বিসিএস লিখিত প্রস্তুতি
বজ্রপাত কী ? কেন হয় ? করণীয় কী ?
১।বজ্রপাত কেন হয় ? ( ৩৩তম বিসিএস লিখিত)
মেঘ তৈরি হওয়ার সময় বিভিন্ন ধরনের মেঘ ভিন্ন
ভিন্ন চার্জকৃত থাকে। এ চার্জ মেঘের ক্ষুদ্র
ক্ষুদ্র কণার মধ্যে ধনাত্মক ও ঋনাত্মক আধান
হিসিবে থাকে। দুটো মেঘ নিকটে আসলে
বিপরীতধর্মী আধানগুলো একে অপরের সাথে
আকর্ষিত হয়ে সংযোগ ঘটে। ফলে বিদ্যুত্ চমকায়
। বিদ্যুত চমকানোর ফলে আশেপাশের বাতাস
উত্তপ্ত হয়ে প্রসারিত ও ঠাণ্ডা হয়ে সংকুচিত হয়। এ
হঠাত্ সংকোচন ও প্রসারণের ফলে যে শব্দের
সৃষ্টি হয় তাকে বজ্রপাত বলে!
।
বজ্রপাতে করণীয়
১. মেঘের ডাক শুনলেই নিরাপদ আশ্রয়ে চলে
যেতে হবে।
২. ঝড়ের পূর্বাভাস দেখলে খোলা মাঠ, পাহাড়ের
চূড়া, সমুদ্রসৈকতে অবস্থান করবেন না।
৩. পাকা বাড়ির নিচে আশ্রয় নিন। ঘন ঘন বজ্রপাত হতে
থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু
জায়গায় না থাকাই ভালো। এ অবস্থায় সবচেয়ে
ভালো হয় যদি কোনো দালানের নিচে আশ্রয়
নিতে পারেন।
৪. বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে
বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে। তাই এ সব জায়গায়
যাবেন না বা কাছাকাছি থাকবেন না। ফাঁকা জায়গায়
কোনো যাত্রী ছাউনি বা বড় গাছ ইত্যাদিতে
বজ্রপাত হওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি থাকে।
৫. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি
থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর
থাকুন।
৬. বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির
রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। এমনকি ল্যান্ড
লাইন টেলিফোনও স্পর্শ করবেন না। বজ্রপাতের
সময় এগুলোর সংস্পর্শ এসে অনেকে আহত হন।
৭. বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব
যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ
ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না। বজ্রপাতের
আভাষ পেলে আগেই এগুলোর প্লাগ খুলে
সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন। অব্যবহৃত যন্ত্রপাতির প্লাগ
আগেই খুলে রাখুন।
৮. রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব বাড়িতে
ফেরার চেষ্টা করুন। যদি প্রচ- বজ্রপাত ও বৃষ্টির
সম্মুখীন হন তবে গাড়ি কোনো গাড়ি বারান্দা বা পাকা
ছাউনির নিচে নিয়ে যান। এ সময় গাড়ির কাঁচে হাত দেয়া
বিপজ্জনক হতে পারে।
৯. বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে
থাকা খুবই বিপজ্জনক। যদি একান্ত বেরোতেই হয়
তাহলে পা ঢাকা জুতো পরে বের হোন। রাবারের
গাম্বুট এক্ষেত্রে সব থেকে ভালো কাজ
করবে।
১০. যদি খোলা মাঠে থাকেনও তাহলে পায়ের পাত
Home »
৬. সাধারণ বিজ্ঞান
» বজ্রপাত কী ? কেন হয় ? করণীয় কী ?
বজ্রপাত কী ? কেন হয় ? করণীয় কী ?
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................


