শুরুতেই একটা আতঙ্কের কথা বলি বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল । তাই পরীক্ষায় ইংরেজিকে ভয় পায়। আর আশার কথা হলো ইংরেজির বেসিক ভালো হলে ২০ এর মধ্যে ১৬+পর্যন্ত নম্বর পাওয়া যায় তবে এই সংখ্যা খুব কম । মোদ্দা কথা হলো ইংরেজিতে মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন আসে যা ইংরেজি বিষয়ে পড়ুয়ারাও তাৎক্ষণিক ভাবে উত্তর করতে পারে না। তাই ইংরেজিকে ভয় পাওয়ার দরকার নেই ; কেননা, কঠিন প্রশ্ন হলে সবার জন্যই কঠিন , আর সহজ হলে সবার জন্যই সহজ । তাই সহজ প্রশ্ন গুলো যাতে ভুল না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। আর গুরুত্বপূর্ণ টপিকসগুলো তে কোনো কনফিউশন রাখা যাবে না । ইংরেজি গ্রামার পড়তে গিয়ে আমি দেখেছি এখানে পড়া দুই প্রকার । যথা
ক. স্কিল ডেভেলোপমেন্ট
খ. মুখস্ত বিদ্যা
একটু ঝেড়ে কাশি
ক. স্কিল ডেভেলোপমেন্ট :
এই অংশে গ্রামারের সব বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা ও নিয়মিত অনুশীলন করা । গ্রামারের বেসিক কনসেপ্টে যাদের দখল ভালো তারা ত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে । কারণ স্কিল যাচাই অংশের প্রশ্নগুলো কোনো গাইড থেকে কিংবা বিগত সালের প্রশ্ন থেকে আসবে না ।যাদের বেসিক ভালো তারা না পড়েই পাগার পার । যতসমস্যা মধ্যমসারির স্টুডেন্টদের জন্য । কারণ তাদের যেমন আকাঙ্ক্ষা তীব্র তেমনি পরীক্ষায় চাপ সামলানোর ক্ষমতাও অনেক সময় দুর্বল হয়ে যায়; ঘাড়বে গিয়ে সহজ জিনিসও ভুল করে আসে । তাই যাদের বেসিক স্কিল দুর্বল তারা নিয়মিত ইংরেজি গ্রামারে জোর দিন ।কেননা এখানেই ব্যবধান বেড়ে যায়।
খ. মুখস্ত বিদ্যা :
ইংরেজি বিষয়ে কিছু প্রশ্ন মুখস্ত টাইপ আসে যেমন : Appropriate preposition, substitutions , phrases & Idioms , spelling , Vocabulary ( synonym & antonym ) ইত্যাদি । এ অংশের যেগুলো সবাই পারে সেগুলো না পারলে পিছিয়ে যাবেন । তাই বিগত সালের প্রশ্নগুলো দেখা দরকার ।
এখন আসি ইংরেজি গ্রামারের হট টপিকসগুলোর দিকে:
সিলেবাস ও প্রশ্ন সমন্বয় করে যেসব টপিক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো :
1. Parts of Speeches
এর বিভিন্ন অংশের ধরনগুলো সম্পর্কে বেসিক ক্লিয়ার থাকতে হবে । এবং Changes of Parts of Speeches বিশেষ করে noun, verb, adjective গুলো সাফিক্স - প্রিফিক্স সহ রুপান্তরের করার নিয়মগুলো দেখতে হবে। । এটা রিটেনেও কাজে দিবে ৫ নম্বরের জন্য।
2. Subject -Verb- Agreement
= অবশ্যই প্রশ্ন আসবে । স্বচ্ছ ধারণা রাখুন।
3. Tense - এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে।
4. Right form of Verbs, Correction , Conditions - এই তিন টপিকস থেকে ৬টার বেশি প্রশ্ন পাবেন । গুরুত্বদিন ; যাতে এই পার্টে ভালো করা যায় । এই অংশে দক্ষতা বাড়ান । নিয়মিত বিভিন্ন চাকরির পরীক্ষার আসা গুলো সলভ করুন ।
5. Narration , Voice :
মাঝে মাঝেই প্রশ্ন আসে । আসলে যাতে মিস না হয় সেদিকে খেয়াল রাখুন । ব্যতিক্রমগুলো ভালো করে দেখুন ।
6. Transformations
বিশাল অধ্যায়; কিন্তু প্রশ্ন আসে ১টা তাও কালে ভদ্রে! আগে পড়া ভালো না থাকলে ছেড়ে দিন । তবে সহজ নিয়মগুলো একবার দেখতে পারেন । যাদের আগে পড়া আছে তারা ঝালিয়ে নিন রিটেন ৫ নম্বরের জন্য এগিয়ে থাকবেন ।
7. Appropriate Preposition
বাংলাদেশের এমন কোনো সরকারি চাকরির পরীক্ষা নেই , যেখানে এই টপিকস থেকে প্রশ্ন আসে না ।বিসিএস প্রিলি ২-৩টা পর্যন্ত থাকে । আগে ভালো পড়া না থাকলে সব পড়ার দরকার নেই শুধু বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষার আসা গুলো দেখুন ।
8. Phrases & Idioms, Foreign words/latin words , One word substitution .
আগের টপিকসের মতোই গুরুত্বপূর্ণ ।আগে ভালো পড়া না থাকল শুধু বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষার আসাগুলোই দেখুন ।
9. Spelling
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসাগুলো লিখে লিখে অনুশীলন করুন
10. Clauses ও Phrases ; Participle , Gerund নির্ণয় :
টেকনিকে শিখুন ।
11. Gender , Number পরিবর্তন :
ব্যতিক্রমগুলো বেশি দেখুন ।
12. Synonym , Antonym :
এখনকার ইংরেজি পরীক্ষায় ইংরেজি ভোকাবুলারি খুব কাজে দেয় । বিসিএস প্রিলিতে ২টা ত থাকেই । এখন কথা হলো ভোকাবুলারি নিয়মিত পড়লে ভালো করা যায় । আগে ভালো পড়া না থাকলে ২ নম্বরের জন্য ঘাবড়ে যাবেন না, বিভিন্ন চাকরির পরীক্ষার গুলোই সলভ করুন ও মনে রাখার চেষ্টা করুন। আর পরীক্ষার সময় অপসন ইলিমিনেট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ।
13. Composition ( Letter, Paragraphs , Applications এর অংশগুলো দেখে রাখুন । )
14. Translation :
মাঝে মাঝে কোনো প্রবাদের অর্থ বিষয়ক অনুবাদ কিংবা ভাবার্থ বের করার সক্ষমতা যাচাই করার জন্য অনুবাদ দেয় । এটা মূলত অভারঅল বেসিকের উপর নির্ভর করে।
====
এই হলো ইংরেজি গ্রামারের পড়া । আমার ৫টা প্রিলির অভিজ্ঞতা থেকে বলছি ইদানিং যে প্রশ্ন হচ্ছে তাতে বেসিক ভালো থাকলে মুখস্ত বিদ্যা বিষয়ক অংশগুলো ছাড়া অন্যান্যপার্ট গুলো না পড়েই ইংরেজি ভালো করা যায় । আর প্রশ্ন কঠিন হলে অত কম সময়ে অনেক বাঘা বাঘা স্টুডেন্টেও সঠিক উত্তর নির্বাচনে ঘাবড়ে যায় । তাই প্রশ্ন দেখেই ভয় না পেয়ে ঠাণ্ডা মাথায় প্রশ্নগুলো ভালো করে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন । মোট কথা, প্রতিটি পার্টে আলাদা আলাদা প্ল্যান করুন কিভাবে সামলাবেন । এখনই ঠিক করুন কোন পার্টে
কোন টেকনিক এ্যাপ্লাই করবেন।
সবার জন্য শুভকামনা ।
Home »
২. ইংরেজি ভাষা ও সাহিত্য
» ইংরেজি গ্রামার প্রস্তুতি নির্দেশনা
ইংরেজি গ্রামার প্রস্তুতি নির্দেশনা
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................