেশী কোষ
খ।স্নায়ুকোষ
গ।জনন কোষ
ঘ।আবরনী কোষ
১৪৪. প্রোটিন পরিপাক শুরু হয় কোথায়?
ক।মুখবিবরে
খ।পাকস্থলী
গ।ক্ষুদ্রান্ত্রে
ঘ।বৃহদান্ত্র
১৪৫. ভারী পানির রাসায়নিক সংকেত কী?
ক।2H2O2
খ।H20
গ।D2O
ঘ।HD2O
১৪৬.নিচের কোনটি মৌলিক রাশি নয়?
ক।দৈর্ঘ্য
খ।ভর
গ।সময়
ঘ।ত্বরণ
১৪৭. নিচের কোনটি চৌম্বক পদার্থ?
ক। সিলভার
খ।কপার
গ।নিকেল
ঘ।পিতল
১৪৮.মৌলিক বর্ণ কয়টি?
ক।১ টি
খ।২ টি
গ।৩ টি
ঘ।৪টি
১৪৯.নিচের কোনটি সিমেন্ট তৈরীর প্রধান কাঁচামাল?
ক।জিপসাম
খ।চুনাপাথর
গ।মাইকা
ঘ।ম্যাগনেটাইট
১৫০.নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?
ক।P4O2
খ।MgO
গ।CO
ঘ।ZnO
১৫১। পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স--
ক. ৯ বছর
খ. ১৪ বছর
গ. ১৫ বছর
ঘ. ১৮ বছর
১৫২। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে--
ক. সূক্ষ্ণকোণ
খ. স্থুলকোণ
গ. সরলকোণ
ঘ. সমকোণ
১৫৩। একটি কক্ষে ১৮ জন ব্যক্তি ছাড়া সকলের বয়স ৫০ বছরের উর্ধ্বে। যদি ১৫ জনের বয়স ৫০ বছরের নিচে হয়, তবে ঐ কক্ষে কতজন লোক ছিল?
ক. ২৭
খ. ৩০
গ. ৩৩
ঘ. কোনটিই নয়
১৫৪। নিচের নম্বর সিরিজে কোনটি বসবে ? ১ , ২ , ৮ , ৪৮ , ৩৮৪
ক. ১৯৮০
খ. ২৮৪০
গ. ৩৮৪০
ঘ. ৪৬২০
১৫৫। ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?
ক. ২৫%
খ. ৫০%
গ. ১০০/৩%
ঘ. ২০০/৩%
১৫৬। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?
ক. ৩০ একক
খ. ২৪ একক
গ. ২০ একক
ঘ. ১৫ একক
১৫৭। আপনার কাছে পাঁচটি আধুলি ,৮ টি সিকি আছে । আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে ?
ক. ১০
খ. ১৫
গ. ০৫
ঘ. ০৩
১৫৮। ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রি করে। খ জিনিসটি গ-এর নিকট ক এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ-এর শতকরা কত ক্ষতি হয়?
ক. ৫০/৩%
খ. ২০/৩%
গ. ৪৯/৩%
ঘ. ১৯/৩%
১৫৯। ⊿ABC এর ∠B এবং ∠C এর অন্তর্দ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে, ∠BOC = কত?
ক. 90° - 1/2 ∠A
খ. 90° + 1/2 ∠B
গ. 90° + 1/2 ∠C
ঘ. 90° + 1/2 ∠A
১৬০। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংকটি একক স্থানীয় অংক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অংকদ্বয়ের সমষ্টির ৫ গুণ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
ক. ৬১
খ. ৯৪
গ. ৭২
ঘ. ৮৩
১৬১। ক, খ ও গ যথাক্রমে ৬০০, ৮০০ এবং ৯০০ টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করল। কয়েক মাস পরে ক আরও ৩০০ টাকা বিনিয়োগ করল। বছর শেষে ৩০০ টাকা লাভ হল। গ এর লভ্যাংশ ১০৮ টাকা হলে ক কত সময় পরে ৩০০ টাকা বিনিয়োগ করেছিল?
ক. ৩ মাস পরে
খ. ৪ মাস পরে
গ. ৬ মাস পরে
ঘ. ৫ মাস পরে
১৬২। এক ব্যক্তি ঘণ্টায় ৩০ মাইল বেগে দুই ঘণ্টা ভ্রমন করার পর পরবর্তী ৩ ঘণ্টায় ৬০ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য গড় গতিবেগ কত?
ক. ১৮
খ. ২৪
গ. ৩৬
ঘ. ৪৫
১৬৩। দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
ক. ২০০
খ. ৪০০
গ. ৬০০
ঘ. কখনই নয়
১৬৪। একটি পিপায় দুইটি নল সংযুক্ত। প্রথম নলটি খুলে দিলে পিপাটি ২০ মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি ৩০ মিনিটে খালি হয়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময়ে পূর্ণ হবে?
ক. ৮০ মিনিটে
খ. ৯০ মিনিটে
গ. ৭০ মিনিটে
ঘ. ৬০ মিনিটে
১৬৫। 2 সে . মি. ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
ক. 4π-8
খ. 4π+8
গ. 2π-4
ঘ. 2π+4
১৬৬। একটি বাড়ির ছাদের ট্যাঙ্কটি একটি নল দ্বারা ২৫ মিনিটে পূর্ণ হয়। আবার বাড়ির ব্যবহারের জন্য যে নল আছে তা খুলে দিলে উহা ৫০ মিনিটে খালি হয়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসাথে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে?
ক. ২৫ মিনিট
খ. ১ ঘন্টা
গ. আধা-ঘন্টা
ঘ. ২৯ মিনিট
১৬৭। দুটি কোণ পরস্পর সমান এবং এদের একটির বাহু অপরটির এক বাহুর সমান্তরাল। কোণ দুটির অপর বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ?
ক. এরা পরস্পর সমান
খ. এরা পরস্পর সমান্তরাল
গ. এরা পরস্পরের উপর লম্ব
ঘ. এরা পরস্পর ছেদক
১৬৮। ৫ জন বালকের বয়সের গড় ১০ বছর। ঐ দলে আরও দুজন বালক যোগ দিলে তাদের বয়সের গড় হয় ১২ বছর। যোগদানকারী বালক দুটি যদি সমবয়সী হয় তবে তাদের প্রত্যেকের বয়স কত?
ক. ১২ বছর
খ. ১৫ বছর
গ. ১৭ বছর
ঘ. ২০ বছর
১৬৯। দুটি সংখ্যার ল.সা.গু a2b(a + b) এবং গ.সা.গু a(a + b)।একটি সংখ্যা a3 + a2b হলে, অপর সংখ্যাটি কত?
ক. a2b + a2b2
খ. a2b + ab2
গ. ab2 + a2b2
ঘ. a3 - b3
১৭০। ক ঘণ্টায় ১০ কি.মি. এবং খ ঘণ্টায় ১৫ কি.মি. বেগে একই সময় একইস্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়ে ক সকাল ১০.১০ মিনিটের সময় এবং খ সকাল ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত?
ক. ২০ কিঃ মিঃ
খ. ২৫ কিঃ মিঃ
গ. ১৫ কিঃ মিঃ
ঘ. ২৮ কিঃ মিঃ
১৭১। Sin θ = Cos θ হলে θ এর মান কত?
ক. ০°
খ. ৩০°
গ. ৪৫°
ঘ. ৯০°
১৭২। দুইটি সংখ্যার সমষ্টি ৭৫। বৃহত্তর সংখ্যাটির এক-তৃতীয়াংশ ৩০ অপেক্ষা যত কম ক্ষুদ্রতর সংখ্যাটির চার গুণ ৫০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি নির্নয় করুন।
ক. 60,15
খ. 50,25
গ. 65,10
ঘ. 55,20
১৭৩। একটি তাল গাছের পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোণ ৬০° হলে গাছটির উচ্চতা কত?
ক. ১৬.৬৫ মিটার
খ. ১৭.৭২ মিটার
গ. ১৭.৩২ মিটার
ঘ. ১৭.৭৫ মিটার
১৭৪। পর পর পাঁচটি সংখ্যার যোগফল ১০৫। প্রথম দুইটি সংখ্যার যোগফল কত?
ক. 39
খ. 21
গ. 19
ঘ. 41
১৭৫। ৮% সরল মুনাফায় ৬০০০ টাকা বিনিয়োগে ৫ বৎসরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০০০০ টাকায় ৩ বৎসরে ঐ মুনাফা হবে?
ক. ১০%
খ. ১২%
গ. ৯%
ঘ. ৮%
১৭৬। ক্রিকেট খেলায় বুলবুল, বাশার ও এনামূল সর্বমোট ২৮০ রান করলো। বুলবুল ও বাশারের রানের অনুপাত ২ : ৩, বাশার ও এনামূলের রানের অনুপাত ৩ : ২ হলে প্রত্যেকে কে কত রান করে?
ক. (৬০, ৯০, ১২০)
খ. (৮০, ১২০, ৮০)
গ. (৯০, ১০০, ৯০)
ঘ. (১০০, ৮০, ১০০)
১৭৭। কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
ক. ৩৭৫ জন
খ. ৫০০ জন
গ. ৬৫০ জন
ঘ. ৭৭৫ জন
১৭৮। কোন নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যার ৮ শতাংশ বৃদ্ধ ভোটার। একটি নির্বাচনে বৃদ্ধ ভোটারদের ৮০ শতাংশ ভোট প্রদান করলে ভোট প্রাদান করলে ভোট প্রদানকারী বৃদ্ধদের সংখ্যা মোট ভোটার সংখ্যার কত শতাংশ?
ক. ৪০
খ. ৬.৪
গ. ৮.০
ঘ. ১০
১৭৯। ১৬ জন শ্রমিক একটি কাজ ৩ ঘন্টায় সম্পন্ন করতে পারে। কাজটি সম্পন্ন করতে ৫ জন শ্রমিকের কত সময় লাগবে?
ক. ১৫/১৬ ঘন্টা
খ. ১৫ ঘন্টা
গ. ৪৮/৫ ঘন্টা
ঘ. ৩৮/৫ ঘন্টা
১৮০। ০.১ এর বর্গমূল কত?
ক. ০.১
খ. ০.০১
গ. ০.২৫
ঘ. কোনটিই নয়
১৮১.নিচের কোনটি আপদ(Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?
ক)অর্থনৈতিক
খ)সামাজিক
গ)পরিবেশগত
ঘ)অবকাঠামোগত
১৮২। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য অর্থ মঞ্জুর করেছে?
ক. ১০০ মিলিয়ন
খ. ১০বিলিয়ন
গ.১০০বিলিয়ন
ঘ. ৭৫বিলিয়ন
১৮৩.ধীবর বা মৎস্যজীবীদের দেশ বলা হয়--
ক)চীনকে
খ)নরওয়ে কে
গ)যুক্তরাষ্ট্র কে
ঘ)জাপানকে
১৮৪.পৃথিবীর গভিরতম স্থান ম্যারিয়ানা ট্রেঞ্চের গভীরতা--
ক)১০.০৩৩ মিটার
খ)১১.০৩৩ মিটার
গ)১১.১৩৩ মিটার
ঘ)১১.০৩০ মিটার
১৮৫.বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয়--
ক)১৯৯২ সালে
খ)১৯৯৫ সালে
গ)১৯৯৭ সালে
ঘ)২০০১ সালে
১৮৬.২০১৮ সালে হারিকেন "ফ্লোরেন্স আঘাত হানে--
ক)জাপানে
খ)চীনে
গ)যুক্তরাষ্ট্রে
ঘ)ফিলিপাইন
১৮৭.কিয়োটা প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
ক)শান্তি
খ)কৃষি
গ)বাণিজ্য
ঘ)পরিবেশ
১৮৮.ক্যালিস্টো"কোন গ্রহের উপগ্রহ?
ক)শনি
খ)ইউরেনাস
গ)বৃহস্পতি
ঘ)শুক্র
১৮৯.হিমবাহ উৎপন্ন হয় কোথায়?
ক)পর্বতে
খ)নদীতে
গ)সাগরে
ঘ)আগ্নেয়গিরিতে
১৯০.সৃর্য যতটুকু শক্তি বিকিরণ করো তার কতভাগ পৃথিবীথে এসে পৌঁছায়?
ক)১০০ ভাগের একভাগ
খ)এক লক্ষ ভাগের একভাগ
গ)এক কোটি ভাগের একভাগ
ঘ)২০০ কোটি ভাগের একভাগ
১৯১.আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
ক)সত্য ও ন্যায়
খ)শঠতা
গ)সার্থকতা
ঘ)কোনটায় নয়
১৯২.একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো--
ক)স্বাধীনতা
খ)জনকল্যাণ
গ)ক্ষমতা
ঘ)কর্মদক্ষতা
১৯৩.কোনটি মূল্যবোধের চালিকা শক্তি?
ক)সংস্কৃতি
খ)পরোপকার
গ)উন্নয়ন মৃলক
ঘ)রাজনীতি
১৯৪.বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকের কর্তব্যের কথা উল্লেখ আছে?
ক)১৯নং
খ)২১নং
গ)২৩নং
ঘ)২৫নং
১৯৫.নৈতিকতা উদ্ভব ও বিকাশিত হয় কোথায়?
ক)মানুষের মনে
খ)রাষ্টে
গ)সমাজে
ঘ)শিক্ষাপ্রতিষ্ঠানে
১৯৬.সুশাসনের অন্তনিহিত শক্তি কী?
ক)মূল্যবোধ
খ)নৈতিকতা
গ)ন্যায়বিচার
ঘ)আইনের শাসন
১৯৭.কোনটি নাগরিকের বড় গুণ?
ক)সচেতনতা
খ)অসেচতনতা
গ)কর্তব্য
ঘ)দুর্নীতি
১৯৮.আইনের প্রাচীনতম ভিক্তি কী?
ক)ধর্ম
খ)প্রথা
গ)বিচার বিভাগ
ঘ)ন্যায়বোধ
১৯৯.আধুনিক সরকার ব্যবস্থার অপরিহার্য অঙ্গ--
ক)আমলাতন্ত্র
খ)দক্ষ প্রশাসন
গ)গণতন্ত্র
ঘ)কোনটায় নয়
২০০.কারাগার কোন ধারণের শিক্ষা প্রদান করে?
ক)ব্যক্তি উন্নয়নের শিক্ষা
খ)মূল্যবোধ শিক্ষা
গ)সুশাসনের শিক্ষা
ঘ)রাজনৈতিক শিক্ষা


