বিসিএস প্রিলি প্রস্তুতি
. ==================
বিগত বিসিএসে আসা মানসিক দক্ষতার প্রশ্ন যা রিপিট হতে পারে ।
.
১। কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হবে , বৈঠা ব্যবহার করতে হবে ?
= পিছনে
৩। উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হবে?
= সামনের দিকে ঝুঁকতে হয় , হাটু কিছুটা ভাঁজ করতে হয় , গোড়ালী উঁচু করতে হয় । উত্তর ; সবগুলোই
৪। একটি লন রোলার যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে দেয় তবে কার বেশি কষ্ট হবে ?
= ঠেলে নেয়া ব্যক্তির
৫। একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটা ঘটবে ?
= দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
৬। আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে ?
=২
৭। আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না ?
= OTTO
৮ । ঘড়ির কাঁটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে বোঝাবে
=সময় ঠিকমত চলছে
৯ । কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) -------- ঘুরবে ?
= জোরে চলবে
১০ । একটি দেয়াল ঘড়িতে যখন ৯টা বাজে তখন ঘণ্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে ?
=উত্তর
১১। ১-১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত ?
= ৫০৫০
১২। একসারি ছেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম , আরেক দিক থেকে চতুর্দশ । সারিতে ছেলের সংখ্যা কত ?
=২২
১৩। বশির ১০ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫মিটার হাঁটলো । তারপর ডানে ঘুরে ৫ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল । যাত্রা শুরুর স্থান থেকে বশিরের বর্তমান অবস্থান কত দূরে ?
=১৫মিটার
১৪। দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে ?
= কখনোই ছেদ করবে না
১৫। আপনার কাছে পাঁচটি আধুলি , ৮টি সিকি আছে । আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫টাকা হবে ?
= ৫
১৬ । ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন । বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল । কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন , কয়েক মিনিট পর আপনি ডানদিকে ঘুরলেন । এখন আপনার মুখ কোন দিকে রয়েছে ?
= পূর্বদিকে
১৭ । আমার কক্ষে এক বৃদ্ধ দপ্ততি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ প্রবেশ করলেন । আমার কক্ষে মোট কতজন লোক হলো ?
= ১১ জন।
১৮। কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কী করবেন
= আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন ।
Home »
৯. মানসিক দক্ষতা
» বিসিএসে আসা মানসিক দক্ষতার প্রশ্ন
বিসিএসে আসা মানসিক দক্ষতার প্রশ্ন
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................