বিসিএস লিখিত প্রস্তুতি
...........................................................
#বিষয়ঃ বাংলা ১ম পত্র
#প্রস্তুতিকৌশলঃ
প্রস্তুতিকৌশলকে নিম্নোক্তভাবে উল্লেখ করলাম -
#ব্যাকরণঃ এই অংশে ৩০ নম্বরের প্রশ্ন থাকে। ব্যাকরণ অংশে খুব ভালো নম্বর পাওয়া যায়। এজন্য বিগত সালের প্রশ্ন সিলেবাসের আলোকে পড়ুন। ব্যাকরণ অংশে সাধারনত নিচের বিষয়গুলোর উপর প্রশ্ন হয়ঃ
#০১. বানান ও বানানের নিয়মঃ এই অংশ থেকে গত ৩৫ তম এবং ৩৬ তম বিসিএসে প্রশ্ন এসেছে। শুধু ৩৭ তমতে আসেনি। কাজেই ৪০ তম তে আসার সম্ভাবণা প্রবল। এটাতে বিশেষ জোর দিন। কারন এই অংশের প্রস্তুতি বাক্য শুদ্ধিকরণ অংশে কাজে লাগবে।
#০২. শব্দ ও শব্দের গঠনঃ
এই অংশের মধ্যে অনেক কিছু আছে। ৩৫ তম বিসিএসে এই অংশ থেকে সরাসরি প্রশ্ন এসেছে। কিন্তু ৩৭ তমতে অনেক ভিতর থেকে প্রশ্ন এসেছে (অব্যয় পদ সম্পর্কে, দ্বিরুক্তি)। কাজেই এই টপিকটা অনেক বড় হলেও কোন কিছুই বাদ দেওয়া যাবেনা। ৪০ তম তেও এই টপিক থেকে প্রশ্ন থাকবে।
#০৩. বাক্য শুদ্ধিঃ
এই অংশ থেকে প্রতিবারই প্রশ্ন থাকে। এবারও থাকবে। এটার উপর জোর দেবেন।
#০৪. বাক্য পরিবর্তনঃ
এই অংশেও প্রতিবার প্রশ্ন সেট হয়। এটার উপর জোর দেবেন।
#০৫. বাগধারাঃ
এই অংশ থেকেও প্রতিবার প্রশ্ন আসে। এবারও ব্যতিক্রম হবেনা। এটার উপর জোর দিন।
#ভাবসম্প্রসারণঃ
ভাবসম্প্রসারণ কমন পেতেও পারেন আবার নাও পারেন। তবে কমন না পেলেও কিছুই লিখতে পারবেনা এমন পাবলিক খুঁজে পাওয়া যাবেনা। কিন্তু তাই বলে সবাই তো আর ভালো মার্কস পাবেনা। ভাবসম্প্রসারন অংশে ভালো মার্কস পেতে হলে নিচের বিষয়ের উপর জোর দিবেন -
১. একটি শুদ্ধ ফরম্যাট
২. শুদ্ধ বানান
৩. সুন্দর ভাষাশৈলী
৪. আকর্ষণীয়ভাবে বাক্যগঠণ
#সারমর্ম/সারাংশঃ
এই প্রশ্নের উত্তরও সবাই করে কিন্তু নম্বর প্রাপ্তির ক্ষেত্রে তারতম্য হয়। সারাংশ কমন পাওয়া যেতে পারে। সারাংশ লেখার নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন -
১. সারাংশ যেন বেশি বড় না হয় (সারাংশ সাধারনত মূল বিষয়ের ১/৩ অংশ হয়ে থাকে)।
২. এমন কিছু শব্দ নির্বাচণ করুন যা সারাংশের সৌন্দর্য বর্ধন করে।
৩. সরল বাক্যে শুদ্ধভাবে মূলভাবের উপস্থাপণ
#সাহিত্যঃ
এই অংশে ৩০ নম্বরের উপর ১০ টি প্রশ্ন থাকে। অর্থাৎ, একটি প্রশ্নের জন্য ৩ নম্বর বরাদ্দ থাকে। বাংলা সাহিত্যের শিক্ষর্থীদের জন্য এই অংশে নম্বর পাওয়া অন্যদের তুলনায় সহজ। এই অংশের প্রস্তুতির জন্য বিগত সালের প্রিলি পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় আসা সাহিত্য বিষয়ক প্রশ্নের উপর অনুশীলন করবেন। পাশাপাশি প্রাচীনযুগ, মধ্যযুগ ও আধুনিকযুগের বিভিন্ন লেখকের বিখ্যাত সাহিত্যকর্ম সম্পর্কে ধারনা নিতে হবে (বিশেষ করে লেখকের নাম, সাহিত্যকর্মের নাম, রচনাকাল ও প্রকাশকাল, চরিত্র ও বিষয়বস্তু)।
#বইসমুহঃ
ব্যাকরণ অংশের জন্য: নবম - দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ বই, সমরচন্দ্র পালের "প্রবাদের উৎস অনুসন্ধান", সৌমিত্র শেখরের "ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা" এবং "দর্পন"। এর পাশাপাশি অন্য যেকোন ব্যাকরণ বই (যদি ইচ্ছে করে) এবং গাইড বই।
সাহিত্য অংশের জন্য: মাহাবুবুল আলমের "বাংলা সাহিত্যের ইতিহাস", সৌমিত্র শেখরের "ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা" এবং গাইড বই।
#বিঃদ্রঃ বাংলা ১ম পত্র নম্বরের খনি। এই বিষয়ে ভালো করলে ক্যাডার প্রাপ্তির দৌড়ে অনেকখানি এগিয়ে যাবেন। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবার জন্য শুভকামনা রইল।
#
মোঃ আখতারুজ্জামান
উপজেলা মৎস্য কর্মকর্তা (৩৭ তম বিসিএস)
জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Home »
১. বাংলা ভাষা ও সাহিত্য
» #বিষয়ঃ বাংলা ১ম পত্র
#প্রস্তুতিকৌশল
#বিষয়ঃ বাংলা ১ম পত্র #প্রস্তুতিকৌশল
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................