সংখ্যাতত্ত্বে ১৩
১) আকবর সিংহাসনে আরোহন করেন ১৩ বছর বয়সে।
২) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয় ১৩ বছর বয়সে।
৩) মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় রেখা আছে ১৩ টি।
৪) ইউক্লিডের মহাগ্রন্থ ১৩ খন্ডে বিভক্ত।
৫) কাহ্নপা চর্যাপদ রচনা করেন সর্বাধিক ১৩টি।
৬) বৃটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট এ উপনিবেশ গড়ে তুলেছিল ১৩ টি রাজ্যে।<£$>
৭) নাথান কমিশন গঠিত হয়েছিল ১৩ সদস্য বিশষ্ট।
৮) প্রণব মুখাজি ভারতের ১৩ তম রাষ্ট্পতি।
৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট খন্ডের সংখ্যা ১৩ টি।
১০) ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা ১৩ জন।
১১) আয়তনে সূর্য পৃথিবীর চেয়ে বড় ১৩ লক্ষ গুন।
১২) আমেরিকার গৃহযুদ্ধর সময় প্রদেশ ছিল ১৩ টি।
১৩) তেলাপোকার হৃদপিন্ড এ প্রকোষ্ট আছে ১৩ টি।
১৪) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের
বিধান প্রণয়ন করা হয়েছিল ১৩ তম সংশোধনীর মাধ্যমে।।
Home »
৬. সাধারণ জ্ঞান
» ১৩ সংখ্যা দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
১৩ সংখ্যা দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................