BCS পরীক্ষার্থীদের জন্য -

ইংরেজি গ্রামার প্রস্তুতি নির্দেশনা


শুরুতেই একটা আতঙ্কের কথা বলি বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল । তাই পরীক্ষায় ইংরেজিকে ভয় পায়। আর আশার কথা হলো ইংরেজির বেসিক ভালো হলে  ২০ এর মধ্যে ১৬+পর্যন্ত নম্বর পাওয়া যায় তবে এই সংখ্যা খুব কম । মোদ্দা কথা হলো ইংরেজিতে মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন আসে  যা ইংরেজি বিষয়ে পড়ুয়ারাও তাৎক্ষণিক ভাবে উত্তর করতে পারে না। তাই ইংরেজিকে ভয় পাওয়ার দরকার নেই ; কেননা, কঠিন প্রশ্ন হলে সবার জন্যই কঠিন ,  আর সহজ হলে সবার জন্যই সহজ । তাই সহজ প্রশ্ন গুলো যাতে ভুল না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। আর গুরুত্বপূর্ণ টপিকসগুলো তে কোনো কনফিউশন রাখা যাবে না । ইংরেজি গ্রামার পড়তে গিয়ে আমি দেখেছি এখানে  পড়া দুই প্রকার । যথা
ক. স্কিল ডেভেলোপমেন্ট 
খ. মুখস্ত বিদ্যা
একটু ঝেড়ে কাশি
ক. স্কিল ডেভেলোপমেন্ট :
এই অংশে গ্রামারের সব বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা ও নিয়মিত অনুশীলন করা । গ্রামারের বেসিক কনসেপ্টে যাদের দখল ভালো তারা ত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে । কারণ স্কিল যাচাই অংশের প্রশ্নগুলো কোনো গাইড থেকে কিংবা বিগত সালের প্রশ্ন থেকে আসবে না ।যাদের বেসিক ভালো তারা না পড়েই পাগার পার । যতসমস্যা মধ্যমসারির স্টুডেন্টদের জন্য । কারণ তাদের যেমন আকাঙ্ক্ষা তীব্র তেমনি পরীক্ষায় চাপ সামলানোর ক্ষমতাও অনেক সময় দুর্বল হয়ে যায়; ঘাড়বে গিয়ে সহজ জিনিসও ভুল করে আসে । তাই যাদের বেসিক স্কিল দুর্বল তারা নিয়মিত ইংরেজি গ্রামারে জোর দিন ।কেননা এখানেই ব্যবধান বেড়ে যায়।  
খ. মুখস্ত বিদ্যা :
ইংরেজি বিষয়ে কিছু প্রশ্ন মুখস্ত টাইপ আসে যেমন : Appropriate preposition, substitutions , phrases & Idioms , spelling , Vocabulary ( synonym & antonym ) ইত্যাদি । এ অংশের যেগুলো সবাই পারে সেগুলো না পারলে পিছিয়ে যাবেন । তাই বিগত সালের প্রশ্নগুলো দেখা দরকার ।
এখন আসি ইংরেজি গ্রামারের হট টপিকসগুলোর দিকে:
সিলেবাস ও প্রশ্ন সমন্বয় করে যেসব টপিক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো :
1. Parts of Speeches
এর বিভিন্ন অংশের ধরনগুলো সম্পর্কে বেসিক ক্লিয়ার থাকতে হবে । এবং Changes of Parts of Speeches বিশেষ করে noun, verb, adjective গুলো সাফিক্স - প্রিফিক্স সহ রুপান্তরের করার নিয়মগুলো দেখতে হবে।  । এটা রিটেনেও কাজে দিবে ৫ নম্বরের জন্য।
2. Subject -Verb- Agreement
= অবশ্যই প্রশ্ন আসবে । স্বচ্ছ ধারণা রাখুন।
3. Tense - এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে।
4. Right form of Verbs, Correction , Conditions - এই তিন টপিকস থেকে ৬টার বেশি প্রশ্ন পাবেন । গুরুত্বদিন ; যাতে এই পার্টে ভালো করা যায় । এই অংশে দক্ষতা বাড়ান । নিয়মিত বিভিন্ন চাকরির পরীক্ষার আসা গুলো সলভ করুন ।
5. Narration , Voice :
মাঝে মাঝেই প্রশ্ন আসে । আসলে যাতে মিস না হয় সেদিকে খেয়াল রাখুন । ব্যতিক্রমগুলো ভালো করে দেখুন ।
6. Transformations
বিশাল অধ্যায়; কিন্তু প্রশ্ন আসে ১টা তাও কালে ভদ্রে! আগে পড়া ভালো না থাকলে ছেড়ে দিন । তবে সহজ নিয়মগুলো একবার দেখতে পারেন । যাদের আগে পড়া আছে তারা ঝালিয়ে নিন রিটেন ৫ নম্বরের জন্য এগিয়ে থাকবেন ।
7. Appropriate Preposition
বাংলাদেশের এমন কোনো সরকারি চাকরির পরীক্ষা নেই , যেখানে এই টপিকস থেকে প্রশ্ন আসে না ।বিসিএস প্রিলি ২-৩টা পর্যন্ত থাকে । আগে ভালো পড়া না থাকলে সব পড়ার দরকার নেই শুধু বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষার আসা গুলো দেখুন ।
8. Phrases & Idioms, Foreign words/latin words , One word substitution .
আগের টপিকসের মতোই গুরুত্বপূর্ণ ।আগে ভালো পড়া না থাকল শুধু বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষার আসাগুলোই দেখুন ।
9. Spelling
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসাগুলো লিখে লিখে অনুশীলন করুন
10. Clauses ও Phrases ; Participle , Gerund নির্ণয় :
টেকনিকে শিখুন ।
11. Gender , Number পরিবর্তন :
ব্যতিক্রমগুলো বেশি দেখুন ।
12. Synonym , Antonym :
এখনকার ইংরেজি পরীক্ষায় ইংরেজি ভোকাবুলারি খুব কাজে দেয় । বিসিএস প্রিলিতে ২টা ত থাকেই । এখন কথা হলো ভোকাবুলারি নিয়মিত পড়লে ভালো করা যায় । আগে ভালো পড়া না থাকলে  ২ নম্বরের জন্য ঘাবড়ে যাবেন না, বিভিন্ন চাকরির পরীক্ষার গুলোই সলভ করুন ও মনে রাখার চেষ্টা করুন। আর পরীক্ষার সময় অপসন ইলিমিনেট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ।
13. Composition ( Letter, Paragraphs , Applications এর অংশগুলো দেখে রাখুন । )
14. Translation :
মাঝে মাঝে কোনো প্রবাদের অর্থ বিষয়ক অনুবাদ কিংবা ভাবার্থ বের করার সক্ষমতা যাচাই করার  জন্য অনুবাদ দেয় । এটা মূলত অভারঅল বেসিকের উপর নির্ভর করে।
====
এই হলো ইংরেজি গ্রামারের পড়া । আমার ৫টা প্রিলির অভিজ্ঞতা থেকে বলছি ইদানিং যে প্রশ্ন হচ্ছে তাতে বেসিক ভালো থাকলে  মুখস্ত বিদ্যা বিষয়ক অংশগুলো ছাড়া অন্যান্যপার্ট গুলো না পড়েই ইংরেজি ভালো করা যায় । আর প্রশ্ন কঠিন হলে অত কম সময়ে অনেক বাঘা বাঘা স্টুডেন্টেও সঠিক উত্তর নির্বাচনে ঘাবড়ে যায় । তাই প্রশ্ন দেখেই ভয় না পেয়ে ঠাণ্ডা মাথায় প্রশ্নগুলো ভালো করে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ।  মোট কথা, প্রতিটি পার্টে আলাদা আলাদা প্ল্যান করুন কিভাবে সামলাবেন । এখনই ঠিক করুন কোন পার্টে
কোন টেকনিক এ্যাপ্লাই করবেন।
সবার জন্য শুভকামনা ।

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ