কবি নজরুলের নিষিদ্ধ ৫টি গ্রন্থ
BJP VC
B= বিষের বাঁশী
J= যুগবাণী
P= প্রলয়শিখা
V= ভাঙ্গার গান
C= চন্দ্রবিন্দু
==
রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মনে রাখার কৌশল:
.
"তাসের দেশের রাজা মুকুট মাথায় দিয়ে পৃথ্বিরাজের ঘোড়ায় চড়ে নটির পূজায় রক্তকবরী বিসর্জন দিয়ে বসন্তের অচলায়তনে মুক্তধারায় হাটতে লাগলেন। অন্যদিকে ডাকঘরে চিরকুমার সভার সিদ্ধন্ত অনুযায়ী বাল্মীকি প্রতিভার অধিকারনী রুদ্রচন্ড , বাঁশরী, তাপসী, শ্যামা, চন্ডালিকাও ফাল্গুনীকে মায়ার খেলা জড়িয়ে যাওয়ার অপরাধ ক্ষমা করে এ কালের যাত্রা পরিত্রাণ দিয়ে গৃহে প্রবেশ করানো হয়।"
.
ব্যাখ্যা: 1) রুদ্রচন্ড
2) বাল্মীকি প্রতিভা
3) বসন্ত
4) কালের যাত্রা
5) তাসের দেশ
6) শ্যামা
7) চিত্রাঙ্গদা
8) নটির পূজা
9) ডাকঘর
10) অচলায়তন
11) রক্তকবরী
12) বিসর্জন
13) তাপসী
14) চন্ডালিকা
15) রাজা ও রানী
16) মুক্তধারা
17) মালিনী
18) রাজা
19) অরূপরতন: রাজা এর সংক্ষিপ্ত রুপ।
.
** 1) বাল্মীকি প্রতিভা (1881): প্রথম প্রকাশিত নাটক।
2) বসন্ত: নাটকটি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন।
3) কালের যাত্রা: নাটকটি রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে উৎসর্গ করেন।
4) তাসের দেশ: নাটকটি রবীন্দ্রনাথ নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন।
=======
#জীবনানন্দ দাশের(১৮৯৯-১৯৫৪) সাহিত্যকর্ম মনে রাখার shortcut clues:
- জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি, নির্জলতার কবি, ধূসরতার কবি, তিমির
হননের কবি বলা হয়।
#উপন্যাসঃ
টেকনিক- জলপাইহাটি গিয়ে কল্যাণী সতীর্থকে মাল্য দান করলো।
ব্যাখ্যাঃ
১. জলপাইহাটি
২. কল্যাণী
৩.সতীর্থ
৪. মাল্যবান।
#প্রবন্ধঃ
সূত্রঃ
কবিতার কথা কেন লিখি?
ব্যাখ্যাঃ
১. কবিতার কথা
২. কেন লিখি
#কাব্যগ্রন্থঃ
সূত্রঃ
মহাপৃথিবীর রূপসী বাংলার মেয়ে বনলতা সেন সাতটি তারার তিমিরে বসে
ধূসর পান্ডুলিপিতে ঝরাপালক দিয়ে বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ
লিখেন।
ব্যাখ্যাঃ
১. মহাপৃথিবীর
২. রূপসী বাংলা
৩. বনলতা সেন
৪. সাতটি তারার তিমির
৫. ধূসর পান্ডুলিপি
৬. ঝরাপালক
৭. বেলা অবেলা কালবেলা ।
জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর
তাকে নিয়ে গবেষণা করেন- ক্লিনটন বি সিলি
এডগার এলান পো’র ‘টু হেলেন’ অবলম্বনে রচিত- বনলতা সেন
========
জসিম উদ্দীনের নাটক মনে রাখার কৌশল
টেকনিক -এক গ্রামের পল্লীবধু মধুমালাকে পুষ্পধ্যানে নিয়ে পদ্মাপাড়ে বেদের মেয়ের জন্য অপেক্ষা করছে.""।
1) গ্রামের মায়া
2) পল্লীবধু
3) মধুমালা
4) ওগো পুষ্পধনু
5) পদ্মাপাড়
6) বেদের মেয়ে।