BCS পরীক্ষার্থীদের জন্য -

৪৩তম বিসিএস Cadre Choice

৪৩তম বিসিএস Cadre Choice:
©গাজী মিজানুর রহমান
.
গতকাল ৩০ নভেম্বর, ২০২০ তারিখে প্রকাশিত হয় বহুল কাঙ্ক্ষিত ৪৩তম বিসিএস সার্কুলার। ৪৩তম বিসিএসে সর্বমোট ১ হাজার ৮১৪ জনকে নেওয়া হবে। ৩০ ডিসেম্বর থেকে অনলাইনে এই বিসিএসের জন্য আবেদন করতে পারবে বিসিএস পরীক্ষার্থীরা। আবেদনের শেষ সময় ২০২১ সালের জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত।
.
এরই মাঝে অনেকে ক্যাডার চয়েজ নিয়ে, মানে কোন ক্যাডার চয়েজের ক্ষেত্রে আগে দিবেন; কোন ক্যাডার পরে দিলে ভালো হয় বা কীভাবে দিলে ভালো হয়, এসব নিয়ে বেশ চিন্তিত!
.
সার্কুলার প্রকাশিত হওয়ার পর থেকেই বেশ কিছু দিন ধরেই অনেকেই রিকুয়েস্ট করে যাচ্ছে, যেন ক্যাডার চয়েজ নিয়ে একটু গাইডলাইন দেই, এই নিয়ে কিছু লিখি।
.
সত্যি বলতে কি,  চাকরি আর "শিক্ষক নিবন্ধন  Analysis" ও "প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য "Authentic Model Test" বইয়ের কাজ নিয়ে এতো বেশি ব্যস্ত না থাকলে গতকালই দেয়া যেত! তাই আজ কাজ কিছুক্ষণ বন্ধ রেখে কিছুটা লিখার চেষ্টা করলাম। জানি না, এর দ্বারা কে কতটুকু উপকৃত হবেন। লেখাটি যাদের কাছে অপ্রয়োজনীয় মনে হবে, তারা নির্দ্বিধায় আপন গুণে এড়িয়ে যাবেন। আর যাদের কাছে প্রয়োজনীয় বলে মনে ইচ্ছে হলে পড়তে পারেন-
.
এবার আসি মূল কথায়- আসলে আমার ৬টি বিসিএসের অভিজ্ঞতা বলে ক্যাডার চয়েজের বিষয়টি একান্তই ব্যক্তির নিজের উপর ডিপেন্ড করে। যার যে ক্যাডার ভালো লাগে সেটাই আগে দেয়া উচিত। 
যেমন- কারো যদি শিক্ষা ক্যাডার ভালো লাগে ১ নম্বর চয়েজে শিক্ষা ক্যাডার দেয়া উচিত, কারো এডমিন বা পুলিশ কিংবা পররাষ্ট্র ক্যাডার বেশি ভালো লাগলে সেটেই ১ নম্বর চয়েজে দেয়া উচিত। 
তবে হ্যাঁ, কারো যদি ইংলিশ স্পিকিংয়ে বেশি সমস্যা থাকে তাদের ফরেন ক্যাডার চয়েজে না দেয়াই উচিত বলে আমি মনে করি। কেননা, ফরেন ক্যাডার হিসেবে যাদের নিয়োগ দেয়া তাদের মূলত বিদেশিদের সাথে বেশি কাজ করতে হয়। কিন্তু বিদেশিরা বাংলা বুঝে না। তাই ইংলিশে কথা  বলতে হয়। আর সেজন্যে ভাইভা বোর্ডে যাদের ফরেন ক্যাডার পছন্দের তালিকায় শীর্ষে তাদের ম্যাক্সিমাম সময়ে ইংলিশে কথা বলতে হয়।
আরেকটি বিষয়, ক্যাডার চয়েজের ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পারিবারিক বিষয়টিও মাথা রাখবেন। কারণ, অনেক ক্যাডার পদ আছে যা অনেক বেশি কর্ম ব্যস্ত। যেমন- পুলিশ, এডমিন, পররাষ্ট্র প্রভৃতি। যাদের পরিবারে বেশি সময় দিতে হয়; আমার মতে, তাদের  ক্যাডার চয়েজের ক্ষেত্রে এসব ক্যাডার এড়িয়ে চলা উচিত। 
.
.
১. কেউ যাদের ফরেন ক্যাডার দেয়ার ইচ্ছে থাকে তাহলে তা ১ নম্বর চয়েজে দেয়া উচিত।  ২ বা ৩ নম্বর বা তারও পরেরর চয়েজে ফরেন ক্যাডার দিলে অনেক সময় ভাইভা বোর্ডে অনেক প্যাঁচায় এই নিয়ে। তাই 'ফরেন ক্যাডার' চয়েজে  দিলে ১ নাম্বারে দিন, না হয় একেবারে বাদ দিন।
.
২. ক্যাডার চয়েজের ক্ষেত্রে যেসব ক্যাডারে পোস্ট বেশি সেই ক্যাডার গুলো চয়জে প্রথমে রাখা ভালো।
.
৩. আপনার যদি প্রশাসন ক্যাডার বেশি ভালো লাগে বা পুলিশ ক্যাডার বেশি ভালো লাগে, তবে এই দুইটি যে কোনো একটি আগে পিছে দিলে কোনো সমস্যা নেই। তবে যেন এই ক্যাডারগুলো পছন্দের তালিকায় বেশি নিচে না থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত।
.
৪. কারো যদি বিসিএস ক্যাডার হওয়া বেশি ইচ্ছে থাকে বা এই বারই শেষ বিসিএস; তাদের প্রথম দিকে শিক্ষা ক্যাডার বা যাদের টেকনিক্যাল ক্যাডার আছে তা প্রথম দিকে রাখা ভালো।
.
৫। আপনি "সাধারণ ক্যাডার" এর যতগুলো ক্যাডারদের কথা ৪১তম সার্কুলারের উল্লেখ করা আছে আপনি চাইলে এর সব কয়টি বা বাছাই করে কয়েকটি দিতে পারেন; এতো কোনো ধরাবাঁধা নিয়ম বা সমস্যা নেই।
.
৬। আপনি যদি শিক্ষা ক্যাডার বা যারা ডাক্তার/ইঞ্জিনিয়ার শুধু নিজের পঠিত বিষয়ে জব করতে চান তারা জেনারেল ক্যাডার চয়েজে দিবেন না।

৭। যারা শিক্ষা ক্যাডার/ ডাক্তার/ ইঞ্জিনিয়ার যার যেটা প্রযোজ্য সেসব ক্যাডারে যেতে না চান তাহলে কেবল "জেনারেল ক্যাডার" চয়েজ দিবেন।
.
৮। যারা নিজের পঠিত বিষয়ে ক্যাডার + জেনারেল ক্যাডার (যেমন: এডমিন, পুলিশ, টেক্স ইত্যাদি) দুটিই দিতে চান তাহলে "Both Cadre" চয়েজে দিবেন এবং জেনারেল ক্যাডারগুলো সবার উপরে রাখবেন এবং নিজের পঠিত বিষয়ের ক্যাডার এই ক্ষেত্রে সর্বশেষে রাখা ভালো।
.
৯। আপনি যে ক্যাডারগুলো চয়েজ দেয়ার ক্ষেত্রে  উপরের দিকে রাখবেন আপনি বিসিএসের রিটেন+ভাইভাতে মোট নাম্বার পাওয়ার উপর ডিপেন্ড করবে আপনি কোন ক্যাডার পাবেন। বেশি নাম্বার পেলে ১ নাম্বার চয়েজের ক্যাডারটি পাবেন, আরো কম হলে তারপরটি। এইভাবে চলতে থাকে। আর যদি রিটেন+ভাইভাতে ভালো নাম্বার না পেয়ে কোনোমতে পাশ করেন তাহলে চয়েজের কোনো ক্যাডার না পাওয়ার সম্ভাবনাই বেশি। সেই ক্ষেত্রে আপনি "নন-ক্যাডার" পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে।
.
এখানে উল্লেখ্য যে, বিসিএস প্রিলিতে যত বেশি নাম্বারই পান না  কেন তা ক্যাডার পেতে বিন্দুমাত্র সাহায্য করবে না। অর্থাৎ বিসিএস প্রিলি হলো বিসিএস বাছাই পরীক্ষা,  আর  বিসিএস রিটেন + ভাইভা হলো মূল পরীক্ষা। তবে প্রিলিতে অবশ্যই পাশ করতে হবে।
.
আমার মতে, ক্যাডার চয়েজ এর ক্ষেত্রে "Both Cadre" দিলে আপনি এইভাবে দিতে পারেন-
.

===Format-1
১. ফরেন (ইংলিশে ভালো হলে, না হয় বাদ দিন এবং দিলে সর্বপ্রথমে না হয় বাদ দিন)
২. এডমিন/পুলিশ
৩. পুলিশ/এডমিন
৪. ট্যাক্স/কাস্টমস
৫. কাস্টমস/ট্যাক্স
৬. অডিট/আনসার
৭. আনসার/অডিট
৮. কো-অপারেটিভ (সমবায়)/তথ্য
৯. তথ্য/কো-অপারেটিভ (সমবায়)
১০. খাদ্য/পরিবার পরিকল্পনা
১১.পরিবার পরিকল্পনা/খাদ্য
১২. বাণিজ্য/ডাক
১৩. ডাক/বাণিজ্য
১৪. রেলওয়ে পরিবহন ও বাণিজ্য
১৫. শিক্ষা ক্যাডার/হেলথ ক্যাডার/ইঞ্জিনিয়ার/অন্যান্য টেকনিক্যাল ক্যাডার

.
====Format -2
(যাদের ইংলিশ স্পিকিংয়ে সমস্যা আছে, ফরেন ক্যাডার বাদ দিয়ে এডমিন বা পুলিশ ক্যাডার প্রথম চয়েজে রাখতে পারেন-
১. এডমিন/পুলিশ
২. পুলিশ/এডমিন
৩. ট্যাক্স/কাস্টমস
৪. কাস্টমস/ট্যাক্স
৫. অডিট/আনসার
৬. আনসার/অডিট
৭. কো-অপারেটিভ (সমবায়)/তথ্য
৮. তথ্য/কো-অপারেটিভ (সমবায়)
৯. খাদ্য/পরিবার পরিকল্পনা
১০.পরিবার পরিকল্পনা/খাদ্য
১১. বাণিজ্য/ডাক
১২. ডাক/বাণিজ্য
১৩. রেলওয়ে পরিবহন ও বাণিজ্য
১৪. শিক্ষা ক্যাডার/হেলথ ক্যাডার/ইঞ্জিনিয়ার/অন্যান্য টেকনিক্যাল ক্যাডার
.
===Format-3
(যারা শিক্ষা ক্যাডার বা নিজের অধীত টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার ২য় চয়েজে রাখতে চান-
১. এডমিন/পুলিশ
২. শিক্ষা ক্যাডার/টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার
৩. ট্যাক্স/কাস্টমস
৪. কাস্টমস/ট্যাক্স
৫. অডিট/আনসার
৬. আনসার/অডিট
৭. কো-অপারেটিভ (সমবায়)/তথ্য
৮. তথ্য/কো-অপারেটিভ (সমবায়)
৮. খাদ্য/পরিবার পরিকল্পনা
১০.পরিবার পরিকল্পনা/খাদ্য
১১. বাণিজ্য/ডাক
১২. ডাক/বাণিজ্য
১৩. রেলওয়ে পরিবহন ও বাণিজ্য
.
===Format-4
(বোথ ক্যাডার দিতে চান; কিন্তু শিক্ষা ক্যাডার/প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডার যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা প্রথমে রাখতে চান-
১. শিক্ষা ক্যাডার/টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার
২. এডমিন/পুলিশ
৩. ট্যাক্স/কাস্টমস
৪. কাস্টমস/ট্যাক্স
৫. অডিট/আনসার
৬. আনসার/অডিট
৭. কো-অপারেটিভ (সমবায়)/তথ্য
৮. তথ্য/কো-অপারেটিভ (সমবায়)
৮. খাদ্য/পরিবার পরিকল্পনা
১০.পরিবার পরিকল্পনা/খাদ্য
১১. বাণিজ্য/ডাক
১২. ডাক/বাণিজ্য
১৩. রেলওয়ে পরিবহন ও বাণিজ্য
.

====Format-5
(যারা শুধু জেনারেল ক্যাডার চয়েজে রাখতে চান, কিন্তু প্রফেশনাল/শিক্ষা/ টেকনিক্যাল ক্যাডার দিতে চান না-
.
১. ফরেন (ইংলিশে ভালো হলে, না হয় বাদ দিন এবং দিলে সর্বপ্রথমে না হয় বাদ দিন)
২. এডমিন/পুলিশ
৩. পুলিশ/এডমিন
৪. ট্যাক্স/কাস্টমস
৫. কাস্টমস/ট্যাক্স
৬. অডিট/আনসার
৭. আনসার/অডিট
৮. কো-অপারেটিভ (সমবায়)/তথ্য
৯. তথ্য/কো-অপারেটিভ (সমবায়)
১০. খাদ্য/পরিবার পরিকল্পনা
১১.পরিবার পরিকল্পনা/খাদ্য
১২. বাণিজ্য/ডাক
১৩. ডাক/বাণিজ্য
১৪. রেলওয়ে পরিবহন ও বাণিজ্য
.
===Format-6
আপনি যদি শুধু শিক্ষা  ক্যাডারে বা হেলথ ক্যাডার/টেকনিক্যাল ক্যাডারে যেতে চান কেবল চয়েজ ১ টি দিবেন অর্থাৎ সেই ক্যাডারটি ১ নাম্বার চয়েজে দিবেন; আর অন্য কোনো ক্যাডার চয়েজে দিবেন না। সেক্ষেত্রে আপনার ক্যাডার চয়েজ হবে শুধু ১টি।

১। শিক্ষা ক্যাডার/হেলথ ক্যাডার/ইঞ্জিনিয়ার/টেকনিক্যাল ক্যাডার (যার জন্য যেটা প্রযোজ্য)

* ধন্যবাদ সবাইকে। 
*সবার জন্য শুভ কামনা রইল।
________________________________

Related Posts:

  • ৪৩তম বিসিএস Cadre Choice৪৩তম বিসিএস Cadre Choice:©গাজী মিজানুর রহমান.গতকাল ৩০ নভেম্বর, ২০২০ তারিখে প্রকাশিত হয় বহুল কাঙ্ক্ষিত ৪৩তম বিসিএস সার্কুলার। ৪৩তম বিসিএসে সর্বমোট ১ হা… Read More
https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ