BCS পরীক্ষার্থীদের জন্য -

আন্তর্জাতিক চুক্তি ও সনদ

আন্তর্জাতিক চুক্তি ও সনদঃ
-------------------------------------
1. প্রশ্ন: পৃথিবীর প্রথম ডুবোজাহাজ কে, কবে আবিস্কার করেন?
উঃ ১৬২০ সালে হল্যান্ডের কারনেলিয়াস ড্রেবেল।
2. প্রশ্ন: পৃথিবীর প্রথম ডুবোজাহাজ কি দিয়ে তৈরী?
উঃ কাঠ দিয়ে এবং চামড়া দিয়ে মোড়ানো।
3. প্রশ্ন: এই ডুবোজাহাজটি পানির কত মিটার নিচে যেতে পারতো?
উঃ ৩-৪ মিটার।
4. প্রশ্ন: বাষ্প ইঞ্জিন চালিত ডুবোজাহাজ কোন সালে আবিস্কৃত হয়?
উঃ ১৮৮০ সালে।
5. প্রশ্ন: পরমানুর প্রোটন সংখ্যাকে কি বলে?
উঃ আণবিক সংখ্যা।
6. প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত রেডিও আইসোটোপের সংখ্যা কত?
উঃ প্রায় ৫০ টি।
7. প্রশ্ন: পরমানুর কেন্দ্র থেকে বের করে নিয়ে এলে একটি নিউট্রন কতক্ষন ঠিক থাকে?
উঃ ১২ মিনিট।
8. প্রশ্ন: তেজস্ক্রিয়তা আবিস্কার কে করেন?
উঃ হেনরি বিকুয়েরেল।
9. প্রশ্ন: স্বাভাবিকভাবে ইউরেনিয়ামের আইসোটোপ কত?
উঃ U-223
10. প্রশ্ন: সমৃদ্ধ ইউরেনিয়ামের আইসোটোপ কত?
উঃ U-228
11. প্রশ্ন: পারমানবিক চুল্লীতে মডারেটর কেন ব্যবহার করা হয়?
উঃ বিভাজন সক্ষম পরমানুর সংখ্যা কমানোর জন্য।
12. প্রশ্ন: পারমানবিক চুল্লীতে মডারেটর হিসেবে কি ব্যবহৃত হয়?
উঃ গ্রাফাইট।
13. প্রশ্ন: পারমানবিক সংখ্যা এক কিন্তু পারমানবিক ওজন ভিন্ন তাকে কি বলে?
উঃ আইসোটোপ।
14. প্রশ্ন: পারমানবিক ওজন এক কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন তাকে কি বলে?
উঃ আইসোবার।
15. প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত সবচেছে শক্তিশালী রেডিও অ্যাকটিভ পদার্থ কোনটি?
উঃ রেডিয়াম।
16. প্রশ্ন: তেজস্ক্রিয়তার একক কি?
উঃ কুরি।
17. প্রশ্ন: পরমানুর কেন্দ্রে কি থাকে?
উঃ প্রোটন ও নিউট্রন।
18. প্রশ্ন: পারমানবিক সংখ্যা কাকে বলে?
উঃ প্রোটনের সংখ্যাকে।
19. প্রশ্ন: পারমানবিক ওজন কাকে বলে?
উঃ প্রোটন ও নিউট্রনের একত্রিত ওজন।
20. প্রশ্ন: কোন ধাতু দিয়ে পারমানবিক বোমা তৈরী করা হয়?
উঃ ইউরেনিয়াম।
21. প্রশ্ন: প্রকৃতিতে ইউরেনিয়াম কি হিসেবে পাওয়া যায়?
উঃ আইসোটাপ।
22. প্রশ্ন: প্রকৃতিতে ইউরেনিয়ামের কতটি আইসোটোপ আছে?
উঃ ৩ টি, ইউরেনিয়াম-২৩৪, ২৩৫ ও ২৩৮।
23. প্রশ্ন: ইউরেনিয়ামের কোন আইসোটোপ দিয়ে পারমানবিক বোমা তৈরী করা হয়?
উঃ ইউরেনিয়াম-২৩৫।
24. প্রশ্ন: পারমানবিক বোমা বিস্ফোরনের ফলে কি পরিমান তাপ উৎপন্ন হয়?
উঃ ১০ লাখ সেন্টিগ্রেড।
25. প্রশ্ন: ১৯১৫ সালে জার্মানরা পোল্যান্ডের যুদ্ধে রুশদের বিরুদ্ধে কোন গ্যাস ব্যবহার করেছিল?
উঃ ক্লোরিন।
26. প্রশ্ন: ৯১৭ সালে জার্মানরা কোন গ্যাস ব্যবহার করেছিল?
উঃ মাস্টার্ড গ্যাস।
27. প্রশ্ন: সবচেয়ে বড় একক পারমানবিক চুল্লী কোথায় অবস্থিত?
উঃ ইগনালিয়া স্টেশন, রাশিয়া।
28. প্রশ্ন: রেডিয়াম কে কত সালে আবিস্কার করেন?
উঃ মাদাম কুরি ও পিয়েরে কুরি, ১৮৯৮ সালে।
29. প্রশ্ন: এটম বোমা কে আবিস্কার করেন?
উঃ অটোহ্যান।
30. প্রশ্ন: পারমানবিক বোমা কে আবিস্কার করেন?
উঃ রবার্ট ওপেন হাইমার।
31. প্রশ্ন: হাইড্রোজেন বোমার জনক কে?
উঃ এডওয়ার্ড টিলার।
32. প্রশ্ন: সর্বপ্রথম কোন দেশ পারমানবিক বোমা তৈরী করতে সক্ষম হয়?
উঃ যুক্তরাষ্ট্র।
33. প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্র সর্ব প্রথম কোথায় পারমানবিক বিস্ফোরন ঘটায়?
উঃ নিউ মেক্সিকো মরুভূমিতে, ১৬ জুলাই, ১৯৪৫।
34. প্রশ্ন: হিরোশিমায় পারমানবিক বোমা নিক্ষেপকারী বিমানের নাম কি?
উঃ এনোলা গে।
35. প্রশ্ন: হিরোশিমায় যে বোমা ফেলা হয় তার নাম কি?
উঃ লিটল বয়।
36. প্রশ্ন: হিরোশিমাতে বোমাটি যে বৈমানিক ফেলে তার নাম কি?
উঃ টমাস ফেরিরি।
37. প্রশ্ন: হিরোশিমায় পারমানবিক বোমায় কতজন লোক প্রান হারায়?
উঃ ১ লক্ষ ৪০ হাজার।
38. প্রশ্ন: নাগাসাকিতে যে বোমা ফেলা হয় তার নাম কি?
উঃ ফ্যাট ম্যান।
39. প্রশ্ন: নাগাসাকিতে বোমাটি যে বৈমানিক ফেলে তার নাম কি?
উঃ কারমিট বিহান।
40. প্রশ্ন: নাগাসাকির পারমানবিক বোমায় কতজন লোক প্রান হারায়?
উঃ ৭০ হাজার।
41. প্রশ্ন: ভারতের পারমানবিক কর্মসূচীর জনক কাকে বলে?
উঃ এ পি জে আব্দুল কালাম।
42. প্রশ্ন: পাকিস্তানের পারমানবিক কর্মসূচীর জনক কাকে বলে?
উঃ আব্দুল কাদের খান।
43. প্রশ্ন: বর্তমান বিশ্বে নৌ বাহিনীর সবচেয়ে বড় জাহাজ কোনটি?
উঃ আব্রাহাম লিংকন ও জর্জ ওয়াশিংটন নামক জাহাজ।
44. প্রশ্ন: কে প্রথম যুদ্ধ ট্যাংক তৈরী করেন?
উঃ ইউলিয়াম ফস্টার।
45. প্রশ্ন: কে সর্ব প্রথম ট্যাংকের ডিজাইন করেন?
উঃ লিওনার্দো দ্যা ভিষ্ণি, ১৪৮২ সালে।
46. প্রশ্ন: চারদিকে ধাতু নির্মিত ট্যাংকের ডিজাইন কে করেন?
উঃ গনিতবিদ জন ন্যাপিয়ার, ১৫৯৬ সালে।
47. প্রশ্ন: প্রথম বাষ্পীয় ইঞ্জিন কোন ট্যাংকে ব্যবহৃত হয়েছিল?
উঃ ১৮৫৫ সালে ‘লোকেমেটিভ ব্যাটারী’ নামক ট্যাংকে।
48. প্রশ্ন: সর্ব প্রথম কবে কোথায় সামরিক ট্যাংক তৈরী হয়?
উঃ ১৯০০ সালে, ইংল্যান্ডে।
49. প্রশ্ন: ইংল্যান্ডের তৈরী সেই ট্যাংকের নাম কি ছিল?
উঃ পেনিংটন।
50. প্রশ্ন: ‘বিগ লিটল’ ট্যাংক আবিস্কার করেন কে?
উঃ মেজর উইলসন ও স্যার উইলিয়াম ট্রাইটন।
51. প্রশ্ন: সর্বাপেক্ষা প্রাচীন যুদ্ধ রথ কোথায় নির্মিত হয়েছিল?
উঃ ভারতবর্ষে।
52. প্রশ্ন: বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানীকারক দেশ কোনটি?
উঃ যুক্তরাষ্ট্র।
53. প্রশ্ন: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানীকারক দেশ কোনটি?
উঃ রাশিয়া।
54. প্রশ্ন: বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানীকারক দেশ কোনটি?
উঃ ফ্রান্স।
55. প্রশ্ন: যুক্তরাষ্ট্র একাই পৃথিবীর মোট অস্ত্র ব্যবসার কত শতাংশ নিয়ন্ত্রন করে?
উঃ ৫০ শতাংশ।
56. প্রশ্ন: ডিনামাইট কে আবিস্কার করেন?
উঃ আলফ্রেড নোবেল।
57. প্রশ্ন: কনকর্ড বিমানের আবিস্কারক কোন দেশ?
উঃ ইংল্যান্ড ও ফ্রান্স।
58. প্রশ্ন: ‘ইউ বোট’ (সাবমেরিনের মত) সর্ব প্রথম কোন দেশ ব্যবহার করে?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে, জার্মানী।
59. প্রশ্ন: প্রিডেটর কোন দেশের মানুষবিহীন জঙ্গী বিমান?
উঃ যুক্তরাষ্ট্র।

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ