“নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন” অংশের গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন-উত্তর
1. বাক-স্বাধীনতার কথা বলা আছে সংবিধানের যে অনুচ্ছেদে –৩৯ নং অনুচ্ছেদে
2. নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হলো ––Morality
3. মূল্যবোধ মূলত একটি ––দার্শনিক বিষয়
4. সামাজিক মূল্যবোধ হলো –সামাজিক আচার আচরণের সমষ্টি
5. সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো –আইনের শাসন
6. মূল্যবোধকে সাধারণত বিভক্ত করা যায় –৬ ভাগে
7. প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায়–ব্যক্তি মূল্যবোধ
8. শিল্প বিপ্লব সামাজিক মূল্যবোধের –অবক্ষয় ঘটিয়েছে
9. আইন মেনে চলা যে ধরনের কর্তব্য –রাজনৈতিক
10. মূল্যবোধ মানুষের সার্বিক জীবনে –গাইডলাইন হিসেবে ভূমিকা পালন করে
11. প্রাচীনকালে এথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল?-নগররাষ্ট্র
12. পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান–সামাজিক
13. প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল?–গ্রিস
14. ন্যায়বিচার প্রতিষ্ঠা যে বিভাগের কাজ –বিচার বিভাগের
15. নিজ ধর্ম চর্চা ও পালন করা হলো –সামাজিক অধিকার
16. যে অধিকার লঙ্ঘিত হলে রাষ্ট্রীয় শাস্তির বিধান নেই –নৈতিক অধিকার
17. সরকারের তৃতীয় অঙ্গ হলো –বিচার বিভাগ
18. নাগরিকতা অর্থপূর্ণ হয় –কর্তব্য পালনে
19. রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় –সাংবিধানিক আইনকে
20. আইন নিষ্প্রয়োজন হয়, যদি –শাসক ন্যায়পরায়ণ হয়
21. বর্তমান বিশ্বে সবচেয়ে ভালো শাসনাব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে –গণতন্ত্র ব্যবস্থা
22. ‘What is morally wrong can never be politically right’ উক্তিটি করেছেন –C. J. Fox
23. সুশাসনের আভাস পাওয়া যায় – ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
24. আইনের দৃষ্টিতে ‘সকল নাগরিক সমান’ বলা আছে সংবিধানের যে অনুচ্ছেদে –২৭ নং অনুচ্ছেদে
25. সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে –মিডিয়া
26. পেশিশক্তির ইংরেজি প্রতিশব্দ হলো–Muscle Power
27. বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে –৭৭ নং অনুচ্ছেদে
28. সুশাসনের মানদণ্ড হলো –জনগণের সম্মতি ও সন্তুষ্টি
29. মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে –গণতন্ত্র
30. দুর্নীতি দমন কমিশন (দুদ হলো –একটি সরকারি সংস্থা
31. প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক হলো –সরকার
32. সুশাসনের অন্যতম প্রতিবন্ধক হলো –দুর্নীতি
33. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যার দায়িত্ব –সরকারের
34. সুশাসনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল –Transparency
35. সুশাসনের পূর্ব শর্ত হলো –জবাবদিহিতা
36. সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য বিষয় হলো –গণতান্ত্রিক মূল্যবোধ
37. গণতন্ত্র ছাড়া প্রতিষ্ঠা পায় না –সুশাসন
38. Good Governance ও E-Governance –এর মধ্যে সম্পর্ক –ঘনিষ্ঠ
39. যে দেশে মানবাধিকার লঙ্ঘন নিত্যদিনের ব্যাপার, সে দেশে নেই – সুশাসন
40. যে সরকার আইনের দ্বারা সতীদাহ প্রথা বাতিল করে –ব্রিটিশ সরকার
41. মুসলিম আইনের প্রধান উৎস হলো –আল কুরআন
42. যে দেশের আইন বা সংবিধান লিখিত আকারে নেই –যুক্তরাজ্যের
43. আইনের আনুষ্ঠানিক উৎস হলো –সংবিধান
44. সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষাকল্পে যে আইন প্রবর্তন করা হয় –ফৌজদারি আইন
45. Ordinance হলো –জরুরি আইন
46. জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করে –সরকার
47. ক্ষমতার অপব্যবহারের যৌক্তিক কারণ –ক্ষমতার কেন্দ্রীকরণ
48. যেভাবে গণতন্ত্রকে শক্তিশালী করা যায় –ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে
49. সুশাসন প্রতিষ্ঠার মুখ্য উপাদান –আইনের শাসন
50. যেখানে দেশপ্রেম নেই সেখানে –সুশাসন নেই