BCS পরীক্ষার্থীদের জন্য -

বিসিএসে আসা গুরুত্বপূর্ণ উক্তি ।। Quotations for BCS Preparation

বিষয় : উক্তি।

10 থেকে 40 তম বিসিএস পর্যন্ত 14টা প্রশ্ন এসেছে।

1.‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ 
* মাহবুব উল আলম চৌধুরী

2. “বাতাসে লাশের গন্ধ ভাসে” 
* রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ্

3.’বামন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কিসে রে।’ 
* লালন

4. সাহিত্য জাতির দর্পন স্বরূপ * প্রমথ চৌধুরী

5. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত * প্রমথ চৌধুরী

6.“মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’
 * রবীন্দ্রনাথ ঠাকুর

7. ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’ 
* শামসুর রাহমান

8. ‘ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’ * সুকান্ত ভট্টাচার্য।

9. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’।* ভারতচন্দ্র

10. ‘‘আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” * রজনীকান্ত সেন

11.“এতই যদি দ্বিধা তবে জন্মেছিলে কেন?” 
* নির্মলেন্দু গুণ

12.‘রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা’ * কাজী নজরুলর ইসলাম

13. “প্রণমিয়া পাটনী কহিল জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” * ভারতচন্দ্র রায়গুনাকর

14. “আমারে নিবা মাঝি লগে?” 
# মানিক  বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি”

15.‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।’ * রবীন্দ্রনাথ ঠাকুর

16. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়’ * রবীন্দ্রনাথ ঠাকুর

17.‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’ * জীবনানন্দ দাশ

18. ‘‘আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি” * জীবনানন্দ দাশ।

19. ‘‘মহাজ্ঞানী মহাজন,যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।” * হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

20. ‘‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।” * কামিনী রায়।

21. ‘সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া।’ * চন্ডিদাস।

22.‘রূপলাগি অখিঁ ঝুরে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’ * চন্ডিদাস।

23. ‘‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ”  * সৈয়দ এমদাদ আলী।

24. “মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়…” * মুনির চৌধুরী, রক্তাক্ত প্রান্তর

25. ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়"
 * মুকুন্দরাম।
#A_Journey_to_BCS 

26. সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর অকল্যাণ সফল অশোভন।’ * শেখ ফজলল করিম।

27. ‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’ * কৃষ্ণচন্দ্র মজুমদার,

28. ‘পাখি সব করে রব রাতি পোহাইল।”  
* মদনমোহন তর্কালঙ্কার

29. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’ 
* রঙ্গলাল মুখপাধ্যায়। 

30. ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?” * কৃষ্ণচন্দ্র মজুমদার।

31. ‘‘সুরঞ্জনা, ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই যুবকের সাথে,” * জীবনানন্দ দাশ।

32. ‘‘সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেন দেন; থাকে শুধু অন্ধকার” * জীবনানন্দ দাশ।

33. ‘‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।” * সুফিয়া কামাল

34. ‘আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি’ * সত্যেন্দ্রনাথ দত্ত।

35. ‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ’ * যতীন্দ্রমোহন বাগচী

36. ‘কোথায় স্বর্গ কোথায় নরক,কে বলে তা বহুদূর; মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। 
* শেখ ফজলুল করিম

37. ”এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেওনা” * কাজী নজরুল ইসলাম

38. ‘‘জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।” হতমানে অপমানে নয়, সুখ সম্মানে। 
* সিকান্দার আবু জাফর।

39. ‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা’ * নির্মলেন্দু গুন।

40. ‘‘আজি হ’তে শত বর্ষে আগে, কে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে’* নজরুল ইসলাম

41. ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’ * রবীন্দ্রনাথ ঠাকুর।

42. ‘‘হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি,” * সুকান্ত ভট্টাচার্য।

43. “রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা রাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে” * সুকান্ত ভট্টাচার্য।

44. ‘‘বহু দেশ দেখিয়াছি বহু নদ- নলে কিন্তু এ স্নেহের তৃঞ্চা মিটে কার জলে?” * মধুসূদন দত্ত।

45. ‘‘জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি” * দাউদ হায়দার।

46.‘‘যে শিশু ভুমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুমঃ সে পেয়েছে ছাড়পত্র এক,” * সুকান্ত ভট্টাচার্য।

47. “বিপ্লব স্পন্দিত বুকে, মনে হয় আমিই লেনিন” 
* সুকান্ত ভট্টাচার্য

 48..‘‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,” 
* রুদ্র মোঃ শহীদুল্লাহ।

49. ‘‘কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি”।* সুনীল গঙ্গোপাধ্যায়

50..‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয়কি কি বন্ধু, আমরা এখনো’। * আলাউদ্দিন আল আজাদ।

51.. ‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভূমি।’ * সুকান্ত ভট্টাচার্য।

52.. ‘হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছাসে,” * সুকান্ত ভট্টাচার্য।

53. ‘‘আজি হতে শত বর্ষে পরে কে তুমি পড়িছ, বসি আমার কবিতাটি খানি কৌতূহল ভরে,” 
* রবীন্দ্রনাথ ঠাকুর।

54. ‘‘আমি কিংবদন্তীর কথা বলছি, আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি” * আবু জাফর ওবায়দুল্লাহ।
Khaled Uz  ZamaN 
55. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপালে ভাঙলো, সিথির সিদুঁর মুছে গেল হরিদাসীর” 
* শামসুর রাহমান।

56. “ঝিনুক নীরবে সহো,/ঝিনুক নীরবে সহো,/ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের থলি/ মুখ বুঝে মুক্তা ফলাও।” * আবুল হাসান

57.‘‘এখন যৌবন যার মিছিলে যাবার সময় তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।” 
* হেলাল হাফিজ।

58.বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই। 
* কাজী নজরুল ইসলাম

 59.“কথা ছিলো একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে, বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে” * হেলাল হাফিজ

#A_journey_to_BCS
https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ